প্রোফেসর শঙ্কুর পাখি-পড়ানো যন্ত্রটির সংক্ষিপ্ত বিবরণ দাও। - Online story

Thursday, 23 May 2024

প্রোফেসর শঙ্কুর পাখি-পড়ানো যন্ত্রটির সংক্ষিপ্ত বিবরণ দাও।






 প্রোফেসর শঙ্কুর পাখি-পড়ানো যন্ত্রটির সংক্ষিপ্ত

বিবরণ দাও। যন্ত্রটির মাধ্যমে কর্ভাসের শিক্ষিত হওয়ার যে নজির গল্পে আছে তা বুঝিয়ে দাও।


উত্তর ;-প্রোফেসর শঙ্কু সহজ পথে বিশ্বাসী। তাই তাঁর যন্ত্রও ছিল সরল, অথচ দারুণ কার্যকরী। পাখি-পড়ানোর এই যন্ত্রটি দুটি অংশে বিভক্ত— একটি অংশ খাঁচার মতো। পাখি থাকবে সেই খাঁচায়। খাঁচার সঙ্গে বৈদ্যুতিক যোগ থাকবে দ্বিতীয় অংশের। এই দ্বিতীয় অংশটি থেকেই জ্ঞান ও বুদ্ধি পাখির খাঁচার দিকে চালিত হত। আর পাখির মস্তিষ্কে এই জ্ঞান ও বুদ্ধি সঞ্চারিত করা যেত।পাখি-পড়ানোর এই যন্ত্রটির নাম শঙ্কু দিয়েছিলেন অরনিথন। যন্ত্রটির যে অংশটি বৈদ্যুতিক মাধ্যমে সম্প্রসারিত, সেটি বিভিন্ন চ্যানেলে ভাগ করা ছিল। প্রত্যেকটি চ্যানেলের ছিল আলাদা নম্বর।

চ্যানেলের বোতাম টিপলেই সেখান থেকে শিক্ষা, বুদ্ধি ও জ্ঞান পাখিটির মস্তিষ্কে চালিত হতো।

শঙ্কু যেদিন থেকে অরনিথন যন্ত্র তৈরি করার কাজ শুরু করেছেন, তার বহু আগে থেকেই কর্ভাস তার নানা ধরনের বুদ্ধি প্রয়োগ করতে শিখেছে। ঠোঁটে পেনসিল নিয়ে টেবিলের উপর দাগ কাটা, দেশলাই বাক্সের থেকে কাঠি বের করে তার মাথা বাক্সের পাশে

ঘষা— এই সব কিছু দেখেই শঙ্কুর মনে হয়েছিল, অন্য পাখিদের তুলনায় কাকটির স্বাতন্ত্র্য আছে। অরনিথন