কুতব মিনারের কথা সপ্তম শ্রেণীর বাংলা অনুশীলন প্রশ্নের উত্তর
![]() |
সপ্তম শ্রেণীর বাংলা
কুতুব মিনারের কথা
লেখক - সৈয়দ মুজতবা আলি
হাতে-কলমে
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
১. অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও :
১.১ কোন্ সম্রাট 'অশোক স্তম্ভ'কে দিল্লি নিয়ে এসেছিলেন?
উঃ। সম্রাট ফিরোজ তুঘলক ।
১.২ কুতুব মিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে এবং কেন?
উঃ। কুতুবউদ্দিন আইবকের নামানুসারে।
দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবক এই স্তম্ভটি নির্মাণ করিয়েছিলেন তাই এর নাম কুতুবমিনার।
১.৩ কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন?
উঃ। দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য মিনার গড়তে চেষ্টা করেছিলেন।
১.৪ মিনারেট বা মিনারিকা কী? মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায়?
উঃ। মসজিদ, সমাধি অথবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার কখনও থাকে বা কখনও থাকে না, তার নাম মিনারেট বা মিনারিকা।
আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার।
মিনার অনেক উচু হয়।
মিনারেট উচু হয় না।
১.৫. আহমদাবাদ শহরটি কোন্ রাজার নামানুসারে হয়েছে? এই শহরটি কোন রাজ্যের রাজধানী?
উঃ। আহমদাবাদ শহরটি রাজা আহমেদের নামানুসারে হয়েছে।
এই শহরটি গুজরাত রাজ্যের রাজধানী।
২. নীচে যাঁদের নাম রয়েছে, তাঁদের সংক্ষিপ্ত পরিচয় দাও ঃ কার্নিংহাম, ফার্গুসন, সৈয়দ আহমদ।
উঃ কার্নিহোম—কার্নিহোম একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন।তিনি ইংল্যান্ডের লোক ছিলেন। তিনি ভারতের ইতিহাসের ওপর অনেক গবেষণার কাজ করেছিলেন।
ফার্গুসন—স্যার ফার্গুসন একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন।তিনি ব্রিটিশের লোক ছিলেন। তিনি ভারতের ইতিহাসের ওপর অনেক গবেষণার কাজ করেছিলেন।
সৈয়দ আহমেদ – সৈয়দ আহমেদ একজন শিক্ষাবিদ। তিনি আলিগড় আন্দোলনের সূত্রপাত করেন। তাঁর প্রচেষ্টাতেই ভারতীয় মুসলমানগণ পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হন। তিনি হিন্দু-মুসলমানের মিলন ঘটানোর উদ্দেশ্যে ১৮৭৫ খ্রিস্টাব্দে তিনি আলিগড়ে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেন।
৩. কয়েকটি বাক্যে উত্তর দাও :
৩.১. ‘কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার'—এই উদ্ধৃতিটির আলোকে মিনারটির পাঁচটি বিশিষ্টতা উল্লেখ করো।
উঃ। কুতুব মিনারের পাঁচটি বৈশিষ্ট্য হল—
(১) কুতুব পাঁচতলার মিনার।
(২) প্রথম তলায় বাঁশি ও কোণের পর পর
সাজানো নকশা।
(৩) প্রদর্শন বা সঙ্গতির এরকম চূড়ান্ত নিদর্শন পৃথিবীর আর কোনো মিনারে নেই।
(৪) মিনারটি হিন্দু-মুসলমান উভয়ের মিলিত শিল্পের সাফল্যের এক অদ্ভুত নিদর্শন।
(৫) এর গায়ের অদ্ভুত কারুকার্য। মিনারটিকে
কোমরবন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতা-পাতা-ফুলের মালা, চক্রের নকশা এবং এক সারি অন্তর অন্তর আরবি লেখার সারি।
৩.২. মিনারটির গঠনে হিন্দু-মুসলিম সাংস্কৃতিক মিলনের চেহারাটি কীভাবে ধরা পড়েছে তা লেখো।
উঃ। কুতুব মিনার পৃথিবীর একটি সর্বশ্রেষ্ঠ মিনার। এর নির্মাণে হিন্দু ও মুসলমান সাংস্কৃতিক মিলনের এক নিদর্শন দেখা যায়। সমস্ত মিনারটিকে কোমরবন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতা-পাতা-ফুলের মালা, চক্রের নকশা।
এই নকশাগুলো জাতে হিন্দু এবং এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর অন্তর আরবি লেখার সার। সে নকশাগুলি জাতে মুসলমান। গোটা মিনারটির পরিকল্পনা করেছেন মুসলমান আর যাবতীয় কারুশিল্প করেছে হিন্দু। ভারতবর্ষে
মুসলমানদের সর্বপ্রথম সৃষ্টিকার্যে হিন্দু-মুসলমান মিলে গিয়ে এক অদ্ভুত সাফল্য দেখিয়েছিল এই কুতুব মিনার নির্মােণে।
৩.৩. কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক আর কোন্ কোন্ স্থাপত্য কীর্তির প্রসঙ্গ এনেছেন।
উঃ। অশোকস্তম্ভ, দিল্লিতে সেক্রেটারিয়েট, কলকাতার রাজভবন, ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রভৃতি স্থাপত্য প্রসঙ্গ লেখক এনেছেন।
৩.৪. আলাউদ্দিন খিলজি চেষ্টা করেও কুতুব মিনারের চেয়েও মহত্তর স্থাপত্য গড়তে পারেননি কেন?
উঃ। আলাউদ্দিন খিলজি ছিলেন একজন দুঃসাহসিক সুলতান। তিনি চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে তার দ্বিগুণ।-ঘের দিয়ে আরেকটি মিনার গড়তে যেটি কুতুবের চেয়ে দ্বিগুণ উঁচু হবে। কিন্তু মিনারের কাঠামোর কিছুটা শেষ হতে না-হতেই আলাউদ্দিন খিলজি মারা যান।
অন্য গুলি দেখন
(১) ছন্দে শুধু কান রাখো (১)
(২) কার দৌড় কদ্দুর
(৩) বঙ্গভূমির প্রতি
(৪) পাগলা গণেশ
(৫) আত্মকথা
(৬) চিরদিনের কবিতা
(৮) নোট বই
(৯) স্মৃতি চিহ্ন
(১০) দেবাতাত্মা হিমালয়
(১১) আঁকা- লেখা
(১২) খোকনের প্রথম ছবি
(১৩) ভারত তীর্থ
(১৫) রাস্তায় ক্রিকেট খেলা
(১৬) দিন ফুরালো
(১৭) গাধার কান
(১৮) পটল বাবু ফ্লিমস্টার
(১৯) মেঘ-চোর
(২০) কুতুব মিনারের কথা
(২১) চিন্তা শীল
(২২) একুশের কবিতা
মাকু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর
মাকু হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর
মাকু গল্পের সকল প্রশ্নের উত্তর