প্রাথমিক শেষ পরীক্ষা(বৃত্তি পরীক্ষা) বাংলা ২০২২ চতুর্থ শ্রেণীর সকল প্রশ্নের উত্তর।
প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃ বঃ পরিচালিত
প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা)
পূর্ণমান - ১০০
বিষয় : বাংলা
2022
সময় : ২ ঘন্টা ৩০ মিঃ
১। বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : (যে কোন ৫টি) ৫×১ =৫
ক) আকাশ আমায় শিক্ষা দিল (শিল্পী/পণ্ডিত/উদার হতে ভাইরে।
উত্তর- উদার
খ) ইয়াসুয়াকি-চানের আঙ্গুলগুলো (ম্যালেরিয়াতে / পোলিয়োতে/ অপুষ্টিতে) দুর্বল।
উত্তর- পোলিয়োতে
গ) কিনা (জল/ আগুন/কাদা) দিয়েই তাদের সবার রাঁধা হচ্ছে।
উত্তর- আগুন
ঘ) ইচ্ছে করে (খাতা/বই/সিলেট) ফেলে দিয়ে ফেরি নিয়ে বেড়াই।
উত্তর- সিলেট
ঙ) পূর্ণিমা রাতে আমাজন নদীতে (কুমীর/ডলফিন/হাঙর) দেখাও ভাগ্যের কথা।
উত্তর- ডলফিন
চ) হাড়ভাঙা পাতার গাছ (অযোধ্যা/সুসনি/শুশুনিয়া) পাহাড়ের মাথায়।
উত্তর- সুসনি
ছ) স্কট/আমুন্ডসেন /স্যালটন) প্রথম দক্ষিণমেরু আবিষ্কার করেন।
উত্তর- স্কট
২। কবিতা ও কবির নাম উল্লেখ করে শূন্যস্থান পূরণ কর :
মাটির কাছে -----
পেলাম আমি -----
আপন কাজে ----হতে
----- দিল শিক্ষা।
উত্তর-
মাটির কাছে সহিষ্ণুতা
পেলাম আমি শিক্ষা
আপন কাজে কঠোর হতে
পাষাণ দিল শিক্ষা।
৩। যে কোন চারটি প্রশ্নের উত্তর দাওঃ
৪×৮=৩২
ক) “গর্তের ভেতর কে ও?”
কোন্ রচনার অংশ? গল্পটি কার লেখা? এই প্রশ্ন কে করেছিল? সে কী ভেবে প্রশ্ন করেছিল? কে উত্তর দিল? কী উত্তর দিল ?
১+১+১+১+১+৩=৮
উত্তর-
নরহরি দাস রচনার অংশ।
গল্পটি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লেখা।
এই প্রশ্ন শিয়াল করেছিল।
সে রাক্ষস-টাক্ষস হবে ভেবে প্রশ্ন করেছিল।
ছাগলছানা উত্তর দিল।
কী উত্তর দিল -
লম্বা লম্বা দাড়ি
ঘন ঘন নাড়ি
সিংহের মামা আমি নরহরি দাস
পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস।
ঘ) “মা সুন্দর করে দোতলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিল।” অংশটি কার লেখা? কোন্ গদ্যের অংশ। পুতুল ঘরে কী কী পুতুল ছিল? একবার পুতুলের বিয়েতে কী দুর্ঘটনা ঘটেছিল তিনটি বাক্যে লিখ। এই ঘটনা থেকে আমরা কী শিক্ষা পেতে পারি?
১+১+১+৩+২=৮
উত্তর-
অংশটি পুণ্যলতা চক্রবর্তীর লেখা।
ছেলেবেলার দিনগুলি গদ্যের অংশ।
পুতুল ঘরে ডল-পুতুল, কাচের পুতুল,মাটির পুতুল ছিল।
একবার পুতুলের বিয়েতে অগ্নিকাণ্ড ঘটে ছিল। মোমবাতি কয়েক মিনিট জ্বলেই শেষ হয়ে গিয়ে নিশানটিশন করে একেবারে কাঠের ছাত জ্বলতে আরম্ভ করেছিল।
এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেতে পারি যে আগুন দেখেশুনে জ্বালাতে হয় আগুন নিয়ে খেলা করা উচিত নয়। যেকোনো সময় বড় কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে। অনেক মানুষের মৃত্যু ঘটে যেতে পারে।
গ) “এমনি করে লুশাইরা তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায়।” উদ্ধৃতিটি কোন্ গদ্যের অংশ? লেখক কে? লেখকের সঙ্গী ছিল কে কে? ওদের সঙ্গে কটি হাতি ছিল? গল্পে যে নদীটির উল্লেখ আছে সেই নদীটির নাম কি? সেই রাতে কীভাবে বুনো হাতি তাড়ানো হল?
উত্তর-
উদ্ধৃতিটি "বনের খবর "গদ্যের অংশ।
লেখক হলেন প্রমদা রঞ্জন রায়
লেখকের সঙ্গী ছিল প্রায় ষাট জন লোক।
ওদের সঙ্গে দুটি হাতি ছিল।
গল্পে যে নদীটির উল্লেখ আছে সেই নদীটির নাম "পাকোয়া"।
আমাদের সঙ্গে যে দুটো হাতি ছিল মাহূতরা রোজ তাদের বনেছেড়ে দিয়ে আসতো । কিন্তু সেদিন তাবুর কাছে রেখেছিল। ছেড়ে দিলে বুনো হাতি এই হাতি দুটোকে ভুলিয়ে নিয়ে যাবে। নয়তো মেরে ফেলবে। লুসাইরা শুকনো বাসের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে রাখল। রাত্রে হাতি এলে ওই মশাল জ্বেলে লম্বা বাক্ষশের বাঁট ঘুরিয়ে ঘুরিয়ে হাতি তাড়াবে। এইভাবে সেই রাতে বুনো হাতি তাড়ানো হল।
ঘ) “ওই সিঁড়ি-মইটা ও টেনে নিয়ে এলো গাছের গোড়ায়।" কার, কোন্ রচনার অংশ?
সিঁড়ি-মইটা কোথায় ছিল? ও কে? কি কারণে ওটা টেনে নিয়ে এলো? গল্পটিতে শিশুমনের কোন্ গুণাবলী ফুটে উঠেছে?
উত্তর-
তেৎসুকো কুরোয়ানগি'র তোত্তো-চানের অ্যাডভেঞ্চার রচনার অংশ।
সিঁড়ি-মইটা দারোয়ানের ঘরে। ছিল
ও বলতে এখানে ইয়াসুয়াকি চান কে বলা হয়েছে।
তোত্তো-চানকে তার গাছে চড়াবে বলে ইটা টেনে নিয়ে এলো
গল্পটিতে শিশুমনের সহজ সরল গুণাবলী ফুটে উঠেছে।
(ঙ) “লণ্ঠনের আলোতে শত্রু দেখলে ফাঁকা গুহা, তার দেওয়ালের গায়ে টুপটুপ করছে মৌচাক”। কার লেখা, কোন্ নাটকের অংশ? মৌচাক কারা বানায়, এতে কী কী থাকে? শম্ভু শিশি ভরে কী নিল ও কতগুলো হাড়ভাঙা পাতা তুলল? চারদিক থেকে কিসের গান গেয়ে উঠল?
উত্তর-
লীলা মজুমদার এ লেখা, আলো নাটকের অংশ।
মৌচাক মৌমাছিরা বানায়, এতে মোম এবং মধু থাকে।
শম্ভু শিশিতে মধু ভরে নিল ও দু-মুঠো হাড়ভাঙা পাতা তুলল।
চারদিক থেকে ভয়^দূর- করা আলোর গান, সাহসের গান গেয়ে উঠল।
৪। যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও :
2+2+2+2=8
ক) “বিশ্বজোড়া পাঠশালা মোর,”। কোন্ কবিতার অংশ? 'পাঠশালা' কথার অর্থ কী? কবি দিবারাত্র কী শিখতে চান?
উত্তর-
সবার আমি ছাত্র কবিতার অংশ।
'পাঠশালা' কথার অর্থ শিক্ষালয়।
কবি দিবারাত্র নানান ভাবে নতুন জিনিস শিখতে চান।
খ) “ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ঐ ফুলবাগানের মালি”। কোন্ কবিতার অংশ? আমি কে? তার আর কী হতে ইচ্ছে জাগে?
১+১+২=৪
উত্তর-
বিচিত্র সাধ কবিতার অংশ।
আমি হলেন এখানে কথক অথবা রবীন্দ্রনাথ ঠাকুর।
তার ফেরিওয়ালা হয়ে চুরি করতে ইচ্ছা করে এবং পাহারাদার হয়ে লন্ডন দুলিয়ে পাহারাদার হতে ইচ্ছে জাগে।
গ) “চেয়ে নেব একটি শুধু বর”। কোন্ কবিতার অংশ? 'বর' শব্দের অর্থ কী? কবি কার কাছে কিসের বর চেয়ে নিতে চান?
১+১+২=৪
উত্তর- মালগাড়ি কবিতার অংশ।
'বর' শব্দের অর্থ দেব-দেবীর আশীর্বাদ।
কবি পরির কাছে মালগাড়ি না করার বর চেয়ে নিতে চান।
ঘ) “বনভোজনে মিলেছে আজ দুষ্টু ক'টি মেয়ে।” মেয়ে ক'টির নাম কী কী? তারা কী কী সঙ্গে এনেছে?
2+2=4
উত্তর:-
মেয়ে ক'টির নাম নুরু ,পুষি, আয়ষা, শফি।
তারা কেউ সঙ্গে এনেছে আমের গুটি, নারকেলের মালার হাঁড়ি, রঙিন ঘুড়ি, ছোট্ট বাটি ,ছুরি
ঙ) “আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর।” কার লেখা? কোন্ কবিতার অংশ? 'সওদাগর' কথার অর্থ কী? কবি কতকগুলি সাগর পাড়ি দিতে চান? ১+১+১+১=৪
উত্তর- কাজী নজরুল ইসলামের লেখা।
“আমি সাগর পাড়ি দেব, কবিতার অংশ।
'সওদাগর' কথার অর্থ ব্যবসায়ী।
কবি শক্ত মধুকর নিয়ে অর্থাৎ সাতটি বাণিজ্য তৈরী সাগর পাড়ি দিতে চান
৫। শব্দার্থ লেখ: (যে কোন ৫টি)
মৌন, বিস্তার, বাগিচা, নজরানা, চঞ্চু, আওয়াজ
উত্তর-
মৌন > মুখ বন্ধ করে থাকা ,নীরব।
বিস্তার> ছড়িয়ে পড়া
বাগিচা > বাগান
নজরানা > উপকৌটন বা উপহার
চঞ্চু - পাখির ঠোঁট
আওয়াজ > শব্দ
৬। বাক্য গঠন কর : (যে কোন চারটি)
পুতুল, খুশি, লাজুক, জাঠামশাই, পাণ্ডা, আলো
উত্তর-
পুতুল > মেলায় অনেক পুতুল দেখতে পাওয়া যায়
খুশি > বয়স্ক মানুষ কি খাবার পেয়ে খুশি হল
লাজুক > লাজুক মেয়েরা কথা বলতে চায় না
জাঠামশাই > যেটা মশাই আমাকে দশ টাকা মেলার দেখতে দিয়েছিল
পাণ্ডা, > পুরীতে অনেক ভন্ড পাণ্ডাদেখা যায়
আলো > সূর্য উঠলে আলো দেখা যায়
৭। বিপরীতার্থক শব্দ লিখ : (যে কোন ৫টি)
৫×১=৫
অন্ধকার, নবীন, আনন্দ, দুর্বল, অভ্যাস, অম্ভ, দূর, বাইরে
উত্তর-
অন্ধকার> আলো
নবীন > পুরাতন
আনন্দ > নিরানন্দ
দুর্বল > সবল
অভ্যাস > অনুপ দাস
অ ন্ত> শুরু
দূর > নিকট
বাইরে > ঘরে
৮। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন কর : (যে কোন চারটি)
8x১=8
রি কে ল না, ও ল সাঁ তা, আ জ ন মা, শ টি ল গু টপ, গ র গুরু ম্ভী, ত রা রা সা
উত্তর-
রি কে ল না> নারিকেল
ও ল সাঁ তা > সাঁওতাল
আ জ ন মা > আমাজন
শ টি ল গু টপ > পটগুলটিপস
গ র গুরু ম্ভী! > গুরু মন্দির
ত রা রা সা > সারারাত
৯ । লিঙ্গ পরিবর্তন কর : (যে কোন চারটি )
৪×১=৪
শিক্ষক, বাঘ, চাকর, মহিলা, পিসিমা, গিন্নি
উত্তর-
শিক্ষক> শিক্ষিকা
বাঘ > বাঘিনী
চাকর > চাকরাণী
মহিলা > পুরুষ
পিসিমা > পিসেমশাই
গিন্নি > কর্তা
১০। সন্ধি বিচ্ছেদ কর : (যে কোন চারটি )
৪×১=৪
বিদ্যালয়, নাবিক, নরেন্দ্র, মহোৎসব, স্বাগত, ভবন
উত্তর- বিদ্যালয়> বিদ্যা + আলয়
নাবিক > নৌ + ইক্
নরেন্দ্র > নর + ইন্দ্র
মহোৎসব > মহা + উৎসব
স্বাগত > সু+ আগত
ভবন > ভো+অন
১১। বেমানান গুলি উল্লেখ কর : (যে কোন ৩টি)
৩×১=৩
ক) সিঁড়ি/মই/তাঁবু/ ধাপ;
উত্তর- তাঁবু
খ) হলঘর/কলঘর/উঠোন/চিলেকোঠা;
উত্তর- উঠোন
গ) ঘুঁটে/ উনুন/কামান/রান্নাঘর;
উত্তর- কামান
ঙ) নদী/তটিনী/স্রোতস্বিনী/ দিঘি
উত্তর- দিঘি
১২। যে কোন একটি বিষয়ে (৮টি বাক্যে) অনুচ্ছেদ রচনা কর :
৮×১=৮
ক) তোমার প্রিয় উৎসব
আমার প্রিয় উৎসব দুর্গাপূজা বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এটি শরৎকালে শুক্লা-পক্ষে পঞ্চমি তিথি থেকে শুরু হয় চলে দশমী তিথি পর্যন্ত। উৎসবটি পাঁচদিনে বড় উৎসব কথিত আছি মা দুর্গা ওই পাঁচদিন আমাদের মধ্যেই থাকেন যদিও এই পূজার আগমন ঘটে অনেক আগেই মহালয়া উন্নতিথির আগমন ঘটার সঙ্গে সঙ্গে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগমন ঘটে দোকান বাজারে কেনাকাটা ভি বেড়ে যায় পূজা মন্ডপগুলি আলোক শয্যায় সজ্জিত হয়। গান-বাজনা মুখরিত হয় বাতাস বাড়ির সকলেই নতুন নতুন পোশাক পরে ভালো খাওয়া দাওয়া হয় যারা বিদেশে থাকে তারা সবাই ফিরে আসে। সকলে মিলে এই আনন্দে উৎসব আমরা ভাগ করি পূজা মন্ডপগুলিতে সন্ধ্যার পর শুরু হয় বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান নৃত্য অনুষ্ঠান গান বাজনা ইত্যাদি দশমী তিথিতে বিসর্জনের সাথে সাথে পূজা উৎসব শেষ হয়।
খ) তোমার প্রিয় একজন মনীষী
তোমার প্রিয় একজন মনীষী হলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
১৮২০ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাঁর পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। মাতার নাম
ভগবতী দেবী। তিনি বাবার সাথে কলকাতায় এসেছিলেন। ১৮৪০ খ্রিস্টাব্দে মাত্র ২০ বছর বয়সে তিনি সংস্কৃত কলেজের সর্বোচ্চ ডিগ্রি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। পরে তিনি ওই কলেজের অধ্যক্ষ হন। সমাজে নারীর দুর্দশায় তিনি কেঁদে ফেলতেন। তখন সমাজে ছিল অত্যন্ত অল্পবয়সে বিবাহ এবং একজন ব্রাহ্মণ অনেকগুলি বিবাহ করতেন। ফলে মেয়েরা অল্পবয়সে বিধবা হয়ে যেত।
বিদ্যাসাগর ইংরেজদের সহায়তায় আইন করে অল্পবয়সে বিবাহ প্রথা বন্ধ করেন, বহুবিবাহ বন্ধ করেন এবং বিধবাবিবাহ প্রথা চালু করেন। তিনিই প্রথম বাংলায় গদ্যভাষায় লেখার পদ্ধতি আমাদের শিখিয়ে দিয়েছেন।
তাঁর রচিত 'বর্ণপরিচয়' পুস্তক পড়ে আমরা ছেলেবেলায় প্রথম অক্ষর পরিচয় করি। তিনি ১৮৯১ খ্রিস্টাব্দে ২৯ জুলাই পরলোকগমন করেন।
গ) একটি গৃহপালিত পশু
গরু
ভুমিকা;-একটি গৃহপালিত পশু হলো গরু। গরু তৃণভোজী প্রাণী।
বর্ণনা;- গরু বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন সাদা, কালো, শ্যামলা ,পেয়ালা ইত্যাদি ।গরুর দুটি কান, দুটি শিং এবং চারটি ক্ষুব থাকে। পায়ের ক্ষুর গুলি চেরা। গরুর গলায় গলকম্বল দেখতে পাওয়া যায়। গরুর একটি লম্বা ল্যাজ থাকে , ওই লেজের সাহায্যে গরু-মোশা ,মাছি তারায় ।গরুর সারা গা লোমে ঢাকা থাকে।
খাদ্য;- গরুর প্রধান খাদ্য হলো ঘাস খড়-বিচলী ইত্যাদি এছাড়াও গরু বিভিন্ন গাছে লতাপাতা খেয়ে বেঁচে থাকে গরু সরিষার খোল ভুসি খেলে বেশি দুধ দেয় গরু ঘুম আটা ধান দিয়ে খেয়ে থাকে
ঊপকারিতা;- গাভী গরু আমাদের দুধ দেয়। সেই দূর থেকে ক্ষীর মাখন তৈরি হয়। গরুর দুধ খেয়ে অনেক মানুষ জীবন ধারণ করে। বিভিন্ন রোগ মুক্তি থেকে রেহাই পায়। গরুর গোবর আমাকে জ্বালানি হিসাবে কাজে লাগে। এছাড়া বলদ গরু আমাদের গাড়ি টানতে এবং নাঙ্গল টানতে অনেক সাহায্য করে ।গরু আমাকে খুব উপকারী প্রাণী।
সকল প্রশ্নের উত্তর নীচে ক্লিক করুন
2023
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2022
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2021(2022)
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2019
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2018
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2017
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2016
●●English paragraph suggestion answer