প্রাথমিক শেষ(বৃত্তি পরীক্ষা) সমাজ বিজ্ঞান 2023 চতুর্থ শ্রেণী / class 4 britti samaj biggan 2023
প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃ বঃ পরিচালিত
২০২৩
প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা)
পূর্ণমান-১০০ বিষয় ঃ সমাজ বিজ্ঞান (ইতিহাস-ভূগোল) সময় ঃ ২ ঘন্টা ৩০ মিঃ
১। সঠিক উত্তরটি বেছে লেখো : ( যে কোন ১০টি)
১০ × ১ = ১০
(ক) শীতকালে বাতাসে জলীয় বাষ্প (বেশি / কম) থাকে।
উত্তর:- কম।
(খ) রবীন্দ্রজয়ন্তী পালন করা হয় (শীত / বর্ষা / গরম) কালে।
উত্তর:- বর্ষা
(গ) মাটি পোড়ালে (শক্ত / নরম) হয়।
উত্তর:- শক্ত
(ঘ) টোটো এক প্রকার (খাবার / নৃত্য / উপজাতি)।
উত্তর:- উপজাতি
(ঙ) ভাদু পূজা হয় (পৌষ / ভাদ্র / আষাঢ়) মাসে।
উত্তর:- ভাদ্র
(চ) ইনস্যাট একটি (কৃত্রিম উপগ্রহ / গ্রহ / নক্ষত্র)।
উত্তর:- কৃত্রিম উপগ্রহ
(ছ) পশ্চিমবঙ্গে কয়লাখনি আছে (রানিগঞ্জ / কলকাতা / দার্জিলিং) এ।
উত্তর:- রানিগঞ্জ
(জ) হাতপাখা তৈরী হয় (খেজুর / তাল / শাল) পাতা দিয়ে।
উত্তর:- তাল
(ঝ) এক সময় খাবারের খোঁজে ঘুরে ঘুরে বেড়াতো (পশুপালক / যাযাবর / কৃষক) সমাজের মানুষ।
উত্তর:- যাযাবর
(ঞ) কুকুরকে মানুষ পোষ মানিয়েছিল (চাষের / আত্মরক্ষার / খাবারের) জন্য।
উত্তর:- আত্মরক্ষার
(ট) প্রথমে মানুষ (পাথর / রাবার / কাঠ) দিয়ে চাকা বানাত।
উত্তর:- কাঠ
২। শূন্যস্থান পূরণ করোঃ (যে কোন ১০টি)
(ক) প্রবাল প্রাচীর দেখা যায়----।
উত্তর:- ঘন বন বা সমুদ্রের নীচে।
(খ) ছায়া যেদিকে পড়ে তার উল্টোদিকে থাকে----
উত্তর:- সূর্য
(গ) পাহাড়ের গায়ে------পদ্ধতিতে চাষ করা হয়।
উত্তর:- ধাপচাষ।
(ঘ) -------সমাজে আজও মা পরিবারের প্রধান।
উত্তর:- খাসিয়া
(ঙ) আমাদের রাজ্যে ভূভাগ সব জায়গায়---নয়।
উত্তর:- সমতল
(চ) নৌকা চালানোর সময়------গান গাওয়া হয় ।
উত্তর:- সারিগান।
(ছ) যারা লোহার জিনিস তৈরী করে তাদের----বলে।
উত্তর:- কর্মকার।
(জ) নদীয়ার কৃষ্ণনগর---- পুতুলের জন্য বিখ্যাত।
উত্তর:- মাটির
(ঝ) মানুষ--------- পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালাতে শিখেছিল।
উত্তর:- চকমকি।
(ঞ) পৃথিবী নিজের চারপাশে পাক খায় তাই----
দিন ও রাত হয়।
উত্তর:- পৃথিবীতে
(ট) আগেকার মানুষ গাছের ওপর----বেঁধে থাকত।
উত্তর:-
৩। এককথায় উত্তর দাও। ( যে কোন ১০টি)
(ক) কোন্ গ্রহের বলয় আছে?
উত্তর:- শনি।
(খ) একটি ভেষজ উদ্ভিদের নাম লেখো।
উত্তর:- তুলসী, কালমেঘ।
(গ) কোন্ ঋতুতে দিন বড় ও রাত ছোট হয়?
উত্তর:- গ্ৰীস্ম।
(ঘ) মহাকাশে পাঠানো প্রথম প্রাণীটির নাম কী?
উত্তর:- লাইকা নামে একটি কুকুর।
(ঙ) একটি গৃহপালিত পাখীর নাম লেখো।
উত্তর:- গরু।
(চ) মুগা রেশম - মথ ভারতের কোথায় পাওয়া যায়?
বলে।
উত্তর:- আসামে।
(ছ) সাঁওতাল মেয়েরা কোন্ গান গাইতে গাইতে নাচে?
উত্তর:- ঝুমুর গান।
জ) একই পরিবারের শাখাপ্রশাখাকে একসাথে কী বলে?
উত্তর:- আত্মীয়।
ঝ) পশ্চিমবঙ্গের কোথায় চা পাতা তৈরীর কারখানা আছে?
উত্তর:- দার্জিলিং এ
ঞ) প্রথম প্রাণের জন্ম কোথায় হয়েছিল?
উত্তর:- জলে।
ট) শান্তিনিকেতন কোন্ মেলার জন্য বিখ্যাত?
উত্তর:- পৌষ।
৪।বামদিকের শব্দগুলির সঙ্গে ডানদিকের শব্দগুলি মেলাও :-
বামদিক ডানদিক
ক) ঝুমুর ক)জঙ্গল
খ) নীল আর্মস্ট্রং খ) মশা
গ) বাঁকুড়া গ) নৃত্য
ঘ) জলদাপাড়া ঘ) মহাকাশচারী
ঙ) ম্যালেরিয়া ঙ) পোড়ামাটি
উত্তর:-
বামদিক ডানদিক
ক) ঝুমুর গ) নৃত্য
খ) নীল আর্মস্ট্রং ঘ) মহাকাশচারী
গ) বাঁকুড়া ঙ) পোড়ামাটি
ঘ) জলদাপাড়া ক)জঙ্গল
ঙ) ম্যালেরিয়া খ) মশা
৫। সংক্ষেপে উত্তর দাওঃ (যে কোন ১০টি)
(ক) আবহাওয়া কাকে বলে?
উত্তর:-
(খ) জীবাণু কোথায় কোথায় থাকে?
উত্তর:-
(গ) ধ্রুবতারা নামটি কেন হয়েছে?
উত্তর:-
(ঘ) পোড়ামাটি দিয়ে তৈরী এমন দুটি জিনিসের নাম লেখো।
উত্তর:-
(ঙ) প্রথমে মানুষ জলের কাছাকাছি থাকতে শুরু করেছিল কেন?
উত্তর:-
(চ) আগুনে পোড়ানো খাবার খেলে কী কী উপকার হয়?
উত্তর:-
(ছ) যন্ত্রপাতি ব্যবহারের দুটি সুবিধা লেখো।
উত্তর:-
(জ) কাঠের চাকায় লোহার বেড় দেওয়া হয় কেন?
উত্তর:-
(ঝ) আদিম মানুষ কীভাবে চাষের কাজ শিখেছিল?
উত্তর:-
(ঞ) তৃণভোজী ও মাংসাশী প্রাণীর একটি করে উদাহরণ দাও।
উত্তর:-
(ট) গাছের দুটি উপকারিতা লেখো।
উত্তর:-
৬। টীকা লেখো ঃ (৪টি)
(ক) লালন ফকির, (খ) সপ্তর্ষি মণ্ডল, (গ) ইস্পাত, (ঘ) বড়শিল্প, (ঙ) বাউল নাচ
উত্তর:-
(ক) লালন ফকির
উত্তর:-
(খ) সপ্তর্ষি মণ্ডল
উত্তর:-
(গ) ইস্পাত
উত্তর:-
(ঘ) বড়শিল্প
উত্তর:-
(ঙ) বাউল নাচ
উত্তর:-
৭। যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও :
(ক) চাঁদকে আমরা নানারকম আকারে দেখি কেন? অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন?
উত্তর:-
(খ) হাতিয়ার কাকে বলে? আদিম মানুষের প্রথম হাতিয়ার কী ছিল? তারা কীভাবে পাথর দিয়ে হাতিয়ার তৈরী করত?
উত্তর:-
(গ) শিল্পকর্ম কাকে বলে? শিল্পকর্ম কীভাবে শেখা যায়? বেতের জিনিস তৈরী করতে গেলে কোন্ বিষয়গুলি শিখতে হয়?
উত্তর:-
(ঘ) আদিম মানুষেরা কোথায় ছবি আঁকত? তারা কী দিয়ে ছবি আঁকত? কেমন ধরনের ছবি আঁকত?
উত্তর:-
(ঙ) মানুষ সমাজ তৈরী করেছে কেন? মানুষ ছাড়া অন্য দুটি সামাজিক প্রাণীর নাম লেখ।
উত্তর:- একসময় মানুষ একজোট হয়ে থাকতো। তাতে
(চ) ঋতু কী? আমাদের দেশের ছয়টি ঋতুর নাম লেখো। কোন্ ঋতুতে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়?
উত্তর:-
সকল প্রশ্নের উত্তর নীচে ক্লিক করুন
2023
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2022
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2021(2022)
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2019
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2018
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2017
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2016
●●English paragraph suggestion answer