হিমোফিলিয়া কি ? প্রকরভেদ গুলি লেখো - Online story

Saturday, 13 April 2024

হিমোফিলিয়া কি ? প্রকরভেদ গুলি লেখো

 




হিমোফিলিয়া কী? হিমোফিলিয়ার প্রকারভেদগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো।

উত্তর >> হিমোফিলিয়া: মানুষের X ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন জিনঘটিত যে বংশগত রোগের ফলে দেহের আঘাতপ্রাপ্ত স্থান বা ক্ষতস্থান

থেকে রক্তক্ষরণ হতে থাকে ও তা সহজেই তঞ্চিত হয় না, বরং অবিরাম ক্ষরণ হতে থাকে, সেই রোগকে হিমোফিলিয়া বলে।

>> হিমোফিলিয়ার প্রকারভেদ: হিমোফিলিয়া প্রধানত তিন প্রকারের।

যথা— হিমোফিলিয়া A বা ক্লাসিক হিমোফিলিয়া, (২) হিমোফিলিয়া B বা ক্রিস্টমাস রোগ বা রয়্যাল হিমোফিলিয়া এবং (৩) হিমোফিলিয়া C

(১)  হিমোফিলিয়া A বা ক্লাসিক হিমোফিলিয়া : এইজাতীয় হিমোফিলিয়া রক্তের প্লাজমায় অবস্থিত রক্ততজ্ঞনে সাহায্যকারী ফ্যাক্টর VIII বা

অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর-এর অভাবের কারণে ঘটে। এইজাতীয় হিমোফিলিয়া মারাত্মক প্রকৃতির। আমাদের দেশের 80% হিমোফিলিয়াই এই ধরনের।(২) হিমোফিলিয়া B বা ক্রিস্টমাস রোগ: এইজাতীয় হিমোফিলিয়া রক্তের প্লাজমায় অবস্থিত প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কমপোনেন্ট (PTC) বা ফ্যাক্টর IX-এর অভাবের কারণে ঘটে। এটি অতটা মারাত্মক নয়। আমাদের দেশে 20% হিমোফিলিয়া এইজাতীয়। এটি ক্রিস্টমাস রোগ নামেও পরিচিত।


(৩) হিমোফিলিয়া C: এটি অটোজোমাল জিনঘটিত অসম্পূর্ণভাবে প্রচ্ছন্ন একটি রোগ। এই রোগটি সাধারণত রক্ততজ্ঞনকারী ফ্যাক্টর XI বা প্লাজমা

থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট বা PTA-এর অভাবজনিত কারণে ঘটে থাকে।