তৃতীয় শ্রেণীর বাংলা নদী কবিতার অনুশীলন প্রশ্নের উত্তর
তৃতীয় শ্রেণীর বাংলা
কবিতা;-নদী
কবি:- শক্তি চট্টোপাধ্যায়
হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর
১. একটি বাক্যে উত্তর দাও :
১.১ নদীর কথা বললে প্রথমেই তোমার কোন নদীর নাম মনে আসে ?
উঃ। নদীর কথা বললে প্রথমেই আমার গঙ্গা নদীর নাম মনে আসে।
১.২ নদী থেকে আমরা কোন্ কোন্ জিনিস পাই?
উঃ। নদী থেকে আমরা জল, বালি, মাছ, কাঁকড়া, চিংড়ি প্রভৃতি পাই।
১.৩ নদীতে চলে এমন কয়েকটি যানবাহনের নাম লেখো।
উঃ। নদীতে চলে এমন কয়েকটি যানবাহন হলো- নৌকা, লঞ্চ, জাহাজ প্রভৃতি।
১.৪ নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছের নাম লেখো।
উঃ। নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছ হলো—রুই, কাতলা, ইলিশ, বেলে প্রভৃতি।
১.৫ নদীর উপর সেতু তৈরি করা হয় কেন ?
উঃ। যাতে স্থলপথে যানবাহন নিয়ে বা পায়ে হেঁটে খুব সহজেই নদী পেরোনো সম্ভব হয়।
২. নীচে পশ্চিমবঙ্গের কয়েকটি নদীর নাম দেওয়া হল। নদীগুলি কোথায় তা শিক্ষিকা/শিক্ষকের থেকে জেনে নিয়ে লেখো।
উঃ। ভাগীরথী—মুরশিদাবাদ।
ইছামতী—উত্তর চব্বিশ পরগনা।
জলঢাকা—জলপাইগুড়ি।
রায়মঙ্গল—দক্ষিণ চব্বিশ পরগনা।
গোসাবা – দক্ষিণ চব্বিশ পরগনা।
সুবর্ণরেখা—পুরুলিয়া।
তিস্তা - জলপাইগুড়ি
তোর্সা—জলপাইগুড়ি।
গন্ধেশ্বরী—বাঁকুড়া।
কংসাবতী—বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর।
দামোদর—বর্ধমান।
রূপনারায়ণ—হাওড়া।
চুৰ্ণি – নদিয়া ৷
৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
৩.১ কবিতায় কবির মনের ইচ্ছাটি কী?
উঃ। কবির মনের ইচ্ছে যদি নদী বাঁকা পথে না গিয়ে সোজা পথে যেত, তাহলে কবিও সারাজীবন নদীর সঙ্গে যেতেন।
৩.২ সেই ইচ্ছা অনুযায়ী তিনি চলতে পারলেন না কেন?
উঃ। নদী সোজাপথে না গিয়ে বাঁকাপথে যায়। কবি
দশজনার নিষেধের কারণে বাঁকাপথে যেতে পারেন না, তাই তাঁর ইচ্ছা অপূর্ণ থেকে যায়।
৩.৩ নদী কীভাবে তার চলার পথে এগিয়ে চলে?
উঃ। নদী কখনোই সোজাপথে এগোয় না, সে চিরকালই তার নিজের মতো পথ করে নিয়ে এঁকে বেঁকে এগিয়ে যায়।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ঃ
১. নদী কবিতাটির কবির নাম কী?
উঃ। নদী কবিতাটির কবির নাম শক্তি চট্টোপাধ্যায়।
২. কবিতায় কবি নদীর কীরকম পথের ইচ্ছা প্রকাশ করেছেন?
উঃ। কবিতায় কবি নদীর চলার পথ সোজা হবার ইচ্ছা প্রকাশ করেছেন।
৩. নদী সোজা গেলে কবি কী করতেন?
উঃ। নদী সোজা গেলে কবি আজীবন তার সঙ্গে যেতেন।
৪. নদী কীভাবে গেছে?
উঃ। নদী এঁকে বেঁকে গেছে।
৫. কবি নদীর সাথে যেতে পারছেন না কেন?
উঃ। কবিকে পথে-ঘাটের দশজনে বাঁকাপথে যেতে বারণ করছে।
৩. কবির মতে কী ভালো নয়?
উঃ। কবির মতে বাঁকা পথ সোজা ও সহজ পথের থেকে ভালো নয়।
।