নবম শ্রেণীর জীবন রিঞ্জান চার অধ্যায় অনুশীলন প্রশ্নের উত্তর
নবম শ্রেণীর জীবন বিঞ্জান
৪ অধ্যায়
অনুশীলন প্রশ্নের উত্তর
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন :
প্রশ্নমান 1
1।প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :
(1) অ্যান্টিবডি উৎপন্নকারী বস্তুকে বলে--
(A) কোলাজিনেজ (B) অ্যান্টিজেন (C) মিউসিনোজেন (D) হ্যাপটোজেন
উত্তর- (B) অ্যান্টিজেন
(2) AIDS রোগটি—(A) ব্যাকটেরিয়াঘটিত
(B) ভাইরাসঘটিত (C) প্রোটোজোয়াঘটিত (D) রাসায়নিক পদার্থঘটিত
উত্তর- (B) ভাইরাসঘটিত
3 ম্যালেরিয়া রোগসৃষ্টিকারী জীবাণুটি একপ্রকার—(A) ব্যাকটেরিয়া (B) প্রোটোজোয়া (C) ভাইরাস (D) ছত্রাক
উত্তর- (B) প্রোটোজোয়া
4 ডেঙ্গুজ্বরের বাহক প্রাণীটি হল – (A) স্ত্রী অ্যানোফিলিস (B) স্ত্রী এডিস (C) কিউলেক্স (D) সি-সি মাছি
উত্তর- (B) স্ত্রী এডিস
(5) অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হল –(A) প্রোটিন
(B) গ্লাইকোপ্রোটিন
(C) কার্বোহাইড্রেট (D) লিপিড
উত্তর- (A) প্রোটিন
6 AIDS একটি ভাইরাসঘটিত রোগ। নীচের কোনটি দ্বারা AIDS সংক্রামিত হয় না? (A) রক্তসঞ্চারণ (B) একই ইনজেকশনের ছুঁচ ব্যবহার (C) করমর্দন (D) যৌনমিলন
উত্তর- (C) করমর্দন
7.মানব শিশুকে জন্মের পর যে টিকাটি দেওয়া হয়,তা হল – (A) DPT ভ্যাকসিন (B) BCG ভ্যাকসিন
(C) MMR ভ্যাকসিন (D) OPV
উত্তর- (B) BCG ভ্যাকসিন
8 নীচের কোন্টি একটি জলবাহিত রোগ? (A) টিটেনাস (B) ডিপথেরিয়া (C) ডায়ারিয়া (D) যক্ষ্মা
উত্তর- (C) ডায়ারিয়া
9. উচ্চশ্রেণির উদ্ভিদের মূল ও ছত্রাকের সহাবস্থান হল – (A) সায়ানোব্যাকটেরিয়া (B) মাইকোরাইজা (C) ব্যাকটেরিয়া (D) প্রোটোজোয়া
উত্তর- (B) মাইকোরাইজা
10 নীচের কোন্টি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে?
(A) প্রোটোজোয়া
(B) সায়ানোব্যাকটেরিয়া
(C) ভাইরাস (D) ছত্রাক
উত্তর- (B) সায়ানোব্যাকটেরিয়া
11 অণুজীব সার হিসেবে ব্যবহৃত হয়
(A) ব্যাকটেরিয়া (B) নীলাভ-সবুজ শ্যাওলা (C) ছত্রাক (D) সবকটি
উত্তর- (D) সবকটি
12 পতঙ্গের জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত ভাইরাসটি হল—(A) নিউক্লিওপলিহেড্রোসিস ভাইরাস
(B) প্যারা মিক্সোভাইরাস (C) গ্রানুলোসিস ভাইরাল
উত (D) A ও C উভয়
উত্তর- (D) A ও C উভয়
13 ভাইরাস আক্রান্ত কোশ থেকে যে অ্যান্টি ভাইরাল প্রোটিন ক্ষরিত হয়, তা হল –(A) ইন্টারফেরন
(B) HCI (C) লাইসোজাইম (D) কোনোটিই নয়
উত্তর- (A) ইন্টারফেরন
14 ব্রাডিকাইনিন নিঃসৃত হয়—(A) ক্ষতিগ্রস্ত কলা কোশ থেকে (B) মাস্টকোশ থেকে (C) বেসোফিল থেকে (D) প্লিহা থেকে
উত্তর- (A) ক্ষতিগ্রস্ত কলা কোশ থেকে
15 কোন্ অণুজীবটি জৈবিক নিয়ন্ত্রণে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে ? (A) ব্যাসিলাস
থুরিনজিয়েনসিস (B) কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি
(C) ক্লসট্রিডিয়াম টিটেনি (D) ডিপ্লোকক্কাস নিউমোনি
উত্তর- A) ব্যাসিলাস থুরিনজিয়েনসিস
16 দেহ প্রতিরক্ষায় সাহায্যকারী যে প্রোটিন প্লাজমার পাওয়া যায়, তাদের বলা হয় – (A) অ্যান্টিজেন
(B) ইমিউনোগ্লোবিউলিন (C) টক্সয়েড (D) ইন্টারফেরন
উত্তর- (C) টক্সয়েড
17. একটি IgG অণু গঠিত হয়—(A) দুটি ভারী শৃঙ্খল
ও দুটি হালকা শৃঙ্খল দিয়ে (B) একটি ভারী শৃঙ্খল ও
তিনটি হালকা শৃঙ্খল দিয়ে (C) তিনটি ভারী শৃঙ্খল ও
একটি হালকা শৃঙ্খল দিয়ে (D) সবকটি ভারী শৃঙ্খল দিয়ে
উত্তর- (A) দুটি ভারী শৃঙ্খল ও দুটি হালকা শৃঙ্খল দিয়ে
18 হিস্টামিন নিঃসরণ করে—(A) বেসোফিল (B) মাস্ট কোশ (C) উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর- (C) উভয়ই
19 প্রদাহ সৃষ্টি করে জীবাণু ধ্বংস করে—(A) ব্রাডিকাইনিন (B) হিস্টানিন (C) হেপারিন (D) লাইসোজাইম
উত্তর- (A) ব্রাডিকাইনিন
20 অ্যান্টিবডির অণুতে পলিপেপটাইড শৃঙ্খলের সংখ্যা হল – (A) দুটি (B) তিনটি (C) চারটি
(D) পাঁচটি
উত্তর- (C) চারটি
21 .এক অণু পরিমাণ ATP-তে সঞ্চিত শক্তি – (A) 4.3 Kcal (B) 5.3 Kcal (C) 6.3 Kcal
(D) 7.3 Kcal
উত্তর-
B. অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : প্রশ্নমান 1
(1) একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও :
1 কোন্ বস্তু অ্যান্টিবডি উৎপন্ন করে?
উত্তর- অ্যান্টিজেন
2 অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি লেখো।
উত্তর- প্রোটিন বা হেটারো পলিস্যাকারাইডস্।
3. কে প্রথম টিকা আবিষ্কার করেন?
উত্তর- এডওয়ার্ড জেনার।
4 মৃত অণুজীব দ্বারা কোন্ টিকা উৎপন্ন করা যায়?
উত্তর- হেপাটাইটিস-B, ইনফ্লুয়েঞ্জা টিকা।
5. DPT-র পুরো নাম কী?
উত্তর- Diptheria Pertussis Tetanus
6. OPV-র পুরো নাম কী?
উত্তর- ওরাল পোলিও ভ্যাকসিন।
7.MMR-র পুরো নাম লেখো।
উত্তর- Mumps, Measles & Rubella
8 কী কারণে 5 বছর পর্যন্ত সমস্ত ভারতীয় শিশুদের পালস পোলিয়ো টিকা দেওয়া হচ্ছে?
উত্তর- পোলিও ভাইরাস 5 বছরের কম বয়স্ক শিশুদের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে পোলিও রোগ সৃষ্টি করে। সেজন্য শিশুদের পোলিও রোগ নিবারণের জন্য এই টিকা দেওয়া হয়।
9 টিকাকরণের মাধ্যমে কোন্ রোগটি পৃথিবী থেকে নির্মূল হয়েছে?
উত্তর- গুটি বসন্ত।
(10) টক্সয়েড কী?
উত্তর- রোগ সংক্রমণ ক্ষমতাবিহীন নিষ্ক্রিয় টক্সিনকে টক্সয়েড বলে।
(11) পতঙ্গের জৈবিক নিয়ন্ত্রণে কোন্ ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়?
উত্তর- ব্যাসিলাস থুরিনজিয়েনসিস্
13 কোন্ ভাইরাস মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করে?
উত্তর- HIV |
(13) নিউমোনিয়া রোগসৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম লেখো।
উত্তর- ডিপ্লোকক্কাস নিউমোনি।
14 প্যাথোজেন কী?
উত্তর- রোগ সৃষ্টিকারী পরজীবীদের প্যাথোজেন বলে।
15 যক্ষ্মা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কী?
উত্তর- মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলেসিস
16 AIDS-এর পুরো নাম কী?
উত্তর- অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম।
17 ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম করো।
উত্তর- প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স।
18 দুটি অণুজীব সারের উদাহরণ দাও।
উত্তর- অ্যাজোল্লা, অ্যানাবিনা, নষ্টক।
19 শক্তি হ্রাসপ্রাপ্ত জীবন্ত টিকার উদাহরণ দাও
উত্তর- BCG, প্লেগ ভ্যাক্সিন।
20 একটি মিশ্র টিকার উদাহরণ দাও।
উত্তর- MMRI
21 বিসদৃশ শব্দটি বেছে লেখো : (a) নিউমোনিয়া, ডায়ারিয়া, ম্যালেরিয়া, যক্ষ্ম
উত্তর- ম্যালেরিয়া
(b) কলেরা, উদরাময়, ডেঙ্গুজ্বর, অ্যামিবায়োসিস
উত্তর- ডেঙ্গুজ্বর
(c) টেট্রাহাইমেনা, নোসিমা, ব্যাসিলাস থুরিনজিয়েনসি
ও পেরেজিয়া পাইরাউস্টি
উত্তর- ব্যাসিলাস থুরিনজিয়েনসি
(d) IgG, IgM, IgN, Ig
উত্তর- IgN
(e) অ্যাজোটোব্যাকটর, রাইজোবিয়াম, ক্লসট্রিডিয়াম
ব্যাসিলাস পলিমিক্সা
উত্তর- রাইজোবিয়াম
■
22 নীচের সম্পর্কযুক্ত শব্দজোড়া।দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
(a) AIDS :ভাইরাস :: ম্যালেরিয়া :.....
উত্তর- আদ্যপ্রাণী
(b) ডায়ারিয়া :জলবাহিত রোগ :: যক্ষ্মা :....
উত্তর- বায়ুবাহিত রোগ
(c) পোলিয়ো : স্নায়ুতন্ত্র :: হেপাটাইটিস :...
উত্তর- যকৃত কোশ
(d) নীলাভ সবুজ শৈবাল : অণুজীব সার :: ইউরিয়া : ...........
উত্তর- রাসায়নিক সার
23 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে-বিষয়টি খুঁজে বের করে নাম লেখো :
(a) ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ছত্রাক, অণুজীব সার
উত্তর- অণুজীব সার
(b) নিউমোনিয়া, কলেরা, যক্ষ্মা, কলেরাঘটিত রোগ
উত্তর- কলেরা(জলবাহিত)
(c) IgG, IgM, IgD, অ্যান্টিবডি
উত্তর- অ্যান্টিবডি
(d) প্লেটলেট, শ্বেত রক্তকণিকা, রক্তকোশ, লোহিত রক্তকণিকা।
উত্তর- প্লেটলেট
(11)“বামস্তম্ভ-ডানস্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যাসহ সঠিক জোড়াটি পুনরায় লেখো :
বামস্তম্ভ। ডানস্তম্ভ
[ (i) রাইজোবিয়াম -মিথোজীবী ব্যাকটেরিয়া
(ii) ডিপ্লোকক্কাস -নিউমোনিয়া রোগ সৃষ্টি করে
(iii) ইমিউনো গ্লোবিউলিন - অ্যান্টিবডির অপর নাম
(iv) অ্যাজেটোব্যাক্টর-স্বাধীনজীবী ব্যাকটেরিয়া
(v) ভিব্রিও কলেরি-কলেরা রোগ সৃষ্টি করে
বামস্তম্ভ। ডানস্তম্ভ
(i) VAM ------(c) এন্ডোমাইকোরাইজা
(ii) প্লেগ রোগ--a) ইঁদুরবাহিত রোগ -
(iii) এপিটোপ -(b) অ্যান্টিজেনের অংশ
(iv) কলেরা-e) ব্যাকটেরিয়াঘটিত রোগ
(v) প্রোটোজোয়া - f) রোগসৃষ্টিকারী অণুজীব
(III) শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও :
(i)......... এর প্রভাবে অ্যান্টিবডি তৈরি হয়।
উত্তর- অ্যাণ্টিজেন।
(2) রোগজীবাণুর বিরুদ্ধে দেহের স্বাভাবিক প্রতিরক্ষা......ব্যবস্থাকে বলে।
উত্তর- অর্জিত অনাক্রমতা।
(3) টিকার মাধ্যমে......অনাক্রম্যতা গড়ে ওঠে।
উত্তর- কৃত্রিম
4 এডওয়ার্ড জেনার....…রোগের টিকা আবিষ্কার করেন।
উত্তর- গুটি বসন্ত
(5) জন্মসূত্রে যে অনাক্রম্যতা গড়ে ওঠে তাকে বলে ............ অনাক্রম্যতা।
উত্তর- অর্জিত
(6) রাইজোবিয়াম ও ল্যাকটোব্যাসিলাস.....একপ্রকার ব্যাকটেরিয়া।
উত্তর- উপকারী ।
7 প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স একপ্রকার---প্রাণী।
উত্তর- আদ্যপ্রাণী।
৪ ব্যাকটেরিয়াঘটিত.......একটি ফুসফুসের রোগ হল
উত্তর- যক্ষ্মা
9. টক্সয়েড ..... প্রয়োগ করা হয় ......রোগের প্রতিষেধক হিসেবে।
উত্তর- টিটেনাস
(10) শক্তিহ্রাসপ্রাপ্ত জীবন্ত টিকা হল ................ ভ্যাকসিন।
উত্তর- BCG
(IV) সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :
(1).অ্যান্টিজেনের প্রভাবে অ্যান্টিবডি সৃষ্টি হয়।
উত্তর-সত্য
2 ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি।
উত্তর-সত্য
(3) গোবসন্ত ভাইরাস থেকে প্রথম বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর।
উত্তর-মিথ্যা
(4 ) টিটেনাস রোগের জন্য BCG ভ্যাকসিন দেওয়া হয়।
উত্তর-মিথ্যা
(5)ডায়ারিয়ার জীবাণু হল প্রোটোজোয়া।
উত্তর-মিথ্যা
C. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন :
নীচের প্রশ্নগুলির দুই-তিন বাক্যে উত্তর দাও :
1 অনাক্রম্যতা কাকে বলে?
উত্তর : অনাক্রম্যতা : রোগ সৃষ্টিকারী জীবাণুর বা পদার্থের শনাক্তকরণ ও তাদের বিরুদ্ধে জীবের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষমতাকে অনাক্রম্যতা বলে।
2 অ্যান্টিজেন কী?
উত্তর : অ্যান্টিজেন : সাধারণত প্রোটিনধর্মী বা পলিস্যাকারাইড জাতীয় যে বহিরাগত পদার্থ প্রাণীদেহের মধ্যে প্রবেশ করে, প্রাণীর অনাক্রমতন্ত্রকে উদ্দীপিত করে অনাক্রমণ সাড়ার সৃষ্টি
করে, তাকে অ্যান্টিজেন বলে।
3) অ্যান্টিবডি কাকে বলে?
উিত্তর :অ্যান্টিবডি : অ্যান্টিজেনের উপস্থিতির প্রভাবে মানবদেহে যে ইমিউনোগ্লোবিউলিন জাতীয় প্রোটিনগুলি সৃষ্টি হয়, তাদের অ্যান্টিবডি বলা হয়। এরা অ্যান্টিজেন অণুর সঙ্গে বিক্রিয়া করে তাদের নিষ্ক্রিয় করে দেয়।
4) সহজাত অনাক্রম্যতা বলতে কী বোঝ?
ডিত্তর :সহজাত অনাক্রম্যতা : যে অনাক্রম ব্যবস্থা জন্ম থেকেই মানবদেহে সক্রিয় থাকে এবং দেহে প্রবেশ করা জীবাণুর বিরুদ্ধে কিছু প্রতিরোধ গড়ে তুলতে পারে, তাকে সহজাত অনাক্রম্যতা বলে।
← উদাহরণ : ত্বক ও মিউকাস পর্দা ভৌত প্রতিবন্ধক গ্রুপে দেহে রোগ-জীবাণুর প্রবেশে বাধা দেয়, চোখের জল এবং লালারস মধ্যস্থ লাইসোজাইম ও পাকরস মধ্যস্থ HCI রাসায়নিক প্রতিবন্ধক হিসেবে দেহে প্রবিষ্ট রোগ জীবাণুকে মেরে ফেলে।
5) অর্জিত অনাক্রম্যতা বলতে কী বোঝ? উদাহরণ দাও।
উত্তর : অর্জিত অনাক্রম্যতা : জন্মের পর বাইরে থেকে কোনো জীবাণুর সংক্রমণের ফলে বা কৃত্রিমভাবে প্রস্তুত অ্যান্টিজেন বা অ্যান্টিবডি দেহে প্রবেশ করালে নির্দিষ্টভাবে রোগ-জীবাণুর বিরুদ্ধে যে অনাক্রম্যতা গড়ে ওঠে, তাকে অর্জিত অনাক্রম্যতা বলে।
← উদাহরণ : পোলিও ভ্যাকসিন, হেপাটাইটিস-B
ভ্যাকসিন, টিটেনাস টক্সয়েড প্রভৃতি প্রদানের মাধ্যমে মানবদেহে যথাক্রমে পোলিও, হেপাটাইটিস – B ও টিটেনাসের বিরুদ্ধে রোগ-প্রতিরোধ গড়ে ওঠে।
(6) যক্ষ্মা রোগের লক্ষণগুলি লেখো।
উত্তর : যক্ষ্মা রোগের লক্ষণ : মাইকোব্যাকটেরিয়াম
টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়ার সংক্রমণে মানবদেহে যক্ষ্মা রোগ হয়। এই রোগের লক্ষণগুলি -
(i) তিন সপ্তাহ বা তার বেশি সময় ধরে প্রবল কাশি হওয়া। অনেকক্ষেত্রে কফের সঙ্গে রক্ত পড়া।
(ii) রাত্রের দিকে হালকা জ্বর হওয়া, ওজন দ্রুত হ্রাস পাওয়া যক্ষ্মার আরও দুটি লক্ষণ।
(iii) খাদ্য গ্রহণে প্রবল অনীহা দেখা যায়।
(iv) ফুসফুস ছাড়া অন্য অঙ্গ আক্রান্ত হলে আরও বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায়। যেমন—লসিকা গ্রন্থি ফুলে ওঠা, হাড়ে প্রবল বেদনা প্রভৃতি।
প্রশ্ন
7) হেপাটাইটিস-B রোগের লক্ষণ লেখে
ত্তির : হেপাটাইটিস-B রোগের লক্ষণ।
হেপাটাইটিস-B ভাইরাসের (HBV) সংক্রমণে মানবদেহে হেপাটাইটিস-B রোগ হয়। এই রোগের লক্ষণগুলি হল—
(i) জ্বর, বমিবমি ভাব, ক্ষুধামান্দ্য, দুর্বলতা ও পেট খারাপ হওয়া।
(ii) যকৃৎ কোশের ধ্বংসসাধন (লিভার সিরোসিস), জন্ডিস
ও রক্তে বিলিরুবিনের পরিমাণ অত্যন্ত বেড়ে যাওয়া।
(iii) পেটে ব্যথা ও মূত্রের বর্ণ গাঢ় হলুদ হওয়া।
(iv) অস্থিসন্ধিতে ব্যথা ও রোগের শেষের দিকে ক্যানসারের সৃষ্টি হতে পারে।
(8) মানবদেহে কীভাবে ম্যালেরিয়া সংক্রামিত হয়?
ত্তর : মানবদেহে ম্যালেরিয়ায় সংক্রমণ : প্লাসমোডিয়াম নামক আদ্যপ্রাণীর সংক্রমণে মানবদেহে ম্যালেরিয়া রোগের সৃষ্টি হয়। প্লাসমোডিয়ামের স্পোরাজয়েট নামক লার্ভা দশা বহনকারী স্ত্রী অ্যানোফিলিস মশা সুস্থ মানুষকে কামড়ালে স্পোরাজয়েট লার্ভা মানুষের রক্তে মিশে যায় এবং মানুষটি ম্যালেরিয়ায় আক্রান্ত হন।
প্রশ্ন (9) ব্যাকটেরিয়ার দুটি উপকারী ভূমিকা লেখো।
উত্তর :ব্যাকটেরিয়ার উপকারী ভূমিকা : (i) জৈব
নিয়ন্ত্রণ— ব্যাসিলাস থুরিনজিয়েনসিস নামক ব্যাকটেরিয়া লেপিডপটেরা ও ডিপটেরা বর্গের লার্ভা, আরশোলা ও মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।