-বিধুশেখর চরিত্রটির পরিচয় দাওব্যোমযাত্রীর ডায়রি'- গল্প অবলম্বনে।
ব্যোমযাত্রীর ডায়রি'- গল্পে বিধুশেখর চরিত্রটির
পরিচয় দাও।
উত্তর ‘ব্যোমযাত্রীর ডায়রি'-তে বিধুশেখর হল প্রোফেসর শঙ্কুর হাতে তৈরি এক যন্ত্রমানব। সে প্রায় সব কাজেরই কাজি।সবরকম যন্ত্রের প্রয়োগ করে শঙ্কু তাকে বানালেও আলাদা করে কোনো শব্দ করা, হাত-পা নাড়ানো কিংবা নিজস্ব চিন্তাশক্তি থাকার
কথা তার নয়। কেবল নাড়াচাড়া করে কাজকর্ম করার সময় লোহার ঠং ঠং শব্দ হতে পারে– বিধুশেখর সম্পর্কে শঙ্কুর এটাই অনুমান
ছিল। কিন্তু মঙ্গলগ্রহে যাওয়ার প্রস্তুতি শুরু হতেই বিধুশেখরের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ করা গেল, যা রীতিমতো তাজ্জবের কথা। এমনকি সে শঙ্কুকে রকেট তৈরির জন্য কোন্ ধাতু নিরাপদ তা নিয়ে নির্দেশও দিল। বিধুশেখরের মধ্যে রসবোধও ছিল যথেষ্ট। তাই প্রহ্লাদকে অবিনাশের পোশাক পরাতে গেলে সে হেসেছে। স্পষ্ট উচ্চারণ করতে না পারলেও শঙ্কু তাকে যে বাংলা শিখিয়েছেন, তা সে নিজের মতো উচ্চারণ করে পথনির্দেশ করেছে।
ভবিষ্যতের বিপদ সম্পর্কে শঙ্কুকে সে সাবধান করেছে। তার প্রমাণ মঙ্গলগ্রহের অদ্ভুত আকৃতিবিশিষ্ট জন্তুদের কবলে পড়া। আবার
মঙ্গল থেকে বেরিয়ে সৌরজগতের বিচিত্র পরিবেশের দৃশ্য বিধুশেখরের হাত ধরেই শঙ্কু প্রত্যক্ষ করেছেন। শঙ্কুকে বিধুশেখরই জানিয়েছে, তারা মঙ্গলের থেকে বেরিয়ে নতুন গ্রহ টাফার উদ্দেশে যাত্রা করেছে। কিন্তু টাফায় মানুষদের সম্পর্কে বিধুশেখর
যা বলেছিল তা মেলেনি। তার কথায় টাফায় সবাই বৈজ্ঞানিক এবং ওদের সভ্যতা পৃথিবীর তুলনায় বেশি পুরোনো, যার সঙ্গে বাস্তবের মিল ছিল না।