চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন উত্তর - Online story

Friday 8 March 2024

চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন উত্তর

 




Subject: English

Primary Education Development Board, W. B.

Primary Final Examination - 2023

(Scholarship Examination)

Full Marks - 50   Subject: English

 Time: 1hr. 30 mins.



1. Read the following passage carefully and answer the questions below in full sentence. (Any four)


(নীচের অংশটি পড় এবং যে কোন ৪টি প্রশ্নের উত্তর পূর্ণবাক্যে দাও)

It was a busy morning in a railway station. The year was 1930.

A young boy in soiled clothes entered the platform. His feet were bare and muddy. He seemed to be very tired. But his eyes were glowing like fire. His name was Swadesh. Mean-while, some British Police were seen outside the station. They were on the lookout for a young freedom fighter of Bengal.



i) Who entered the railway station?

Ans-A young boy in soiled clothes entered the platform. 


ii) How was his condition then?

Ans- He seemed to be very tired.


iii) How were his eyes glowing like?

Ans-His eyes were glowing like fire. 


iv) Whom did the police look for?

Ans-


v) Which year was then?

Ans-



2. Fill in the blanks of the following rhyme.


(নিম্নলিখিত কবিতাটির শূন্যস্থান পূরণ কর

Underneath The ------

The-–------sat.

Drowsing in the ----

It thought of.....  and that.

Ans-




3. Fill in the blanks with the correct alternative. 4×1=4

[সঠিক উত্তরটি বেছে শূন্যস্থান পূরণ করো। ]

i) The room------ four walls. (have/has)

Ans-


ii) They-----my friends. (are / is)

Ans-


iii) She---- fun riding the merry- go-round. (has/have)

Ans-

iv) Subal and Madol ----- a boat. (has/have)

Ans- 



4. Make sentences with the following words (any three).

(নীচের যেকোন ৩টি শব্দ দিয়ে বাক্য রচনা করা )

School; River; Great; Strange; Flower


Ans- 

School; 

River; 

Great; 

Strange;

 Flower


5. Fill in the blanks with vowels and consonants

(স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ দিয়ে শূন্যস্থান পূরণ কর)

Cha---r; 

Ans- 

Ne--t

Ans- 

B---at

Ans- 

Loo---

Ans- 


6. Change the gender. (লিঙ্গ পরিবর্তন কর)

Dog ; Tiger ; Grandmother; Nephew

Ans- 

Dog ;

 Tiger ;

 Grandmother

; Nephew


7. Match the animals with their calls given in the help-box.

(নীচে বক্সের মধ্যে দেওয়া ধ্বনির সঙ্গে প্রাণীদের মেলাও।)

Cow ; Cuckoo ; Duck; Horse.

[|Neigh; Quack; Coo; Moo]

Ans- 

Cow ; 

Cuckoo ; 

Duck

; Horse.



8. Write the opposite words of the following. (Any four)

(নীচের শব্দগুলির যে কোন ৪টির বিপরীতার্থক শব্দ লেখ।)

Happy ; Slow ; Tall ; Old ; Light

Ans- 

Happy ; 

Slow ; 

Tall ; 

Old ; 

Light



9. Translate into English. (Any four)

(যে কোন ৪টি বাক্য ইংরেজিতে অনুবাদ কর।)

¡) বিদ্যাসাগর ছিলেন একজন বড় মানুষ।

Ans- 


ii) আমার অনেক বন্ধু আছে।

Ans- 

iii) কখনো মিথ্যে কথা বলো না।

Ans- 


iv) আকাশ নীল।

Ans- 


v) আমাকে কলকাতায় নিয়ে যাবে?


4 ×1½ = 6





10. Write four sentences about any one of the following.

(যে কোন একটি বিষয়ে ৪টি বাক্য লেখ।)

i) Rabindranath ; 

Ans- 

ii) Your School ;

Ans- 


 iii) Rainy Season

Ans- 





প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃ বঃ পরিচালিত

প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা) ২০২৩

বিষয় : গণিত       সময় : ২ ঘন্টা ৩০ মিঃ

পূর্ণমান – ১০০


(উত্তরপত্রের মধ্যেই ডানদিকে রাফ করতে হবে। প্রত্যেক প্রশ্নের দাগ নম্বর উল্লেখ করতে

হবে। জ্যামিতির চিত্র আঁকার জন্য স্কেল, পেন্সিল, কম্পাস ব্যবহার করতে হবে।)


১। শূন্যস্থান পূরণ কর (যে কোনো ৭ টি)

৭×১=৭

(ক) রাত ১১টা বাজলে ২৪ ঘণ্টার ঘড়িতে সময় হবে------।

উত্তর:- ২৩ টা


(খ) একটি মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা ----।

উত্তর:- ২টি



(গ) ৫০০ সেন্টিমিটার =-----মিটার।

উত্তর:-(৫০০সেমি÷১০০) মিটার= ৫ মিটার।



(ঘ) ০.৯ - কে সামান্য ভগ্নাংশে লিখলে হয়---।

উত্তর:- ৯/১০




(ঙ) ১[] ১/১৫ (> অথবা < চিহ্ন বসাও)।

উত্তর:- ১ > ১/১৫



(চ) ইটের মতো জিনিসের আকারের নাম-–-

উত্তর:- জ‍্যামিতি বক্স। বই।



(ছ) ২০২৩ সালের ফেব্রুয়ারী মাস---দিনে।

উত্তর:- ২৮ দিনে।



(জ) মিটার হল---- পরিমাপের একক।

উত্তর:- দৈর্ঘ‍্য


২। নিম্নলিখিত যে কোনো ৮ টি প্রশ্নের উত্তর দাও :



(ক) ৭, ৫, ০, ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি লেখ।

উত্তর:- বৃহত্তম সংখ্যা  ৭৫৩০, ক্ষুদ্রতম  সংখ্যা ৩০৫৭


(খ) ১২ দিন ১০ ঘণ্টা = কত ঘন্টা ?

উত্তর:- একদিন =২৪ ঘণ্টা

:-১২ দিন=১২×১২=১৪৪ ঘণ্টা

১৪৪ ঘণ্টা +১০ ঘণ্টা = ১৫৪ ঘণ্টা



(গ) ছোট থেকে বড় সাজাও : ৪৯৩৭, ২০৫৯, ৩৮৭০, ৫১৩৯।

উত্তর:- ২০৫৯,৩৮৭০ ৪৯৩৭, ৫১৩৯।



(ঘ) ৩৫ সংখ্যাটি কোন্ কোন্ মৌলিক সংখ্যার গুণিতক ?

উত্তর:-  ৫]৩৫

                 ----

                ] ৭

                  ---

                   ১


৩৫ সংখ্যাটি ৫ এবং  ৭ মৌলিক সংখ্যার গুণিতক ?


(ঙ) সংখ্যায় লেখ— আট কোটি ছয় লক্ষ পাঁচ হাজার ঊনআশি।

উত্তর:- ৮০৬০৫০৭৯


(চ) আমাদের স্কুলের খেলার ক্লাস বিকাল ৩ টা ৩৫ মিনিটে শুরু হলো। খেলা ৩৫ মিনিট ধরে চললে ক’টার সময় শেষ হবে?

উত্তর:- ৩ টা ৩৫ মিনিট 

              +    ৩৫  মিনিট

           --------------

          ৪  টা    ৭০ মিনিট

    +    ১        -৬০ 

         ------------

         ৫  টা    ১০ মিনিট (উঃ)






(ছ) ৭ ও ১১ যমজ মৌলিক সংখ্যা কিনা ব্যাখ্যা কর।

উত্তর:- 



(জ) ১ – ৩/৭ = কত ?

উত্তর:- 


(ঝ) ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত কোন্ কোন্ সাল লিপইয়ার?

উত্তর:- ২০১২,২০১৬ সাল লিপইয়ার।


৩।যে কোনো ৫ টি প্রশ্নের উত্তর দাও :

(শূন্যস্থান পূরণ কর)

           []           ৫               []        ১০০

ক)  ------ = ------ = ------ = -----

         ২০          []               ৪০       ৮০


উত্তর:- 

         ২৫           ৫            ৫০        ১০০

     ------ = ------ = ------ = -----

          ২০         ৪              ৪০       ৮০

খ) চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নির্ণয় কর।

উত্তর:- চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = 9999

চার অঙ্কের  ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০

বিয়োগফল ৯৯৯৯

                 - ১০০০

              ---------

                   ৮৯৯৯




গ) ৫০ মিটার ৫ সেন্টিমিটার = কত সেণ্টিমিটার

উত্তর:- ( ৫০ ×১০০)  সেন্টিমিটার + ৫ সেন্টিমিটার

= ৫০০০ সেন্টিমিটার +৫ সেন্টিমিটার

= ৫০০৫ সেন্টিমিটার



ঘ) দুটি সংখ্যার গুণফল ৫৭৬। একটি সংখ্যা ২৪ হলে অপর সংখ্যাটি কি ?

উত্তর:- অপর সংখ্যাটি = ৫৭৬÷২৪ =২৪

       ২ ৪

    --------

২৪ ] ৫৭৬ [

         ৪৮

      ----–--

           ৯৬

            ৯৬

       -------

-             ০

ঙ) বিয়োগ কর ঃ

                  ৬  বছর  ০ মাস  ০ দিন

                  ৩  বছর  ৭ মাস  ২২ দিন

                -----------------------

                  []  বছর  [] মাস  [] দিন

উত্তর:- 

                  ৬  বছর  ০ মাস  ০ দিন

                  ৩  বছর  ৭ মাস  ২২ দিন

                -----------------------

                  []  বছর  [] মাস  [] দিন


আবার,

                  ৫  বছর ১২ মাস  ০ দিন

                  ৩  বছর  ৭ মাস  ২২ দিন

                -----------------------

                  []  বছর  [] মাস  [] দিন

আবার,

                  ৫  বছর  ১১ মাস ৩০ দিন

                  ৩  বছর  ৭ মাস   ২২ দিন

                -----------------------

                  [২]  বছর  [৪] মাস  [৮] দিন



চ) ৯৮৭০ সংখ্যাটিতে ৮ এর স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগফল লেখ।


উত্তর:- ৯৮৭০ সংখ্যাটিতে ৮ এর স্থানীয় মান

= ৮০০

৯৮৭০ সংখ্যাটিতে ৮ এর প্রকৃত মান

= ৮


৪। যেকোনো ৫ টি প্রশ্নের উত্তর দাও :

                             5×4 =20

(ক) ২ ঘণ্টা ৩৩ সেকেন্ড + ৫ ঘন্টা ৪৮ মিনিট ২৮ সেকেন্ড + ৭ ঘন্টা ১০ মিনিট =কত? 

উত্তর:- ২ ঘণ্টা ০  মিনিট ৩৩ সেকেন্ড 

        + ৫ ঘন্টা ৪৮ মিনিট ২৮ সেকেন্ড

         + ৭ ঘন্টা ১০ মিনিট  ০ সেকেন্ড 

   -----------------------------

         = ১৪ ঘন্টা ৫৮ মিনিট ৬১সেকেন্ড 

                            +১         -৬০

      ----------------------------

         = ১৪ ঘন্টা ৫৯ মিনিট  ১ সেকেন্ড 



(খ) i) ২০০০ মিনিট = কত ঘন্টা কত মিনিট ?

উত্তর:-

           ৩ ৩

           ------

    ৬০ ] ২০০০ মিনিট [

              ১৮০

          --------

                  ২০০

                   ১৮০

               -------

                    ২০ মিনিট


২০০০ মিনিট ৩৩;ঘন্টা ২০ মিনিট ।



ii) ২ জুলাই থেকে ৭ আগস্ট (৭ আগস্ট বাদ দিয়ে) = কত দিন?

উত্তর:- জুলাই মাস ৩১ দিনে।

২ জুলাই থেকে ৬ আগস্ট হইল (৩১-২)+৬

= ২৯+৬ = ৩৫ দিন।


(গ) ৩ কিগ্রা ২০০ গ্রাম – ১ কিগ্রা ৯০০ গ্রাম = কত গ্রাম?

উত্তর:- 


ঘ) i)  ০ ছাড়া ৫ এর চারটি গুণিতক এবং

উত্তর:-  ০ ছাড়া ৫ এর চারটি গুণিতক ১০,১৫,২০,২৫,৩০,৩৫....


 ii) ৬ এর গুণনীয়কগুলি লেখ।

উত্তর:- ৬ এর গুণনীয়কগুলি ১,২,৩,৬



ঙ) ভাগ করো:- ৪৮০৬ ÷ ১৮

উত্তর:- ৪৮০৬ ÷ ১৮=২৬৭

           ২ ৬ ৭

           -----–

     ১৮]৪৮০৬[

       -  ৩৬

    ------- 

           ১২০

            ১০৮

            -----

                ১২৬

                  ১২৬

              --------

                  ০

(চ) একটি ফুটবল প্রদর্শনী ম্যাচে মাঠে ১৫২৪ জন দর্শক উপস্থিত ছিল। খেলা শুরুর কিছুক্ষণ পর ১৫৬ জন মাঠ ছেড়ে চলে গেল। কিছুক্ষণ পর ৭২ জন মাঠে প্রবেশ করলো। এখন মাঠে কতজন দর্শক আছে? (সমস্যা তৈরী করে সমাধান কর)

উত্তর:- মাঠে ১৫২৪ জন দর্শক উপস্থিত ছিল। ১৫৬ জন মাঠ ছেড়ে চলে গেলে দর্শক থাকল

  ১৫২৪ জন

  -১৫৬জন 

--------

১৩৬৮ জন

আবার

৭২ জন মাঠে প্রবেশ করলো।

এখন মাঠে দর্শক আছে ১৩৬৮ জন

                                         +৭২ জন

                              = -------------

                                       ১৪৪০ জন উত্তর





ছ) কোন সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটি লেখ। নীচের সংখ্যাগুলির কোন্‌গুলি ৩

দ্বারা বিভাজ্য- ৫২৩, ১৭২০, ৮২৫, ১২৫৭

উত্তর:-  সংখ‍্যাগুলির যোগফল যদি৩ দ্বারা বিভাজ‍্য হয় তাহলে সংখ‍্যাটি ৩ দ্বারা দ্বারা বিভাজ্য।


এখানে ৫২৩ >৫+২+৩=১০ এখানে১০সংখ‍্যাটি ৩ দ্বারা দ্বারা বিভাজ্য নয় ।তাই সংখ্যা টি ৩ দ্বারা দ্বারা বিভাজ্য হবে না।

১৭২০ >১+৭+২+০ =১০ এখানে১০ সংখ‍্যাটি ৩ দ্বারা দ্বারা বিভাজ্য নয় ।তাই সংখ্যা টি ৩ দ্বারা দ্বারা বিভাজ্য হবে না।

এখানে ৮২৫ > ৮+২+৫=১৫ এখানে১৫সংখ‍্যাটি ৩ দ্বারা দ্বারা বিভাজ্য ।তাই সংখ্যা টি ৩ দ্বারা দ্বারা বিভাজ্য হবে ।

এখানে ১২৫৭ >১+২+৫+৭=১৫ এখানে১৫সংখ‍্যাটি ৩ দ্বারা দ্বারা বিভাজ্য ।তাই সংখ্যা টি ৩ দ্বারা দ্বারা বিভাজ্য হবে ।



৫। যে কোনো ৪ টি প্রশ্নের উত্তর দাও :

(ক) সানিয়া, সুপ্তি ও দেবেশ তিনজনের খুব বন্ধুত্ব। সানিয়া সুপ্তির থেকে ৮ মাসের বড়ো। আবার দেবেশ সুপ্তির চেয়ে ৬ মাসের ছোটো। সুপ্তির বয়স ১০ বছর ৫ মাস হলে, সানিয়া ও দেবেশ-এর বয়স কত হিসাব করো।

উত্তর:- 




(খ) একটি বাগানে ৪০টি আপেল গাছ আছে। প্রত্যেক গাছে গড়ে ৫৮০টি করে আপেল আছে। বাগানে মোট কত আপেল আছে? ওই আপেলগুলি রাখতে একটি পেটিতে ৮০টি করে আপেল ধরে এরকম কতগুলি পেটি লাগবে ?

উত্তর:- 






(গ) ৩২ ও ২৪ এর উৎপাদকগুলি লেখ। সাধারণ উৎপাদকগুলি কি কি? সাধারণ উৎপাদকগুলির মধ্যে সবচেয়ে বড়টির মান কত?

উত্তর:- 




(ঘ) একটি রাস্তায় কাজ চলছে। প্রথম দিন রাস্তার৩/১০ অংশ, দ্বিতীয় দিন রাস্তার  ১/১০অংশ ও তৃতীয় দিন রাস্তার ৩/১০ অংশ কাজ হল। রাস্তার মোট কত অংশ কাজ হল? চতুর্থ দিন রাস্তার কত অংশ কাজ হলে কাজটি সম্পূর্ণ হবে?

উত্তর:- 



(ঙ) আমি ও দাদা এক সঙ্গে বাজারে গেলাম। আমার ব্যাগে ২ কিগ্রা আলু, ৬৫০ গ্রাম পটল, ২৫০ গ্রাম রসুন ও ৩০০ গ্রাম ঝিঙ্গে নিলাম। দাদার ব্যাগে ১ কিগ্রা চিনি, ১ কিগ্রা ২৫০ গ্রাম মুসুর ডাল ও ২ কিগ্রা আটা আছে। কার ব্যাগ বেশি ভারী ও কত ভারী হিসাব করো।


উত্তর:- 





(চ) যৌগিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। ১থেকে ৪০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা

আছে ও কি কি তা লেখ।

উত্তর:- 



৬। (ক) বিষম বাহু ত্রিভুজ কাকে বলে? একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন কর।(২+২)

উত্তর:- 





(খ) বসির মিঞা তাঁর সব্জি বাগান (পাশের ছবি) বেড়া

দিয়ে ঘিরবে। কতটা দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন হবে?

উত্তর:- 






প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃ বঃ পরিচালিত

প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা) – ২০২৩

-

পূর্ণমান – ১০০

বিষয় ঃ বাংলা       সময় : ২ ঘন্টা ৩০ মিঃ

১। যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও :

৪×৮= 32

(ক) “ভোরবেলা ঘুম ভাঙতেই মামাদের সঙ্গে জ্যোতি যায় কুস্তির আখড়ায়।” — উদ্ধৃত অংশটি কোন্ রচনার অংশ? লেখক কে? জ্যোতির মায়ের নাম কী? মা জ্যোতিকে কোন্ নদীতে স্নান করাতে নিয়ে যেতেন? জ্যোতির ন’-মামার নাম কী? কুস্তির আখড়ায় কোথা থেকে কে এসে তালিম দিত? জ্যোতির আসল নাম কী?

১+১+১+১+১+২+১ = ৮


উত্তর:- 







(খ) “ধলেশ্বরী আইলো নাকি ও – ও মাঝি ভাই?” – কোন্ রচনার অংশ? লেখক কে? নৌকায় কী কী রান্না হয়েছিল? ধলেশ্বরীর ঢেউ কোথায় আছড়ে পড়ে? ধলেশ্বরীকে খ্যাপা নদী বলা হয়েছে কেন?

১+১+২+১+৩=৮

উত্তর:- 

-

(গ) “আমি নিজেও বোতোকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম।”- বক্তা কে? কার লেখা? কোন্ রচনার অংশ? বোতো কে? তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি কী? বক্তার চোখে দেখা বোতোর শারীরিক গঠনের পরিচয় দাও।


উত্তর:- 




(ঘ) “এবার ফেরবার পালা।” কার লেখা? কোন্ রচনার অংশ? বক্তা কে? তাঁর পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? ফেরবার পথে কী কী বিপদ ঘটেছিল? শুভ্র তুষার কার মৃতদেহের উপর কবর রচনা করল?

১+১+১+৩+১ = ৮

-উত্তর:- 




(ঙ) “সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে।” - কাদের নিয়ে দল গঠন করা হয়েছিল? ছোট পিসিমার বাড়ি যেতে কোন্ বিখ্যাত মানুষের গ্রাম পেরোতে হয়? তাঁর পরিচয় দাও। ছোট পিসিমা কেমন

প্রকৃতির মানুষ ছিলেন? 'সেজ পিসিমার গ্রামের নাম কী? ২+১+২+২+১ = ৮

উত্তর:- 




২। যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও :

৪×৪ = ১৬

(ক) “মানুষ হইতে হবে, মানুষ যখন।” – কবি কে? তিনি কোন্ বিখ্যাত কবির মা? এই কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে কী প্রত্যাশা করেন?

উত্তর:- 



(খ) “চৌপর দিন-ভোর

দ্যায় দূর — পাল্লা।” – কবি কে? কে দূর পাল্লা দেয়? ‘চৌপর’ শব্দের অর্থ কী? নৌকাতে কতজন মাঝি ছিল?

উত্তর:- 






(গ) “আল্লা মেঘ দে পানি দে ছায়া দেরে তুই।।”— এই কবিতার কবি কে? কারা, কেন এই প্রার্থনা করছে?

উত্তর:- 




(ঘ) “ওগো নেয়ে, নাওখানি বাইয়ো।” – ‘নেয়ে’ শব্দের অর্থ কী? কোন্ অবস্থায় নাওখানি বাওয়া হচ্ছে? কবি নেয়েকে কী নির্দেশ দিচ্ছেন? তিনি নিজে কী সহায়তা

করবেন বলে জানাচ্ছেন?

উত্তর:- 



(ঙ) “যত দূরে-ই যেখানে যাই নাকো

সারা লাইন শুধু আমার একার।” – কবি কে? কোন্ কবিতার অংশ? এর মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন?

উত্তর:- 



৩। কবিতা ও কবির নাম উল্লেখ করে শূন্যস্থানগুলি পূরণ করো :

“বহু----ধরে বহু ক্রোশ-----

------ব্যয় করি বহু---ঘুরে

দেখিতে গিয়েছি ----

---- গিয়েছি সিন্ধু।”


উত্তর:- 


৪। (ক) অর্থ লেখো ঃ (যে কোন ৬টি)

রসদ, আস্তানা, আমন্ত্রণ, নীর, খটকা, সাফ, হোঁচট।

উত্তর:- 

রসদ

আস্তানা

 আমন্ত্রণ

নীর

খটকা

সাফ

হোঁচট




(খ) বাক্য রচনা করো ঃ (যে কোন ৩টি)

গৌরব, আবিষ্কার, ছিপছিপে, দিলখোলা, অবসন্ন।

উত্তর:- 

গৌরব

 আবিষ্কার

 ছিপছিপে

 দিলখোলা

অবসন্ন



(গ) বর্ণ বিশ্লেষণ করো ঃ (যে কোন ৩টি)

লাজুক, ব্যস্ত, মোমবাতি, কোর্মা, বাগিচা।

উত্তর:- 

লাজুক

 ব্যস্ত

মোমবাতি

 কোর্মা

 বাগিচা



(ঘ) বিপরীত শব্দ লেখোঃ (যে কোন ৬টি)

ভয়, ঊষা, স্বাধীন, দুরন্ত, প্রকাণ্ড, মৌন, ভালো।

উত্তর:- 

ভয়

ঊষা

স্বাধীন

 দুরন্ত

প্রকাণ্ড

 মৌন

ভালো




৫।(ক) সন্ধি বিচ্ছেদ করো ঃ (যে কোন ৪টি)

হিমালয়, বনৌষধি, রবীন্দ্র, নয়ন, পরীক্ষা।

উত্তর:- 

হিমালয়

 বনৌষধি

 রবীন্দ্র

 নয়ন

পরীক্ষা।




(খ) বিপরীত লিঙ্গের শব্দ লেখোঃ (যে কোন ৪টি)

গোয়ালিনী, সাহেব, জ্যেঠামশাই, সিংহিনী, ছেলে।

উত্তর:- 

গোয়ালিনী, 

সাহেব

জ্যেঠামশাই

 সিংহিনী

ছেলে।



(গ) এক কথায় প্রকাশ করো ঃ (যে কোন ৪টি)


যে ফেরি করে বেড়ায়, যিনি চিকিৎসা করেন, ভিজে মাটির গন্ধ, নতুন আবিষ্কারের জন্য যাত্রা, যে সবকিছু খায়, অন্যের উপর নির্ভরশীল গাছ।

উত্তর:- 

যে ফেরি করে বেড়ায়, 


যিনি চিকিৎসা করেন,


 ভিজে মাটির গন্ধ,


 নতুন আবিষ্কারের জন্য যাত্রা


, যে সবকিছু খায়


, অন্যের উপর নির্ভরশীল গাছ।


৬। যে কোন একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করোঃ (১৫টি বাক্যের মধ্যে) ৮ × ১ = ৮


ক) তোমার প্রিয় মনীষী



 খ) তোমার একটি পোষা প্রাণী





 গ) বাঙালীর শ্রেষ্ঠ উৎসব।










প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃ বঃ পরিচালিত

প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা)

- ২০২৩

বিষয় : বিজ্ঞান      সময় : ১ঘন্টা ৩০ মিঃ

পূর্ণমান – ৫০






১। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো ঃ (যে কোন ৪ টি)


(ক) একটি তরল দাহ্য পদার্থ হল (জল / কেরোসিন / দুধ)।

উত্তর:- কেরোসিন



(খ) রক্তাল্পতা রোগ সারানোর জন্য (তুলসী / কালমেঘ / কুলেখাড়া) ব্যবহার করা হয়।

উত্তর:- কুলেখাড়া



(গ) চোখ, নাক, মুখ জ্বালা করে (বৃষ্টির জন্য / ব্লিচিং পাউডারের জন্য / অন্ধকারের জন্য)।

উত্তর:- ব্লিচিং পাউডারের জন্য।



(ঘ) খাবারের যে অংশ হজম হয় না তা জমা হয় (মলাশয়ে / পাকস্থলীতে / ক্ষুদ্রান্ত্রে)।

উত্তর:- মলাশয়ে




(ঙ) তুলো পাওয়া যায় (পলাশ / পাইন / শিমূল) থেকে।

উত্তর:- শিমূল



২। শূন্যস্থান পূরণ করো ঃ (যে কোন ৫ টি)

(ক) মানব শরীরের সব থেকে কঠিন অংশ----।

উত্তর:-  দাঁত।


(খ) বস্তু যা দিয়ে তৈরী তাকে আমরা বলি ---।

উত্তর:- পদার্থ।


(গ) রোগ সারাতে পারে এমন উদ্ভিদকে----- উদ্ভিদ বলে ।

উত্তর:-  ভেষজ


(ঘ) ধানের খোসাকে-------বলে।

উত্তর:- তুষ।



(ঙ) মানুষ ও অন্যান্য প্রাণীরা খাবারের জন্য----উপর নির্ভরশীল।

উত্তর:- উদ্ভিদের



(চ) নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে------- গ্যাস বেরিয়ে যায় ৷

উত্তর:- কার্বন ডাই অক্সাইড।





৩। ভুল সংশোধন করো ঃ (যে কোন ৫ টি)

(ক) আমাদের প্রধান শ্বাস অঙ্গ হলো হৃৎপিণ্ড।

উত্তর:- আমাদের প্রধান শ্বাস অঙ্গ হলো ফুসফুস।



(খ) কঠিন পদার্থের নিজস্ব কোনো আকার নেই।

উত্তর:- তরল পদার্থের নিজস্ব কোনো আকার নেই।




(গ) পাহাড়ের চূড়ায় অক্সিজেন বেশী থাকে।

উত্তর:- পাহাড়ের চূড়ায় অক্সিজেন কম থাকে।



(ঘ) শীতকালে সরষের তেল জমে যায়।

উত্তর:- শীতকালে নারকেলের তেল জমে যায়।



(ঙ) বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হল মশা।

উত্তর:- বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হল সাপ।



(চ) পুকুরের জল থেকে নুন তৈরী হয়।

উত্তর:- সমুদ্রের জল থেকে নুন তৈরী হয়।



৪।একটি দুটি বাক্যে উত্তর দাও ঃ (যে কোন ৬ টি)

৬ × ২ = ১২

(ক) কেন্নো ছুঁলে তা গোল হয়ে গুটিয়ে যায়। কিন্তু টিকটিকিকে ছুঁলে তা গোল হয় না কেন?

উত্তর:- কেন্নো ছুঁলে তা গোল হয়ে গুটিয়ে যায় কারণ , কেন্নোর শিরদাঁড়া নেই। কিন্তু টিকটিকিকে ছুঁলে তা গোল হয় না কারণ টিকটিকির শিরদাঁড়া আছে।



(খ) লিপ্তপদ কাকে বলে? কোন্ প্রাণীর মধ্যে দেখা যায় ?

উত্তর:- যেসকল প্রাণীর পায়ের আঙ্গুল গুলো পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে তাদের লিপ্তপদ  বলে।

 হাঁসের মধ্যে দেখা যায় ।



(গ) দুটি জীব ও দুটি জড়ের নাম লেখো।

উত্তর:- (i)জীব ছোট থেকে বড়ো হয়।

জড় ছোট থেকে বড়ো হয় না।

(ii)জীব এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে ।

জড় এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না।


(ঘ) ফুল ও ফল হয় না এমন দুটি গাছের নাম লেখো।

উত্তর:- মস, পাইন।




(ঙ) বর্জ্য পদার্থ কাকে বলে? দুটি উদাহরণ দাও।

উত্তর:- যে সকল পদার্থ গুলি ব‍্যবহারের পর ফেলে দেওয়া হয় সেগুলি কে বর্জ্য পদার্থ  বলে।


যেমন- তরকারীর খোসা,প্লাস্টিক।



(চ) কোন পদার্থের কয়টি অবস্থা ও কী কী?

উত্তর:- পদার্থের তিনটি অবস্থা।

যথা কঠিন, তরল,গ‍্যাস।



(ছ) সুষম আহার খাওয়া উচিত কেন?

উত্তর:- সুষম আহার খাওয়া উচিত কা্রণ,সুষম আহারের মধ্যে সকল পুষ্টি গুণ বজায় থাকে।



৫।দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : (যেকোন ৪টি)

(ক) কী কী কারণে বাঘের সংখ্যা কমে যাচ্ছে?

উত্তর:- (i) চোরাশিকারী বনের বাঘ মারার কারণে বাঘের সংখ্যা কমে যাচ্ছে।

(i) মানুষ বন কেটে বাসস্থান তৈরী করছে।বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে।সে কারণে বাঘের সংখ্যা কমে যাচ্ছে।


(খ) বাতাসের তিনটি উপাদানের নাম লেখো।

উত্তর:- বাতাসের তিনটি উপাদানের নাম অক্সিজেন,কার্বন ডাই অক্সাইড,জলীয় বাস্প।


(গ) ফুসফুস ভালো রাখার জন্য কী কী করার দরকার?

উত্তর:- ফুসফুস ভালো রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা দরকার।মুক্ত বাতাসে খেলাধুলা করলে ফুসফুস ভালো থাকে।এছাড়া ফুসফুস ভালো রাখতে বিভিন্ন ধরনের ধোঁয়া-ধুলো থেকে দুরে থাকার দরকার।



(ঘ) শীতকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকায়, অথচ বর্ষাকালে দেরী হয় কেন?

উত্তর:- শীতকালে বাতাসে জলীয় বাস্প কম থাকে তাই শীতকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকায়।

বর্ষাকালে বাতাসে জলীয় বাস্প বেশি থাকে তাই বর্ষাকালে দেরী হয় ।



(ঙ) পাখি ও প্রজাপতির একটি মিল ও একটি অমিল লেখো।

উত্তর:- পাখি ও প্রজাপতির একটি মিল পাখি উড়তে পারে।প্রজাপতির ও উড়তে পারে।

পাখি ও প্রজাপতির একটি একটি অমিল, পাখির শক্ত ঠোঁট থাকে।প্রজাপতির ঠোঁট থাকে না।



৬ ।অল্প কথায় উত্তর লেখো : (যেকোন ৩টি)

(ক) খাবার হজম করতে লালাগ্রন্থি কীভাবে সাহায্য করে?

উত্তর:- লালাগ্রন্থি খাবারকে দলা পাকিয়ে দেয়।যাতে সহজেই খাবার গলা দিয়ে নীচে নেমে যায়।



(খ) মেঘ কীভাবে তৈরী হয়?

উত্তর:- নদী-নালা, খাল-বিল থেকে জল বাস্প হয়ে উপরে উঠে গিয়ে জলকণায় পরিণত হয়ে মেঘ তৈরি করে।






(গ) গ্যাসের ভর আছে তা কীভাবে বুঝতে পারা যায়?

উত্তর:- ভর মাপার যন্ত্র দাঁড়িপাল্লাতে কোনো গ‍্যাস ভর্তি জারকে মাপলে বুঝতে পারা যায় গ্যাসের ভর আছে।



(ঘ) মুখে কয় ধরনের দাঁত থাকে? দাঁত খারাপ হয় কীভাবে?

উত্তর:- মুখে চার ধরনের দাঁত থাকে।

দিনে দুবার দাঁত না মাজলে দাঁত খারাপ হয়।

কোন কিছু খেয়ে ভালো করে মুখ না ধুলে, দাঁত খারাপ হয়।









প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃ বঃ পরিচালিত

২০২৩

প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা)

পূর্ণমান-১০০ বিষয় ঃ সমাজ বিজ্ঞান (ইতিহাস-ভূগোল) সময় ঃ ২ ঘন্টা ৩০ মিঃ




১। সঠিক উত্তরটি বেছে লেখো : ( যে কোন ১০টি)

১০ × ১ = ১০

(ক) শীতকালে বাতাসে জলীয় বাষ্প (বেশি / কম) থাকে।


উত্তর:- কম।



(খ) রবীন্দ্রজয়ন্তী পালন করা হয় (শীত / বর্ষা / গরম) কালে।

উত্তর:- বর্ষা



(গ) মাটি পোড়ালে (শক্ত / নরম) হয়।

উত্তর:- শক্ত


(ঘ) টোটো এক প্রকার (খাবার / নৃত্য / উপজাতি)।

উত্তর:- উপজাতি



(ঙ) ভাদু পূজা হয় (পৌষ / ভাদ্র / আষাঢ়) মাসে।

উত্তর:- ভাদ্র



(চ) ইনস্যাট একটি (কৃত্রিম উপগ্রহ / গ্রহ / নক্ষত্র)।

উত্তর:- কৃত্রিম উপগ্রহ



(ছ) পশ্চিমবঙ্গে কয়লাখনি আছে (রানিগঞ্জ / কলকাতা / দার্জিলিং) এ।

উত্তর:- রানিগঞ্জ



(জ) হাতপাখা তৈরী হয় (খেজুর / তাল / শাল) পাতা দিয়ে।

উত্তর:- তাল



(ঝ) এক সময় খাবারের খোঁজে ঘুরে ঘুরে বেড়াতো (পশুপালক / যাযাবর / কৃষক) সমাজের মানুষ।

উত্তর:- যাযাবর



(ঞ) কুকুরকে মানুষ পোষ মানিয়েছিল (চাষের / আত্মরক্ষার / খাবারের) জন্য।

উত্তর:- আত্মরক্ষার



(ট) প্রথমে মানুষ (পাথর / রাবার / কাঠ) দিয়ে চাকা বানাত।

উত্তর:- কাঠ




২। শূন্যস্থান পূরণ করোঃ (যে কোন ১০টি)

(ক) প্রবাল প্রাচীর দেখা যায়----।

উত্তর:- ঘন বন বা সমুদ্রের নীচে।


(খ) ছায়া যেদিকে পড়ে তার উল্টোদিকে থাকে----

উত্তর:-  সূর্য


(গ) পাহাড়ের গায়ে------পদ্ধতিতে চাষ করা হয়।

উত্তর:- ধাপচাষ।


(ঘ) -------সমাজে আজও মা পরিবারের প্রধান।

উত্তর:- খাসিয়া



(ঙ) আমাদের রাজ্যে ভূভাগ সব জায়গায়---নয়।

উত্তর:- সমতল



(চ) নৌকা চালানোর সময়------গান গাওয়া হয় ।

উত্তর:- সারিগান।



(ছ) যারা লোহার জিনিস তৈরী করে তাদের----বলে।

উত্তর:- কর্মকার।



(জ) নদীয়ার কৃষ্ণনগর---- পুতুলের জন্য বিখ্যাত।

উত্তর:- মাটির


(ঝ) মানুষ--------- পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালাতে শিখেছিল।

উত্তর:- চকমকি।



(ঞ) পৃথিবী নিজের চারপাশে পাক খায় তাই----

দিন ও রাত হয়।

উত্তর:- পৃথিবীতে



(ট) আগেকার মানুষ গাছের ওপর----বেঁধে থাকত।

উত্তর:- 




৩। এককথায় উত্তর দাও। ( যে কোন ১০টি)


(ক) কোন্ গ্রহের বলয় আছে?

উত্তর:- শনি।



(খ) একটি ভেষজ উদ্ভিদের নাম লেখো।

উত্তর:- তুলসী, কালমেঘ।




(গ) কোন্ ঋতুতে দিন বড় ও রাত ছোট হয়?

উত্তর:- গ্ৰীস্ম।



(ঘ) মহাকাশে পাঠানো প্রথম প্রাণীটির নাম কী?

উত্তর:- লাইকা নামে একটি কুকুর।



(ঙ) একটি গৃহপালিত পাখীর নাম লেখো।

উত্তর:- গরু।



(চ) মুগা রেশম - মথ ভারতের কোথায় পাওয়া যায়?

বলে।

উত্তর:- আসামে।



(ছ) সাঁওতাল মেয়েরা কোন্ গান গাইতে গাইতে নাচে?

উত্তর:- ঝুমুর গান।




জ) একই পরিবারের শাখাপ্রশাখাকে একসাথে কী বলে?

উত্তর:- আত্মীয়।


ঝ) পশ্চিমবঙ্গের কোথায় চা পাতা তৈরীর কারখানা আছে?

উত্তর:- দার্জিলিং এ


ঞ) প্রথম প্রাণের জন্ম কোথায় হয়েছিল?

উত্তর:- জলে।



ট) শান্তিনিকেতন কোন্ মেলার জন্য বিখ্যাত?

উত্তর:- পৌষ।



৪।বামদিকের শব্দগুলির সঙ্গে ডানদিকের শব্দগুলি মেলাও :-

বামদিক                       ডানদিক

ক) ঝুমুর                      ক)জঙ্গল

খ) নীল আর্মস্ট্রং            খ) মশা

গ) বাঁকুড়া                       গ) নৃত্য

ঘ) জলদাপাড়া                 ঘ) মহাকাশচারী

ঙ) ম্যালেরিয়া                  ঙ) পোড়ামাটি

উত্তর:- 

বামদিক                       ডানদিক

ক) ঝুমুর                          গ) নৃত্য

খ) নীল আর্মস্ট্রং              ঘ) মহাকাশচারী

গ) বাঁকুড়া                       ঙ) পোড়ামাটি

ঘ) জলদাপাড়া                 ক)জঙ্গল

ঙ) ম্যালেরিয়া                  খ) মশা




৫। সংক্ষেপে উত্তর দাওঃ (যে কোন ১০টি)

(ক) আবহাওয়া কাকে বলে?

উত্তর:- 



(খ) জীবাণু কোথায় কোথায় থাকে?

উত্তর:- 




(গ) ধ্রুবতারা নামটি কেন হয়েছে?

উত্তর:- 



(ঘ) পোড়ামাটি দিয়ে তৈরী এমন দুটি জিনিসের নাম লেখো।

উত্তর:- 



(ঙ) প্রথমে মানুষ জলের কাছাকাছি থাকতে শুরু করেছিল কেন?

উত্তর:- 



(চ) আগুনে পোড়ানো খাবার খেলে কী কী উপকার হয়?

উত্তর:- 



(ছ) যন্ত্রপাতি ব্যবহারের দুটি সুবিধা লেখো।

উত্তর:- 




(জ) কাঠের চাকায় লোহার বেড় দেওয়া হয় কেন?

উত্তর:- 



(ঝ) আদিম মানুষ কীভাবে চাষের কাজ শিখেছিল?

উত্তর:- 




(ঞ) তৃণভোজী ও মাংসাশী প্রাণীর একটি করে উদাহরণ দাও।

উত্তর:- 




(ট) গাছের দুটি উপকারিতা লেখো।

উত্তর:- 



৬। টীকা লেখো ঃ (৪টি)


(ক) লালন ফকির, (খ) সপ্তর্ষি মণ্ডল, (গ) ইস্পাত, (ঘ) বড়শিল্প, (ঙ) বাউল নাচ

উত্তর:- 

(ক) লালন ফকির

উত্তর:- 


 (খ) সপ্তর্ষি মণ্ডল

উত্তর:- 



(গ) ইস্পাত

উত্তর:- 


(ঘ) বড়শিল্প

উত্তর:- 



(ঙ) বাউল নাচ

উত্তর:- 



৭। যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও :


(ক) চাঁদকে আমরা নানারকম আকারে দেখি কেন? অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন?

উত্তর:- 



(খ) হাতিয়ার কাকে বলে? আদিম মানুষের প্রথম হাতিয়ার কী ছিল? তারা কীভাবে পাথর দিয়ে হাতিয়ার তৈরী করত?

উত্তর:- 







(গ) শিল্পকর্ম কাকে বলে? শিল্পকর্ম কীভাবে শেখা যায়? বেতের জিনিস তৈরী করতে গেলে কোন্ বিষয়গুলি শিখতে হয়?

উত্তর:- 






(ঘ) আদিম মানুষেরা কোথায় ছবি আঁকত? তারা কী দিয়ে ছবি আঁকত? কেমন ধরনের ছবি আঁকত?

উত্তর:- 





(ঙ) মানুষ সমাজ তৈরী করেছে কেন? মানুষ ছাড়া অন্য দুটি সামাজিক প্রাণীর নাম লেখ।

উত্তর:- একসময় মানুষ একজোট হয়ে থাকতো। তাতে




(চ) ঋতু কী? আমাদের দেশের ছয়টি ঋতুর নাম লেখো। কোন্ ঋতুতে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়?

উত্তর:- 


সকল প্রশ্নের উত্তর নীচে ক্লিক করুন
                  2023
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

                  2022
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর




2021(2022)
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

Math question answer

Samaj biggan answer

2019
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

ইংরেজি প্রশ্ন

গণিত প্রশ্নের উত্তর

Math question answer


2018
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

Bangla প্রশ্নের উত্তর

Englishপ্রশ্নের উত্তর

2017

বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

Bangla প্রশ্নের উত্তর

2016

English প্রশ্নের উত্তর

বিজ্ঞান প্রশ্নের উত্তর

2019 থেকে 2022 সকল প্রশ্ন PDF

●●English paragraph suggestion answer