পাখির উড্ডয়নে সহায়ক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। - Online story

Tuesday, 9 April 2024

পাখির উড্ডয়নে সহায়ক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো।

 




প্রশ্ন :-পাখির উড্ডয়নে সহায়ক বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো।

উত্তর » পাখির উড্ডয়নে সহায়ক বিভিন্ন বৈশিষ্ট্য:- 

(১) পাখিরা খেচর প্রাণী। এরা দুই পায়ে হাঁটা-চলা করলেও এদের প্রধান এমন পদ্ধতি হল উড্ডয়ন। উড্ডয়নের জন্য পাখির দেহ মাকু আকৃতির হয়। এইরূপ দেহাকৃতির জন্য এরা বাতাসের ধাক্কা এড়িয়ে সহজেই এগিয়ে যেতে পারে।(২) পাখির অস্থিগুলি হালকা, বায়ুপূর্ণ হওয়ার ফলে পাখি সহজেই বাতাসে ভেসে থাকতে পারে। (৩) এদের ফুসফুসের লাগোয়া বায়ুথলিগুলি বায়ুপূর্ণ হয়ে দেহকে হালকা রাখতে সাহায্য করে। এদের উড্ডয়নের সময় অতিরিক্ত অক্সিজেন এবং শক্তি প্রয়োজন হয়। বায়ুথলিগুলি উড্ডয়নের সময় প্রয়োজনীয় এই অতিরিক্ত অক্সিজেন ও শক্তি সরবরাহ করে থাকে। (৪) পাখির অগ্রপদ ডানায় রূপান্তরিত;হয়েছে। ডানা দুটি সামনের দিকে চওড়া এবং পেছনের দিকে ক্রমশ সরু হয়েছে। ডানার ওপরের তল উত্তল এবং নীচের তল অবতল। এরুপ গঠনের জন্য সহজেই বাতাসের বাধা অতিক্রম করতে পারে। (৫) পাখির সারা দেহ পালকে আবৃত। পাখির ডানায় 23 টি রেমিজেস পালক এবং ল্যাজে 12 টি রেক্টিসেস পালক থাকে। এ ছাড়া পালকে বার্ব, বাবিউল এবং হুক থাকে, যা পালকের একটি তল সৃষ্টি করে থাকে। ডানার পালক উড়তে এবং ল‍্যাজের পালক দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এই পালকগুলি থাকায় পাখীর দেহ খুবই হালকা হয়।  (৬) ক্রমাগত ডানা সঞ্চালনের দরকার হওয় উড্ডয়ন পেশি অত্যন্ত সুগঠিত এবং উন্নত। পেক্টোরালিস মেজর, পেক্টোরালিসমা ইনর এবং কোরাকো ব্রাকিয়ালিস ইত্যাদি উড্ডয়ন পেশিগুলি খুব উচুতে  এবং এরা বিভিন্নভাবে ডানার সঞ্চালনে সাহায্য করে উড্ডয়নে সহায়তা করে