দাম' গল্প অবলম্বনে মাস্টারমশাই চরিত্রের পরিচয় দাও - Online story

Tuesday, 2 January 2024

দাম' গল্প অবলম্বনে মাস্টারমশাই চরিত্রের পরিচয় দাও

 


 

দাম' গল্প অবলম্বনে মাস্টারমশাই চরিত্রের পরিচয় দাও
 

উত্তর:- নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখাএকটি উল্লেখযোগ্য ছোটো গল্প‘দাম’। এই গল্পের একটি কেন্দ্রীয় চরিত্র মাস্টারমশাই। আলোচ্য গল্পের
প্রেক্ষাপটে তাঁর চরিত্রের কিছু বৈশিষ্ট্য আমাদের চোখে ধরা পড়েছে।
যেমন—অঙ্কে দক্ষতা:-মাস্টারমশাই অসাধারণ দক্ষতার সঙ্গে  ছাত্রদের অঙ্ক শেখাতেন। যেসকল জটিল অঙ্ক শ্রেণির ভালো ছাত্ররাও পারত না, মাস্টারমশাই অনায়াস দক্ষতায় সেগুলি মুহূর্তের মধ্যে বোর্ডে কষে দিতেন। ছাত্ররা দেখত মাস্টারমশাই অঙ্কটি ছবির মতো করে বোর্ডে কষে ফেলেছেন।

কঠোর মনভাব:-কোন ছাত্র অঙ্কে ব্যর্থ হলেই মাস্টারমশাই ছাত্রকে প্রহার করতেন‌। গলা
ফাটিয়ে হুংকার দিতেন। আবার ছাত্রের চোখ দিয়ে জল পড়লে তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার ভয়ও দেখাতেন।

ছাত্রদের প্রতি সুভাবনা: ;মাস্টারমশাই মনে করতেন প্রত্যেক ছাত্রেরই গণিতে দক্ষ হওয়া প্রয়োজন। ছাত্রদের উন্নতির চিন্তা করেই মাস্টারমশাই কঠোর হতেন। তিনি চাইতেন প্রত্যেক ছাত্রই অঙ্কে দক্ষ হোক।


মনোবিজ্ঞানী :-তাই তাদের উজ্জীবিত করার জন্য বলতেন—যারা অঙ্ক জানে না, স্বর্গের দরজায় তাদের প্রবেশ নিষেধ।


স্নেহ সুলভ মনোভাব:-মাস্টারমশাইয়ের কঠোরতার মধ্যেই লুকিয়ে ছিল । গল্পের শেষাংশে দেখা যায় গল্পকথক সুকুমারকে তিনি মনে রেখেছেন, ছাত্রের উন্নতিতে গর্বিত হয়েছেন।
এমনকি ছাত্র তাঁকে নিয়ে বিদ্রুপাত্মক কাহিনি
লিখলেও তিনি বলেছেন- ছাত্রের লেখাই তাঁকে অমর করে দিয়েছে। এ থেকে তাঁর উদারতার পরিচয়ও পাওয়া যায়।

দুর্বল হৃদয়:- গল্পের শেষ অংশে দেখা যায় মাস্টারমশাই চোখে জল।