একাদশ শ্রেণীর বাংলা বিদ্যাসাগর কবিতা প্রশ্ন উত্তর নূতন সিলেবাস
একাদশ শ্রেণীর বাংলা
নূতন সিলেবাস
(২০২৪)
বিদ্যাসাগর (কবিতা)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
MCQ প্রশ্ন উত্তর
(১) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা রচয়িতা হলেন -
(ক) মাইকেল মধুসূদন
(খ) দত্ত ঈশ্বরচন্দ্র শর্মা
(গ)কাজী নজরুল ইসলাম
(ঘ)মেঘদুত
উত্তর- মাইকেল মধুসূদন দত্ত
(২) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি উৎস হল-
(ক) সপ্তদশী কবিতাবলী
(খ) চতুর্দশী কবিতাবলী
(গ) ত্রয়োদশী কবিতাবলী
(ঘ) একাদশী কবিতাবলী
উত্তর- সপ্তদশী কবিতাবলী
(৩) বিদ্যাসাগর কবিতাটি মূল গ্রন্থের যত সংখ্যক কবিতা-
(ক) ৮২
(খ) ৮৩
(গ) ৮৫
(ঘ) ৮৬
উত্তর- ৮৬ সংখ্যা
(৪) বিদ্যাসাগর কবিতাটি যে জাতীয় কবিতা-
(ক) রাশিতত্ত্ব
(খ) সনেট
(গ) ষষ্ঠক
(ঘ) ভাবনা তত্ত্ব
উত্তর -সনেট
(৫) সনেট কথার অর্থ-
(ক) সমদৈর্ঘ্যের ১৪ পঙ্ক্তির কবিতা
(খ) সম ভাবনার ১৪ পঙ্ক্তির কবিতা
(গ) বিশ্লেষণের ১৪ পঙ্ক্তির কবিতা
(ঘ) কক্ষের১৪ পঙ্ক্তির কবিতা
উত্তর -সমদৈর্ঘের ১৪ পঙ্ক্তির কবিতা
(৬) বিদ্যাসাগর কবিতাটা যে ছন্দের লেখা-
(ক) বিষ্ণুঅক্ষর ছন্দ
(খ) অমিত্রাক্ষর ছন্দ
(গ) অমৃত অক্ষর ছন্দ
(ঘ) কদম অক্ষর ছন্দ
উত্তর- অমিত্রাক্ষর ছন্দ
(৭) "বিদ্যার সাগর তুমি" যার উদ্দেশ্যে এই উক্তি করা হয়েছে
(ক) ঈশ্বরচন্দ্র বসু
(খ) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) বিদ্যাসাগর রায়
(ঘ) দীননাথ বিদ্যাসাগর
উত্তর -ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(৮) কবি যাকে করুণার সিন্ধু বলেছেন-
(ক) নজরুলকে
(খ) বিদ্যাসাগরকে
(গ) বসু মিত্র কে
(ঘ) প্রিয়দর্শিনী কে
উত্তর -বিদ্যাসাগরকে
(৯) করুণা সিন্ধু বলতে বোঝানো হয়েছে -
(ক) সিন্ধুর কন্যা করুণার কথা
(খ) বিদ্যাসাগর মহাশয়ের করুণার কথা
(গ) সিন্ধুর পত্নী করুনার কথা
(ঘ) সিন্ধুর কন্যা করুণার কথা
উত্তর-বিদ্যাসাগর মহাশয়ের করুণার কথা
(১০) "যে জানে মনে" এখানে যার জানার কথা বলা হয়েছে -
(ক) বিদ্যাসাগর
(খ) মধুসূদন দত্ত
(গ) নজরুল
(ঘ) রবীন্দ্রনাথ।
উত্তর -মধুসূদন দত্ত
(১১) বিদ্যাসাগর কবিতায় দীনের বন্ধু হলেন -
(ক) নজরুল
(খ) রবীন্দ্রনাথ
(গ) বিদ্যাসাগর
(ঘ) মধুসূদন
উত্তর -বিদ্যাসাগর
(১২) "হিমাদ্রি" শব্দের অর্থ হল -
(ক) সুবর্ণ কান্তি পর্বত
(খ) উচ্চ পর্বত
(গ) বরফে ঢাকা পর্বত
(ঘ) নিচু পর্বত
উত্তর -সুবর্ণ কান্তি পর্বত
(১৩) "হেমকান্তি" কথার অর্থ-
(ক) স্বর্ণ কান্তি পর্বত
(খ) বনে ঢাকা পর্বত
(গ) হিমে ঢাকা পর্বত
(ঘ) লতাপাতা ঢাকা পর্বত
উত্তর -স্বর্ণক্রান্তি পর্বত
(১৪) বিদ্যাসাগর কবিতায় হিমাদ্রির হিমকান্তি এর সঙ্গে তুলনা করেছেন-
(ক) লেখক নিজেকে
(খ) বিদ্যাসাগরকে
(গ) বিদ্যাসাগরের জ্ঞানকে
(ঘ) হিমাদ্রি পর্বত কে
উত্তর- বিদ্যাসাগরের জ্ঞানকে
(১৫) 'কিরণ' শব্দটির অর্থ-
(ক) আলো
(খ) আলোক রশ্মি
(গ) রশ্মি পাত
(ঘ) সূর্য রশ্মি
উত্তর -আলোক রশ্মি
(১৬) ' অম্লান'-কথাটির অর্থ -
(ক) নির্মল
(খ) অমলিন
(গ) মলিন
(ঘ) মেলালিন
উত্তর -অমলিন
(১৭) মহাপর্বতের সুবর্ণচরণে আশ্রয় পাওয়া ব্যক্তিকে কবির মনে হয়েছে -
(ক) করুনাবান
(খ) ভাগ্যবান
(গ) হতভাগ্য
(ঘ) ময়াময়
উত্তর -:ভাগ্যবান
'(১৮) যে জন আশ্রয় লয়' এখানে আশ্রয় নেয়ার কথা বলা হয়েছে-
(ক) হিমালয়ের স্বর্ণচরনে
(খ) হিমালয়ের পাদদেশে
(গ) হিমালয়ে চূড়ায়
(ঘ) হিমালয় হিমরেখায়
উত্তর হিমালয়ের স্বর্ণচরণে
(১৯) বিদ্যাসাগর কবিতায় 'গিরীশ' বলতে বোঝানো হয়েছে-
(ক) গিরিরাজ হিমালয় কে
(খ) হিমালয়ে আশ্রয়রত সাধুকে
(গ) রাজা গিরিশকে
(ঘ)রাজ্যপাট হারানো গিরিশ কে
উত্তর -গিরিরাজ হিমালয় কে
(২০) বিদ্যাসাগরের হৃদয়কে যে পর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে -
(ক) মহাকাল
(খ) হিমালয়
(গ) আরাবল্লী
(ঘ) আন্দ্রিজ
উত্তর -হিমালয়
'(২১) দানে বারি'- কে বাড়ি দান করে?
(ক) পর্বত
(খ) মেঘ
(গ) আকাশ
(ঘ) নদী
উত্তর নদী
'(২২) বাবি' শব্দের অর্থ হলো-
(অ) বৃষ্টিপাত
(খ) কুয়াশা
(গ) তুষারপাত
(ঘ) জল
উত্তর- জল
(২৩) ' বিমলা' শব্দের অর্থ হলো-
(ক) পরিষ্কার
(খ) পরিচ্ছন্ন
(খ) অগোছালো
(ঘ) নোংরা
উত্তর পরিচ্ছন্ন
(২৪) বিদ্যাসাগর কবিতায় 'কিঙ্করী' শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে--
(ক) পর্বত
(খ) নদী
(গ) পাহাড়
(ঘ) জল
উত্তর- নদী
(২৫) বিদ্যাসাগরের নিঃশব্দ উপকারের মানসিকতার কবি যেভাবে বলতে চেয়েছেন-
(ক) কমলা সুন্দরী
(খ) বিমলা কিঙ্করী
(গ) বারি দান
(ঘ) সুজলা-সুপলা
উত্তর- বিমলা কিঙ্করী
(২৬) ' যোগায় অমৃত ফল'- এখানে অমৃত ফল যোগায়-
(ক) নদী
(খ) পর্বত
(গ) গাছেরা
( ঘ) মাটি
উত্তর -গাছেরা
(২৭) 'দাসরূপ ধরি'- কবিতায় যারা দাস রূপ ধরেছে-
(ক) নদী
(খ) সমুদ্র
(গ) সিন্ধু
(ঘ) তরু দল
উত্তর :;তরু দল
(২৮) বিদ্যাসাগর কবিতায় অমৃত ফল বলতে বোঝানো হয়েছে -
(ক) বিদ্যাসাগরের অকৃপণ দান
(খ) বিদ্যাসাগরের ভালোবাসা
(গ) বিদ্যাসাগরের মায়া
(ঘ) বিদ্যাসাগরের আশা ভরসা
উত্তর -বিদ্যাসাগরের অকৃপণ দান
(২৯) তরু দল যেভাবে অমৃত ফল যোগায় -
(ক) হেলে দুলে
(খ) বাতাসে ভেসে
(গ) পরম আদরে
(ঘ) তুষার ঢাকা গায়ে
উত্তর- পরম আদরে
(৩০) বিদ্যাসাগর কবিতায় 'পরিমল: শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে -
(ক) পরিচ্ছন্ন
(খ) সুগন্ধ
(গ) পরিষ্কার
(ঘ) নোংরা
উত্তর -সুগন্ধ
(৩১) যারা পরিমলে দশদিক ভরিয়ে তোলে তারা হলো--
(ক) গাছপালা
(খ) আকাশ
(গ) বাতাস
(ঘ) ফুলকুল
উত্তর -ফুলকুল
(৩২) দিবসে শীতল ছায়া দান করে- -
(ক) বনস্পতি
(খ) বনেশ্বরী
( গ) মায়াবিনী
(ঘ) বন হরি
উত্তর- বনেশ্বরী
(৩৩) বনেশ্বরী রাত্রিতে দান করে -
(ক) শীতল ছায়া
(খ) চিতল বাতাস
(গ) সুশান্ত নিদ্রা
(ঘ) প্রাকৃতিক দৃশ্য
উত্তর- সুশান্ত নিদ্রা
(৩৪) কবিতায় শীতল শাশী শব্দের অর্থ হল-
(ক) সুশান্ত বাতাস
(খ) শীতল বাতাস
(গ) ঠান্ডা আবহাওয়া
(ঘ) শীতল রাত্রি
উত্তর- শীতল বাতাস
(৩৫) বনেশ্বরীর মত কবিকে তার দুর্দিনে আশ্রয় দিয়েছিলেন -
(ক) নজরুল ইসলাম
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) ভবানী পাঠক
(ঘ) মনীশেখর বসু
উত্তর -ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বিদ্যাসাগর কবিতার প্রশ্নের উত্তর দেখুন
পুঁইমাচা গল্পের প্রশ্নের উত্তর দেখুন
একাদশ শ্রেণি বাংলা প্রজেক্ট দেখুন