Class vi math kosedekhi 1.4/ /ষষ্ঠ শ্রেণীর গণিত কষেদেখি ১.৪ সমাধান - Online story

Monday, 4 March 2024

Class vi math kosedekhi 1.4/ /ষষ্ঠ শ্রেণীর গণিত কষেদেখি ১.৪ সমাধান






কষে দেখি 1.4

দশমিক ভগ্নাংশ

1. রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি।

      3

(a) ----  = 0.3 অংশ

      10 

      36

(b) ------  = 0.36 অংশ

      100 


      60

(c) -----  = 0.6 অংশ

      100 



      20

(d) ------  = 0.2 অংশ

      100 


      27

(e) -----  = 0.27 অংশ

      100 


2. (a) 0.15 অংশ সবুজ রং করি এবং + 0.53 অংশ হলুদ রং করি। মোট করা অংশ হিসাব করি।

(b) প্রথমে 0.33 অংশ নীল রং করি ও 0.15 অংশে লাল রং করি। কত অংশ রং করিনি হিসাব করি।

উঃ- (2) (a) 0.15 +0.53 = 0.68,


(b) 100-(0.33 +0.15)= 100-0-48= 0·52


যে গুলি সমাধান করা হলো না সেগুলি

বইয়ে উত্তরে  দেওয়া আছে । দেখো।


11. আমার কাছে 5 টাকা ছিল। আমি 3.50 টাকার পেন কিনেছি। কত টাকা পড়ে আছে দেখি।

সমাধান:-আমার কাছে   5.00 টাকা ছিল

পেন কিনেছি – 3:50 টাকার

----------------------------------

অবশিষ্ট টাকা =[1.50] টাকা

: আমার কাছে 1.50 টাকা পড়ে আছে।




12. 2-75-এর সাথে কত যোগ করলে 3 পাব দেখি।


উঃ-   3.00

–      2.75

---------------

       0.25

: 2.75-এর সাথে 0.25 যোগ করলে 3 পাব।




13. মীরা 12-5 সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে 8.5 সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল। এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে দেখি?



মীরার দড়ির মোট দৈর্ঘ্য= 12.5 সেমি

  কেটে নেওয়া হয়েছে     = 8.5 সেমি

----------------------------------------------

অবশিষ্ট দড়ি =                  4.0    = 4

এখন 4 সেমি দৈর্ঘ্যের দড়ি পড়ে রইল।




4. আমার খাতার দৈর্ঘ্য [] সেমি, প্রস্থ []সেমি

আমার খাতার পরিসীমা = [] সেমি।


উত্তর-আমার খাতার দৈর্ঘ্য 15 সেমি, প্রস্থ 10সেমি

আমার খাতার পরিসীমা = 2 (15+10) সেমি 

=50 সেমি।




15. বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 125-50 টাকার ডাল ও 242:50 টাকার সবজি এনেছেন। বাবা কত খরচ করেছেন হিসাব করি।

সমাধান:;বাবার মোট খরচ

 = (200-00 + 125.50 + 242-50) টাকা

=।568-00 টাকা,

: বাবা মোট 568 টাকা খরচ করেন।




16. লংজাম্প প্রতিযোগিতায় শাহিল 182.88 সেমি লাফিয়েছে ।আর মুন্না লাফিয়েছে 179-25 সেমি। শহিল কত বেশিলাফিয়েছে দেখি।


উ: শাহিল মুন্নার চেয়ে বেশি লাফিয়েছে = (182-88-179-25) সেমি, = 3-63 সেমি,

শাহিল মুন্নার চেয়ে 3.63 সেমি বেশি লাফিয়েছে।


17.  5 থেকে কত বিয়োগ করলে 2.172 পাব দেখি।

উত্তর:; 5.000

 -          2.1 7 2

--------------------

               2.828

 5 থেকে 2.828 বিয়োগ করলে 2.172 পাব।




18.4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাব দেখি।

    4.150

– 2.647

--------------

   1.503


আবার 10.000

     –       1.503

---------------------

               8.497


:- বিয়োগফলের সঙ্গে ৪.497 যোগ করলে যোগফল 10 হবে।





19. মান খুঁজি :


(a) 0.07 +0-09,

  0.07

+0-09,

-------

   0.16



(b) 4.11 + 1.6

    4.11 

   + 1.6

------------

5 . 71



(c) 312.61 + 276.72


    312.61 

+ 276.72

------–-------

    589.33



(d) 5 – 0.555


   5.000

 – 0.555

-------------

    4.445


(e) 27.56 + 14.69


   27.56

 + 14.69

-------------

   42.25

(f) 4.3 + 3 – 6.4


    4.3 

 + 3 .0

-----------

    7.3

– 6.4

-----------

     0.9


(g) 3.36 – 4.62 + 2.18

       2.18

    + 3.36 

     ----------

        5.54

     – 4.62 

  -------------

         0.92



(h) 2.67 - 3.727 + 4.2


2.67+ 4.2 –  3.727


  2.67

+ 4.20

------------

     6.87

–  3.727

---------––-

     3.143