কর্ভাসের মানবসুলভ বুদ্ধির পরিচয় কোন্ কোন্ ঘটনায় পাওয়া যায় লেখো। - Online story

Tuesday, 14 May 2024

কর্ভাসের মানবসুলভ বুদ্ধির পরিচয় কোন্ কোন্ ঘটনায় পাওয়া যায় লেখো।





কর্ভাসের মানবসুলভ বুদ্ধির পরিচয় কোন্ কোন্ ঘটনায় পাওয়া যায় লেখো।


অথবা, ‘কর্ভাস' গল্পে কর্ভাসের আশ্চর্য প্রতিভা ও বুদ্ধিমত্তার কোন্ পরিচয় পাও।


উত্তর:- কর্ভাসের অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভের পর; শঙ্কু তার মধ্যে বিভিন্ন রকমের হিউম্যান ইনটেলিজেন্স বা মানবসুলভ বুদ্ধির প্রকাশ লক্ষ করে রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন। এ প্রসঙ্গে প্রথমেই উল্লেখ করা যায়, সানতিয়াগোর পক্ষীবিজ্ঞানী

সম্মেলনে যাবার সময় সুটকেস গোছানোর পর ঢাকনা বন্ধ করে শঙ্কু দেখে কার্ভাস মুখে করে সুটকেসের চাবি নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর বাড়ি থেকে বেরোবার সময় কার্ভাস যা করেছিল, তা মানুষকেও হার মানিয়ে দেয়। বাড়ি থেকে রওনা হওয়ার সময় শঙ্কু অবাক হয়ে দেখেন, কর্ভাস খাঁচার মধ্যে ছটফট করছে। ফলে খাঁচা খুলে দিতেই সে শঙ্কুর লেখার ঘরের দেরাজে ভীষণভাবে টোকা মারতে থাকে তখন তিনি দেরাজ খুলে দেখেন তার পাসপোর্টটা ওখানেই রয়ে গেছে। এ ছাড়া সানাতয়াগোেতে শঙ্কুর বক্তৃতার সময় ঘুরে ঘুরে দেখা ও বক্তৃতা শেষে ঠোঁট তালি দেওয়া মনুষ্য সুলভ আচরণেরই দৃষ্টান্ত। এ ছাড়া হোটেলে জাদূকর আর্গাস রাত্রি ন-টার সময় দেখা করতে এসে সময় নষ্ট করায় কর্ভাস খাঁচা থেকে বেরিয়ে আলো নিভিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছিল এটা দেখা করার প্রকৃত সময় নয়। কর্ভাসের মানবসুলভ বুদ্ধির সবচেয়ে বড়ো দৃষ্টান্ত হল জাদুকর আর্গাস যখন হেটেলের ঘর  থেকে তাকে চুরি করে নিয়ে অজ্ঞাত স্থানে যাচ্ছিল, তখন সে জাদুকরের মাইনাস কুড়ি পাওয়ারের চশমাটা খুলে বুঝিয়ে দিয়েছিল যে, সে এই দুষ্টু লোকটির আসল দুর্বলতার জায়গাটির হদিশ টের পেয়েই তাকে জব্দ করেছে।


শয়তান পাখি... কিন্তু কী অসামান্য তার বুদ্ধি!'—কোন্ প্রসঙ্গে কার এই উক্তি? এরপরের ঘটনাটি অতি সংক্ষেপে নিজের ভাষায় লেখো।


উত্তর :- জাদুকর আর্গাস হোটেল থেকে কর্ভাসকে নিয়ে বেরিয়ে সানতিয়াগো ছেড়ে অদুরবর্তী শহর ভালপারাইজোর রাস্তা ধরে। কিন্তু পথে বুদ্ধিমান কর্ভাস খাঁচা থেকে বেরিয়ে আর্গাসের মাইনাস কুড়ি পাওয়ারের অমূল্য চশমাটি খুলে নেয়। এর ফলে প্রায় অন্ধ আর্গাস গাড়ি নিয়ে রাস্তার পাশের গাছের

গুঁড়িতে ধাক্কা মারে। তার পিছনে ধাওয়া করে আসা পুলিশ ও শঙ্কুদের কাছে সে ধরা পড়ে যায়। সে আত্মরক্ষার উদ্দেশ্যে অন্ধের মতো এলোপাথাড়ি গুলি চালাতে থাকে, আর সেইসঙ্গে কর্ভাসকে লক্ষ্য করে অশ্রাব্য গালি দিতে থাকে। এই সময়েই আর্গাস পাখিটির বুদ্ধির প্রশংসা করে প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছিল।

 এসমস্ত ঘটনা চলাকালীন হঠাৎ শঙ্কু দেখেন বন্ধু গ্রেনফেল তাঁকে কিছু বলার চেষ্টা করছে। গ্রেনফেলের কথামতো রাস্তার উলটোদিকে তাকিয়ে তিনি দেখেন নেড়া অ্যাকেসিয়া গাছের সবচেয়ে উঁচু ডালে বসে তাঁর সন্তানতুল্য প্রিয় শিষ্য ও বন্ধু কর্ভাস। শঙ্কুর হাতছানি পেয়েই সে অক্লেশে নেমে এসেছিল মারসেডিসের ছাদে। তারপর ধীরেসুস্থে আর্গাসের মাইনাস কুড়ি পাওয়ারের সোনার চশমাটি ঠোঁট থেকে

নামিয়ে রেখেছিল। যেন এর মূল্য কর্ভাসই সবচেয়ে ভালো জানে।