নোটবই সপ্তম শ্রেণীর বাংলা (হাতে কলমে)অনুশীলন প্রশ্নের উত্তর
সপ্তম শ্রেণীর বাংলা
নোটবই
সুকুমার রায়
হাতে-কলমে অনুশীলন প্রশ্নের উত্তর
১. একটি বাক্যে উত্তর দাও :
১.১ নোটবই কী ধরনের লেখাতে ভরা?
উঃ। নোটবই পৃথিবীর যাবতীয় সম্ভব-অসম্ভব প্রশ্ন উত্তরে ভরা।
১.২ বক্তা কী করে নিজে নিজে নোট বইটি লিখলেন ?
উঃ। বক্তা যেখানে যা শোনেন এবং তাঁর মনে যা আসে তা তিনি নোটবইতে লিখে রাখেন।
২. চটপট, চটচট, ছটফট, কটকট—এই শব্দগুলো কী ধরনের শব্দ? চটপট আর ছটফট এই দুটি শব্দ দিয়ে দুটি বাক্যরচনা করো। উঃ। এই ধরনের শব্দগুলো হল ধ্বন্যাত্মক শব্দ।
চটপট—চটপট হাত-মুখ ধুয়ে পড়তে বোস।
ছটফট—এত ছটফট করলে চুল কাটতে অসুবিধে হবে।
৩. নীচের বিশেষ্যগুলোর আগে উপযুক্ত বিশেষণ বসাও ঃ লণ্ঠন, লংকা, আঠা।
উঃ। জ্বলন্ত লণ্ঠন। ঝাল লংকা। চটচটে আঠা।
৪. একই অর্থযুক্ত আর-একটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো ঃ পা, উত্তর, অস্থিরতার ভাব, তীক্ষ্ণতা।
উঃ। পা-ঠ্যাং।
উত্তর—জবাব।
অস্থিরতার ভাব—ছটফট।
তীক্ষ্ণতা—ঝাজ।
৫. শূন্যস্থান পূরণ করো :
উঃ। বিশেষ্য। বিশেষণ
আঠা আঠালো
মन মানসিক
৬ .নীচের পাগুলোর উত্তর নিজের ভাষার লেখো
৬.১ 'ভালো কথা শুনি সেই চটপট লিখি তায়'—বস্তা কোন কোন ভালো কথা নোটবইয়ে লিখে রেখেছিলেন?
উত্তর- কবি সম্ভব ও অসম্ভব নানারকম ভালো কথা শুনেছেন আর চটপট লিখে রেখেছেন। যেমন – আঠা লাগলে আঙুল কেন চাকরি করে, কাতুকুতু দিলে গোর কেন ছটফট করে, আরশোলা কী খায়, ফড়িঙের ক-টা ঠ্যাং এই সমস্ত ভালো কথা বক্তা সেটি বইতে লিখে রেখেছেন।
৬.২ 'কাল থেকে মনে মোর লেগে আছে খটকা'—কাল থেকে মনে কী খটকা লেগেছে? এই খটকা কীভাবে দূর হবে?
উত্তর- কাল থেকে কবির মনে ঝোলাগুড় সাবানে দেয় না পটকাতে সেই বিষয়ে খটকা বা সন্দেহ লেগে আছে।
মেজদাকে জিজ্ঞেস করে উত্তর জেনে নিলে কবির মনের সেই খটকা দূর হবে।
৬.৩ 'বললে কী, তোমরাও নোটবই পড়োনি'- নোটবই পড়লে আর কী কী জানা যাবে?
উঃ। কবির মতে নোটবই পড়লে জানা যাবে যে জোয়ানের আরকে ঝাঁজ কেন, পেট কেন কামড়ায়, লংকা ঝাল কেন, তেজপাতাতে কেন তেজ, নাক কেন ডাকে, পিলে চমকায় কেন, দুন্দুভি কী, অরণি কাকে বলে এইসব নানা বিষয়।
৭. নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও :
৭.১. ভালো কথা শুনলে কবিতার লোকটি কী করে?
উঃ। ভালো কথা শুনলে কবিতার লোকটি চটপট পেনসিল দিয়ে তার নেটি বইতে সেটি লিখে রাখে।
৭.২. তার শোনা কয়েকটি ভালো কথার নমুনা কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো।
উঃ। তার শোনা কয়েকটি ভালো কথার নমুনা হল ফড়িঙের ক-টা ঠ্যাং, কাতুকুতু দিলে গোরু ছটফট করে কেন, আরশোলা কী কী খায় ইত্যাদি।
৭.৩. কিলবিল, ছটফট, কটকট, টনটন—এগুলো কী ধরনের শব্দ?
উঃ। এগুলি ধ্বন্যাত্মক শব্দ।
৭.৪. 'মাথাঘামানো' এই বিশিষ্টার্থক শব্দবন্ধের অর্থ কী?
উঃ। এর অর্থ হলো কোনো বিষয়ে সমাধান বার করার জন্যে চিন্তা করা।
৭.৫. ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে সেগুলোর উত্তর জেনে নেন?
উঃ। ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা তাঁর মেজদার সাহায্য নিয়ে সেগুলোর উত্তর জেনে নেন।
৭.৬ মানুষের কাছে নোটবই থাকাকে তুমি কি জরুরি বলে মনে করো ?
উঃ। হ্যাঁ। কাজের প্রয়োজনে মানুষের কাছে একটা নোট বই থাকা আমি জরুরি বলে মনে করি।
৭.৭. তুমি যদি নোটবই কাছে রাখো তাতে কী ধরনের তথ্য লিখে রাখবে?
উঃ । আমি নোটবই কাছে রাখলে তাতে আমার জানা নতুন কোনো তথ্য লিখে রাখব যা পরে কোনো সময় কাজে লাগতে পারে।
৭.৮. 'জোয়ান' শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে আলাদা বাক্য লেখো।
উঃ । জোয়ান খাওয়ার পরে জোয়ান খাওয়া ভালো।
জোয়ান – জোয়ান ছেলের কাজকর্ম ছেড়ে ঘরে বসে থাকা ঠিক নয়।
৭.৯. 'আগাগোড়া' এমন বিপরীতার্থক শব্দের সমাবেশ তৈরি করে পাঁচটি শব্দ লেখো।
উঃ। 'আগে পিছে', 'কম বেশি', 'যাওয়াআসা', 'আগেপরে', ‘দিনরাত'।
৭.১০, কবিতাটিতে কোন্ কোন্ পতঙ্গোর উল্লেখ রয়েছে?
উঃ। কবিতাটিতে ফড়িং ও আরশোলার উল্লেখ রয়েছে।
৭.১১. কবিতায় উত্থাপিত কোন্ কোন্ প্রশ্নের উত্তর তুমি জানো?
উঃ। কবিতায় উত্থাপিত ফড়িঙের ক-টা ঠ্যাং, দুন্দুভি কী এবং অরণি কাকে বলে তা আমি জানি।
৭.১২. কোন্ প্রশ্নগুলো পড়ে কবিতাটিকে তোমার কবির খেয়ালি মনের কল্পনা বলে মনে হয়েছে?
উঃ কাতুকুতু খেলে গোরু ছটফট কেন করে, ঝোলাগুড় সাবানে না পটকাতে দেয়, পিলে কেন চমকায় ইত্যাদি। প্রশ্নগুলিকে আমার কবির খেয়ালি মনের কল্পনা বলে মনে হয়েছে।
৮. নীচের শব্দগুলোর গদ্যৰূপ লেখো : তায়, মোর, তেজপাতে।
উঃ। তায়- তাহাতে।
মোর-আমার।
তেজপাতে—তেজপাতা।
৯. বিশেষ্যগুলোকে বিশেষণে আর বিশেষণগুলোকে বিশেষ্যতে বদলে লেখো : মন, আঠা, চটচট, জবাব, পেট।
উঃ । মন-মানসিক।
আঠা আঠালো।
চটচট—চটচটে।
জবাব—জবাবি।
পেটুক—পেট।
অন্য গুলি দেখন
(১) ছন্দে শুধু কান রাখো (১)
(২) কার দৌড় কদ্দুর
(৩) বঙ্গভূমির প্রতি
(৪) পাগলা গণেশ
(৫) আত্মকথা
(৬) চিরদিনের কবিতা
(৮) নোট বই
(৯) স্মৃতি চিহ্ন
(১০) দেবাতাত্মা হিমালয়
(১১) আঁকা- লেখা
(১২) খোকনের প্রথম ছবি
(১৩) ভারত তীর্থ
(১৫) রাস্তায় ক্রিকেট খেলা
(১৬) দিন ফুরালো
(১৭) গাধার কান
(১৮) পটল বাবু ফ্লিমস্টার
(১৯) মেঘ-চোর
(২০) কুতুব মিনারের কথা
(২১) চিন্তা শীল
(২২) একুশের কবিতা
মাকু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর
মাকু হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর
মাকু গল্পের সকল প্রশ্নের উত্তর