থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধাগুলি কি কি? - Online story

Monday, 8 January 2024

থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধাগুলি কি কি?

 



প্রশ্ন:-সাধারণ থার্মোমিটারে পদার্থের কোন্ ধর্মকে কাজে লাগানো হয়? থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা কী?


উত্তর: -কিছু কিছু পদার্থের উয়তা পরিবর্তনের সঙ্গে আয়তন পরিবর্তন নিয়মানুগ হয়। পদার্থের এই ধর্মকে কাজে লাগিয়ে সাধারণ থার্মোমিটার তৈরি করা হয়।

★ থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধাগুলি

হল—

1. উন্নতায় পরিবর্তনের সঙ্গে নির্দিষ্ট পরিমাণ পারদের আয়তন পরিবর্তন নিয়মানুগ হয়

(অর্থাৎ, তাপমাত্রার বিভিন্ন পাল্লায় একই উন্নতা বৃদ্ধি বা হ্রাসে পারদের আয়তন বৃদ্ধি বা হ্রাস একই রকম হয়)।

2. পারদের আপেক্ষিক তাপ কম বলে উয়তা পরিমাপের সময় পারদ পরীক্ষাধীন বস্তু থেকে খুব কম তাপ গ্রহণ করে। ফলে পরীক্ষাধীন বস্তুর তাপমাত্রা সঠিকভাবে মাপা সম্ভব হয়।

3. পারদ অস্বচ্ছ এবং চকচকে বলে কাচের নলের মধ্যে সহজেই দেখা যায়। ফলে পাঠ নেওয়ার সুবিধে হয়।


4. পারদ কাচের গায়ে লেগে থাকে না। ফলে নলের মধ্যে সহজে ওঠানামা করতে পারে।

5. পারদ সহজেই বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়।

6. পারদ তাপের সুপরিবাহী তাই দ্রুত পরীক্ষাধীন বস্তুর উয়তা

লাভ করে।

7. একই পরিমাণ উয়তা বৃদ্ধিতে পারদের আয়তন প্রসারণ

সমপরিমণ অন্যান্য তরলের চেয়ে বেশি। ফলে পারদ থার্মোমিটার দিয়ে সূক্ষ্মভাবে উয়তা মাপা যায়।

৪. পারদের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক যথাক্রমে –39°C এবং 357°C, সুতরাং তাপমাত্রার এই বিস্তীর্ণ পাল্লার মধ্যে পারদ থার্মোমিটার ব্যবহার করা যায়।