Gps এর ব‍্যবহার উল্লেখ করো - Online story

Wednesday 20 December 2023

Gps এর ব‍্যবহার উল্লেখ করো

 



GPS ব্যবহার উল্লেখ করো।



ব্যবহার : নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে GPS ব্যবহার করা হয়-

(১) যান চলাচলে : ট্রেন, বিমান, জাহাজ এমনকী ছোটো যানবাহনগুলিতেও ব্যবহার করা হয়। GPS-এর সাহায্যে থানটি কোথায় আছে তা সহজেই জানা যায়।


(২) গন্তব্যস্থলে পৌঁছানোর সময় নির্ণয়ে : GPS থাকলে বর্তমানে থানটি কোথায় আছে তা জানা যায়। যানটির গতিবেগ হিসাব করে গন্তব্যস্থলে আপেক্ষমান ব্যক্তিকে কখন যানটি পৌঁছোবে তা বলা যায়। 


(৩) উদ্ধারকার্যে : GPS প্রযুক্তির সাহায্যে দুইটিন স্থান

চিহ্নিত করা যায়। তাই দ্রুততার সাথে উদ্ধারকার্য সম্পন্ন হয় এবং ত্রাণ পৌঁছে দেওয়া সহজ হয়। 


(৪) অপরাধ দমনে : GPS-এর সাহায্যে মোবাইল ফোনের অবস্থান থেকে অপরাধীদের ধরা যায়। অপরাধ দমনে GPS উল্লেখযোগ্য মাধ্যম হিসাবে

ব্যবহৃত হয়।



(৫) জরিপ কাজে ও মানচিত্র প্রত্যূতে : বর্তমানে DGPS (Digitall Global positioning system.এর

সাহায্যে নির্ভুলভাবে জরিপ কাজ করার ফলে যথাযথ মানচিত্র আঁকা হয়।



(৬) প্রতিরক্ষায় : দেশের  প্রতিরক্ষা ব্যবস্থায় GPS এর ব্যবহার উল্লেখযোগ্য। GPS-এর মাধ্যমে বৈদেশিক আক্রমণকারীদের সঠিক অবস্থান নির্ণয় সম্ভব হয়। ফলে প্রতিরক্ষা মজবুত হয়।



(৭) মৎস্য আহরণে : GPS এর সাহায্যে সমুদ্রে মাছের

সমাবেশ জানা যায় এবং মাছ ধরার সুবিধা হয়। 


(৮) ইলেকট্রনিক গেজেট ব্যবহার : মোবাইল, ল্যাপটপ প্রভৃতিইলেকট্রনিক গেজেটে GPS বা হয়।