পুঁইমাচা একানশ শ্রেণীর বাংলা M C Q প্রশ্ন নুতন সিলেবাস
একাদশ শ্রেণি বাংলা (ক) নতুন সিলেবাস. সাজেশন ২০২৪ প্রথম সেমিস্টার জন্য।
পুঁইমাচা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
একাদশ শ্রেণি বাংলা
MCQ
(১) পুঁইমাচা গল্পটি লেখক হলেন-
(ক) বিভূতি প্রসন্ন বন্দ্যোপাধ্যায়
(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(গ) কালীপ্রসন্ন সিংহ
(ঘ) রাজ শেখর বসু
উত্তর- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(২) :-সহায়হরি চাটুজের স্ত্রীর নাম -
(A) লীলাবতী
(B) অন্নপূর্ণা
(C) বিষ্ণুপ্রিয়া
(D) কাজলিনি
উত্তর -অন্নপূর্ণা
(৩) :-সহায়করি রস আনার কথা বলেছিলে-
(A) কানুর কাছ থেকে
(B) তারক খুড়োর কাছ থেকে
(C) বাদলের কাছ থেকে
(D) জলধারের কাছ থেকে
উত্তর: তারক খুড়োর কাছ থেকে
(৪) "খেন্তি- টেন্তি সব গেল কোথায় ?"এখানে খেন্তি-টেন্তি বলতে বোঝানো হয়েছে -
(A) বনের চোর ডাকাত
(B) নৌকার মাঝিদের
(C) সহায়হরির কন্যাদের
(D) রান্নার বাসন- কে
উত্তর ;-সহায়হরির কন্যাদের
(৫) সহায় হরির বড় কন্যার নাম ছিল
(A) পুঁটি
(B) রাধী
(C) ক্ষেন্তি
(D) রানু
উত্তর-ক্ষেন্তি
(৬) সহায় হরির মেজ কন্যার নাম ছিল
(A) পুঁটি
(B) রাধী
(C) ক্ষেন্তি
(D) রানু
উত্তর-রাধী
(৭) সহায়হরির ছোট কন্যার নাম ছিল -
(A) পুঁটি
(B) রাধী
(C) ক্ষেন্তি
(D) রানু
উত্তর-পুঁটি
(৮) ক্ষেন্তির বয়স ছিল --বছর।
(A) দশ-বারো
(B) চৌদ্দ -পনের
(C) ষোল-সতেরো
(D) পাঁচ-বছর
উত্তর--চৌদ্দ -পনের
(৯) সহায়হরির সন্তান ছিল -
(A) চারটি
(B) পাঁচটি
(C) তিনটি
(D) দুটি
উত্তর- তিনটি
(১০) সহায়হরি কে একঘোরে করার কথা বলেছিলেন-
(A) দিবাকর ঠাকুর
(B) কালীময় ঠাকুর
(C) কালীঘোষ ঠাকুর
(D) শ্যামাচরণ ঠাকুর।
উত্তর -কালিময় ঠাকুর
(১১) গয়া পিসির কাছে সহায়হরি ধার ছিল-
(A) দু টাকা
(B) দু পয়সা
(C) তিন টাকা
(D) এক পয়সা
উত্তর :-দু পয়সা
(১২) ক্ষেন্তি তার হাতের চুড়িগুলো আটকে রাখত-
(A) ফিতের সাহায্যে
(B) দড়ির সাহায্যে
(C) সেফটিফিনের সাহায্যে
(D) গার্ডারের সাহায্যে
উত্তর ;-সেফটি বিন এর সাহায্যে
(১৩) ক্ষেন্তি গয়া পিসির কাছ থেকে কি মাছ এনেছিল ?
(A) রুই মাছ
(B) কাতলা মাছ
(C) চিংড়ি মাছ
(D) ইলিশ মাছ
উত্তর :- চিংড়ি মাছ।
(১৪) - ক্ষেন্তি গয়া পিসির কাজ থেকে চিংড়ি মাছ যেভাবে এনেছিল -
(A) পুই পাতার মধ্যে
(B) বালতির মধ্যে
(C) থালার মধ্যে
(D) গামলার মধ্যে
উত্তর :- পুঁই পাতার মধ্যে
(১৫) মোটা মোটা ডাঁটাগুলো ক্ষেতিকে দিয়েছিল -
(A) মধু কাকা
(B) বিষ্টু কাকা
(C) রায় কাকা
(D) ঘোষ কাকা
উত্তর- রায় কাকা
(১৬) সহায় হরি বেশিরভাগ সময় কাটাতো-
(A) ঘোষপাড়া এবং রায়্পড়ায়
(B) বাগদীপাড়া এবং দুলে পড়ায়
(C) বামুন পাড়া এবং বাগদী পাড়া
(D) মুচিপাড়া এবং দাসপাড়া
উত্তর- বাগদীপাড়ায় এবং দুলেপাড়া
(১৭) 'ও তো একরকম উচ্চগুচ্ছ করা মেয়ে "এখানে যার কথা বলা হয়েছে-
(A) ক্ষেন্তি
(B) রুনু
(C) বৈশাখি
(D) রাধি
উত্তর -খেন্তি
(১৮) 'ও তো একরকম উচ্চগুচ্ছ করা মেয়ে "এখানে উচ্চগুচ্ছ হয়েছে-
(A) বিয়ের আশীর্বাদ
(B) জন্মদিনের আশীর্বাদ
(C) মঙ্গোলের আশীর্বাদ
(D) গুরুজনের আশীর্বাদ
উত্তর:-বিয়ের আশীর্বাদ
(১৯) 'ও তো একরকম উচ্চগুচ্ছ করা মেয়ে "উক্তি টি হলো
(A) কালী ময় ঠাকুর
(B) সহায় হরির
(C) বিনোদ চ্যাটার্জির
(D) দীননাথ চ্যাটার্জির
উত্তর-কালী ময় ঠাকুর
(২০) ক্ষেন্তির চোখ গুলো ছিল -
(A) গোল গোল
(B) ডাগর ডাগর
(C) মিষ্টি মিষ্টি
(D) অশ্রু সজল
উত্তর: -ডাগর ডাগর
(২১) চন্ডীমন্ড মন্ডপে সহায় হরির ডাক পড়েছিল-
(A) সকালে
(B) বৈকালে
(C) সন্ধ্যায়
(D) রাত্রে
উত্তর বৈকালে
(২২) কালিময় ঠাকুর ক্ষেন্তির জন্য কোথায় বিবাহ ঠিক করেছিল
(A) বেগুন পুরে
(B) ফকির ডাঙ্গায়
(C) ভাসাপাড়ায়
(D) মনি গাঁয়ে
উত্তর :- মণি গাঁয়ে
(২৩) যে মাসে ক্ষেন্তির বিয়ে হয়েছিল -
(A) বৈশাখ মাসে
(B) আষাঢ় মাসে
(C) পৌষ মাসে
(D) ফাল্গুন মাসে
উত্তর :-বৈশাখ মাসে
(২৪) ক্ষেন্তির বরের বয়স ছিল
(A) ত্রিশ এর কাছাকাছি
(B) চল্লিশের এর কাছাকাছি
(C) বত্রিশ এর কাছাকাছি
(D) একুশের কাছাকাছি
উত্তর :-চল্লিশ এর কাছাকাছি
(২৫) ক্ষেন্তির বিয়েতে ইচ্ছুক ছিলেন না -
(A) অন্নপূর্ণা
(B) নবনীতা
(C) সহায়হরি
(D) কালিময়
উত্তর:- অন্নপূর্ণা।
(২৬) ক্ষেন্তির বরের ব্যবসা ছিল -
(A) রড সিমেন্ট
(B) সিলেট চুন ও ইট
(C) বালি পাথর
(D) ঝারন মসলা
উত্তর- সিলেট চুন ও ইট
(২৭) -খেন্দি ছিল -
(A) পরিমিত আহারি
(B) ভোজন পটু
(C) হিংসুটে
(D) ঝগড়াটে
উত্তর:- ভোজন পটু
(২৮) -বেহারারা সুবিধার জন্য পালকি টি নামিয়েছিল-
(A) জামতলায়
(B) আমতলায়
(C) আমলকি তলায়
(D) বেলতলায়
উত্তর :-আমলকি তলায
(২৯) - ক্ষেন্তি যে মাসে তাকে বাপের বাড়ি আনার জন্য বলেছিল -
(A) পৌষ মাস
(B) আষাঢ় মাস
(C) বৈশাখ মাস
(D) শ্রাবণ মাস
উত্তর :- আষাঢ় মাস।
(৩০) -ক্ষেন্তির বিয়েতে কত টাকা বাকি ছিল
(A) ৫০০ টাকা
(B) ২০০০ টাকা
(C) ২৫০ টাকা
(D) ৭০০ টাকা
উত্তর:- ২৫০ টাকা
(৩১) - ক্ষেন্তি যে রোগে আক্রান্ত হয়েছিল -
(A) কলেরা
(B) ডায়রিয়া
(C) বসন্ত
(D) কালাজ্বর
উত্তর:- বসন্ত
(৩২) -ক্ষেন্তির বসন্ত যে মাসে হয়েছিল -
(A) চৈত্র মাসে
(B) ফাল্গুন মাসে
(C) বৈশাখ মাসে
(D) আষাঢ় মাসে
উত্তর :- ফাল্গুন মাসে
(৩৩) ক্ষেন্তি বসন্ত রোগে আক্রান্ত হয়ে স্থান পেয়েছিল-
(A) কলকাতায়
(B) টালায়
(C) করিমপুরে
(D) নিজের বাড়িতে
উত্তর :-টালায়
(৩৪) : সহায় হরির দুর- সম্পর্কে বোনের খোঁজ পেয়েছিল-
(A) মেদিনীপুরে
(B) ভোজ বাড়িতে
(C) কালীঘাটে
(D) গঙ্গা স্নানে গিয়ে
উত্তর :-কালীঘাটে
(৩৫) সহায়হরি তার কন্যাকে দেখতে গিয়েছিল-
(A) ফাল্গুন মাসে
(B) চৈত্র মাসে
(C) পৌষ মাসে
(D) আষাঢ় মাসে
উত্তর:- পৌষ মাসে।
(৩৬) সহায়হরির দূর সম্পর্কের বোন যেখানে থাকতো-
(A) নদীয়ায়
(B) কলকাতায়
(C) টালায়
(D) বিষ্ণুপুরে
উত্তর;-টালায়
(৩৭) প্রশ্ন-পুঁইগাছটি ছিল বাড়ির -
(A) প্রাচীরের ধারে
(B) উঠোনেরএক কোণে
(C) বাগানে
(D) বাড়ির পূর্ব দিকে
উত্তর :- উঠোনের এক কোণে
(৩৮) সহায়হরির ডাক পড়ে ছিল
(A) দুর্গা তলায়
(B) কালী তলায়
(C) চণ্ডীমণ্ডপে
(D) মোড়ল বাড়ীতে
উত্তর:-চণ্ডীমণ্ডপে
(৩৯) পুঁইশাকের তরকারি রান্না হয়েছিল-
(A) চারা মাছ দিয়ে
(B) বড়ো মাছ দিয়ে
(C) কুচো চিংড়ি দিয়ে
(D) কাতলা মাছ দিয়ে
ঊত্তর-কুচো চিংড়ি দিয়ে
গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ দেওয়া হলো।
একাদশ শ্রেণি বাংলা প্রজেক্ট দেখুন