চতুর্থ শ্রেণীর প্রাথমিক শেষ বৃত্তি পরীক্ষা বিজ্ঞান 2023 /class 4 britti biggan 2023
![]() |
প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃ বঃ পরিচালিত
প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা)
- ২০২৩
বিষয় : বিজ্ঞান সময় : ১ঘন্টা ৩০ মিঃ
পূর্ণমান – ৫০
১। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো ঃ (যে কোন ৪ টি)
(ক) একটি তরল দাহ্য পদার্থ হল (জল / কেরোসিন / দুধ)।
উত্তর:- কেরোসিন
(খ) রক্তাল্পতা রোগ সারানোর জন্য (তুলসী / কালমেঘ / কুলেখাড়া) ব্যবহার করা হয়।
উত্তর:- কুলেখাড়া
(গ) চোখ, নাক, মুখ জ্বালা করে (বৃষ্টির জন্য / ব্লিচিং পাউডারের জন্য / অন্ধকারের জন্য)।
উত্তর:- ব্লিচিং পাউডারের জন্য।
(ঘ) খাবারের যে অংশ হজম হয় না তা জমা হয় (মলাশয়ে / পাকস্থলীতে / ক্ষুদ্রান্ত্রে)।
উত্তর:- মলাশয়ে
(ঙ) তুলো পাওয়া যায় (পলাশ / পাইন / শিমূল) থেকে।
উত্তর:- শিমূল
২। শূন্যস্থান পূরণ করো ঃ (যে কোন ৫ টি)
(ক) মানব শরীরের সব থেকে কঠিন অংশ----।
উত্তর:- দাঁত।
(খ) বস্তু যা দিয়ে তৈরী তাকে আমরা বলি ---।
উত্তর:- পদার্থ।
(গ) রোগ সারাতে পারে এমন উদ্ভিদকে----- উদ্ভিদ বলে ।
উত্তর:- ভেষজ
(ঘ) ধানের খোসাকে-------বলে।
উত্তর:- তুষ।
(ঙ) মানুষ ও অন্যান্য প্রাণীরা খাবারের জন্য----উপর নির্ভরশীল।
উত্তর:- উদ্ভিদের
(চ) নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে------- গ্যাস বেরিয়ে যায় ৷
উত্তর:- কার্বন ডাই অক্সাইড।
৩। ভুল সংশোধন করো ঃ (যে কোন ৫ টি)
(ক) আমাদের প্রধান শ্বাস অঙ্গ হলো হৃৎপিণ্ড।
উত্তর:- আমাদের প্রধান শ্বাস অঙ্গ হলো ফুসফুস।
(খ) কঠিন পদার্থের নিজস্ব কোনো আকার নেই।
উত্তর:- তরল পদার্থের নিজস্ব কোনো আকার নেই।
(গ) পাহাড়ের চূড়ায় অক্সিজেন বেশী থাকে।
উত্তর:- পাহাড়ের চূড়ায় অক্সিজেন কম থাকে।
(ঘ) শীতকালে সরষের তেল জমে যায়।
উত্তর:- শীতকালে নারকেলের তেল জমে যায়।
(ঙ) বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হল মশা।
উত্তর:- বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হল সাপ।
(চ) পুকুরের জল থেকে নুন তৈরী হয়।
উত্তর:- সমুদ্রের জল থেকে নুন তৈরী হয়।
৪।একটি দুটি বাক্যে উত্তর দাও ঃ (যে কোন ৬ টি)
৬ × ২ = ১২
(ক) কেন্নো ছুঁলে তা গোল হয়ে গুটিয়ে যায়। কিন্তু টিকটিকিকে ছুঁলে তা গোল হয় না কেন?
উত্তর:- কেন্নো ছুঁলে তা গোল হয়ে গুটিয়ে যায় কারণ , কেন্নোর শিরদাঁড়া নেই। কিন্তু টিকটিকিকে ছুঁলে তা গোল হয় না কারণ টিকটিকির শিরদাঁড়া আছে।
(খ) লিপ্তপদ কাকে বলে? কোন্ প্রাণীর মধ্যে দেখা যায় ?
উত্তর:- যে সকল প্রাণীর পায়ের আঙ্গুল গুলো পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে তাদের লিপ্তপদ বলে।
হাঁসের মধ্যে দেখা যায় ।
(গ) দুটি জীব ও দুটি জড়ের নাম লেখো।
উত্তর:- (i)জীব ছোট থেকে বড়ো হয়।
জড় ছোট থেকে বড়ো হয় না।
(ii)জীব এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে ।
জড় এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না।
(ঘ) ফুল ও ফল হয় না এমন দুটি গাছের নাম লেখো।
উত্তর:- মস, পাইন।
(ঙ) বর্জ্য পদার্থ কাকে বলে? দুটি উদাহরণ দাও।
উত্তর:- যে সকল পদার্থ গুলি ব্যবহারের পর ফেলে দেওয়া হয় সেগুলি কে বর্জ্য পদার্থ বলে।
যেমন- তরকারীর খোসা,প্লাস্টিক।
(চ) কোন পদার্থের কয়টি অবস্থা ও কী কী?
উত্তর:- পদার্থের তিনটি অবস্থা।
যথা কঠিন, তরল,গ্যাস।
(ছ) সুষম আহার খাওয়া উচিত কেন?
উত্তর:- সুষম আহার খাওয়া উচিত কা্রণ,সুষম আহারের মধ্যে সকল পুষ্টি গুণ বজায় থাকে।
৫।দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : (যেকোন ৪টি)
(ক) কী কী কারণে বাঘের সংখ্যা কমে যাচ্ছে?
উত্তর:- (i) চোরাশিকারী বনের বাঘ মারার কারণে বাঘের সংখ্যা কমে যাচ্ছে।
(i) মানুষ বন কেটে বাসস্থান তৈরী করছে।বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে।সে কারণে বাঘের সংখ্যা কমে যাচ্ছে।
(খ) বাতাসের তিনটি উপাদানের নাম লেখো।
উত্তর:- বাতাসের তিনটি উপাদানের নাম অক্সিজেন,কার্বন ডাই অক্সাইড,জলীয় বাস্প।
(গ) ফুসফুস ভালো রাখার জন্য কী কী করার দরকার?
উত্তর:- ফুসফুস ভালো রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা দরকার।মুক্ত বাতাসে খেলাধুলা করলে ফুসফুস ভালো থাকে।এছাড়া ফুসফুস ভালো রাখতে বিভিন্ন ধরনের ধোঁয়া-ধুলো থেকে দুরে থাকার দরকার।
(ঘ) শীতকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকায়, অথচ বর্ষাকালে দেরী হয় কেন?
উত্তর:- শীতকালে বাতাসে জলীয় বাস্প কম থাকে তাই শীতকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকায়।
বর্ষাকালে বাতাসে জলীয় বাস্প বেশি থাকে তাই বর্ষাকালে দেরী হয় ।
(ঙ) পাখি ও প্রজাপতির একটি মিল ও একটি অমিল লেখো।
উত্তর:- পাখি ও প্রজাপতির একটি মিল পাখি উড়তে পারে।প্রজাপতির ও উড়তে পারে।
পাখি ও প্রজাপতির একটি একটি অমিল, পাখির শক্ত ঠোঁট থাকে।প্রজাপতির ঠোঁট থাকে না।
৬ ।অল্প কথায় উত্তর লেখো : (যেকোন ৩টি)
(ক) খাবার হজম করতে লালাগ্রন্থি কীভাবে সাহায্য করে?
উত্তর:- লালাগ্রন্থি খাবারকে দলা পাকিয়ে দেয়।যাতে সহজেই খাবার গলা দিয়ে নীচে নেমে যায়।
(খ) মেঘ কীভাবে তৈরী হয়?
উত্তর:- নদী-নালা, খাল-বিল থেকে জল বাস্প হয়ে উপরে উঠে গিয়ে জলকণায় পরিণত হয়ে মেঘ তৈরি করে।
(গ) গ্যাসের ভর আছে তা কীভাবে বুঝতে পারা যায়?
উত্তর:- ভর মাপার যন্ত্র দাঁড়িপাল্লাতে কোনো গ্যাস ভর্তি জারকে মাপলে বুঝতে পারা যায় গ্যাসের ভর আছে।
(ঘ) মুখে কয় ধরনের দাঁত থাকে? দাঁত খারাপ হয় কীভাবে?
উত্তর:- মুখে চার ধরনের দাঁত থাকে।
দিনে দুবার দাঁত না মাজলে দাঁত খারাপ হয়।
কোন কিছু খেয়ে ভালো করে মুখ না ধুলে, দাঁত খারাপ হয়।
সকল প্রশ্নের উত্তর নীচে ক্লিক করুন
2023
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2022
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2021(2022)
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2019
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2018
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2017
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2016
●●English paragraph suggestion answer