আমার জীবনের লক্ষ্য ছোটদের রচনা
রচনা
আমার জীবনের লক্ষ্য
ভূমিকা : সবারই জীবনের একটি লক্ষ্য থাকে। আমার বয়স এখন খুবই কম। জীবনের সঠিক লক্ষ্য স্থির করার সময় এখনও হয়তো আমার আসেনি। তবে ভবিষ্যতে আমি কি হবো, তা আমি ঠিক করেই রেখেছি। বড়ো হয়ে আমি চিকিৎসক হব।
কেন চিকিৎসক হব : আমাদের দেশের বেশির ভাগ মানুষই গরীব। বহু লোক তাদের অসুখ-বিসুখে ঠিক মতো চিকিৎসা করাতে পারে না। কারণ টাকার অভাব। অনেকে আবার বিনা চিকিৎসায় মারা যায়। শহরের তুলনায় গ্রামের চিকিৎসা ব্যবস্থা আরও খারাপ। সেখানে হাসপাতল নেই। ভালো ডাক্তার নেই। কারণ
ভালো ডাক্তার গ্রামে যেতে চায় না। কিন্তু আমি গ্রামে যাব। গ্রাম এবং গ্রামের মানুষদের আমার ভালো লাগে। তারা খুব সহজ সরল।সহজেই মানুষ কে আপন করে নেয়। তাছাড়া গ্ৰামের পরিবেশ আমার ভালো লাগে। ছোট থেকেই আমি গ্ৰামে পড়াশোনা করে চলেছি।গ্ৰামের পথ-ঘাট আমার সব চেনা হয়ে গেছে।
উপসংহার : সেবা করার মধ্যে অনেক আনন্দ থাকে। আমার পিতা সর্বদা সেটাই শেখায়।সেবার মধ্যে মানুষের আর্শীবাদ পাওয়া যায়।
,