সিরাজদ্দৌলা' নাট্যাংশ অবলম্বনে সিরাজেচ রিত্রবৈশিষ্ট্য আলোচনা করো। - Online story

Wednesday, 17 April 2024

সিরাজদ্দৌলা' নাট্যাংশ অবলম্বনে সিরাজেচ রিত্রবৈশিষ্ট্য আলোচনা করো।

 




সিরাজদ্দৌলা' নাট্যাংশ অবলম্বনে সিরাজে রিত্রবৈশিষ্ট্য আলোচনা করো।

উত্তর :; সিরাজের চরিত্রবৈশিষ্ট্য নিম্নরূপ—

> দেশাত্মবোধ : সিরাজ তাঁর নিজের বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্রকে কখনই ব্যক্তিগত আলোকে দেখেননি। বরং বাংলার বিপর্যয়ের দুশ্চিন্তাই তাঁর কাছে প্রধান হয়ে ওঠে। বাংলাকে বিদেশি শক্তির হাত থেকে বাঁচাতে তিনি অধস্তনের কাছে ক্ষমা চাইতে বা শত্রুর সঙ্গে সন্ধিতেও পিছপা হন না।

> অসাম্প্রদায়িক মানসিকতা : সিরাজ বুঝেছিলেন বাংলা শুধু হিন্দুর নয়,বাংলা শুধু মুসলমানের নয়— হিন্দু-মুসলমানের মিলিত প্রতিরোধই পারে বাংলাকে ব্রিটিশদের আগ্রাসন থেকে রক্ষা করতে। সাম্প্রদায়িকতা মুক্ত এই জাতীয়তাবোধ সত্যিই বিরল দৃষ্টান্ত।

> আত্মসমালোচনা : নবাব বুঝেছিলেন ষড়যন্ত্রীরা যেমন ভুল করেছে, তেমনি অনেক ত্রুটি আছে তাঁর নিজেরও। বাংলার বিপদের দিনে তাই তিনি নিজের

ভুল স্বীকারে দ্বিধাগ্রস্ত হন না।

> দুর্বল মানসিকতা : সিরাজ তাঁর শত্রুদের চক্রান্ত বুঝতে পারলেও তাদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিতে পারেননি। তেমনই ঘসেটি বেগমের অভিযোগেরও তিনি প্রতিবাদ করতে পারেন না বরং নিজের দুর্বলতা নিজের মুখেই স্বীকার করে নেন, ‘পারি না শুধু আমি কঠোর নই বলে।'

সবমিলিয়ে লেখক সিরাজকে সফল ট্র্যাজিক নায়কের রূপ দিতে সক্ষম হয়েছেন।