নোঙর' কবিতায় কবির জীবনের অপূর্ণতারবে দনা কীভাবে প্রকাশিত হয়েছে, তা বিশ্লেষণ করো। - Online story

Wednesday 1 May 2024

নোঙর' কবিতায় কবির জীবনের অপূর্ণতারবে দনা কীভাবে প্রকাশিত হয়েছে, তা বিশ্লেষণ করো।





 ‘নোঙর' কবিতায় কবির জীবনের অপূর্ণতারবে দনা কীভাবে প্রকাশিত হয়েছে, তা বিশ্লেষণ করো।


উত্তর/ কবি অজিত দত্ত রচিত একটি উল্লেখযোগ্য কবিতা হল ‘নোঙর’। রূপকের আড়ালে জীবনের নানা

অনুষঙ্গকে আলোচ্য কবিতায় তুলে ধরেছেন কবি। এখানে যেমন আলোচিত হয়েছে মধ্যবিত্ত জীবনের স্বপ্নরঙিন আকাঙ্ক্ষার কথা তেমনই আলোচিত হয়েছে স্বপ্ন না-পূরণের বেদনার কথাও।

আশাপূরণের আকাঙ্ক্ষায় কবি দূর সিন্ধুপারে পাড়ি দিতে চান কিন্তু ব্যর্থ হন তিনি। তাই তিনি আক্ষেপের সুরে উচ্চারণ করেছেন—

"পাড়ি দিতে দূর সিন্ধুপারে

নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে।'

স্বপ্নপূরণের তাগিদে অবিরাম কাজ করে চলেন কবি তথা সাধারণ মানুষ। জোয়ারের জলস্রোত যেন জীবনে আশার বার্তা বহন করে আনে। তাই দাঁড় টানেন, মাস্তুলে বাঁধেন পাল আর রাতের আকাশের তারা দেখে দিক ঠিক করেন কবি। অর্থাৎ তাঁর কর্মের কোনো বিরাম নেই।

কবি যতই চেষ্টা করেন, চেষ্টা তাঁর ফলপ্রসূ হয় না।

ব্যর্থতা সমাজ-সংসারের নানা বিঘ্ন তাঁর যাত্রাপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সমস্ত বন্ধনকে ছিন্ন

করে তিনি এগোতে চান কিন্তু বাধার কাছে শেষ অবধি হার মানেন। তাই বিষাদময় কণ্ঠে তিনি বলেন—

তেরী ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্তসিন্ধুপারে,

নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। 

এভাবেই স্বপ্নপূরণের ব্যর্থ চেষ্টায় কবির জীবনে নেমে আসে যে বেদনাময় পরিণতি, তাকেই আলোচ্য কবিতায় ফুটিয়ে তুলেছেন কবি।