চিলিয়ান জাদুকরের নাম কী? তার পোশাক-পরিচ্ছদ ও জাদুবিদ্যার পরিচয় দাও। - Online story

Friday, 24 May 2024

চিলিয়ান জাদুকরের নাম কী? তার পোশাক-পরিচ্ছদ ও জাদুবিদ্যার পরিচয় দাও।





 একটি চিলিয়ান জাদুকর আজ তামাশা দেখাবেন' — বক্তা কে? চিলিয়ান জাদুকরের নাম কী? তার পোশাক-পরিচ্ছদ ও জাদুবিদ্যার পরিচয় দাও


উত্তর-প্রশ্নোদ্ভূত উক্তিটির বক্তা পক্ষীবিজ্ঞানী সম্মেলনের  চেয়ারম্যান কোভারুবিয়াস। চিলিয়ান জাদুকরের নাম আর্গাস।

 তিনি লম্বায় সাড়ে ছ-ফুটেরও বেশি। তাঁর টিয়া পাখির মতো নাক। মাঝখানে সিঁথি করা চুল টান করে পিছনে আঁচড়ানো। এই চুল নতুন গ্রামাফোন রেকর্ডের মতো কালো আর চকচকে। চোখে মাইনাস পাওয়ারের পুরু কাচের চশমা থাকায় মণি দুটোকে তীক্ষ্ণ বিন্দুর মতো দেখায়। আর বুদ্ধি তাঁর কোটের আস্তন থেকে বেরিয়ে আসা ফ্যাকাসে হাত দুটোর বিভিন্ন ভঙ্গিমাই দর্শকদের সম্মোহিত করে রাখে। আর্গাস খুব উঁচুদরের জাদুকর ছিলেন না। তবে তাঁর হাবভাব আর চেহারা, আদবকায়দা ছিল দেখার মতো। মনে হয় এই দেখেই মনে যেন পয়সা উঠে আসে। তাই শঙ্কু ব্যঙ্গের ছলে গ্রেনফেলকে বলেছিলেন, আর্গোসকে কর্ভাসের খেলা দেখালে মন্দ হত না ।