"এটা বুকের মধ্যে পুষে রাখুক"-বুকের মধ্যে পুষে রাখার কথা এখানে বলা হয়েছে? কোনি গল্প অবলম্বনে উত্তর দাও
"এটা বুকের মধ্যে পুষে রাখুক"-বুকের মধ্যে পুষে রাখার কথা এখানে বলা হয়েছে?
উঃ : মতি নন্দী রচিত 'কোনি' উপন্যাসে ক্ষিদা কোনির সাঁতার শেখার সময় নানাভাবে অনুপ্রাণিত করতো। কখনো-বা শাসন করেছে, কখনো বড়ো বড়ো সাঁতারুদের লড়াই সংগ্রামের কথা বঙ্গের রবীন্দ্র সরোবরে কোনির ব্যর্থতা কোনির অন্তরকে দংশন করে কারণ সে হিয়া মিত্রের কাছে পরাজিত হয়েছিল। হিয়া মিত্রকে পরবর্তীকালে চিড়িয়াখানায় দেখতে পায় ও খাবার জল না পাওয়ার দরুন হিয়াদের স্কুলের সঙ্গে আসা জলের ড্রাম থেকে ফল না পাওয়ায় কোনির ধারণা হয় বড়োলোকেরা গরিবদের ঘেন্না করে। তাই যাদের অর্থ থাকে আর
পৃথিবীতে সবার্থে সফল। আর তাই হিয়াদের মতো মেয়ের প্রতি কোনির রাগ হয়। কারণ সমবয়সী হলেও কোনি সকল সুখ থেকে বঞ্চিত হয়েছেআর হিয়া সকল সুখের অধিকারী হয়েছে।
ক্ষিদা কোনির এই রাগ পুষে রাখাকে প্রশ্রয় দিয়েছে। কারণ সে চায় ওই রাগের বহিঃপ্রকাশ কোনি সাঁতারে করুক। তবে হিয়াকে পরাজিত করা কোনির পক্ষে আরো সহজ হবে। ওই রাগই কোনিকে একদিন বিরাট সাফল্য এনে দেবে।