তৃতীয় শ্রেণীর বাংলা ফুল গল্পের হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর
তৃতীয় শ্রেণীর বাংলা
গল্প;- ফুল
লেখিকা-সুখলতা রাও
হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর
১.পরিরা জাদু জানে। তারা ইচ্ছা করলেই অনেক কিছু বদলে ফেলতে পারে। তাদের আছে জাদুছড়ি। ধরো, তুমিও একদিন পেয়ে গেলে এমনই এক জাদুছড়ি। বদলে ফেলো তোমার অপছন্দের তিনটি জিনিস, কী কী বদলালে, লিখে রাখো।
উঃ। ১। যারা ছোটো ছেলেমেয়েদের ভয় দেখান ও অত্যাচার করে তাদের মন বদলে দেবো।
২। পৃথিবীর দূষণ বদলে দেবো এই পৃথিবী যাতে আরও ফুল ও ফলে ভরে ওঠে।
৩। যেসব ছেলেমেয়েদের পড়তে ভালো লাগে না তাদের সেই ভালো না লাগাটা বদলে দেবো।
২. নীচে দেওয়া বাক্যগুলিতে কিছু শব্দ বাদ পড়েছে। পাশের শব্দ-ঝুড়ি থেকে ঠিক শব্দগুলো নিয়ে বাক্যগুলো ঠিক করে দাও : টক, মিষ্টি, ওপরে, নীচে, আলো, অন্ধকার, খারাপ, ভালো, পশ্চিম
২.১ কাঁচা আম, খেতে টক, পাকা আম মিষ্টি হয়।
২.২ নাগরদোলা বারবার ওপরে ওঠে, আবার নীচে নামে।
২.৩ সকালবেলা সূর্য উঠলে চারদিক আলো আর রাতের বেলা সব অন্ধকার হয়ে যায়।
২.৪ আমি যদি দুষ্টমি করি, সবাই আমাকে খারাপ বলবে, কিন্তু যদি কথা শুনি সবাই বলবে ভালো।
২.৫ পূর্ব দিকে সূর্য উঠলেও পশ্চিম দিকে অস্ত যায়।
৩. নীচে কতগুলো ফাঁকা জায়গা দেওয়া হলো। ঠিক শব্দ বেছে নিয়ে বাক্য গঠন করো ঃ
৩.১ নানা রঙের কুঁড়ি থেকে হয় নানা রঙের--
ফল / পাতা / ফুল) ।
উঃ। নানা রঙের কুঁড়ি থেকে হয় নানা রঙের ফুল।
৩.২ পৃথিবীর পাতাভরা বাগানে নেমে এল----
(জলপরিরা/ফুলপরিরা/বনপরিপা)।
উঃ। পৃথিবীর পাতাভরা বাগানে নেমে এল ফুলপরিরা।
৩.৩ - (রোদ/বৃষ্টি/আলো) এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত।
উঃ। আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত।
(শুঁকে শুঁকে/উড়িয়ে/ঝরিয়ে) চলে গেল।
৩.৪ বাতাস পাতা
উঃ। বাতাস পাতা শুঁকে শুঁকে চলে গেল।
৩.৫ এখনও নাকি ফুলপরিরা নেমে আসে।
উঃ। এখনও নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে।
. (ট্যাক্স) পৃথিবীতে। আগা)।
৪. ফুলের মধ্যে কিছু গুণ আছে যা অন্যকে সুন্দর করে তুলতে সাহায্য করে। নীচে গুগুলো দিয়ে দেওয়া
শব্দগুলোর ভাব বজায় রেখে নতুন বাক্য তৈরি করো (একটি করে দেওয়া হলো)
৫. দু-একটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও ঃ
৫.১ কোন্ সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছেন ?
উঃ। অনেক অনেক কাপ আগে, যখন মানুষ জন্মায়নি, মাটির উপর শুধু বড়ো বড়ো ঘাস আর পাতা গাছ ছিল। তখন পৃথিবীতে ফুল ছিল না।
৫.২ যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না, তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল?
উঃ। তখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না। তখন পৃথিবী বড়ো বড়ো বড়ো ধান আর পাতা ভর্তি ছিল। আলো এসে ফুলদের খুঁজে যেত আর বাতাস পাতা শুঁকে শুঁকে চলে যেত।
৫.৩ ফুলপরিরা কেমন পোশাক পরে? তারা কী খায়?
উঃ। ফুলপরিরা ফুলের পাপড়ির পোশাক পারে। তারা ফুলের মধু পায়।
৫.৪ ফুলপরিদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছি, তাতে কী কী রঙের ফুল ফুটেছিল ?
উঃ। ফুলপরিদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল, তাতে সাদা, নীল, হলদে, লাল ও বেগুনি রঙের ফুল ফুটেছিল।
৫.৫ গভীর জঙ্গলে সারারাত ফুলপরিরা কী করে?
উঃ। রাত হলেও চাঁদ উঠলে গভীর জ্যালে ফুলপরিরা নেমে আসে। সারারাত ফুলপরিরা ফুলবনে হাত ধরাধরি করে নাচ করে। ভোর না-হতেই আবার চলে যায়।
৫.৬ গভীর জঙ্গলেই বা তারা কেন নেমে আসে ?
উঃ। গভীর জঙ্গলে ফুলবন থাকে, সেখানে মানুষ থাকে না। তাই গভীর জালের ফুলবান কুলপরিরা নেমে আসে।
৬. এই গল্পে বলা হয়েছে পরিরা কীভাবে পৃথিবীতে ফুল ফোটাল। তুমি তোমার ভাষায় নেই ঘটনাটি লেখো।
উঃ। ফুলপরিরা অনেক কাল আগে পৃথিবীতে এসে দেখেছিল যে সেখানে ফুল নেই। তারপর তারা সকলে নিলে নিজেদের দেশ থেকে অনেক ফুলের বীজ নিয়ে এল। সেইসব বীজ পরিরা মাঠে, বনে ছড়িয়ে দিল। এরপর বীজ থেকে গাছ গজাল। তারপর গাছে এল কুঁড়ি। এরপর সেই কুঁড়ি ফুটল এবং সাদা, লাল, নীল, হলুদ, বেগুনি নানান ফুলে পৃথিবী ভরে গেল। পৃথিবী সুন্দর হয়ে উঠল। এভাবেই ফুলপরিরা পৃথিবীতে ফুল ফুটিয়েছিল।
৭. কোন ঋতুতে কী কী ফুল ফোটে তা নীচের ছকে লেখো :
উঃ । গ্রীষ্ম > টগর, জুঁই, বেল
বর্ষা > দোপাটি > রজনীগন্ধা > গন্ধরাজ
শরৎ > শিউলি, স্থলপদ্ম
হেনস্ত > চন্দ্রমল্লিকা ,গোলাপ
শীত > ডালিয়া গাঁদা
বসন্ত > চাপা, পলাশ
৮. একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো :
উঃ। বসুধা — পৃথিবী।
মৃত্তিকা — মাটি।
বায়ু - বাতাস।
বৃক্ষ—গাছ।
অলি— মৌমাছি।
তৃণ— ঘাস।
৯. 'ক' স্তম্ভের সাথে 'খ' স্তম্ভ মিলিয়ে লেখো :
ক' স্তম্ভ 'ক' স্তম্ভ
ফুল মধু
পরি রাত
বাগান গাছ
পাপড়ি পোশাক
১০. বর্ণ বিশ্লেষণ করো।
পৃথিবী = প+ ঋ+ থ+ ই+ব+ঈ
চমৎকার = চ+ ম + ৎ+ ক+আ +র
সৌমাছি = ম+ঔ+ম+আ+ছ+ই
জঙ্গল = জ+ঙ+ঘ+ল্
মানুষ = ম +আ+ ন + উ+ ষ
১১, ক-টি বাক্য খুঁজে পেলে লেখো ।
অনেক অনেক কাল আগে, যখন মানুষ জন্মায়নি, তখন পৃথিবীতে ফুল ছিল না। মাটির উপর ছিল কেবল কারো কারো ঘাস আর পাতা গাছ। আলো এসে ফুলদের খুঁজে খুঁজে হাত। বাতাস পাতা শুকে শুকে সঙ্গে হোত। হারা, গ্রুপ নেই।
উঃ। পাঁচটি বাক্য খুঁজে পেলাম।
১২. বিপরীতার্থক শব্দ লেখো ।
রাত-দিন,
বড়ো -ছোটো,
আগে -পারে,
যেত— আসতো,
অনেক - কম
১৩. কার্য-কারণ সম্পর্ক অনুযায়ী পাশে পাশে বাক্য লেখো ।
১৩.১ পরিবা দুঃখে চলে যেত।
উঃ। পরিরা দুঃখে চলে যেতে কারণ, গ্রুপ নেই।
১৩.২ চলো, আমরা ফুল নিয়ে আলি।
উঃ। চলো, আমরা ফুল নিয়ে আলি কারণ, এমন চমৎকার জায়গায় ফুল নেই।
১৩.৩ মাস শুয়ে পড়েছে।
উঃ। তাদের পায়ের চাপে কারণ, সারারাত স্বপপরিরা নাচ নেচেছে বাসের উপর।
১৪, নীচের সূত্রগুলি কাজে লাগিয়ে শব্দছকটি পূরণ করো ।