সিরাজদ্দৌলা নাটকে লুৎফার চরিত্র আলোচনা করো।
সিরাজদ্দৌলা' নাটকে লুৎফা চরিত্রটি আলোচনা করো।
উত্তর/ আমাদের পাঠ্য শচীন্দ্রনাথ সেনগুপ্তের ‘সিরাজদ্দৌলা' নাট্যাংশে যে দুটি নারীচরিত্র আছে তাদের মধ্যে অন্যতম হলেন সিরাজপত্নী লুৎফা।
নাট্যাংশে লুৎফাকে আমরা প্রথম দেখতে পাই ঘসেটি বেগমের সঙ্গে নবাবের মতিঝিলের অধিকার নিয়ে যখন বাদানুবাদ চলছিল তখন ঘসেটির কথায় শওকতের মতো কেউ নবাবকে যেদিন হত্যা করবেন সেদিনই তিনি শান্তি পাবেন । ঘসেটিকে এমন কথা বলতে বারণ করেন। ঘসেটির ভর্ৎসনা সত্ত্বেও লুৎফা তাঁর উদ্দেশে একটা কটুকথাও উচ্চারণ করেননি, এটি তার বিনয়। স্বামীর প্রতি লুৎফা একনিষ্ঠ, তাই স্বামীর বিপদের বিষয়ে সে উদবিগ্না। বিভিন্ন সময়ে তিনি স্বামীর পাশে থেকে, কাজে সাহায্য করেছেন। ঘসেটির প্রতিহিংসা থেকে বাঁচাতে নবাবকে মতিঝিল ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন। স্বল্প রাজত্বকালে
নানান সমস্যায় দীর্ণ সিরাজকে বিশ্রামের পরামর্শ দিয়ে যোগ্য সঙ্গিনীর পরিচয় দিয়েছেন। লুৎফা হলেন সেই নারী যিনি ট্র্যাজিক নায়কের পাশে থেকে তাকে
তালোবাসা-সেবা-সাহস ও আস্থা জুগিয়েছেন, যাতে হতাশ, সমস্যাদীর্ণ নবাবের যন্ত্রণার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়েছে।