কলিঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র অঙ্কন করো। - Online story

Saturday 23 December 2023

কলিঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র অঙ্কন করো।

 


 

 কলিঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র অঙ্কন করো।

উত্তর:; চণ্ডীর আদেশ:-দেবী চণ্ডী নদনদীগুলিকে কলিঙ্গদেশের মধ্য দিয়ে প্রবল  বেগে প্রবাহিত হওয়ার আদেশ দিয়েছিলেন।


 কলিঙ্গের প্রাকৃতিক বিপর্যয় : কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতায় কলিঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের এক বাস্তব চিত্র অঙ্কন করেছেন।

মেঘ-বৃষ্টি-ঝড়ের তাণ্ডব:;
আচমকাই কলিঙ্গের আকাশের ঈশানকোণে কালো মেঘ দেখা যায়। উত্তুরে বাতাসের ধাক্কায় তা দ্রুত সমগ্র আকাশে ছড়িয়ে পড়ে। অন্ধকারে ছেয়ে যায়
সারা দেশ। অন্ধকার এতই গভীর হয় যে, কেউ নিজের অঙ্গও দেখতে পাচ্ছিল না। এরপরেই শুরু হয় প্রবল ঝড় ও বৃষ্টিপাত।

জলমগ্ন অবস্থা:-একটানা সাত দিন ধরে চলতে থাকে বৃষ্টিপাত, ফলে সমগ্র কলিঙ্গদেশ হয়ে পড়ে জলমগ্ন। পথঘাট জলে একাকার হয়ে যায়। জলস্থলের মধ্যে কোনো বিভেদ থাকে না।



শস্যের অবস্থা:;ঝড়ের তাণ্ডবে সেদেশের সকল সবুজ ধুলোয় ঢেকে যায়। প্রবল বৃষ্টিতে প্লাবন দেখা দেয় কলিঙ্গে। শস্যসকল উলটে পড়ে মাটিতে, আবার জলমগ্ন হওয়ার ফলে সঞ্চিত শস্য হেজে যায় অর্থাৎ পচন ধরে।
 

বাড়িঘরের অবস্থা:; ভাদ্র মাসে যেভাবে তাল পতিত হয়, তেমনভাবে আকাশ থেকে শিল পড়তে থাকে ঘরের চালে, ফলে চাল ফুটো হয়ে যায়। প্লাবনের তাণ্ডবে ঘরবাড়িগুলি ‘দলমল’ করতে থাকে।


হনুমানের তাণ্ডব:-দেবীর আদেশে বীর হনুমান কলিঙ্গদেশের মঠ-অট্টালিকা ভেঙে খানখান করতে থাকে।

নদনদীর গতিপথ:-দেবী চণ্ডী নদনদীগুলিকেও কলিঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আদেশ দেন। নদনদীগুলি সেই আদেশে পালন করে।  বৃষ্টিপাতের ফলে নদনদী গুলি জলমগ্নছিল। তার ওপরে পবর্তসমান ঢেউয়ে নদনদীদের প্রবল বেগে বয়ে চলায়  বাড়িঘর  ভেসে যেতে থাকে।
→ এমনভাবেই কলিঙ্গদেশে প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছিল।