"Mora shadar duy bhay "hate kolame/মোরা দুই সহোদর ভাই কাজী নজরুল ইসলাম হাতে- কলমে অনুশীলন প্রশ্নের উত্তর - Online story

Wednesday 13 September 2023

"Mora shadar duy bhay "hate kolame/মোরা দুই সহোদর ভাই কাজী নজরুল ইসলাম হাতে- কলমে অনুশীলন প্রশ্নের উত্তর

 

মোরা দুই  সহোদর ভাই

কাজী নজরুল ইসলাম

হাতে- কলমে

অনুশীলন প্রশ্নের উত্তর



১.২ তাঁর লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো।

উত্তর। তাঁর লেখা দুটি কবিতার বই হল অগ্নিবীণা ও বিষের বাঁশি।

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :


২.১ 'মোরা দুই সহোদর ভাই' কবিতায় সহোদর কারা?

উত্তর। মোরা দুই সহোদর ভাই কবিতায় হিন্দু ও মুসলমান হল সহোদর।


২.২ 'আমাদের হীন দশা এই তাই’-আমাদের এই দীন-দশার কারণ কী?

উত্তর। আমাদের এই হীন দশার কারণ-ঈশ্বরের সৃষ্টি নিয়ে আমরা মতভেদ করি, ঝগড়া করি, একে অপরে হানাহানি করি তাই।


২.৩ 'বাইরে শুধু রঙের তফাত ভিতরে ভেদ নাই'—'রঙের তফাত' বলতে কবি কী বুঝিয়েছে?


উত্তর। রঙের তফাত বলতে কবি বুঝিয়েছেন যে হিন্দু ও মুসলমান সকলেরই গায়ের রং হয়তো এক নয় কিন্তু ভিতরে অর্থাৎ সকলের রক্তের রং এক।



৩. নীচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো :

৩.১ ‘এক বৃত্তে দুটি কুসুম এক ভারতে ঠাই।' পত্তিটিতে প্রদত্ত উপমাটি ব্যাখ্যা করো।

উত্তর। কবি কাজী নজরুল ইসলাম হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে ঐক্য সাধনের জন্য এই উপনাটি ব্যবহার করেছেন। আমরা দেখি যে ফুলের গাছে একটি বৃত্তে দুটি ফুল ফুটে থাকতে, আবার এও দেখি যে ফুল দুটি হয়তো একইরকম নয় কিন্তু বৃত্ত একটাই—একই গাছ থেকে সৃষ্টি। তেমনি কবি বলতে চেয়েছেন যে হিন্দু মুসলমানকে আমরা

আলাদা করে দেখি বটে কিন্তু আসলে তারা একই ঈশ্বরের দ্বারা সৃষ্ট অর্থাৎ সহোদর ভাই। অতএব এদের কোনো ভেদাভেদ নাই।



৩.২ 'সব জাতিরই সকলকে তাঁর দান যে সমান করে'—কার, কোন্ দানের কথা এখানে বলা হয়েছে?

উত্তর। আলোচ্য অংশে সকলের সৃষ্টিকর্তা ঈশ্বররের দানের কথা বলা হয়েছে। ঈশ্বরের দানগুলি হল—সূর্য ও চন্দ্রের আলো, বৃষ্টির জল। আবার মহামারি, রোগ, বন্যা, প্রাকৃতিক দুর্যোগকেও ঈশ্বরের দান বলা হয়েছে। কারণ এগুলি প্রকৃতি আমাদের সকলকে সমানভাবে দান করে।



৩.৩ ‘টাঁদ-সুরুষের আলোকেই কমবেশি কি পাই'—চাঁদ সুরুষের আলো কী? কবির এই প্রশ্নটির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও।

উত্তর। রাত্রিবেলায় চাঁদ আমাদের যে কিরণ দেয় এবং দিনের সূর্যের আলো অর্থাৎ রৌদ্রকে ‘টাদ সুরুখের আলো' বলা হয়েছে।

কবি বলতে চেয়েছেন যে হিন্দু ও মুসলমান একই ঈশ্বরের সৃষ্টি। এদের মধ্যে কোনো তফাত নাই, যদিও আমরা অনেকেই এ নিয়ে ভেদাভেদ করি। কবির মতে হিন্দু ও মুসলমান একই ঈশ্বরের সৃষ্টি এবং ঈশ্বরের যাবতীয় দান, যেমন চাঁদের ও সূর্যের আলো, বর্ষার জল র্থাৎ বৃষ্টি, বন্যা, নানারকম অসুখ-বিসুখ, মহামারি সবই আমরা একই ঈশ্বরের বিচার্য

থেকে পেয়ে থাকি এবং সমানভাবে পেয়ে থাকি। তাহলে আমাদের মধ্যে তফাতটা কোথায় থাকে—আর সেই কারণেই আমরা হিন্দু-মুসলমান সহোদর ভাই। এর বিষয় তর্ক করা মানে ঈশ্বরের নীতিকে অমান্য করা বা অশ্রদ্ধা করা।



৪. নীচের বাক্যগুলি থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া চিহ্নিত করে লেখো :

৪.১ মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদকারি।

উত্তর। করে—অসমাপিকা ক্রিয়া, করি-সমাপিকা ক্রিয়া।


৪.২ দুই জাতি ভাই সমান মরে মড়ক বলে দেবো।

উত্তর। করে—অসমাপিকা ক্রিয়া।



৫. সন্ধিবিচ্ছেদ করো: সহোদর, সৃষ্টি, বৃষ্টি, শাস্তি।

উত্তর। সহোদর = সহ + উদর।


সৃষ্টি = সৃষ + তি