ডাক্তারি থার্মোমিটারের কার্যপ্রণালী বর্ণনা করো।
প্রশ্ন- ডাক্তারি থার্মোমিটারের কার্যপ্রণালী বর্ণনা করো।
১) . এই উন্নতা অনুযায়ী পারদ আয়তনে বেড়ে, কৈশিক নলের বাঁকানো অংশটি পার হয়ে একটি নির্দিষ্ট দাগে পৌঁছোয়।
২) এবার থার্মোমিটারটিকে দেহের বাইরে আনলে বালুবের পারদ সংকুচিত হয় কিন্তু কৈশিক নলের গারদ বাঁকানো অংশ দিয়ে বালুবে ফিরতে পারে না। ফলে পারদসূত্রটি যেখানে ছিল সেখানে থেকেই দেহের তাপমাত্রা নির্দেশ করে।
৩) থার্মোমিটারের বাবটিকে সাধারণত জিন্ডের তলায় বাবগলের মধ্যে চেপে রাখা হয়।
৪) বাপবের ভেতরের পারদ দেহ থেকে ভাগ গ্রহণ করে তাগীয় সাম্যাবস্থ্য অর্থাৎ, দেহের সমান উন্নতা লাভ করে।
৫) থার্মোমিটারটি আবার ব্যবহার করার আগে এটিকে ঝাঁকিয়ে নলের পারদকে বালবে ফিরিয়ে আনতে হয়।
যহেতু এই থার্মোমিটার দেহের সর্বোচ্চ তাপমাত্রা নির্দেশ করে, সেজন্য এটি একটি গরিষ্ঠ ধার্মোমিটার।