তৃতীয় শ্রেণির বাংলা উড়ুক্কু ভুত হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর
তৃতীয় শ্রেণীর বাংলা
উড়ুক্কু ভুত
শৈলেন ঘোষ
হাতে-কলমে অনুশীলন প্রশ্নের উত্তর
১. এক কথায় উত্তর দাও :
১.১ ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিলেন?
উঃ। ভূতকে প্রথমে দেখতে পেয়েছিল একটি কাকের ছানা।
১.২ কাকের ছানাটা কোন্ গাছের ডালে বসেছিল?
উঃ। কাকের ছানাটা নিমগাছের ডালে বলেছিল।
১.৩ আমড়াগাছে কে বসেছিল? উঃ। আমড়াগাছে বসেছিল একটা হুতুমমুখো পেঁচা।
১.৪ কে কুট-কুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল ?
উঃ। একটি গুটিপোকা কুট কুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল।
২. তিন-চারটি বাক্যে উত্তর দাও :
২.১ ভূতের চেহারা কেমন ছিল?
উঃ। ভূতের চেহারাটা ছিল-ড্যাবরা-ড্যাবরা চোখ, থ্যাবড়া-থ্যাবড়া নাক আর ফিনফিনে ফুরফুর। হাত নেই, পা নেই, ধড়কাটা নড়া-ছটকানো ভূত।
২.২ ভূতকে দেখে হুতুমমুখো পেঁচার আবস্থা কেমন হয়েছিল?
উঃ। দিনের আলোয় হুতুমমুখো পেঁচা ভূতকে না দেখে অজ্যান্তে ‘কেরাত বলে গম্ভীর ভাবে ধমকে উঠেছিল। তারপর যেই না সে বাঁ-চোখ খুলে ডান চোখ বুজেছে, আবার ডান চোখ বুজিয়ে বাঁ চোখ
খুলেছে, ব্যাস অমনি তার সোনার চাঁদের পিলে শুকিয়ে পাঁপড়ভাজা হয়ে গিয়েছিল। তারপর ভয়ে গলায় ঢোক গিলতে গিলতে টক করে দম আটকে সে স্বর্গে চলে গিয়েছিল অর্থাৎ মারা গিয়েছিল।
২.৩ গুটিপোকা ভূতকে দেখে কী করেছিল আর মনে মনেই বা কী বলেছিল ?
উঃ। গুটিপোকা ভূতকে দেখে এদিক থেকে ওদিকে ঘুরে বসেছিল। আর মনে মনে বলেছিল— 'ছাই, ভূর্ত না আর কিছু।'
২.৪ বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল ?
উঃ। বৃষ্টিতে ভিজে ভূতের চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে জলে গোলা রং বেরিয়ে এসেছিল এবং শেষে মনে হল এটা একটা খবরের কাগজ। কেনে তাতে ভূত এঁকেছে।
৩. কে, কোন্ গাছে বসেছিল লেখো :
৩.১। গুটিপোকা.....(লঙ্কা গাছ/বেগুন গাছ জাম গাছ)। উঃ। বেগুন গাছ।
৩.২। কাঠবেড়ালি......(পেয়ারা গাছ/লিচু গাছ/কলা গাছ)।
উঃ। পেয়ারা গাছ।
৩.৩। হুতুমমুখো পেঁচা......(আমড়া গাছ /আম গাছ/কাঁঠাল গাছ)।
উঃ। আমড়া গাছ।
৩.৪। কাগের ছানা.........(শিম গাছ/ নিম গাছ/ বেল গাছ)।
উঃ। নিম গাছ।
৪. কে, কোন্ কথাটা বলেছে মিলিয়ে লেখো : (উত্তর মিলিয়ে এক সঙ্গে করে দেওয়া হল।)
উঃ। ‘ও মাগো জলজ্যান্ত ভূত গো’ - কাঠবেড়ালি
'কে র্যা’? - পেঁচা
কা-এ্যা-এ্যা (কান্না) -কাগছানা
‘ছাই, ভূত না আর কিছু - গুটিপোকা
৫. শূন্যস্থান পূরণ করো : (পাশের ঝুড়িতে যে শব্দগুলো আছে তার সাহায্য নাও)।
বেগুন, খবরের, ঝড়ের পর্দা
৫.১ হুতুমমুখো পেঁচাটা বাঁ চোখের-----ফেলে ডান চোখ খুলে রেখেছিল।
৫.২ কাঠবেড়ালি পেয়ারা গাছের
ডাল জড়িয়ে---. হাওয়ায় দোল খাচ্ছিল।
৫.৩ ভূতটা আসলে কাকুর--কাগজের ছোড়া পাতায় আঁকা ছিল।
৫.৪ ভূতটা---গাছের কাঁটায় আটকে গেল।
উঃ। ৫.১ হুতুমমুখো পেঁচাটা বাঁ চোখের পর্দা ফেলে ডান চোখ খুলে রেখেছিল।
৫.২ কাঠবেড়ালি পেয়ারা গাছের ডাল জড়িয়ে ঝড়ের হাওয়ায় দোল খাচ্ছিল।
৫.৩ ভূতটা আসলে কাকুর খবরের কাগজের ছেঁড়া পাতায় আঁকা ছিল।
৫.৪ ভূতটা বেগুন গাছের কাঁটায় আটকে গেল।
৬. কাকুর খবরের কাগজের ছেঁড়া পাতায় আঁকা ভূতের ছবিটাই ঝড়ের ঝাপটায় উড়ে গিয়ে সবাইকে ভয় পাইয়ে দিয়েছিল। তেমনি ভাবে আর কী কী দেখে কীভাবে মানুষ অকারণে ভয় পেতে পারে, এ নিয়ে একটা ছোট্ট গল্প লেখো।
● সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ঃ
পাঠ মূল্যায়নের জন্য অতিরিক্ত প্রশ্নোত্তর
১। সাহিত্যিক শৈলেন ঘোষের কোন্ নাটকটি অ্যাকাদেমি পেয়েছে?
উঃ। ‘অরুণ বরুণ কিরণমালা'।
২। ঝড়টা কখন কীভাবে উঠেছিল?
উঃ। সাঁই-সাঁই-পাই-পাঁই করে ঝড়টি দুপুরবেলা উঠেছিল।
তৃতীয় শ্রেণীর বাংলা
অন্য গুলি দেখুন
(১) সত্যি সোনা
(২) আমরা চাষ করি আনন্দে
(৩) নিজের হাতে নিজের কাজ
(৪) দেয়ালের ছবি
(৫) সারাদিন
(৬) ফুল
(৭) সোনা
(৮) নদী
(৯) নদীর তীরে একা
(১০) নৌকা যাত্রা
(১১) ঢেউয়ের তালে তালে
(১২) পর্যটন
(১৩) গাছেরা কেন চলাফেরা করে না
(১৪) জুঁইফুলের রুমাল
(১৫) সাথী
(১৬) একা একা থাকতে নেই
(১৭) আরাম
(১৮) হিংসুটি
(১৯) মনকেমনের গল্প
(২০) দেশের মাটি
(২১) কীসের থেকে কি হয়
(২২) আগমনী
(২৩) উড়ুক্কু ভুত
২৪) কে ছিলেন ঈশপ
(২৫) পান্তা বুড়ি
(২৬) ঘুমিয়ে নাকো আর