"ঘুম ভাঙানি ছড়া" চতুর্থ শ্রেণীর বাংলা হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর
চতুর্থ শ্রেণীর বাংলা
ঘুম পাড়ানি ছড়া
স্বপন বুড়ো
হাতেকলমে প্রশ্নের উত্তর
১. অখিল নিয়োগী শিশুদের কাছে কী নামে পরিচিত?
উঃ অখিল নিয়োগী শিশুদের কাছে ‘স্বপনবুড়ো' নামে পরিচিত ।
২. তাঁর লেখা একটি বইয়ের নাম লেখো।
উঃ তাঁর লেখা অন্যতম বই হল 'ধন্যি ছেলে'।
৩. ঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :
উঃ কা জ ল, স চ্ছ তা, স্ব প ন, পু তু ল, খে চ্ র।
৪. কবিতাটি পড়ে কত জোড়া অন্ত্যমিল খুঁজে পেয়েছ লেখো :
উঃ নয়ন দুটি
মুঠি মুঠি
গুটি গুটি
মাসি-পিসি
দাঁতে মিশি
পুতুল যত
শুনবে কত
আকাশ কোণে
স্বপন বোনে
৫. কবিতায় ‘মিশি’ শব্দটি একটি দ্রব্যের নাম হিসেবে ব্যবহৃত হয়েছে। এই শব্দটিকে ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করে তুমি কতগুলি অর্থে প্রয়োগ করতে পারো লেখো।
উঃ ‘মিশি’ শব্দটিকে ক্রিয়াপদে ব্যবহার করে ঃ
মিশি (মিশ্রণ)
মিশি (মিলিত)
মিশি (লীন বা বিলীন হয়ে যাওয়া)
৬. আমরা আমাদের প্রতিদিনের কথাবার্তায় এরকম শব্দবন্ধ ব্যবহার করে থাকি। যেমন : দুধের সর, গাছের পাতা, পুকুরের জল। তোমরা এরকম আরও কয়েকটি শব্দবন্ধ যা আমরা প্রতিদিনের কথাবার্তায় ব্যবহার করে থাকি, লেখো ।
উঃ বই-এর পাতা, মাছের ঝোল, পুজোর জামা, জুতোর ফিতে, দাদুর চশমা, বাবার ব্যাগ ইত্যাদি।
৭. পরের পতিটি লেখো :
উঃ ঘুমপাড়ানি মাসি-পিসি—ওই যে দিয়ে দাঁতে মিশি।
ঘুমিয়ে পড়ে খেলাঘরের পুতুল যত—রাত বাড়ে, আর ঝিঁঝির ছড়া শুনবে কত?
চাঁদ যে ঝিমায় আকাশ কোণে—সন্ধ্যাতারা স্বপন বোনে।
৮. ‘ছড়া’ শব্দটি কবিতায় ‘পদ্য’ এই অর্থে ব্যবহৃত হয়েছে। এই অর্থ ছাড়া ‘ছড়া” শব্দটি তুমি আর কী কী অর্থে ব্যবহার করতে পারো, বাক্যে প্রয়োগ করে দেখাও।
উঃ ছড়া শব্দটির ভিন্ন প্রয়োগ :
ছড়া (ছড়ানো)—আমাদের উঠোনটা এখন শিউলিফুলে ছড়াছড়ি।
ছড়া (ছাল উঠে যাওয়া)—খেলতে গিয়ে ভাইয়ের পা ছড়ে গেল।
ছড়া (গুচ্ছ)—মেলা থেকে এক ছড়া মালা আনবে।
ছড়া (ছিটিয়ে দেওয়া)—ঠাকুমা রোজ সকালে উঠোনে গোবর ছড়া দেয় ৷
অন্য গুলির উত্তর দেখুন
(১) সবার আমি ছাত্র
(২) নরহরি দাস
(৩) বনভোজন
(৬) বনের খবর
(৭) মালগাড়ি
(৮) বিচিত্র সাধ
আর ও আমি সাগর পাড়ি দেবো
(১০) আলো
(১১) আমাজনের জঙ্গলে
(১২) দক্ষিণ মেরু অভিযান
(১৩) অ্যাডভেঞ্চার বর্ষায়
(১৪) আমার মা-র বাপের বাড়ি
(১৫) দূরের পাল্লা
(১৬) নইলে
(১৭) ঘুম পাড়ানি ছড়া
(১৮) আদর্শ ছেলে
(১৯) যতীনের জুতো
(২০) ঘুম ভাঙ্গানি
(২১) মায়াদ্বীপ
(২২) বাঘা যতীন
আর ও বাঘা যতীন