'আলো' চতুর্থ শ্রেণীর বাংলা (হাতে-কলমে)অনুশীলন প্রশ্নের উত্তর
চতুর্থ শ্রেণীর বাংলা
আলো
লীলা মজুমদার
হাতেকলমে প্রশ্নের উত্তর
১। লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম কী?
উঃ লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম হল 'সন্দেশ'।
২। তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো।
উঃ তাঁর লেখা দুটি বইয়ের নাম ‘পদিপিসির বর্মিবাক্স’, ‘চিনে লণ্ঠন।”
৩। নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাওঃ
৩.১ নিতাই কে?
উঃ নিতাই পাঠশালার একজন ছাত্র, শম্ভুর সহপাঠী।
৩.২ সারারাত বনের মধ্যে কেমন শব্দ হয় ?
উঃ সারারাত বনের মধ্যে খসখস, ফসফস, মটমট, ফোঁসফোঁস শব্দ হয়, আর বাতাসের শব্দ শোশো বয়।
৩.৩ শম্ভুর দাদু বন থেকে কী কী খুঁজে আনে ?
উঃ শম্ভুর দাদু বন থেকে গাছগাছলা, ওষুধ, আঠা, মধু খুঁজে আনে।
৩.৪ কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল?
উঃ হুতুম, লক্ষ্মীপ্যাঁচা, গাছ, বনবিড়াল, মনসাঝোপ, বাদুর শম্ভুকে ভয় দেখিয়েছিল।
৩.৫ শম্ভু দাদুর জন্য কী আনতে গিয়েছিল?
উঃ শম্ভু দাদুর জন্য হাড়ভাঙা পাতা আর লাল মধু আনতে গিয়েছিল।
৩.৬ দাদুর পায়ের ব্যথা কোন্ ওষুধে সারবে ?
উঃ দাদুর পায়ের ব্যথা হাড়ভাঙা পাতা বেটে লাল মধুর সঙ্গে মিশিয়ে লাগালে সারবে ।
৩.৭ শম্ভু শেষপর্যন্ত মন থেকে কী দূর করতে পেরেছিল ?
উঃ শম্ভু শেষপর্যন্ত মন থেকে ভয় দূর করতে পেরেছিল।
৩.৮ এই নাটকে মোট কয়টি চরিত্রের দেখা মেলে ?
উঃ এই নাটকে মোট পাঁচটি চরিত্রের দেখা মেলে।
৪। ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো :
৪.১ শম্ভুর---- (বারো/তেরো/চোদ্দো) বছর বয়স।
উঃ শম্ভুর বারো বছর বয়স।
৪.২ .-------(পাহাড়ের/বনের/মাঠের) ধারে শম্ভুর দাদুর ঘর।
উঃ বনের ধারে শম্ভুর দাদুর ঘর।
৪.৩ দিনেরবেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে.----।
উঃ দিনেরবেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে শম্ভু।
৪.৪ হাড়ভাঙা পাতার গাছ ----.(পাহাড়ের মাথায়।/সুসনি/শুশুনি।।)
উঃ হাড়ভাঙা পাতার গাছ সুসনি পাহাড়ের মাথায়।
৪.৫ শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল ---- বেড়াল। . (কাক/গোরু/বেড়াল)।
উত্তর- শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল বেড়াল।
৫। 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও।
''ক''
উঃ। 'ক' স্তম্ভ। 'খ' স্তম্ভ
পাঠশালা গুরুমশায়
বন গাছপালা
হাঁড়ি ভাত
অন্ধকার ভয়
মনসাঝোপ কাঁটা
৬। পাশের শব্দঝুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো :
উঃ ৬.১ পাতার ফাঁক দিয়ে বাতাস বসায় শোঁশোঁ।
৬.২ বুড়ো দাদু অসাড় অচেতন হয়ে পড়ে থাকে।
৬.৩ হাতের তলায় মধুর শিশি খুঁজে পায়।
৬.৪ দূরে দূরে খানকতক মনসাঝোপ।
৬.৫ করাল কঠিন ধারালো ভারি।
৭। একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো :
বায়ু-বাতাস।
শিক্ষক—গুরুমশায়।
বিদ্যালয় - পাঠশালা।
অজানা – অদৃশ্য।
শিলা-পাথর।
আঁখি-চক্ষু।
৮। বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্যরচনা করো :
গরম (ঠান্ডা) – ঠান্ডা জলে স্নান করতে হয়।
দুঃখ (সুখ) – দুঃখ যখন আসে সুখ তখন পালিয়ে যায়।
-
দুরন্ত (শান্ত) – আমাদের স্কুলের পরিবেশটা বেশ শান্ত।
ভয় (সাহস) – সাহসীরা বিপদের সঙ্গে লড়তে পারে।
বন্ধ (খোলা) – আমাদের বিদ্যালয়টা বেশ খোলামেলা।
৯। নীচের বর্ণগুলি কোনটি কী তা পাশে ‘/' চিহ্ন দিয়ে বোঝাও ঃ
বর্ণ অল্পপ্রাণ মহাপ্রাণ অঘোষ সঘোষ
ক ✓ X ✓ X
ছ X √ ✓ X
থ X √ ✓ X
দ ✓ X X √
ব ✓ X X √
ঘ X √ X √
ট ✓ X ✓ X
ন ✓ X X √
১০। পাঠ থেকে ধ্বন্যাত্মক শব্দগুলি খুঁজে নিয়ে তার একটি তালিকা তৈরি করো :
যেমন— খসখস ।
উঃ ফসফস। মটমট। ফোঁসফোঁস। শোঁশো। ঝাপুড়ঝুপুড়। সড়াৎ সড়াৎ।
১১। বাক্য বাড়াও :
১১.১ আমি নেব। (কী নেব?) উঃ আমি হাড়ভাঙা পাতা আর শিশি ভরে লাল মধু নেব।
১১.২ দাদু অচেতন হয়েছেন। (কীভাবে?)
.উঃ দাদু গাছ থেকে পড়ে গিয়ে অচেতন হয়েছেন।
১১.৩ চাল নিজে গিয়ে কিনে এনেছিল। (কোথা থেকে?)
উঃ চাল নিজে গিয়ে হাট থেকে কিনে এনেছিল।
১১.৪ নাকে গন্ধ আসছে। (কেমন গন্ধ?
উঃ নাকে সোঁদা গন্ধ আসছে।
১১.৫ বনবেড়ালের দল মনসাঝোপের আড়াল দিয়ে ফিরে যায়। (কোথায় ?)
উঃ বনবেড়ালের দল মনসাঝোপের আড়াল দিয়ে নিজেদের আস্তানায় ফিরে যায়।
১২. নীচের বাক্যগুলির মধ্যে থেকে কর্তা, কর্ম ও ক্রিয়াপদগুলি খুঁজে বের করো ঃ
১২.১ আমি ওষুধ বলে দিচ্ছি।
উঃ এখানে আমি কর্তা।
ওষুধ—কর্ম। বলে দিচ্ছি—ক্রিয়া।
১২.২ বাঁকারা লুকিয়ে আছে।
উঃ এখানে বাঁকারা কর্তা। লুকিয়ে—কর্তা। আছে—ক্রিয়া।
১২.৩ সূয্যি ডুবে গেছে কতক্ষণ !
উঃ এখানে সূয্যি কর্তা। ডুবে—কর্ম। গেছে—ক্রিয়া।
১২.৪ কোপরা তাকে টিটকিরি দেয়।
উঃ এখানে কোপরা কর্তা। টিটকিরি—কর্ম। দেয়—ক্রিয়া।
১২.৫ দাদুকে আমি ভালো করে তুলব।
উঃ এখানে আমি কর্তা। ভালো — কর্ম। তুলব – ক্রিয়া ।
১৩. নীচের দুটি ছবির মধ্যে ছয়টি অমিল খুঁজে বের
উঃ (১) বামহাত, (২) ডানহাত, (৩) মৌচাক থেকে মধু ঝরছে, (৪) টুপি, (৫) পাখি, (৬) ডান হাঁটু।
আর ও প্রশ্নের উত্তর
কে দু-এক কথায় উত্তর দাও :
১। শম্ভুর বয়স কত ?
২। শম্ভু কোথায় পড়তে যেত?
৩। কার কথায় শম্ভুর ভয় ভাঙে না?
৪। কখন শম্ভু ভয়ে কাদা হয়ে যেত? উঃ
৫। কে বাড়ি ফেরেনি ?
৬। কে খাওয়ায় পরায় ?
৭। ঘরের চাল কে উড়িয়ে নিয়ে যাবে?
৮। কারা দরজা ধাক্কা দিচ্ছিল? উঃ নিতাই
৯। দাদু কোথায় পড়েছিলেন?
১০। শম্ভু পিসির পিছনে কী করছিল?
১১। সুসনি পাহাড়ে কী কী পাওয়া যায় ?
উঃ শম্ভুর বয়স বারো বছর।
উঃ শম্ভু পাঠশালায় পড়তে যেত।
রাতেরবেলা শম্ভু ভয়ে কাদা হয়ে যেত।
উঃ দাদুর কথায় শম্ভুর ভয় ভাঙে না।
উঃ শম্ভুর দাদু বাড়ি ফেরেনি।
উঃ বন খাওয়ায় পরায় ।
উঃ ঝড় ঘরের চাল উড়িয়ে নিয়ে যাবে।
আর গুরুমশায় দরজা ধাক্কা দিচ্ছিল।
উঃ দাদু গাছতলায় পড়েছিলেন।
উঃ হাড়ভাঙা পাতা, লাল মধু পাওয়া যায়।
উঃ শম্ভু পিসির পিছনে লুকোচ্ছিল।
অন্য গুলির উত্তর দেখুন
(১) সবার আমি ছাত্র
(২) নরহরি দাস
(৩) বনভোজন
(৬) বনের খবর
(৭) মালগাড়ি
(৮) বিচিত্র সাধ
আর ও আমি সাগর পাড়ি দেবো
(১০) আলো
(১১) আমাজনের জঙ্গলে
(১২) দক্ষিণ মেরু অভিযান
(১৩) অ্যাডভেঞ্চার বর্ষায়
(১৪) আমার মা-র বাপের বাড়ি
(১৫) দূরের পাল্লা
(১৬) নইলে
(১৭) ঘুম পাড়ানি ছড়া
(১৮) আদর্শ ছেলে
(১৯) যতীনের জুতো
(২০) ঘুম ভাঙ্গানি
(২১) মায়াদ্বীপ
(২২) বাঘা যতীন
আর ও বাঘা যতীন