চতুর্থ শ্রেণীর বাংলা প্রাথমিক শেষ (বৃত্তি পরীক্ষা) 2023 /class 4 bangla britti 2023 solution - Online story

Sunday 30 June 2024

চতুর্থ শ্রেণীর বাংলা প্রাথমিক শেষ (বৃত্তি পরীক্ষা) 2023 /class 4 bangla britti 2023 solution

 





প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃ বঃ পরিচালিত

প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা) – ২০২৩

-

পূর্ণমান – ১০০

বিষয় ঃ বাংলা       সময় : ২ ঘন্টা ৩০ মিঃ

১। যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও :

৪×৮= 32

(ক) “ভোরবেলা ঘুম ভাঙতেই মামাদের সঙ্গে জ্যোতি যায় কুস্তির আখড়ায়।” — উদ্ধৃত অংশটি কোন্ রচনার অংশ? লেখক কে? জ্যোতির মায়ের নাম কী? মা জ্যোতিকে কোন্ নদীতে স্নান করাতে নিয়ে যেতেন? জ্যোতির ন’-মামার নাম কী? কুস্তির আখড়ায় কোথা থেকে কে এসে তালিম দিত? জ্যোতির আসল নাম কী?

১+১+১+১+১+২+১ = ৮


উত্তর:- 

> উদ্ধৃত অংশটি বাঘাযতীন রচনার অংশ।

 > লেখক হলেন পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়।

 >জ্যোতির মায়ের নাম শরৎশশী।

>  মা জ্যোতিকে গড়ুই নদীতে স্নান করাতে নিয়ে যেতেন।

>  জ্যোতির ন’-মামার নাম অনাথ।

>  কুস্তির আখড়ায় গট্টিয়া থেকে যাদুমাল ওস্তাদ  এসে তালিম দিত।

> জ্যোতির আসল নাম -যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।






(খ) “ধলেশ্বরী আইলো নাকি ও – ও মাঝি ভাই?” – কোন্ রচনার অংশ? লেখক কে? নৌকায় কী কী রান্না হয়েছিল? ধলেশ্বরীর ঢেউ কোথায় আছড়ে পড়ে? ধলেশ্বরীকে খ্যাপা নদী বলা হয়েছে কেন?

১+১+২+১+৩=৮

উত্তর:- 

> আমার মা-র বাপের বাড়ি রচনার অংশ

>  লেখক রাণী চন্দ।

>  নৌকায় মোটা চালের ভাত আর ইলিশ মাছের ঝোল রান্না হয়েছিল।

>  ধলেশ্বরীর ঢেউ নৌকার গায়ে আছড়ে পড়ে।

> ধলেশ্বরী তালে বেতালে চলে।চলার তাল ঠিক রাখতে জানে না ।তাই ধলেশ্বরীকে খ্যাপা নদী বলা হয়েছে ।





(গ) “আমি নিজেও বোতোকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম।”- বক্তা কে? কার লেখা? কোন্ রচনার অংশ? বোতো কে? তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি কী? বক্তার চোখে দেখা বোতোর শারীরিক গঠনের পরিচয় দাও।


উত্তর:- 

> বক্তা গল্পের কথক।

> অমরেন্দ্র চক্রবর্তী লেখা।

> আমাজনের জঙ্গলে রচনার অংশ।

>  বোতো হলো আমাজনের দেবতা।

>  তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি হইল বোতো  >আমাজনের মানুষ কে বিপদ-আপদে রক্ষা করে।>জলের তলায় তার মস্ত শহর।সেখানে তার রঙিন পাথরের তৈরি বিরাট প্রাসাদ আছে।

>বক্তার চোখে দেখা বোতোর শারীরিক গঠনের পরিচয় -লম্বায় এক-দেড় হাত।তার নাক বা ঠোঁট টা খুব সরু।

>মস্ত বড়ো মাথা।রং গোলাপি।ল‍্যাজটা শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে গেছে।


(ঘ) “এবার ফেরবার পালা।” কার লেখা? কোন্ রচনার অংশ? বক্তা কে? তাঁর পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? ফেরবার পথে কী কী বিপদ ঘটেছিল? শুভ্র তুষার কার মৃতদেহের উপর কবর রচনা করল?

১+১+১+৩+১ = ৮

-উত্তর:- 

> নৃপেন্দ্রকৃষ্য ' র  লেখা

>  দক্ষিণ মেরু অভিযান রচনার অংশ।

  >বক্তা হলেন ক‍্যাপ্টেন স্কট।

 >তাঁর পূর্বপুরুষেরা ইংল্যান্ডে সামুদ্রিক বিভাগে চাকরি করতেন।

 >ফেরবার পথে যাওয়ার সময় তখন কোনো বিপদ হয়নি, কিন্তু ফেরবার মুখে পথে পথে

ভয়াবহ বিপদ এসে বাধা দিতে লাগল। হাওয়া আর বয় না, তার জায়গায় বয় জমাট বরফের কণা।

দিনের পর দিন আকাশ পৃথিবী কিছুই দেখা যায় না, শুধু বরফের বৃষ্টি। সেই ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় পাঁচজন লোক চলেছে। পথের দিশা অনন্ত তুষারপাতের মধ্যে হারিয়ে গেছে;

অনাহারে সর্বশরীর অবসন্ন। একদিন সেই অবস্থায় ইভানস পড়ে গেলেন, আর উঠলেন না। শুভ্র

তুষার এসে তাঁর মৃতদেহের উপর কবর রচনা করল। তুষারপাত প্রতিদিন বেড়ে চলতে লাগল।

> শুভ্র তুষার ইভানসের মৃতদেহের উপর কবর রচনা করল।



(ঙ) “সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে।” - কাদের নিয়ে দল গঠন করা হয়েছিল? ছোট পিসিমার বাড়ি যেতে কোন্ বিখ্যাত মানুষের গ্রাম পেরোতে হয়? তাঁর পরিচয় দাও। ছোট পিসিমা কেমন প্রকৃতির মানুষ ছিলেন? 'সেজ পিসিমার গ্রামের নাম কী? ২+১+২+২+১ = ৮

উত্তর:- 

>ছোটপিসিমা এবং সেজোপিসিমার চার ছেলেমেয়েদের  নিয়ে দল গঠন করা হয়েছিল।

 >ছোট পিসিমার বাড়ি যেতে  বাটাজোড় গ্রাম পেরোতে হয়।

> তার পরিচয় বিখ্যাত মানুষ অশ্বিনী কুমার দত্ত।

 >ছোটো পিসিমা একা একা ভিটে আগলান, ছেলেদের আগলান।তার প্রাণশক্তি প্রচুর।দিনে খলবল করে কাজ করেন।রাতে লণ্ঠন জ্বালিয়ে বাড়ি পাহাড়া দেন। চোর ,ডাকাত প্রতিবেশী এবংসন্তানেরা কেউ তাঁর সঙ্গে এঁটে উঠতে পারে না। 

> 'সেজ পিসিমার গ্রামের নাম চন্দ্রহার।

২+১+২+২+১ = ৮



২। যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও :

৪×৪ = ১৬

(ক) “মানুষ হইতে হবে, মানুষ যখন।” – কবি কে? তিনি কোন্ বিখ্যাত কবির মা? এই কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে কী প্রত্যাশা করেন?

উত্তর:- 

> কবি হলেন কুসুমকুমারী দাশ।

> তিনি বিখ্যাত কবি জীবনানন্দ দাশের  মা।

  > এই কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে প্রত্যাশা করেন কথায় বড়ো না হয়ে কাজে বড়ো হবে।


(খ) “চৌপর দিন-ভোর

দ্যায় দূর — পাল্লা।” – কবি কে? কে দূর পাল্লা দেয়? ‘চৌপর’ শব্দের অর্থ কী? নৌকাতে কতজন মাঝি ছিল?

উত্তর:- 

> কবি হলেন সত‍্যেন্দ্রনাথ দত্ত।

 >ছিপখান তিন-দাঁড় -তিনজন মাল্লা দূর পাল্লা দেয়।

>  ‘চৌপর’ শব্দের অর্থ সর্বক্ষণ অথবা সমস্ত দিনরাত।

> নৌকাতে তিনজন মাঝি ছিল।





(গ) “আল্লা মেঘ দে পানি দে ছায়া দেরে তুই।।”— এই কবিতার কবি কে? কারা, কেন এই প্রার্থনা করছে?

উত্তর:- 

> এই কবিতার কবি হলেন জসিমউদ্দিন।

> গিরস্থ,ঘরের রমণী,পাখীরা ,কপোত-কপোতী   এই প্রার্থনা করছে।

কারণ পানির অভাবে  আসমান টুডা টুডা হয়ে গেছে।জমি ফ‍্যারা হয়ে গেছে।খালবিল সব শুকিয়ে গেছে।শুকনো ফুলের কুঁড়ি ঝরে পড়ছে।



(ঘ) “ওগো নেয়ে, নাওখানি বাইয়ো।” – ‘নেয়ে’ শব্দের অর্থ কী? কোন্ অবস্থায় নাওখানি বাওয়া হচ্ছে? কবি নেয়েকে কী নির্দেশ দিচ্ছেন? তিনি নিজে কী সহায়তা

করবেন বলে জানাচ্ছেন?

উত্তর:- > নেয়ে’ শব্দের অর্থ নৌকার মাঝি।

> যখন খরবায়ু বেগে বইছে ,আকাশ চারিদিকে মেঘে ছেয়ে গেছে এমত অবস্থায় নাওখানি বাওয়া হচ্ছে।

> কবি নেয়েকে নির্দেশ দিচ্ছেন তুমি কষে হাল ধরে হাঁই মারো,মারো টান হাঁইয়ো।

> তিনি নিজে পাল।তুলে বেঁধে সহায়তা করবেন বলে জানাচ্ছেন?



(ঙ) “যত দূরে-ই যেখানে যাই নাকো

সারা লাইন শুধু আমার একার।” – কবি কে? কোন্ কবিতার অংশ? এর মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন?

উত্তর:- 

>কবি হলেন প্রেমেন্দ্র মিত্র।

>মালগাড়ি কবিতার অংশ।

>এর মধ্য দিয়ে কবি  বোঝাতে চেয়েছেন, তিনি মুক্ত জীবন পছন্দ করেন।কোনো নিয়মের মধ্যে বাঁধা ধরা হয়ে থাকতে চান না।


৩। কবিতা ও কবির নাম উল্লেখ করে শূন্যস্থানগুলি পূরণ করো :

“বহু----ধরে বহু ক্রোশ-----

------ব্যয় করি বহু---ঘুরে

দেখিতে গিয়েছি ----

---- গিয়েছি সিন্ধু।”


উত্তর:- 

“বহু দিন ধরে বহু ক্রোশ দুরে

বহু ব্যয় করি বহু দেশ ঘুরে

দেখিতে গিয়েছি পর্বতমালা

দেখতে গিয়েছি সিন্ধু।”



৪। (ক) অর্থ লেখো ঃ (যে কোন ৬টি)

রসদ, আস্তানা, আমন্ত্রণ, নীর, খটকা, সাফ, হোঁচট।

উত্তর:- 

রসদ > যুদ্ধের মালমশলা

আস্তানা > ঠিকানা

 আমন্ত্রণ > নিমন্ত্রণ

নীর >  গৃহ

খটকা > সন্দেহ

সাফ > শেষ

হোঁচট > বাধা




(খ) বাক্য রচনা করো ঃ (যে কোন ৩টি)

গৌরব, আবিষ্কার, ছিপছিপে, দিলখোলা, অবসন্ন।

উত্তর:- 

গৌরব >  ভালো কাজে  গৌরব বৃদ্ধি পায়।

 আবিষ্কার >  বিজ্ঞানীরা নূতন নূতন আবিষ্কার করে।

 ছিপছিপে > অনেক মানুষের গঠন ছিপছিপে ধরনের হয়।

 দিলখোলা > দিলখোলা মানুষ উদার হয়।

অবসন্ন > পরীক্ষায় ভালো ফল না করতে পেরে ছেলে টি অবসন্ন মনে বসে আছে।



(গ) বর্ণ বিশ্লেষণ করো ঃ (যে কোন ৩টি)

লাজুক, ব্যস্ত, মোমবাতি, কোর্মা, বাগিচা।

উত্তর:- 

লাজুক > ল+আ+জ+উ+ক

 ব্যস্ত > ব+ য+ স+ত

মোমবাতি > ম+ ও+ম +ব

 কোর্মা > ক+ ও+ র+ ম+ আ

 বাগিচা > ব+ আ+ গ+ ই+ চ+ আ



(ঘ) বিপরীত শব্দ লেখোঃ (যে কোন ৬টি)

ভয়, ঊষা, স্বাধীন, দুরন্ত, প্রকাণ্ড, মৌন, ভালো।

উত্তর:- 

ভয় > সাহস

ঊষা > গোধূলি

স্বাধীন >  পরাধীন

 দুরন্ত >  শান্ত

প্রকাণ্ড > ক্ষুদ্র

 মৌন >  বাচাল

ভালো > খারাপ




৫।(ক) সন্ধি বিচ্ছেদ করো ঃ (যে কোন ৪টি)

হিমালয়, বনৌষধি, রবীন্দ্র, নয়ন, পরীক্ষা।

উত্তর:- 

হিমালয় > হিম + আলয়

 বনৌষধি > বন + ঔষধি

 রবীন্দ্র > রবি + ইন্দ্র

 নয়ন > নে + অন

পরীক্ষা > পরি + ঈক্ষা




(খ) বিপরীত লিঙ্গের শব্দ লেখোঃ (যে কোন ৪টি)

গোয়ালিনী, সাহেব, জ্যেঠামশাই, সিংহিনী, ছেলে।

উত্তর:- 

গোয়ালিনী > গোয়ালা

সাহেব >  বিবি

জ্যেঠামশাই > জেঠিমা

 সিংহিনী > সিংহ

ছেলে >  মেয়ে



(গ) এক কথায় প্রকাশ করো ঃ (যে কোন ৪টি)


যে ফেরি করে বেড়ায়, যিনি চিকিৎসা করেন, ভিজে মাটির গন্ধ, নতুন আবিষ্কারের জন্য যাত্রা, যে সবকিছু খায়, অন্যের উপর নির্ভরশীল গাছ।

উত্তর:- 

যে ফেরি করে বেড়ায় >  ফেরিওয়ালা


যিনি চিকিৎসা করেন > চিকিৎসক


 ভিজে মাটির গন্ধ >  সোঁদা


 নতুন আবিষ্কারের জন্য যাত্রা > অভিযান


, যে সবকিছু খায় > সর্বভুক


, অন্যের উপর নির্ভরশীল গাছ > পরগাছা


৬। যে কোন একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করোঃ (১৫টি বাক্যের মধ্যে) ৮ × ১ = ৮


ক) তোমার প্রিয় মনীষী


আমার প্রিয় একজন মনীষী হলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।১৮২০ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাঁর পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। মাতার নাম ভগবতী দেবী। তিনি বাবার সাথে কলকাতায় এসেছিলেন। ১৮৪০ খ্রিস্টাব্দে মাত্র ২০ বছর বয়সে তিনি সংস্কৃত কলেজের সর্বোচ্চ ডিগ্রি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। পরে তিনি ওই কলেজের অধ্যক্ষ হন। সমাজে নারীর দুর্দশায় তিনি কেঁদে ফেলতেন। তখন সমাজে ছিল অত্যন্ত অল্পবয়সে বিবাহ এবং একজন ব্রাহ্মণ অনেকগুলি বিবাহ করতেন। ফলে মেয়েরা অল্পবয়সে বিধবা হয়ে যেত।

বিদ্যাসাগর ইংরেজদের সহায়তায় আইন করে অল্পবয়সে বিবাহ প্রথা বন্ধ করেন, বহুবিবাহ বন্ধ করেন এবং বিধবাবিবাহ প্রথা চালু করেন। তিনিই প্রথম বাংলায় গদ্যভাষায় লেখার পদ্ধতি আমাদের শিখিয়ে দিয়েছেন।
তাঁর রচিত 'বর্ণপরিচয়' পুস্তক পড়ে আমরা ছেলেবেলায় প্রথম অক্ষর পরিচয় করি। তিনি ১৮৯১ খ্রিস্টাব্দে ২৯ জুলাই পরলোকগমন করেন।


 

              



 খ) তোমার একটি পোষা প্রাণী


  ভুমিকা:-আমার একটি পোষা প্রাণী গরু । গরু একটি গৃহপালিত পশু। গরু তৃণভোজী প্রাণী।

বর্ণনা;- গরু বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন সাদা, কালো, শ্যামলা ,পেয়ালা ইত্যাদি ।গরুর দুটি কান, দুটি শিং এবং চারটি ক্ষুব থাকে। পায়ের ক্ষুর গুলি চেরা। গরুর গলায় গলকম্বল দেখতে পাওয়া যায়।  গরুর একটি লম্বা ল‍্যাজ থাকে , ওই লেজের সাহায্যে গরু-মোশা ,মাছি তারায় ।গরুর সারা গা লোমে ঢাকা থাকে।
খাদ্য;-  গরুর প্রধান খাদ্য হলো ঘাস খড়-বিচলী ইত্যাদি এছাড়াও গরু বিভিন্ন গাছে লতাপাতা খেয়ে বেঁচে থাকে গরু সরিষার খোল ভুসি খেলে বেশি দুধ দেয় গরু ঘুম আটা ধান দিয়ে খেয়ে থাকে

ঊপকারিতা;- গাভী গরু আমাদের দুধ দেয়। সেই দূর থেকে ক্ষীর মাখন তৈরি হয়। গরুর দুধ খেয়ে অনেক মানুষ জীবন ধারণ করে। বিভিন্ন রোগ মুক্তি থেকে রেহাই পায়। গরুর গোবর আমাকে জ্বালানি হিসাবে কাজে লাগে। এছাড়া বলদ গরু আমাদের গাড়ি টানতে এবং নাঙ্গল টানতে অনেক সাহায্য করে ।গরু আমাকে খুব উপকারী প্রাণী।


) বাঙালীর শ্রেষ্ঠ উৎসব।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এটি শরৎকালে শুক্লা-পক্ষে পঞ্চমী তিথি থেকে শুরু হয় চলে দশমী তিথি পর্যন্ত।  উৎসবটি পাঁচদিনে বড় উৎসব কথিত আছি মা দুর্গা ওই পাঁচদিন আমাদের মধ্যেই থাকেন যদিও এই পূজার আগমন ঘটে অনেক আগেই মহালয়া উন্নতিথির আগমন ঘটার সঙ্গে সঙ্গে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগমন ঘটে ।দোকান বাজারে কেনাকাটা বেড়ে যায় ।পূজা মন্ডপগুলি আলোক শয্যায় সজ্জিত হয়। গান-বাজনা মুখরিত হয় বাতাস বাড়ির সকলেই নতুন নতুন পোশাক পরে ভালো খাওয়া দাওয়া হয় যারা বিদেশে থাকে তারা সবাই ফিরে আসে। সকলে মিলে এই আনন্দে উৎসব আমরা ভাগ করি পূজা মন্ডপগুলিতে সন্ধ্যার পর শুরু হয় বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান নৃত্য অনুষ্ঠান গান বাজনা ইত্যাদি দশমী তিথিতে বিসর্জনের সাথে সাথে পূজা উৎসব শেষ হয়।



সকল প্রশ্নের উত্তর নীচে ক্লিক করুন
                  2023
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

                  2022
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর




2021(2022)
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

Math question answer

Samaj biggan answer

2019
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

ইংরেজি প্রশ্ন

গণিত প্রশ্নের উত্তর

Math question answer


2018
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

Bangla প্রশ্নের উত্তর

Englishপ্রশ্নের উত্তর

2017

বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

Bangla প্রশ্নের উত্তর

2016

English প্রশ্নের উত্তর

বিজ্ঞান প্রশ্নের উত্তর

2019 থেকে 2022 সকল প্রশ্ন PDF

●●English paragraph suggestion answer