দল অষ্টম শ্রেণীর ভাষাচর্চা প্রথম অধ্যায়
অষ্টম শ্রেণীর
বাংলা ভাষাচর্চা
প্রথম অধ্যায়
দল
আমরা জানি বাগ্যন্ত্রের স্বল্পতম প্রয়াসের দ্বারা কোনো শব্দের যে অংশটুকু উচ্চারিত হয়ে থাকে তাকে আমরা দল বা অক্ষর
(Syllable) বলে থাকি। এক্ষেত্রে স্বল্পতম প্রয়াস বলতে আমরা ঝোঁক বুঝি, অর্থাৎ একটি শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে যতবার ঝোঁকের প্রয়োজন হয়, তাতে ততগুলি দল বা অক্ষর থাকে। আবার কোনো কোনো শব্দ একেবারেই উচ্চারিত
হয় অর্থাৎ তাতে একটি ঝোঁক বা একটিই দল থাকে। তাই বলা যেতে পারে এক বা একাধিক দল নিয়ে শব্দ গড়ে ওঠে।
শব্দ যেমন একদল বিশিষ্ট হয় তেমনিই বহুদল বিশিষ্টও হয়ে থাকে। দল দুটি ভাগে বিভক্ত-স্বরাস্ত বা মুক্তদল ও ব্যঞ্জনাস্ত বা রুদ্ধদল।
১. ঝোঁক বলতে কী বোঝা যায়?
উঃ। বাগ্যন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয় তাকে দল বা অক্ষর বলা হয়। এই স্বল্পতম প্রয়াসকে আমরা বলি ঝোঁক। অর্থাৎ একটি শব্দ উচ্চারণ করার সময় যতবার ঝোঁকের প্রয়োজন, তাতে ততগুলি দল বা
অক্ষর থাকে।
২. শব্দ কয় প্রকার দল নিয়ে গড়ে ওঠে?
উঃ। একাধিক দল নিয়ে শব্দ গড়ে ওঠে। শব্দ একদল অথবা বহুদল বিশিষ্ট হয়ে থাকে। যেমন মাছ, (একটি দল বিশিষ্ট), ছন্দ (দুটি দল বিশিষ্ট)। ভারতবর্ষ (বহুদল বিশিষ্ট)।
৩. দল কয় ভাগে বিভক্ত ও কী কী?
উঃ। দল দুটি ভাগে বিভক্ত। ১. স্বরান্ত বা মুক্তদল (Open syllable), ২. ব্যঞ্জনান্ত বা রুদ্ধদল (closed syllable)।
৪. স্বরাস্ত বা মুক্তদল কাকে বলে? উদাহরণ সহ লেখো।
উঃ। যে দলের শেষে স্বরধ্বনি থাকে বা যে দলে একটিমাত্র স্বরধ্বনি, তাকে স্বরাস্ত বা মুক্তদল বলা হয়। শেষে স্বরধ্বনি থাকায় এদের উচ্চারণ প্রলম্বিত হয়ে থাকে। যেমন: আসে- আসে। দুটি দলই মুক্তদল।
৫. ব্যঞ্ছনান্ত বা রুদ্ধদল কাকে বলে? উদাহরণ সহ লেখো।
উঃ। যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি থাকে তাকে ব্যানাত্ত বা রুদ্ধদল বলা হয়। যেমন: ভুল, মাছ, বল ইত্যাদি।
৬. রুদ্ধদলের পরে আর কোনো ধ্বনি যোগ করা যায় কি?
উঃ। না। রুদ্ধদলের পরে আর কোনো ধ্বনি যোগ করলে দুটো দল হয়ে যায়। তাই রুদ্ধদলের পরে আর কোনো ধ্বনি যোগ করা যায় না।
যেমন : গ্রামবাসী = গ্রাম্ + বা + সী।
মন টা = মন্ + টা।
হাতে কলমে : অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
১. ঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :
১.১ ব্যাকরণে দল শব্দটির অর্থ-
(ক) অক্ষর (খ) পাপড়ি (গ) জনতা (ঘ) বর্ণসমষ্টি।
উঃ। (ক) অক্ষর।
১.২ আমি অষ্টম শ্রেণিতে পড়ি। বাক্যটিতে মোট দলসংখ্যা হলো-
(ক) ৩ টি (খ) ৭ টি (গ) ৯ টি (ঘ) ১০ টি।
উঃ। (গ) ১টি।
১.৩ উচ্চারণ' শব্দটির দল বিশ্লেষণ করলে হবে-
(ক) উচ্চারণ (খ) উচ-চা-রণ (গ) উদ্-চারণ (ঘ) উচ্চা-রণ।
উঃ। (খ) উচ্-চা-রণ।
২. নির্দেশ অনুযায়ী নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ ‘দল' কাকে বলে?
উঃ বাগ্যন্ত্রের স্বল্পতম প্রয়াস দ্বারা কোনো শব্দের 'যেটুকু অংশ উচ্চারিত হয়, তাকে ‘দল’ বলে।
২.২ দলের শ্রেণিবিভাগ গুলি নির্দেশ করো।
উঃ। দল দুই প্রকারের হয়ে থাকে। (১) স্বরান্ত বা মুক্তদল (২) ব্যঞ্ছনাত্ত বা রুদ্ধদল।
২.৩ তিন রুদ্ধদল বিশিষ্ট একটি শব্দের দল বিশ্লেষণ করো।
উঃ। স্বর্ণপিণ্ডর = স্বর-ণ-পিন্-জর
২.৪ তিনটি দল রয়েছে এমন একটি শব্দ লেখো।
উঃ। তিনটি দল বিশিষ্ট একটি শব্দ হল কলকাতা। কল্-কা-তা।
২.৫ মুক্তদল বলতে কী বোঝ?
উঃ। যে দলের শেষে স্বরধ্বনি থাকে বা যে দলে একটিই স্বরধ্বনি, তাকে স্বরাস্ত বা মুক্তদল বলে।
২.৬ রুদ্ধদল-এর এমন নাম হওয়ার কারণ কী?
উঃ। রুদ্ধদল-এর পরে কোনো ধ্বনি যুক্ত করা যায় না। তাহলেই দুটো দল হয়ে যায়। তাই দলের শেষে ব্যঞ্জনাস্ত শব্দ বসে এবং রুদ্ধ হয়ে যায়। তাই একে রুদ্ধদল বলা হয়।
২.৭ হলন্ত শব্দ কাকে বলে?
উঃ। যে শব্দের উচ্চারণ ব্যঞ্জনধ্বনির দ্বারা সমাপ্ত হয় এবং শেষে হসন্ত থাকে তাকে হলস্ত বা ব্যঞ্জনাস্ত শব্দ বলে।
যেমন : দেব, তপন্ ইত্যাদি।
২.৮ মুক্তস্বর কী?
উঃ। যে স্বরগুলি পুরোপুরি উচ্চারিত হয় এবং নিজের উপর নির্ভরশীল সেগুলি মুক্তস্বর। যেমন : অ, আ, ই, উ, এ, ও।
২.৯ রুদ্ধস্বর বলতে কী বোঝ?
উঃ। মুক্তস্বর ও খণ্ডস্বর জুড়ে বা যুক্ত হয়ে রুদ্ধস্বর হয়। যেমনঃ অই = ('অ' মুক্তস্বর + ই’ খণ্ডস্বর)
২.১০ মুক্তদলকে স্বরান্ত অক্ষর বলা হয় কেন?
উঃ। মুক্তদলের শেষে স্বরধ্বনি থাকে এবং এদের উচ্চারণ প্রলম্বিত হয়। তাই মুক্তদলকে স্বরান্ত অক্ষর বলা হয়।
৩. নীচের শব্দগুলির শেষ দলগুলির মধ্যে কোনটি রুদ্ধদল, কোনটি মুক্তদল তা লেখো :
ব্যাকরণ > ব্যা-ক-রণু (রুদ্ধদল)
জলছবি > জল-ছ-বি (মুক্তল)
বাসযাত্রী > জল-ছ-বি (মুক্তল)
তাৎপর্য > তাৎ-পর-য (মুক্তদল)
ধানদুর্বা > ধান-দুর্-বা (তিনটি দল ঃ ধান-রুদ্ধদল, দুর-রুদ্ধদল, বা = মুক্তদল)
শ্যামলিমা > শ্যাম-লি-মা (তিনটি দল ঃ শ্যাম-রুদ্ধদল, লি-মুক্তদল, মা-মুক্তদল)
কণ্ঠস্বর >কন-ঠ-স্বর (তিনটি দল : কন্-রুদ্ধদল, ঠ-মুক্তদল, স্বর-রুদ্ধদল)
নৌকাডুবি > নৌ-কা-ডু-বি (চারটি দল : চারটিই মুক্তদল)
পাকারাস্তা > পা-কা-রাস্-তা (মুক্তদল)
অকালবোধন > অ-কাল-বো-ধন (রুদ্ধদল)
বাস-যা-ত্রী (মুক্তদল)
তাৎ-পর-য (মুক্তদল)
পা-কা-রাস্-তা (মুক্তদল)
অ-কাল-বো-ধন (রুদ্ধদল)
সমাধান > স-মা-ধান (রুদ্ধদল)
নবেন্দু > ন-বে-ন-দু (মুক্তদল)
টেনিদা ·টে- নি-দা (মুক্তদল)
কবিতা > কা- বি-তা (মুক্তদল)
৪. নীচের শব্দগুলির ‘দল' বিশ্লেষণ করে কোন শব্দে কটি ‘দল’ আছে নির্দেশ করো :
ধানদুর্বা, শ্যামলিমা, কন্ঠস্বর, নৌকাডুবি, পাঁচফোড়ন, শীর্ষেন্দু, বাঁধা, শেষ, আকাশপাতাল, আকস্মিক, বাতাস, অরণ্য।
পাঁচফোড়ন
শীর্ষেন্দু
বাঁধা
শেষ
আকাশপাতাল
আকস্মিক
বাতাস
অরণ্য
পাঁচ-ফো-ডুন (তিনটি দল : পাঁচ-রুদ্ধদল, ফো-মুক্তদল, ড়ন-রুদ্ধদল)
শীর-যেন-দু (তিনটি দল : শীর-রুদ্ধদল, যেন-রুদ্ধদল, দু-মুক্তদল)
বাঁ-ধা (দুটি দল : দুটিই মুক্তদল)
শেষ (একটি রুদ্ধদল)
আ-কাশ-পাতাল (চারটি দল : আ, পা-মুক্তদল; কাশ, তাল-রুদ্ধদল)
আ-কস্-মিক (তিনটি দল : আ = মুক্তদল, কস, মিক-রুদ্ধদল)
বা-তাস (দুটি দল : বা-মুক্তদল, তাস-রুদ্ধদল)
অ-রণ-ণ (তিনটি দল : অ-মুক্তদল, রণ্য-রুদ্ধদল, ণ-মুক্তদল)
অন্য গুলি দেখুন
আলাপ
অন্য টা দেখুন দাঁড়াও
অন্যটা দেখুন আদাব
পথের পাঁচালী বইয়ের অনুশীলন প্রশ্ন উত্তর
ভাষাচর্চা (১)