Wings Lesson 2 class 3
class 3 english
wings Lesson 2
Activity-1
Tick (2) the correct word with the help of the pictures. One is done for you.
— সঠিক শব্দটির পাশে টিক চিহ্ন দাও। একটু
তোমার জন্য করে দেওয়া আছে।
Ans.
√
1. (get/gate)
√
2. (hair/hare)
√
3. (chif/ cough)
√
4. (seal see)
√
5. (fill/ feel)
[Activity -2 (অ্যাকটিভিটি-টু) –কর্মশীলতা-দুই
Write the names of the animals. One is done for you: (রাইট দ্য নেমস্ অফ দ্য অ্যানিম্যালস)। ওয়ান
ইজ ডান ফর ইউ) পশুগুলির নাম লেখো। একটি তোমার জন্য করে দেওয়া আছে :
Elephant
Gorilla
Polarbear
Crocodile
Giraffe
King cobra
Activity -3
Write 'T' for True and 'F' for False statements. One is done for you
- সঠিক বক্তব্যের পাশে টি ও মিথ্যা বক্তব্যের পাশে ‘এফ’ বলাও। একটি তোমার জন্য করে দেওয়া আছে:
Ans. 1. Rimjhim lives in Kolkata.
-রিমঝিম কলকাতায় বাস করে। [F]
2. The zebra has yellow and black stripes. -জেব্রার গায়ে হলুদ এবং কালো ডোরাকাটা দাগ থাকে। [F]
3. The lion has golden manes.
-সিংহের সোনালী কেশর থাকে। [T]
4. Snakes lived in glass houses.
-সাপেরা কাঁচের ঘরে থাকে। [T]
5. Polar bear is white in colour.
মেরু ভাল্লুক সাদা রঙের হয়। [T]
Let's put serial number below animals as Rimjhim met them in the Zoo. One is done for you:
- রিমকিমের দেখে আসা এসে পশুগুলির ক্রমিক সংখ্যা বসাও। একটি তোমার জন্য করে দেওয়া আছে :
Activity 4
Gorilla (1)
Giraffe (2)
Zebra (3)
King cobra (4)
Bear (5)
Fox (6)
Vabon (7)
Hynah (8)
Deer (9)
Lion ( 10)
Tiger (11)
Crocodile (12)
Elephant (13)
Colourful Birds (14)
[Activity S
in the blanks with appropriate words.
- যথাযথ শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো:
Ans. Tiger is a wild animal. Tiger roars and a baby tiger is called a cub. Elephant is also a wild animal. Elephant trumpets and a baby elephant is called a calf. Baby fox is called a pup. Zebra is black and white. Zebra brays and a baby zebra is called a foal. Gorilla has black and huge body. A gorilla gibbers and a baby gorilla is called an........? Lion is the king of forest. A Lion roar and a baby lion is called a lionet
See how male & female animals have different names:
– দেখো পুরুষ ও মেয়ে পশুর বিভিন্ন নাম:
Male - পুরুষ। Female- মহিলা
Dog-কুকুর > Bitch -কুকুরী
Bull -যাঁড় > Cow - গরু
Drake (হংস) > Duck (হংসী)
Cock -মোরগ > Hen -মুরগি
Billy -ছাগল > Nanny - ছাগী
Tiger -বাঘ > Tigress -বাঘিনি
Lion - সিংহ > Lioness -সিংহী
Fox -শিয়াল > vixen -শিয়ালী
Peacock -ময়ূর > Peahen - ময়ূরী
Gander --রাজহাস > Goose -রাজহংসী
Activity -6
Match Column ‘A’ with 'B', One is done for you:
কস্তম্ভের সাথে খ স্তম্ভের মিল করো একটি তোমার জন্য করে দেওয়া আছে:
Ans.
Column-A > Column-B
Bitch -কুকুরী > Dog - কুকুর
Duck -হংসী > Drake হংস
Nanny -ছাগী > Billy - ছাগল
Sow - শূকরী > Boar -শূকর
Vixen - খেঁকশিয়ালী > Fox - খেঁকশিয়াল
Hen -মুরগী > Cock - মোরগ
Activity-7
Fill in the blank with words from help
box. One is done for you:
- সাহায্যকারী বাক্স থেকে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। একটি তোমার জন্য করে দেওয়া আছে :
Ans. 1 ) I put on my jacket in winter
-আমি শীতকালে জ্যাকেট পরি
2) My parents came to a guardians meeting in my school.
-স্কুলের অভিভাবক সভায় আমার বাবা-মা
এসেছিলেন।
3) This spray is poisonous for cockroaches. (
-এই স্প্রেটি আরশোলার জন্য বিষাক্ত।
4) The bird will not survive after falling from tree.
-পাখিটি গাছ থেকে পড়ার পর আর বাঁচবে না।
5) India and Bangladesh are neighbouring countries.
-ভারত আর বাংলাদেশ হল প্রতিবেশি দেশ।
6) The old man has handful of coins in his bag.
-বৃদ্ধ মানুষটির ব্যাগে ভর্তি টাকা।
Help Box : (সাহায্যকারী খোপ) meeting, winter, handful, survive countries, poisonous
• Read the sentences :
- বাক্যগুলি পড়ো ঃ
1) Heat causes ice to melt.
— তাপে বরফ গলে।
2) Pollution causes fishes to die.
— দূষণের কারণে মাছের মৃত্যু ঘটে।
3) Fear causes snakes to bite,
– সাপ ভয় পেলে কামড়ায়।
Activity -8
Match the column 'A' with 'B'. One is done for you.
- ক স্তম্ভের সাথে খ স্তম্ভের মিল করো :
Ans.
A B
1. I have a pen to write.
2. There is a cake to bake.
3. She has a dress to wear.
4. This is a game to play.
5. They have a coin to toss.
6. She has a car to drive.
7. Sunlight causes plants to grow.
8. Oxygen causes us to live.
9. Red signal allerts cars to stop
10. Engine makes train to run
Activity -9
Let's Rhyme with words from the Help Box:
সাহায্যকারী খোপ থেকে শব্দ নিয়ে ছন্দ মেলাওঃ
Ans.
Help Box: (সাহায্যকারী খোপ) bind, gay, ball, ring,mind, |ay, tall, being, kind, bay, call, filing
Ans.
kind
a) find
b) bind
c) kind
d) mind
day
a) may
b) gay
c) lay
d) bay
sing
a) king
b) ring
c) being
d) fling
doll
a) small
(b) ball
c) tall
d) call
(Activity -10
Suppose you visited the zoo last week. Now tell the class about your visit. Use the
following points :
- ধরো তুমি গত সপ্তাহে চিড়িয়াখানায় গিয়েছিলে। এবার তুমি তোমার অভিজ্ঞতা সম্পর্কে শ্রেণিকে বলো
নীচের সূত্রগুলি ব্যবহার করো :
•• The animals you saw there.
-তুমি যে পশুগুলি সেখানে দেখেছিলে।
● The animal you liked the most.
- তোমার যে পশুটি সবচেয়ে ভালো লেগেছিল।
● The animals that were eating grass, leaves and fruits.
— যে সমস্ত প্রাণীরা ঘাস পাতা এবং ফল খায়।
● The animals that were flesh eaters.
-সেই সমস্ত পশু যারা মাসের
● The animals that had man like gestures.
– সে সব পশু যাদের অঙ্গভঙ্গি মানুষের মতো।
You may talk in this way: (Last week I visited a zoo. There I saw Lion) I liked deer who are
eating grass.
তুমি এরকমভাবে শুরু করতে পারো। গত সপ্তাহে আমি চিড়িয়াখানা ছিলাম গিয়ে সেখানে আমি সিংহ দেখলাম আমি পছন্দ করি হরিণ যেটি ঘাস খাচ্ছিল)।
Ans. Last week I went to the zoo. This the first time to visit the zoo. I was excited to see wild animals. I saw Deer, Elephant, Giraffe, Zebra and Snake also. At last I saw Tiger and the king of animals lion. The animal. I liked the most is lion. It roars loudly then I came back home happily re
সপ্তাহে আমি চিড়িয়াখানা দেখতে গিয়েছিলাম। এটি আমার প্রথম দেখার অভিজ্ঞতা। আমি খুবই উত্তেজিত ছিলাম বন্য পশ দেখার জন্য। আমি হরিণ, হাতি, জিরাফ, জেব্রা আর সাপও দেখলাম। সবশেষে আমি দেখলাম বাঘ ও বনের রাজা সিংহকে।
আমার যে পশুটিকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল সেটি হল সিংহ। সে খুব জোরে গর্জন করছিল। তারপর আমি আনন্দের সাথে বাড়ি ফিরে এলাম।)
Activity - 11
Write a few lines about the tiger in the given space:
- নীচের ফাঁকা জায়গায় বাঘ সম্পর্কে কয়েকটি বাক্য লেখো :
Column A
Tiger
The tiger
It
Baby tigers
Female tiger
Column-B
● has
● have
●are
● live
● cats
●hunts
●is called
Column-C
black and yellow stripes
powerful and strong
cubs
forest
flesh
deer and other animals
Tigress.
Ans. Tiger is very powerful and strong. The tiger has black and yellow stripes. Female tiger is called Tigress. A baby tiger is called cub. Tiger lives in a forest. It eats flesh. They hunts deer and others. animals to feed. (বাঘ খুবই ক্ষমতাসম্পন্ন এবং শক্তিশালী বাঘের গায়ে হলুদ আর কালোর ডোরাকাটা দাগ আছে। স্ত্রী বাঘকে বাঘিনী বলা হয়। বাঘের বাচ্ছাকে শাবক বলা হয়। বাঘ সাধারণত জঙ্গলে থাকে। তারা মাংসাশী হয়।
তারা খাদ্যের জন্য হরিণ ও অন্যান্য প্রাণীদের শিকার করে।
SELF CHECK -নিজ নিরীক্ষণ
● Let's read : - এসো পড়িঃ
Read the passage and answer the following questions
— অনুচ্ছেদটি পড়ো আর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
Last summer.............very successful one.
Word meaning (শব্দার্থ):- summer (সামার) গ্রীষ্মকাল, exhibition (একজিবিশন) প্রদর্শনী। Trees
(ট্রীজ) – গাছগুলি। in charge (ইন-চার্জ)—দায়িত্বে; conducted (কনডাক্টেড)-- পরিচালনা করা। meeting
(মিটিং)—আলোচনা সভা। told (টোল্ড) – বলা। projects (প্রোজেক্ট)–প্রকল্পগুলি usefulness (ইউজফুলনেস) -
উপকারিতা।polution (পলিউশন)—দুষণ। Inspire (ইন্সপায়ার)— অনুপ্রানিত করা/ উদ্বুদ্ধ করা। planting (প্লান্টিং)- রোপণ করা)। successful ( সাকসেসফুল) - সফল।
বঙ্গানুবাদঃ গতবছর আমাদের বিদ্যালয়ে শিল্প প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। প্রদর্শনটি ছিল গাছ সম্বন্ধে। মিসেস বায় আমাদের শ্রেণি শিক্ষিকা, প্রদর্শনের দায়িত্বে ছিলেন। তিনি একটি আলোচনা সভা পরিচালনা করছিলেন এবং আমাদের
সেটা সম্পর্কে বললেন। আমরা চারটি প্রকল্প তৈরি করেছিল প্রদর্শনের জন্য, প্রথমটি ছিল গাছের বিভিন্ন অংশ নিয়ে। দ্বিতীয় প্রকল্পটি ছিল গাছের উপকারিতা নিয়ে। তৃতীয় প্রকল্পটি ছিল দূষণ নিয়ে। আর শেষ প্রকল্পটি ছিল বিজ্ঞাপন তৈরি। ছাত্ররা
বিজ্ঞাপন তৈরি করেছিল যাতে মানুষ বৃক্ষরোপণ করতে উদ্বুদ্ধ হয়। এটি একটি সফল প্রদর্শনী ছিল।
Activity -1
Complete the following sentenes with information from the text :
পাঠ থেকে শব্দ নিয়ে বাক্যটি পূরণ করোঃ
Ans. 1. The exhibition was held on our school.
-প্রদর্শনটি ছিল আমাদের বিদ্যালয়ে।
2. The first project was on the parts of a tree -প্রথম প্রকল্পটি ছিল গাছের বিভিন্ন অংশ নিয়ে।
3. The third project was on pollution
-তৃতীয় প্রকল্পটি ছিল দূষণের উপর।
4. The exhibition was a very successful one.
-প্রদর্শনীটি ছিল একটি সফল প্রদর্শনী।
5. The second project was about the usefiulness of trees.
-দ্বিতীয় প্রকল্পটি ছিল বৃক্ষের উপকারিতার উপর।
Activity -2
Answer the following questions :
- নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
1. What was the topic of the exhibition? -প্রদর্শনীটির মূল বিষয় কী ছিল?
Ans. The topic of the exhibition was trees প্রদর্শনীটির মূল বিষয় ছিল গাছ।
2. Who was in-charge of the exhibition?
- প্রদর্শনীর দায়িত্বে কে ছিলেন?
Ans. Mrs. Ray our class teacher was in-change of the exhibition
-আমাদের শ্রেণি শিক্ষিকা শ্রীমতী রায় প্রদর্শনীর দায়িত্বে ছিলেন।
3. What did Mrs. Ray tell her students?
-মিসেস রায় ছাত্রদের কী বলেছিলেন?
Ans. Mrs. Roy conducted a meeting and told the students for the exhibition.
-শ্রীমতী রায় একটি আলোচনা সভা পরিচালনা করে ছাত্রদের প্রদর্শনীর জন্য বলেছিলেন।
4. What was the topic of the fourth project? -চতুর্থ প্রকল্পটির বিষয় কী ছিল?
Ans. The fourth project was about poster making.
-চতুর্থ প্রকল্পটি ছিল বিজ্ঞাপন তৈরি নিয়ে।
Activity -3
Write ‘T’ for True and 'F' for false statements in the given boxes :
- সঠিক মন্তব্যের পাশে টি এবং ভুল মন্তব্যের পাশে এফ লেখো
Ans. 1. Mr. Ray was the class-teacher.
-মিস্টার রায় স্কুল শিক্ষক ছিলেন। [F]
2. The last project was about the poster-making.
-শেষ প্রকল্পটি ছিল বিজ্ঞাপন তৈরি বিষয়ে। [T]
3. All the teachers made
the posters.
-সব শিক্ষকরাই বিজ্ঞাপন তৈরি করেছিলেন। [F]
4. The exhibition was held in summer.(
-প্রদর্শনীটি ছিল গ্রীষ্মকালে। [T
Fill in the blanks with the appropriate words :
-যথাযথ শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো :
Activity-4
Ans. a. The rich man has a red car. (reach/rich)
b. The calf plays in the grassland (cough/ calf)
c. Tiger eats meat and flesh. (meat/ meet) d. Hair is black. (hare/ hair)
Activity -5
Match the names of the Animals with their Sounds:
-প্রাণীগুলির সাথে তার ডাকগুলির মিল করো :
Ans.
Animal (প্রাণী). Sound (ডাক)
Tiger > roar
Gorilla > gibbers
Zebra > bray
Fox > Bark
Snake > hiss
Vulture > Screams
Elephant > trumpet
Activity -6
Write the name of baby animals
- প্রাণীর শাবকের নামগুলি লেখো:
Ans.
Animals ( প্রাণী). Baby ( শাবক)
1 .Deer Fawn
2. Gorila Fin
3. Lion cub
4. Elephant calf
5. Bear cub
6. Fox pup
7. Zebra Foal
..
Male
Tiger
Fox
Boar
Bull
Dog
Lion
Stag
Fox
Snake
Vulture
Elephant
Fin
Cub
calf
cub
Pup.
Foal
Sound (ডাক)
гоаг
gibbers
bray2.
Bark
hiss
screams
trumpet
Activity -7
Write the appropriate male animal or female animal and complete the chart:
—যথাযথ পুরুষ পশু ও স্ত্রী পশুর নাম লিখে
ছকটি পুরণ করো :
Ans.
male Female
Tiger Tigress
Fox Vixen
Boar Sow
Bull Cow
Dog Bitch
Lion Lioness
stag Hind
Activity -8
Write five sentences about wild animals :
বন্য পশু সম্পর্কে পাঁচটি বাক্য লেখোঃ
Ans. Do it yourself. — নিজেরা করো।