প্রাথমিক শেষ (বৃত্তি পরীক্ষা) বিজ্ঞান ২০২২ প্রশ্নের উত্তর চতুর্থ শ্রেণী /class 4 biggan 2022 answer - Online story

Friday, 28 June 2024

প্রাথমিক শেষ (বৃত্তি পরীক্ষা) বিজ্ঞান ২০২২ প্রশ্নের উত্তর চতুর্থ শ্রেণী /class 4 biggan 2022 answer



 

 

চতুর্থ শ্রেণীর

 বৃত্তি পরীক্ষা বিজ্ঞান ২০২২ সকল প্রশ্নের উত্তর

। একটি বাক্যে উত্তর দাও : (যে-কোনো এগারোটি)
(ক) বালি জড় না জীব?
উঃ-জড়


(খ) হারিয়ে গেছে এমন একটি প্রাণীর নাম লেখো।
উঃ- হিমালয়ের বামন তিতির। অথবা ভারতের গোলাপী মাথা হাঁস ।


(গ) পাখিরা অনেকক্ষণ আকাশে উড়লেও ক্লান্ত হয় না কেন?
উঃ- পাখিরা অনেকক্ষণ আকাশে উড়লেও ক্লান্ত হয় না কারণ পাখি শরীরের মধ্যে বায়ু থলি থাকে।

(ঘ) খালি চোখে দেখা যায় না এমন প্রাণীদের কীভাবে দেখা যাবে?
উঃ- অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যাবে।

(ঙ) দাঁতের বেশিরভাগ অংশটাই কোথায় থাকে?
উঃ- দাঁতের বেশিরভাগ অংশটাই মাড়ির ভেতরে থাকে।

(চ) মুড়ি আর মুড়ির গুঁড়ো কীসের সাহায্যে আলাদা করা যায়?
উঃ- চালুনির সাহায্যে আলাদা করা যায়।

(ছ) প্রশ্বাসের সময় আমরা কোন্ গ্যাস নিই?

উঃ-প্রশ্বাসের সময় আমরা অক্সিজেন গ্যাস নিই?

(জ) উদ্ভিদ বাতাসের কোন গ্যাসের সাহায্যে খাদ্য তৈরি করে?
উঃ- কার্বন-ডাই-অক্সাইড

(ঝ) যদি না খেয়ে কেউ কাজ করে তবে কী হবে?
উঃ- সে দুর্বল হয়ে পড়বে, শক্তি পাবে না।

(ঞ) লবণ-কর না দেওয়ার আন্দোলনের ডাক কে দিয়েছিলেন?

উঃ- মহাত্মা গান্ধী

(ট) কোনো জিনিস ভারী কিংবা হালকা তা মাপতে কী ব্যবহার করি?
উঃ- দাঁড়িপল্লা

(ঠ) বেলুনে কী ভরা থাকে?
উঃ- বাতাস

(ড) মরিশাস কোন্ মহাসাগরের একটি ছোট্ট দ্বীপ?

উঃ- প্রশান্ত মহাসাগর

২। শূন্যস্থান পূরণ করো : (যে-কোনো সাতটি)
ক)- ফুটে বাষ্প তৈরি হয়।
উঃ- জল

(খ) কাজ করবার জন্য---প্রয়োজন হয়।
উঃ- শক্তি

(গ) ন্যাদোস একটি---
উঃ- লুপ্তপ্রায় মাছ

(ঘ) বাটখারা দিয়ে কোনো জিনিসের--মাপা হয়।
উঃ- ভর


(ঙ) প্রশ্বাসের পথ হল : নাক → ----- → ফুসফুস।
উঃ- শ্বাসনালী

(ছ) পাখি -দিয়ে ফল টুকরো করে
উঃ- ঠোঁট

(জ) সাঁতার কাটার জন্য হাঁসের--জোড়া।
উঃ- আঙুল গুলি


(ঝ) জলভরতি বোতল---- বোতলের চেয়ে হালকা
উঃ- খালি

৩। সঠিক উত্তরটি বেছে লেখো : (যে-কোনো ছয়টি)


(ক) 'বাষ্প' কথাটা থেকেই (ভাব/ভাপ/ভাপা) কথাটি এসেছে।
উঃ-ভাপ

(খ) তরল ও গ্যাসের নিজস্ব কোনো আকার (আছে/নেই)

উঃ-নেই।

(গ) নিশ্বাসের সঙ্গে যে গ্যাস বের হয় তা হল (অক্সিজেন/নাইট্রোজেন/কার্বন ডাইঅক্সাইড)
উঃ-কার্বন ডাই-অক্সাইড

(ঘ) হজম করার মতো খাবারগুলি (শ্বাসনালি/গ্রাসনালি/রক্তনালি) হয়ে পাকস্থলীতে যায়।

উঃ- গ্ৰাসনালি


(ঙ) শ্বাসনালির শেষে থাকা দুটি থলিকে বলে (পাকস্থলী/যকৃৎ/ফুসফুস)।
উঃ-ফুসফুস

(চ) প্রথমে যে দাঁতগুলি ওঠে সেগুলোকে বলে (আক্কেল দাঁত/দুধের দাঁত)।
উঃ-দুধের দাঁত

(ছ) রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ (ভারী/হালকা) হতে থাকে।
উঃ-হালকা


৪। ভুল সংশোধন করো : (যে-কোনো ছয়টি)
(ক) ব্যাঙেদের খাবার হল লতাপাতা
উঃ-ব্যাঙেদের খাবার হল পোকামাকড়।

খ) গ্যাসের ভর নেই।
উঃ- গ্যাসের ভর আছে।

(গ) বর্ষাকালে ঘাসে শিশির জমে
উঃ- শীতকালে ঘাসের শেষে জমে।


(ঘ) ব্লিচিং পাউডার গায়ে লাগালে আরাম হয়।

উঃ- ব্লিচিং পাউডার গায়ে লাগালে জ্বালা করে।


৫। যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :
(ক) খাবার তাড়াহুড়ো করে খেলে বিষম লাগে কেন?
উঃ- খাবার তাড়াহুড়ো করে খেতে গেলে খাবার শ্বাসনালির মধ্যে ঢুকে পড়ে যাকে আমরা বিষম লাগা বলি।

(খ) গাছ কীভাবে খাবার তৈরি করে?
উঃ- গাছ সূর্য থেকে সূর্যালোক। মাটি থেকে জল। বাতাস থেকে কার্বন-ডাই-অক্সাইড নিয়ে খাবার তৈরি করে।

(গ) সুষম খাবার কাকে বলে?
উঃ- যে সকল খাবারের মধ্যে পুষ্টিগুণ বজায় থাকে। সেগুলিকে সুষম খবর বলে

(ঘ) প্রাণীদের সংরক্ষণ করা বলতে কী বোঝো? কীভাবে এদের সংরক্ষণ করা যায়?
উঃ- যে সকল প্রাণীরা হারিয়ে যাওয়ার পথে সে সকল প্রাণীগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয় তাকে বলা হয় সংরক্ষণ। প্রাণীদের বাসস্থানের কোন সংকট হয়েছে কিনা  চোরাশিকারীরা শিকার করে নিচ্ছে কিনা এদিকে লক্ষ্য রাখতে হয়।

(ঙ) সমুদ্রের জলে নুন আছে তা কীভাবে বুঝতে পারা যায়?
উঃ- সমুদ্রে জলে স্নান করলে গায়ে লবণ গুলি বোঝা যায়।

(চ) দৌড়ানোর সময় আমরা জোরে শ্বাস নিই কেন?
উঃ- দৌড়ানোর সময় আমাদের শরীরে অনেক অক্সিজেনের প্রয়োজন হয়। তাই আমরা জোরে জোরে শ্বাস নিই।






     Time: 1 hour 30 minutes
     পরিবেশ (চতুর্থ) বৃত্তি পরীক্ষা
প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পশ্চিমবঙ্গ পরিচালিত বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রে – ২০১৯
বিষয়-বিঞ্জান



১। শূন্যস্থান পূরণ করো : (যে-কোনো ছয়টি)
(ক) সমুদ্রের জল থেকে--তৈরি করা যায়।
উঃ-লবণ।


(খ)--কে ‘উদ্ভিদের রান্নাঘর’ বলে।
উঃ-পাতা
(গ) পাহাড়ের চূড়ায়----কম থাকে।
উঃ- অক্সিজেন

(ঘ) নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে---গ্যাস বেরিয়ে যায়।
উঃ- কার্বন ডাই অক্সাইড

(ঙ) বাতাসে -গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে।
উঃ- নাইট্রোজেন

(চ) পেরেক লোহার তৈরি একটি--
উঃ- বস্তু

ছ) সময় পরিমাপের একক হল--

উঃ- সেকেন্ড


২। ভুল সংশোধন করো : (যে-কোনো পাঁচটি)
(ক) ব্যাঙেদের খাবার হল লতাপাতা।
উঃ-  ব্যাঙেদের খাবার হল পোকামাকড়‌।

(খ) যেসব প্রাণীকে খালি চোখে দেখা যায় না তাদের দূরবিন দিয়ে দেখা যায়।
উঃ-যেসব প্রাণীকে খালি চোখে দেখা যায় না তাদের অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়

(গ) সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলি আলাদা থাকে
উঃ-সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলি জোড়া লাগা থাকে।

(ঘ) শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে
উঃ-শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে।

(ঙ) গির অরণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত।
উঃ- গির অরণ্য গুজরাটে অবস্থিত।

চ)সব কাজে একই পরিমাণ শক্তির প্রয়োজন হয়।
উঃ-সব কাজে আলাদা পরিমাণ শক্তির প্রয়োজন হয়।

৩। যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :
(ক) খেলাধুলা করার প্রয়োজনীয়তা কী?
উঃ- খেলাধুলা করলে শরীর ঠিক থাকে।, মন ঠিক থাকে ।অসুখ  কম হয়। তাই খেলাধুলা করা প্রয়োজন।

(খ) প্যাকেট করা তৈরি খাবার খেলে কী কী অসুবিধা হতে পারে?
উঃ- প্যাকেট তৈরি খাবার খেলে পেটের বদ হজম হয় ।পেট ব্যথা করে।

(গ) খাবার থেকে আমরা কীভাবে শক্তি পাই?
উঃ- খাবার গুলি শরীরের মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে রক্তের সঙ্গে মিশে যায়। ফলে শরীরে অঙ্গপ্রত্যঙ্গ গুলি ঠিক থাকে। সেখান থেকে আমরা শক্তি পাই।
(ঘ) ফুসফুস বা শ্বাসনালির রোগ কেন হয়?
উঃ- বাতাস বাতাসের মধ্যে কিছু বিষাক্ত গ্যাস এবং ধুলোবালি কলকারখানা ধোঁয়া শ্বাসনালীর মধ্যে দিয়ে ফুসফুসে প্রবেশ করে ফলে ফুসফুস ও শ্বাসনালির রূপ হয়।

(ঙ) মিশ্রণকে আলাদা করার তিনটি পদ্ধতি উল্লেখ করো।
উঃ- মিশ্রন কে ছাকুনির সাহায্য আলাদা করা হয়। যেমন চায়ের পাতার মধ্যে চা পাতারগুলিকে ছাঁকুনি সাহায্য আলাদা করা হয়। আবার চালুনির সাহায্যে আলাদা করা হয়। যেমন মুড়ির সঙ্গে মিশে থাকা মুড়ির ভ্রুগুলো কি আলাদা করা হয়।


৪। যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :
(ক) বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন?
উঃ- চোরা শিকারির জন্য বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাসস্থানের অভাবের জন্য বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে।

(খ) কীভাবে আকাশে মেঘ তৈরি হয়?
উঃ- নদী নালা খাল বিল থেকে জল বাষ্প হয়ে উপরে উঠে গিয়ে মেঘ সৃষ্টি হয়।

(গ) গাছেরা খাবার তৈরিতে পরিবেশ থেকে কী গ্যাস গ্রহণ করে এবং পরিবেশে কী গ্যাস বর্জন করে?
উঃ- গাজীরা খাবার তৈরিতে পরিবেশ থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস গ্রহণ করে। অক্সিজেন গ্যাস পরিবেশে বর্জন করে।

(ঘ) সুষম আহারের মধ্যে যে চার ধরনের খাবার থাকে, তাদের প্রত্যেকের একটি করে উদাহরণ দাও।

উঃ- শাকসবজি জাতীয় খাবার- কুমড়ো শাক- পেয়ারা ইত্যাদি ।
দানা শস্য জাতীয় খাবার- ভাত, রুটি ইত্যাদি ।

তেল ঘি বাদাম জাতীয় খাবার-  ঘি -বাদাম ইত্যাদি। মাছ মাংস ডিম জাতীয় খাবার- মাছ মাংস ডিম ইত্যাদি

(ঙ) হাওয়া মিশ্র পদার্থ কেন?

উঃ- হাওয়ার মধ্যে বিভিন্ন গ্যাস মিশে থাকে।ওগুলি কে আলাদা করা যায় ।তাই হাওয়া মিশ্র পদার্থ

৫। নীচের প্রশ্নগুলির উত্তর দাও :


(ক) আমরা কতরকমের পদার্থ দেখতে পাই? নাম উল্লেখ করে প্রত্যেকের একটি করে উদাহরণ দাও।
উঃ- আমরা তিন ধরনের পদার্থ দেখতে পাই ।
কঠিন পদার্থ- যেমন তামা, লোহা ইত্যাদি।
 তরল পদার্থ -যেমন জল, দুধ ইত্যাদ।

গ্যাসীয় পদার্থ -অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি।
.

(খ) খাবার তাড়াহুড়ো করে খেলে বিষম লাগে কেন?
উঃ- খাবার তাড়াহুড়ো করে খেতে গেলে খাবার শ্বাসনালী মধ্যে ঢুকে গিয়ে বিষম লেগে যায় ।কাশি হয়।

(গ) শীতকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকায়, কিন্তু বর্ষাকালে দেরি হয় কেন?



উঃ- শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তাই শীতকালে তাড়াতাড়ি কাপড় শুকিয়ে যায়। বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে ফলে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকাতে চায় না।

সকল প্রশ্নের উত্তর নীচে ক্লিক করুন
                  2023
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

                  2022
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর




2021(2022)
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

Math question answer

Samaj biggan answer

2019
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

ইংরেজি প্রশ্ন

গণিত প্রশ্নের উত্তর

Math question answer


2018
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

Bangla প্রশ্নের উত্তর

Englishপ্রশ্নের উত্তর

2017

বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর

Bangla প্রশ্নের উত্তর

2016

English প্রশ্নের উত্তর

বিজ্ঞান প্রশ্নের উত্তর

2019 থেকে 2022 সকল প্রশ্ন PDF

●●English paragraph suggestion answer