ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান লেখো। - Online story

Monday 18 March 2024

ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান লেখো।




নবম শ্রেণীর ইতিহাস

 ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান লেখো।

অথবা, ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের ভূমিকা কী ছিল?


 ফরাসি বিপ্লবের পিছনেবু দ্ধিজীবীরা' বা দার্শনিকদের রচনা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে ঐতিহাসিক রাইকার, মুনিয়ে প্রমুখেরা মনে করেন।

দার্শনিকদের অবদান: ফরাসি বিপ্লবের পিছনে যেসকল দার্শনিকদের অবদান ছিল, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—

 মন্তেস্কু : অভিজাত পরিবারের সন্তান, আইনজীবী মস্তেস্কু ছিলেন ‘নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক' ও 'ক্ষমতা বিভাজন’ নীতির প্রবক্তা। 'দ্য স্পিরিট অফ লজ' গ্রন্থে তিনি রাজার দৈবসত্তার বিরুদ্ধে

তীব্র সমালোচনা করেন এবং 'দ্য পার্সিয়ান লেটারস' গ্রন্থের মাধ্যমে ফরাসি উত্তর >> ১৭৮৯ উত্তর সংকেত: ভূমিকা - দার্শনিকদের অবদান মস্তেস্কু, ভলতেয়ার, রুশো প্রভাব অন্যান্য দার্শনিকদের অবদান তীব্র সমালোচনা করেন।


ভলতেয়ার: যাজক পরিবারের সন্তান ভলতেয়ার ছিলেন একজন যুক্তিবাদী, কবি ও নাট্যকার।

তিনি তাঁর ‘কাঁদিদ’ গ্রন্থের মধ্য দিয়ে যাজক সম্প্রদায়ের দুর্নীতি ও ব্যভিচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। ফরাসি গির্জাকে তিনি

বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাত' বলে বর্ণনা করেন।


 রুশো : রুশো ফরাসি বিপ্লবের ‘ঝড়ের পাখি' নামে পরিচিত। অনেকেই তাঁকে 'ফরাসি বিপ্লবের জনক' বলে অভিহিত করে। 'অসাম্যের সূত্রপাত' ও 'সামাজিক চুক্তি' গ্রন্থ দুটির মাধ্যমে

তিনি ঘোষণা করেন যে, যেহেতু চুক্তির মাধ্যমে রাজা বা রাজপদের সৃষ্টি হয়েছিল, সেহেতু প্রজাবিরোধী রাজাকে সিংহাসনচ্যুত করার অধিকার প্রজাদের রয়েছে। তিনি সাম্য ও স্বাধীনতার আদর্শ

প্রচার করেন। অন্যান্য দার্শনিকদের অবদান : এসময় ফ্রান্সে ফিজিওক্র্যাট নামে এক অর্থনৈতিক গোষ্ঠীর উদ্ভব হয়, যাঁরা অবাধ বাণিজ্য নীতি ও শিল্পক্ষেত্রে বেসরকারিকরণের আদর্শ প্রচার করেন।

ডেনিস দিদেরো ও এলেমবার্ট প্রমুখেরা বিশ্বকোষ রচনার মধ্য দিয়ে ঘোষণা করেন, একমাত্র মানুষই পারে তার চারপাশের অবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিবর্তন করতে।

>> প্রভাব: ফরাসি বিপ্লবের অনেক আগেই দার্শনিকদের মৃত্যু হয়েছিল, কিন্তু—(১) তাঁদের রচনাগুলি থেকে গিয়েছিল,

(২) এইসব রচনাগুলি পাঠ করে ফ্রান্সের নবজাগ্ৰত বুর্জোয়া শ্রেণি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের দাবি করে, (৩) সবচেয়ে বড়ো কথা বিপ্লবের জন্য যে মানসিক প্রস্তুতির

প্রয়োজন ছিল দার্শনিকরা সেই প্রস্তুতি তৈরি করেছিলেন তাঁদের রচনাসম্ভারের মধ্য দিয়ে।