জাদুকর আর্গাসের হাত থেকে শঙ্কু কর্ভাসারে কীভাবে উদ্ধার করেছিলেন লেখো। - Online story

Wednesday, 22 May 2024

জাদুকর আর্গাসের হাত থেকে শঙ্কু কর্ভাসারে কীভাবে উদ্ধার করেছিলেন লেখো।

 





জাদুকর আর্গাসের হাত থেকে শঙ্কু কর্ভাসারে কীভাবে উদ্ধার করেছিলেন লেখো।

উত্তর -শঙ্কু হোটেলের ঘরে কর্ভাস নেই দেখেই একশো সাত নম্বর ঘরে গিয়ে গ্রেনফেলের সঙ্গে যোগাযোগ করে রিসেপশনে যান এবং সেখানে গিয়ে জানতে পারেন, আধঘণ্টা আগে একটা সিলভার ক্যাডিলাক গাড়িতে করে আর্গাস এসেছিলেন আর দশ মিনিটের মধ্যেই হাতে একটা সেলোফেনের ব্যাগ নিয়ে বেরিয়ে যান। আর্গাসের গন্তব্যস্থল কোথায় তা না জানায় তিনি নিরুপায় হয়ে পুলিশের শরণাপন্ন হন এবং একটা ভালো ড্রাইভার ও গাড়ি নিয়ে হাইওয়ে দিয়ে তাঁরা আর্গাসের খোঁজে রওনা দেন। কিছুটা গিয়ে তাঁরা সামান্য দিশেহারা হয়ে পড়েন, কারণ একটা রাস্তা উত্তরে লস আন্ডিজের দিকে গেছে, আরে একটি পশ্চিমে ভালপারাইজোর দিকে। অবশেষে পেট্রোলের দোকান থেকে খোঁজ মেলে আর্গাসের ক্যাডিলাক ভালপারাইজোর দিকেই গেছে। শঙ্কু গাড়িতে তখন তীর বেগে অগ্রসর হয়ে কিছুটা গিয়েই দেখতে পান, একটা সাড়ি ক্যাডিলাক গাছে ধাক্কা মেরে দাঁড়িয়ে আছে। এর কাছে গিয়ে শঙ্কু দ্যাখেন গাড়িতে কর্ভাস ও আর্গাস কেউই নেই। তবে অল্পক্ষণ পরেই কাউকে দেখা না-গেলেও শোরগোল, চিৎকার শুনে সব স্পষ্ট হয়। হঠাৎ দেখা যায় আর্গাস দু-হাতে রিভলবার নিয়ে এলোমেলো গুলি চালাতে চালাতে এগিয়ে আসছে। তখন কারেরসের হুংকারে আর্গাস অস্ত্র নামিয়ে কর্ভাসকে শয়তান মূর্খ বলে গালি দিলেও, তার বুদ্ধির তারিফ করতে থাকে। এমন সময় গ্রেনফেল অ্যাকেসিয়া গাছের মাথায় কর্ভাসকে আবিষ্কার করেন। শঙ্কুর হাতছানিতে সে গোঁৎ খেয়ে মার্সিডিজের ওপর নেমে এসে সন্তর্পণে মুখ থেকে অর্গাসের মাইনাস বিশ পাওয়ারের সোনার

চশমাটা নামিয়ে রাখে।