খেয়া কবিতায় নৌকার নদী পারপারের মাধ্যমে কোন্ চিত্র ফুটিয়ে তুলেছে? - Online story

Tuesday, 7 May 2024

খেয়া কবিতায় নৌকার নদী পারপারের মাধ্যমে কোন্ চিত্র ফুটিয়ে তুলেছে?

 


 

 

 খেয়া নৌকা পারাপার করে নদীস্রোতে, '
—উদ্ধৃতাংশের উৎস লেখো। খেয়া নৌকার নদী পারপারের মাধ্যমে কোন্ চিত্র ফুটিয়ে তুলেছে?


উত্তর : উপরিউক্ত অংশটির উৎস হল রবীন্দ্রনাথ ঠাকুরের 'খেয়া’ কবিতার।
 আলোচ্য কবিতায় খেয়া নৌকার প্রবহমানতাকে কেন্দ্র করে গ্রামীণ মানুষের জীবনবৈশিষ্ট্যের পরিচয়
দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর দ্বন্দ্বসংঘাতময় ইতিহাসের ছবিও তুলে ধরেছেন কবি।
দুটি গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে গায়ের নদীটি। এই নদীবক্ষেই বয়ে চলে খেয়া নৌকাটি, যা দুই গ্রামের মানুষের সহজসরল গ্রামীণ
জীবন যোগসূত্রকে দৃঢ় করে। গ্রামের মানুষ আপন কর্মের তাগিদে নদী পারাপার হয় ওই খেয়া নৌকায় করে। কেউ-বা কর্মের জন্য ঘর থেকে
বাইরে যায় আবার কেউ-বা বাইরের কাজ সাঙ্গ করে ঘরে ফিরে আসে। আবহমানকাল ধরেই এমন তরঙ্গহীন সহজসরল জীবনযাপনের মাধ্যমেই গ্রামীণ সভ্যতা এগিয়ে চলেছে সামনের দিকে। দুই গ্রামের মানুষের আনাগোনা অনন্তকাল ধরে একইভাবে চলে আসছে। কবি তাই বলেছেন-

"দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা,
সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। '
সাম্রাজ্যের উত্থানপতনের ছবি চিরায়ত। সাম্রাজ্যস্থাপনের কারণে পৃথিবীতে দ্বন্দ্বসংঘাত ঘটে, রক্তাক্ত হয় মানবতা। কালের নিয়মেই ধ্বংস হয় এবং ওই ধ্বংসস্তূপের ওপরেই গড়ে ওঠে নবীন সাম্রাজ্য। অর্থাৎ উত্থানপতনের মধ্য দিয়েই খেয়া নৌকা আপন  বেগে এগিয়ে চলে সামনের দিকে। দুটি গ্রামের মধ্যে অদৃশ্য সেতু রচনা করে খেয়া নৌকা।
এইভাবে খেয়া নৌকায় নদী পারাপারের সূত্রে কবি রবীন্দ্রনাথ গ্রামীণ সমাজের বাস্তব চিত্র প্রতিফলিত করেছেন।