ফাইট কোনি, ফাইট উত্তিটি কীভাবে উপন্যাসের মহামন্ত্র হয়ে উঠেছে, তা নিজের ভাষায় লেখো। - Online story

Thursday, 9 May 2024

ফাইট কোনি, ফাইট উত্তিটি কীভাবে উপন্যাসের মহামন্ত্র হয়ে উঠেছে, তা নিজের ভাষায় লেখো।

 


 

 ফাইট কোনি, ফাইট উত্তিটি কীভাবে উপন্যাসের মহামন্ত্র হয়ে উঠেছে, তা নিজের ভাষায় লেখো।


উত্তর/ নিম্ন-মধ্যবিত্ত মেয়ের কাহিনিকে কেন্দ্র করে লেখা 'কোনি' উপন্যাসের সূচনায় মতি নন্দী বলেছেন – 'এতে আছে একটি মেয়ের নিরলস অধ্যবসায় ও সমস্যার সাথে মোকাবিলা করে নিজের উত্তরণ। লড়াই করে জিতে যাওয়া। 'ফাইট, কোনি ফাইট'—'লড়াই করে জিতে যাওয়া'-র মহামন্ত্র, যা শুধু কোনি নয়, পাঠকবর্গের শরীর ও মন জুড়ে গভীর উত্তেজনা, উন্মাদনা এবং অনুপ্রেরণা সঞ্চার করে। জীবনে সাফল্যের উচ্চশিখরে পৌঁছোতে হলে লক্ষ-কোটি বাধা অতিক্রম করতে হয়। শ্যামপুকুর বস্তির দরিদ্র পরিবারের মেয়ে কোনির ছোটোবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই। কিন্তু শেষপর্যন্ত সে তার মনের অদম্য জেদের দ্বারা সফলতার শীর্ষে আসীন হতে পেরেছিল। এই সাফল্যের পিছনে ছিল সাঁতারের মুখ্য প্রশিক্ষক ক্ষিতীশ ও তাঁরই প্রেরণা ‘ফাইট কোনি, ফাইট'—উদ্ধৃতিটি উপন্যাসে

বেশ কয়েকবার ব্যবহৃত হয়েছে।


প্রশিক্ষক ক্ষিতীশের কণ্ঠে ধ্বনিত এই উজ্জীবন মন্ত্র আমরা প্রথম শুনতে পাই উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদে কোনির এক বন্ধুর মুখ থেকে ‘ফাইট কোনি ফাইট। চালিয়ে যা বক্সিং। উপন্যাসের প্রথমাংশে এমন 'ফাইট'-এর পরিচয় পাঠককে বুঝিয়ে দেয়, সমগ্র উপন্যাসটিই কোনির ‘ফাইট’ বহন করবে। দ্বিতীয় পরিচ্ছেদ শেষে আবার কথাটি রয়েছে ক্ষিতীশের অবচেতনে থাকা কোনির

গঙ্গায় আম কুড়োনোর সময় মারামারিকে কেন্দ্র করে।

এরপর নবম পরিচ্ছেদে কোনিকে প্রশিক্ষণ দেওয়ার সময়, একাদশ পরিচ্ছেদে জুপিটার সুইমিং ক্লাবের

কম্পিটিশনে কোনির সাঁতারের সময় এবং চতুর্দশ পরিচ্ছেদে তথা শেষ পরিচ্ছেদে মাদ্রাজে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে।

উপন্যাসে প্রথম আবির্ভাবে কোনি জেদি কিশোরী। এরপর কুড়ি ঘণ্টা হাঁটা প্রতিযোগিতাতেও সে দাঁতে দাঁত চেপে অন্যান্যদের সঙ্গে লড়াই করেছে।

পরবর্তীকালে সাঁতারের আকাশে জীবনের ধ্রুবতারা ক্ষিতীশের সান্নিধ্যলাভ ও কঠোর ট্রেনিংয়ে নিজেকে তৈরি করা, মাদ্রাজে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে রাজনৈতিক কারণে কম্পিটিশনে না-নামা আবার পরমুহূর্তে অমিয়ার অসুস্থতার কারণে সুযোগকে কাজে লাগিয়ে সাঁতারে সাফল্য লাভ অবশ্যই জীবনসংগ্রামে জয়ী হওয়া। কোনিকে বারবার প্রেরণা দিয়েছে ‘ফাইট, কোনি ফাইট—ক্ষিতীশের এই মন্ত্র। তাই শুধুমাত্র সাঁতার নয়, জীবনের যুদ্ধেও বারবার

জিতে যায় কোনির মতো হতদরিদ্র মেয়েরা।