প্রাথমিক শেষ (বৃত্তি পরীক্ষা)সমাজ বিজ্ঞান ২০২২ চতুর্থ শ্রেণী প্রশ্নের উত্তর - Online story

Sunday, 30 June 2024

প্রাথমিক শেষ (বৃত্তি পরীক্ষা)সমাজ বিজ্ঞান ২০২২ চতুর্থ শ্রেণী প্রশ্নের উত্তর

 



         

চতুর্থ শ্রেণীর বৃত্তি "সমাজবিজ্ঞান"( ইতিহাস-ভূগোল)
Time: 2 hours 30 minutes.


১। সঠিক উত্তরটি বেছে লেখো : (যে-কোনো দশটি)


(ক) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-ঋতু হল (শীত/গ্রীষ্ম/বর্ষা)।
উঃ-রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-ঋতু হল-গ্রীষ্ম।

(খ) ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোটো হয় (সকালে/দুপুর বারোটায়/বিকালে)।
উঃ-ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোটো হয়-দুপুর বারোটায়


(গ) আর্যভট্ট (আমেরিকা/ভারত/চিন) দেশের লোক।
উঃ-ভারত


(ঘ) মানুষের প্রথম ব্যবহৃত ধাতু (লোহা/তামা/রুপা)।
উঃ-মানুষের প্রথম ব্যবহৃত ধাতু তামা।

(ঙ) স্কোয়াশের চাষ হয় (মরুভূমিতে/সমভূমিতে/পাহাড়ে)।
উঃ-স্কোয়াশের চাষ হয়-পাহাড়ে।


(চ) খবর দেওয়া নেওয়ার কাজে ব্যবহার করা হত (ঘুঘু/পায়রা/টিয়া)।
উঃ-খবর দেওয়া নেওয়ার কাজে ব্যবহার করা হত-পায়রা।


(ছ) ধ্রুবতারা দেখা যায় আকাশের (দক্ষিণে/পূর্বে/উত্তরে)।
উঃধ্রুবতারা দেখা যায় আকাশের--উত্তরে।

(জ) লোহার জিনিস যারা তৈরি করেন, তাদের বলা হয় (কর্মকার/কুম্ভকার/মালাকার)।
উঃ-লোহার জিনিস যারা তৈরি করেন, তাদের বলা হয়-কর্মকার


(ঝ) কাঠের চাকাকে শক্তপোক্ত করার জন্য (রাবারের/লোহার/প্লাস্টিকের) বেড় দেওয়া হয়।
উঃ-লোহার


(ঞ) (পৃথিবী/শনি/বৃহস্পতি) সূর্যের সবচেয়ে বড়ো গ্রহ।
উঃ-বৃহস্পতি


(ট) জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে বইছে (হুগলি/হলং/তোর্সা) নদী।
উঃ-হলং


(ঠ) খেলার জন্য বেশি সময় পাওয়া যায় (শীতকালে/গরমকালে)।
উঃ-গরমকালে

২। শূন্যস্থান পূরণ করো : (যে-কোনো দশটি)
(ক) তুলসী একটি--উদ্ভিদ
উঃ- ভেষজ


(খ) পিনটেল এক ধরনের---
উঃ- হাঁস ।

(গ) টয়ট্রেন দেখা যায়----।
উঃ- দার্জিলিংয়ে

(ঘ) রবীন্দ্রসেতু---নদীর ওপর অবস্থিত।
উঃ- হুগলি


(ঙ)পাহাড়ের গায়ে----পদ্ধতিতে চাষ হয়।
উঃ- ধাপচাষ


(চ) চাঁদ পৃথিবীর একমাত্র----
উঃ- উপগ্ৰহ।

(ছ) একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়---অরণ্যে।
উঃ- জলদাপাড়া


(জ) ---ঋতুতে দিন ছোটো ও রাত বড়ো হয়।
উঃ-শীত


(ঝ) মানুষ প্রথম পোষ মানিয়েছিল---পশুকে।
উঃ- কুকুর

(ঞ) শিমুল গাছ থেকে আমরা---পাই।
উঃ-তুলো

(ট) জলের কঠিন রূপ হল----।
উঃ-বরফ

৩। নামদিকের শব্দগুলির সঙ্গে ডানদিকের শব্দগুলি মিলিয়ে দাও :

        বামদিক                      ডানদিক
(ক) মনোহরা                  (১) পৌষমেলা
(খ) ছৌনাচ                    (২) ধনেখালি
(গ) সূর্য                          (৩) মিষ্টি
(ঘ) তাঁতশিল্প                   (৪) পুরুলিয়া
(ঙ) শান্তিনিকেতন          (৫) স্থির

উঃ-
       বামদিক                      ডানদিক
(ক) মনোহরা                 (৩) মিষ্টি
(খ) ছৌনাচ                    (৪) পুরুলিয়া
(গ) সূর্য                          (৫) স্থির
 (ঘ) তাঁতশিল্প                 (২) ধনেখালি
 (ঙ) শান্তিনিকেতন        (১) পৌষমেলা

           




৪। অতি-সংক্ষিপ্ত উত্তর দাও : (যে-কোনো দশটি)


(ক) পশ্চিমবঙ্গের কোথায় চা হয়?
উঃ-পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে চা হয়।

(খ) মানুষ প্রথম কী থেকে লোহা পায়?
উঃ-মানুষ প্রথম উল্কা থেকে লোহা পায়।

(গ) বিষ্ণুপুরের মন্দিরগুলি কী দিয়ে তৈরি?
উঃ-বিষ্ণুপুরের মন্দিরগুলি পোড়ামাটি দিয়ে তৈরি?

(ঘ) আদিম মানুষের প্রথম হাতিয়ার কী ছিল?
উঃ-আদিম মানুষের প্রথম হাতিয়ার  ছিল সুচাল পাথর।


(ঙ) চাঁদের গায়ের দাগগুলিকে কী বলে?
উঃ-চাঁদের গায়ের দাগগুলিকে কলঙ্ক বলে।

(চ) খাবার থেকে আমরা কী পাই?
উঃ- খাবার থেকে আমরা শক্তি পাই।

(ছ) সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোন্‌টি?
উঃ- সূর্যের সবচেয়ে কাছের গ্রহটি বুধ।

(জ) পিতল-ঢালাই শিল্পীদের কী নামে ডাকা হয়??
উঃ-পিতল-ঢালাই শিল্পীদের ডোকরা নামে ডাকা হয়।

(ঝ) পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে?
উঃ- চিত্তরঞ্জনে।

(ঞ) দূরবিন আবিষ্কার করেন কে? -
উঃ- গ্যালিলিও গ্যালিলি।

(ট) কার কাছ থেকে পৃথিবী আলো পায়?
উঃ- সূর্য ।

(ঠ) মাছ ধরা যাদের জীবিকা তাদের কী বলে? -

উঃ- জেলে ।


৫। টীকা লেখো : (যে-কোনো চারটি

(ক) টুল (যন্ত্রপাতি), (খ) দিন ও রাত, (গ) পটুয়া, (ঘ) ক্ষুদ্রশিল্প, (ঙ) জীবিকা।


(ক) টুল (যন্ত্রপাতি)

উঃ- মানুষ বুদ্ধি খাটিয়ে কঠিন কাজকে সহজভাবে যা দিয়ে করতে শিখেছে সেগুলিকে বলা হয় যন্ত্রপাতি। আর যন্ত্রপাতি কে বলা হয় ইংরেজিতে টুল।

(খ) দিন ও রাত
উঃ- সূর্যের আলোকিত অংশকে দিন বলে। আর অন্ধকার অংশকে রাত বলা হয়।, পৃথিবীর একদিকে যখন দিন হয়। অন্যদিকে তখন রাত হয়।

 (গ) পটুয়া
উঃ- যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নানান রকম জিনিসে পুতুল তৈরি করেন তাদেরকে  পটুয়া বলে।

 (ঘ) ক্ষুদ্রশিল্প
উঃ-যে সকল শিল্পে অল্প লোকজন এবং কম যন্ত্রপাতি লাগে সেগুলি কে বলা হয় ক্ষুদ্র শিল্প। যেমন ধুপ তৈরি, চানাচুর তৈরি ইত্যাদি

 (ঙ) জীবিকা।
উঃ- জীবনধারণের উদ্দেশ্য নিয়ে যে সকল কাজ করা হয় সেগুলিকে জীবিকা বলে। যেমন জেলে দিয়ে জীবিকা মাছ ধরা।

৬। একটি বাক্যে উত্তর দাও : (যে-কোনো দশটি)


(ক) কোথায় ভারতীয় সিংহ পাওয়া যায়?
উঃ- গুজরাটে গির অরণ‍্যে ভারতীয় সিংহ দেখতে পাওয়া যায়

(খ) ব্রোঞ্জ কী কী ধাতু দিয়ে গঠিত?
উঃ- তামাও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়

(গ) পাহাড়ি অঞ্চলের মানুষের দুটি জীবিকা কী কী?
উঃ- পাহাড়ি অঞ্চলে মানুষদের দুটি জীবিকা হল পর্যটন মানুষদের কাছ থেকে বিভিন্ন জিনিস বিক্রি করে আয় করা ।স্কোয়াশ , ফুল ইত্যাদি চাষ করা।

(ঘ) নকশি কাঁথা কী কী দিয়ে তৈরি?
উঃ- সামান্য শাড়ি, ছেঁড়া কাপড় দিয়ে বাংলার মেয়েরা কাঁথার গায়ে বিভিন্ন গল্পকথা ,বাঘ ,সিংহ হাতি, ঘোড়া, সুশ্চ-সুতো দিয়ে ফুটিয়ে তোলে। একে বলা হয় নকশি কাঁথা।

(ঙ) ইস্পাত কী?
উঃ- লোহার সঙ্গে কিছু মিশিয়ে শক্তপোক্ত লোহা তৈরি করাকে বলা হয় ইস্পাত। আসলে লোহার সঙ্গে ক্রোমিয়াম মেশানো হয়।

(চ) গ্রীষ্মকালের একটি ফুল ও একটি ফলের নাম লেখো।
উঃ- গ্রীষ্মকালের একটি ফুল হলো রজনীগন্ধা এবং একটি ফলের নাম হলো আম।

(ছ) যন্ত্র কাকে বলে?
উঃ- যা দিয়ে জটিল কাজকে সহজভাবে কম পরিশ্রমে করা হয় তাকে যন্ত্র বলে।

(জ) চাঁদের আলো কীভাবে পাওয়া যায় ?
উঃ- সূর্যের আলো চাঁদের চারিদিকে ছড়িয়ে পড়ে অন্ধকার রাত্রে সেই আলো দেখতে পাওয়া যায়।

(ঝ) পশুপালনের দুটি সুবিধা লেখো।
উঃ- পশুপালনের সুবিধা হইলো পশুকে বিভিন্ন কাজে লাগানো যেমন বলদ গরুকে চাষের কাজে। কুকুরকে বাড়ি পাহারা দিতে। গাধাকে মাল বহন করতে ইত্যাদি কাজে লাগানো হয় ।আবার পশুপালনের ফলে মাছ ও মাংস সহজে সময় মত পাওয়া যায়।

(ঞ) শরৎকালের দুটি বৈশিষ্ট্য লেখো।
উঃ- শরৎকালে নদী নালা খাল বিল সব ভরা থাকে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়। বন্যা দেখা যায়।

(ট) জঙ্গল থেকে পাওয়া যায় এমন দুটি জিনিসের নাম লেখো।
     উঃ- জঙ্গল থেকে কাঠ মধু এবং বিভিন্ন ভেষজ উদ্ভিদ পাওয়া যায়।

৭। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও :


(ক) মানুষ কীভাবে আগুন জ্বালাতে শিখেছিল? আগুনের ব্যবহারের সুবিধা কী কী?
উঃ- মানুষ চোখ মুখী জাতীয় দুটি পাথরের সাহায্যে ঘষে ঘষে আগুন জ্বালাতে শিখেছিল আগুন জ্বালানোর ফলে যে সকল সুবিধা গুলি হয়েছিল তা হল ক)কাঁচা মাংস কে নরম করে পুড়িয়ে খেতে পারত।
খ) আগুন জলে রেখে বন্য জন্তুর হাত থেকে রেহাই পেতো।
গ) শীতের হাত থেকে রক্ষা পেত।


(খ) ডোকরা শিল্প কী? পশ্চিমবঙ্গের কোন্ কোন্ জেলায় এই শিল্প দেখা যায়?
উঃ- যে সকল লোকেরা মৌ-মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করেন তাদেরকে বলা হয় ডোকরা।
বাঁকুড়া বর্ধমান জেলায় এই শিল্প দেখা যায়।

(গ) কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কী কী সুবিধা পাই?
উঃ- কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা আবহাওয়া খবর জানতে পারি । মোবাইল ফোনে কথা বলতে পারি। টিভিতে ছবি দেখতে পাই এবং রেডিও শুনতে পাই।


(ঘ) বিপন্ন বাসভূমি বলতে কী বোঝানো হয়েছে?
উঃ- বিভিন্ন জীবেরা পৃথিবী থেকে যাতে হারিয়ে যেতে না পারে,  তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয় তাকে বিপন্ন বাসভূমি বলা হয়।

অথবা বিভিন্ন জীবের বাসস্থান বাঁচানোর উদ্দেশ্যে  পোস্টারের মাধ্যমে উদ্ভিদ প্রাণীদের কেন বাঁচানোর দরকার সে বিষয়ে প্রচার করা হয় একে বিপন্ন বাসভূমি বলা হয়।


(ঙ) শীতকালে তাড়াতাড়ি জামাকাপড় শুকোয় কেন? কোন্ কোন্ মাস নিয়ে শীতকাল ?
উঃ- শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। তাই তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায়। পৌষ ও মাঘ এই দুই মাইনে শীতকাল।

(চ) ক্ষুদ্র শিল্প কী? কুটির শিল্প কী?
উঃ- যে সকল শিল্পীর কম লোকজন এবং কম যন্ত্রপাতি নিয়ে কাজ করা হয় সেগুলিকে বলা হয় ক্ষুদ্র শিল্প।
 যেমন ধুপ তৈরি সাবান তৈরি ইত্যাদি,।
ঘরে বসে যে সকল শিল্পের কাজ করা হয় সেগুলিকে বলা হয় কুটির শিল্প।
 যেমন মাদুর তৈরি ঝাঁটা তৈরি ইত্যাদি


সকল প্রশ্নের উত্তর নীচে ক্লিক করুন
                  2023
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

                  2022
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর




2021(2022)
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

Math question answer

Samaj biggan answer

2019
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

ইংরেজি প্রশ্ন

গণিত প্রশ্নের উত্তর

Math question answer


2018
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

Bangla প্রশ্নের উত্তর

Englishপ্রশ্নের উত্তর

2017

বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

Bangla প্রশ্নের উত্তর

2016

English প্রশ্নের উত্তর

বিজ্ঞান প্রশ্নের উত্তর

2019 থেকে 2022 সকল প্রশ্ন PDF

●●English paragraph suggestion answer