বনভোজন চতুর্থ শ্রেণীর বাংলা (হাতে-কলমে)অনুশীলন প্রশ্নের উত্তর - Online story

Wednesday, 10 July 2024

বনভোজন চতুর্থ শ্রেণীর বাংলা (হাতে-কলমে)অনুশীলন প্রশ্নের উত্তর

 




চতুর্থ শ্রেণীর বাংলা

বনভোজন

গোলাম মোস্তফা

হাতেকলমে প্রশ্নের উত্তর

১. গোলাম মোস্তাফা কোথায় জন্মগ্রহণ করেন ?

উঃ বর্তমান বাংলাদেশের অন্তর্গত ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে ।

২. তাঁর দুটি কবিতার বইয়ের নাম লেখো ।

উঃ ভাঙাবুক, বুলবুলিস্তান হল গোলাম মোস্তাফার লেখা দুটি কবিতার বই।


৩. একটি বাক্যে উত্তর দাও।

৩.১. কবিতাটিতে কারা খেলতে এসেছিল?

উঃ নূরু, পুষি, আয়ষা, সফি—এই চারজন মেয়ে এসেছিল।


৩.২. ‘বাগিচা’ শব্দের অর্থ কী? 

উঃ বাগান ৷


৩.৩. বান্নার জন্য তারা কী কী সঙ্গে এনেছিল ?

উঃ আমের গুটি, নারকেল মালার হাঁড়ি, রঙিন খুরি, বঁটি আর ছুরি।


৩.৪. কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল? 

উঃ নূরু গিন্নি সেজেছিল।


৩.৫. মিছিমিছি কী কী খাবার রাঁধা হয়েছিল?

উঃ ধুলোবালির কোর্মা-পোলাও, কাদার পিঠে রাঁধা হয়েছিল।


৩.৬. কবিতায় ওদের খেলার মাঝে কে এসে পড়েছিল? 

উঃ কবি এসে পড়েছিলেন।


৪. যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো :

৪.১. কবিতাটিতে (৪/৩/৫)টি মেয়ের কথা বলা হয়েছে। 

উঃ ৪টি।


৪.২. বিনা (আগুন/জল/কাদা) দিয়েই তাদের হচ্ছে সবার রাঁধা। 

উঃ আগুন


৪.৩. (আম/জাম/চা) বাগিচার তলায় যেন তারা হেসেছে। 

উঃ আম ৷


৫. শব্দঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও 


শব্দঝুড়ি ঃ হাঁড়ি, বোশেখ, ছুরি, আমি, বিপুল

.

৫.১ঃ ---মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম।

৫.২. নারিকেলের মালার---কেউ এনেছে দুটি।

৫.৩. কেউ এনেছে ছোট্ট বঁটি, কেউ এনেছে----।

৫.৪. বসে গেছে সবাই আজি---আয়োজনে।

৫.৫. এমন সময় হঠাৎ----পড়েছি যেই এসে।


উঃ ৫.১. বোশেখ। ৫.২. হাঁড়ি। ৫.৩. ছুরি। ৫.৪. বিপুল। ৫.৫. আমি।



৬. ‘ক’ স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মিলিয়ে লেখো।



উত্তর-       ক’  স্তম্ভ           খ' স্তম্ভ

                 নুন                    লবণ

                ধোঁয়া                   ধুম

                বিপুল                  বড়ো

                আগুন                  অগ্নি

                ঘুম                       নিদ্রা

                বাগিচা                  বাগান

                




9. নীচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো :



উঃ সবাই> স্ + অ + ব্ + আ + ই

উঃ রাধুনি > র্ + আ + ধৃ + উ + ন্ + ই 

উঃ বাগিচা> ব্ + আ + গ্ + ই + চ্ + আ 


উঃ ব্যস্ত > ব্ + ষ্ + অ + স্ + ত্ +অ 


উঃ দুষ্টু> দ্ + উ + ষ্ + ট্ + উ




৮. এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো :

লেরিনাকে, নভোনবজ, রকাঅণে, নয়োজআ, ণমনি


উঃ লেরিনাকে > নারিকেল

নভোনবজ > বনভোজন

 রকাঅণে > অকারণে

 নয়োজআ > আয়োজন

ণমনিন্ত্র  > নিমন্ত্রণ




৯. বর্ণবিশ্লেষণ করো : গিন্নি, আঁচল, নিমন্ত্রণ, কোর্মা, রঙিন ।

উঃ গিন্নি—গ্ + ই + ন্ + ন্ + ই। 

আঁচল—আঁ + চ্ + অ + ল। 

নিমন্ত্রণ—ন্ + ই + ম্ + অ + ন্ + ত্ + র্

+অ+ন। 

কোর্মা—ক্ + ও + র্ + ম্ + আ। 

রঙিন র্ + অ + ঙ্ + ই + ন।



১০. কবিতাটিতে অন্তমিল আছে, এমন পাঁচজোড়া শব্দ লেখো : যেমন— ধুম / ঘুম।

উঃ গুটি-সুটি। 

খুরি-ছুরি। 

ভাত-হাত। 

রাঁধা-কাঁদা। 

নুন-খুন।


১১. কবিতায় ধুলোবালি দিয়ে কোর্মা-পোলাও ও কাদা দিয়ে পিঠে তৈরির কথা বলা হয়েছে। মিছিমিছি রান্নাবাটি খেলায় আর কী কী রান্না ধুলো-বালি, কাদা দিয়ে তৈরি করতে পারো লিখে জানাও ।

উঃ ধুলোবালি দিয়ে ভাত রাঁধা যায়, পায়স রাঁধা যায়, খিঁচুড়ি রাঁধা যায়। কাদা দিয়ে রুটি, লুচি, পরটা ইত্যাদি বানানো যায় ।


১২. বাক্যরচনা করো ঃ বনভোজন, মিছিমিছি, বাগিচা, আঁচল, ছুরি, নিমন্ত্রণ।

উঃ বনভোজন—কাঁসাই নদীর তিরে আমরা বনভোজন করতে গিয়েছিলাম। 

মিছিমিছি—তোমার পাল্লায় পড়ে আমাকে

মিছিমিছি এত হাঁটতে হল। 

বাগিচা—দার্জিলিং জেলায় প্রচুর চা বাগিচা আছে। আঁচল—মায়ের আঁচল ধরে ছেলেটি মেলা

দেখতে গিয়েছিল।

 ছুরি—পাকা পেপে ভোঁতা ছুরি দিয়েও কাটা যায়। নিমন্ত্রণ—এবার প্রায় পাঁচশো নিমন্ত্রণ পত্র ছাপা হয়েছে ।



১৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

১৩.১. নূরু, শফিরা দুপুরবেলা ঘুমোয়নি কেন?

উঃ দুপুরবেলা মা-বাবা ঘুমিয়ে পড়েছে দেখে নুরু, শফিরা আম-বাগিচার তলায় আয়ষা ও সফির সঙ্গে বনভোজন করছিল।


১৩.২. কবি এসে পড়ায় সবাই পালিয়ে গিয়েছিল কেন?

উঃ এখানে ‘সবাই’ বলতে খুদে চারটি মেয়ের কথা বোঝানো হয়েছে। স্বাভাবিক নিয়মে একটু লাজুক প্রকৃতির হয়। তারা চার বন্ধু মিলে যা রান্না করছিল তা যে হাস্যকর এটা সেই মেয়েগুলি নিজেরাও জানে। তাই কবি এসে পড়ায় তারা লজ্জায়

খিলখিলিয়ে হেসে পালিয়েছিল।


১৩.৩. বন্ধুদের সঙ্গে কখনও বনভোজনে গিয়ে থাকলে সেই অভিজ্ঞতার কথা কয়েকটি বাক্যে লেখো।

উঃ গত বছর ২৫ ডিসেম্বর আমাদের স্কুল থেকে একটি ছাত্রছাত্রীর দল ইছামতী নদীর তীরে বনভোজনে গিয়েছিলাম। আমরা ছিলাম ১২ জন। আমাদের সঙ্গে ছিলেন একজন শিক্ষক মহাশয় এবং একজন শিক্ষিকা। কনকনে ঠান্ডার দিনে সকাল ৭ টায় একটা মিনিবাস ভাড়া করে আমরা সবাই খুব হইচই করে প্রায় বেলা ৯টার মধ্যে ইছামতী নদীর তীরে পৌঁছোলাম। ওই নদীতে চর ছিল অনেকখানি। সেখানে আমাদের সঙ্গে দুজন রাঁধুনি ছিল। তারা বেলা একটার মধ্যে রান্নাবান্না করে ফেলল। আমরা এর মধ্যে নদীর বিশাল চরে মনের আনন্দে ছুটোছুটি করে কাটালাম। আকাশের রোদ্দুর তখন আমাদের ভীষণ আরামদায়ক মনে হচ্ছে। বেলা  ২টোর মধ্যে সকলের খাওয়া-দাওয়া শেষ হয়ে গেল।

নানপুরি, চিকেনকষা, ফিসফ্রাই, পনির পোস্ত, চাটনি, পাপড় আর সন্দেশ ছিল আমাদের খাদ্যতালিকায়। বড়োদিনের ছুটি আমাদের বনভোজনের আনন্দ সারাজীবন মনে থাকবে। সন্ধে সাড়ে ৬টার মধ্যে আমরা বাড়ি ফিরে এলাম।




১৩.৪, বৈশাখ মাসের দুপুরে নুরু, পুষি, আয়ষা, শফিরা মিছিমিছি রান্নাবাটি খেলা খেলছিল। তুমি গরমের ছুটিতে দুপুরবেলাগুলো কেমন করে কাটাও সে বিষয়ে লেখো।

উঃ বৈশাখ মাসের দুপুর মানে আমাদের কাছে খুব আনন্দের। কারণ সেইসময় মা-বাবা, দাদা-দিদি, কাকা-কাকি প্ৰায় সকলেই গরমে ক্লান্ত হয়ে বিশ্রাম করে। আমাদের বকাঝকা করার কেউ থাকে না। আমরা সুযোগ পেয়ে আমবাগানে চলে যাই। আমি আমার ছোড়দি খানিকটা বিটনুন সঙ্গে নিয়ে যাই। আমবাগানে আমাদের আরও তিনচারজন ছেলেমেয়ে সঙ্গী-থাকে। আমরা কেউ গাছে উঠে অথবা গাছে ঢিল মেরে কাঁচামিঠে আম পেড়ে ছুরি দিয়ে কাটি আর চাকুম চুকুম শব্দ করে খাই। গালগগুলো করে সময় আমাদের কেটে যায়।



১৪. গদ্যরূপ লেখো : বোশেষ, চৈত, হলদি, মিঠে।

উঃ বোশেখ—বৈশাখ। 

চৈত—চৈত্র।

 হলদি – হলুদ। 

মিঠে—মিষ্টি।



১৫. একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো : ইচ্ছা, বাগান, চড়ুইভাতি, নিদ্রা ৷

উঃ ইচ্ছা—সখ (শখ)

। বাগান – বাগিচা। 

চড়ুইভাতি—বনভোজন।

 নিদ্রা—ঘুম।



১৬. বিপরীতার্থক শব্দ লেখো : আজি, ছোটো, হেসে, শুরু, তলায়।

উঃ আজি—কাল। 

ছোটো—বড়ো। 

হেসে— কেঁদে। 

শুরু—শেষ। 

তলায় – আগায় ।




১৭. নীচের সূত্রগুলি কাজে লাগিয়ে শব্দ ছকটি পুরণ করো :

সমাধান :

পাশাপাশি : ১. আমের গুটি। ৪. খুরি। ৬. গিন্নি। ৭. নুরু। ১০. হাত। ১১. পিঠে।

উপর-নীচ : ১. আমবাগিচা। ২. রঙিন। ৩. নারিকেলের মালা। ৫. শুরু। ৮. ভাত। ৯. মিঠে।



আর ও কিছু প্রশ্নের উত্তর

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

(ক) কবিতায় (৪টি/৫টি/৬টি) মেয়ে এসেছে।

অতিরিক্ত প্রশ্নোত্তর

(খ) (আম-বাগিচার/জাম-বাগিচার/লিচু-বাগিচার) তলায় যেন তারা হেসেছে।

(গ) (বোশেখ মাসের/জ্যৈষ্ঠ মাসের/শ্রাবণ মাসের) এই দুপুরে নাইকো কারো ঘুম।

(ঘ) গিন্নি হল (নুরু/আয়ষা/শফি)।

উত্তর : ৪টি।

উত্তর : আম-বাগিচার।

উত্তর : বোশেখ মাসের।

উত্তর : নুরু।


অন্য গুলির উত্তর দেখুন

(১) সবার আমি ছাত্র

(২) নরহরি দাস

(৩) বনভোজন

(৪) তোত্তোচানের অ্যাডভেঞ্চার

(৫)   ছেলে বেলায় দিনগুলি

(৬)  বনের খবর

(৭)  মালগাড়ি 

 (৮)  বিচিত্র সাধ

(৯)  আমি সাগর পাড়ি দেবো

আর ও আমি সাগর পাড়ি দেবো

(১০)  আলো

(১১)  আমাজনের জঙ্গলে

(১২)  দক্ষিণ মেরু অভিযান

(১৩) অ্যাডভেঞ্চার বর্ষায়

(১৪) আমার মা-র বাপের বাড়ি

(১৫) দূরের পাল্লা

(১৬) নইলে

(১৭) ঘুম পাড়ানি ছড়া

(১৮) আদর্শ ছেলে

(১৯)  যতীনের জুতো

(২০)   ঘুম ভাঙ্গানি

(২১)   মায়াদ্বীপ

(২২)  বাঘা যতীন

আর ও  বাঘা যতীন



বিজ্ঞান মেধা পরীক্ষা

English question