বিড়াল একাদশ শ্রেণীর বাংলা MCQ প্রশ্ন উত্তর নূতন সিলেবাস২০২৪ প্রথম সেমিস্টার - Online story

Monday, 15 July 2024

বিড়াল একাদশ শ্রেণীর বাংলা MCQ প্রশ্ন উত্তর নূতন সিলেবাস২০২৪ প্রথম সেমিস্টার

         

 


  একাদশ শ্রেণীর বাংলা
         নূতন সিলেবাস ( ২০২৪)
                    বিড়াল
     বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
         MCQ প্রশ্ন উত্তর

(১) বিড়াল প্রবন্ধটি যেখান থেকে নেওয়া হয়েছে-  

A.কমলকান্তের উইল
B. কমলাকান্তের দপ্তর
C.বিধুশেখর এর মা
D. কৃষ্ণকান্তের উইল
উত্তর কমলাকান্তের দপ্তর

(২) বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থে কত নম্বর প্রবন্ধ
A.১২ নম্বর
B.১৩ নম্বর
C.১৪ নম্বর
D.১৫  নম্বর
উত্তর ১৩নম্বর

 (৩) প্রথম যে পত্রিকা বিড়াল গল্প প্রকাশিত হয়েছিল- 
A.সাহিত্য মেলা
B.আজকের ভারত
C.দিগ দর্শন
D.বঙ্গদর্শন
 উত্তর বঙ্গদর্শন


(৪) বিড়াল প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল যে মাসে-
A. ফাল্গুন
B.চৈত্র
C.বৈশাখ
D.আষাঢ়
 উত্তর চৈত্র

 (৫)বিড়াল প্রবন্ধটি যে সালে প্রকাশিত হয়েছিল-
 ১২১৬
 ১২১৮
১২৮১
১২১০
উত্তর:- ১২৮১


 (৬) কমলাকান্তের দপ্তর গ্রন্থটিতে যে তত্ত্বটি পরিস্ফুটিত হয়েছে -
A.সাম্যবাদী তত্ত্ব
B. সমাজ সংস্কার তত্ত্ব
C.ঈশ্বরতত্ত্ব
D. ভাবনা তত্ত্ব
 উত্তর সাম্যবাদী তত্ত্ব

(৭) বিড়াল প্রবন্ধটির বক্তা হলেন -
A.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B.কমলাকান্ত চক্রবর্তী
C.অমলেন্দু ভট্টাচার্য
D. রাজশেখর বসু
 উত্তর কমলাকান্ত চক্রবর্তী


(৮) কমলাকান্তে হাতে ছিল -
A. বালতি
B.   হুঁকা
C.  কলকে
D.  বই
উত্তর হুঁকা


(৯) কমলাকান্ত যদি নেপোলিয়ান হতেন তবে তিনি কোন যুদ্ধে জিততে পারতেন বলে মনে করেছেন? A.লিভজিগের যুদ্ধ
B. ওয়াটারলু যুদ্ধ
C. সেডেনের যুদ্ধ
D.স্পেনের যুদ্ধ
 উত্তর ওয়াটারলু যুদ্ধ


(১০) বিড়াল প্রমন্ধে নেপোলিয়ন বলতে আসলে কাকে বোঝানো হয়েছে?
A.নেপোলিয়ন গার্গী
B.নেপোলিয়ন সেন মার্ক
C. নেপোলিয়ান বোনাপার্ট
D .বোনা পাট নেপোলিয়ন

উত্তর নেপোলিয়ন বোনাপার্ট

(১১) ওয়ে লিংটন বলতে বোঝানো হয়েছে -
A. আর্থার ওয়েলিসলিকে
B. মার্জার অয়েল ইস কে
C. ক্যাথলিক ওয়েলিসকে
D. যাজক ওয়েলস কে
 উত্তর আর্থার ওয়েলিসলিকে


(১২) ওয়াটারলু যুদ্ধে জিততে লেখকের কার কথা মনে পড়েছিল?
 A.বিসমার্ক
B.নেপোলিয়ান
C.হিটলার
D. নেতাজি
 উত্তর নেপোলিয়ান

(১৩) তন্দ্রাচ্ছন্ন মনে লেখক কাকে মনে করেছেন বিড়ালত্ব প্রাপ্ত  হয়েছে ?
A.নেপোলিয়ানকে
B.ওয়েলিংটনকে
C.ওয়েসিস কে
D.মার্জার কে
উত্তর ওয়েলিংটনকে

(১৪) প্রসন্নের কাজ ছিল-
 A.ছবি আঁকা
B. গল্প লেখা
C.বল খেলা
D.দুধ সংগ্রহ করা
 উত্তর দুধ সংগ্রহ করা


(১৫) বিড়াল গল্পে লেখকের দুধ খেয়ে নিয়েছিল -
A.সাপে
B. মানুষে
C.মাজারে
D.কুকুরে
 উত্তর মার্জারে


(১৬) অতি মধুর স্বরে বলিতেছেন -ম্যাও। সময়কালটা ছিল-
A. দুধ খাওয়ার আগে
B.ভাত খাওয়ার আগে
C. দুধ খাওয়ার পর
D.ভাত খাওয়ার পর
উত্তর। দুধ খাওয়ার পর।


(১৭) "দুধ আমার বাপের নয়'- লেখকের মতে দুধ হলো--
A.গরুর
B. মঙ্গলার
C.প্রসন্নের
D.লেখকের
উত্তর মঙ্গলার


 (১৮) মঙ্গলার দুধ কে দুহে?
A. বাসুকি
B.ওয়েলিংটন
C. প্রসন্ন
 D.কমলাকান্ত
 উত্তর:- প্রসন্ন


(১৯) " প্রচলিত একটি কথা আছে" এখানে যে কথাটি বলা হয়েছে, বিড়াল দুধ খাইয়া গেলে -
A.তাকে তাড়াইতে নেই
 B.তাকে তারাইয়া মারতে হয়
C.তাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়
 D.কোনটাই নয়
উত্তর: তাকে তারাইয়া মারতে যাইতে হয় ।

(২০) বিড়াল গল্পে লেখক যে নামে ভূষিত হয়েছেন-
 A. ওয়েলিংটন
B.নেপোলিয়ন
C.বঙ্কিমচন্দ্র
 D. কমলাকান্ত
উত্তর:- কমলাকান্ত

(২১) লেখক বিড়ালটিকে কি দ্বারা তারা করেছিল ?
 A.লম্বা লাঠি,
B.ভগ্ন ষষ্টি
C.ভালো ষষ্ঠি
D.মোটা ষষ্টি
উত্তর;-ভগ্ন ষষ্টি

(২২) কমলাকান্ত বিড়ালটিকে তারাইতে গেলে বিড়ালটি ভয় পায়নি  কারণ -
A. বিড়ালটিকে সে খুব মায়া করেছিল
B. বিড়ালটি কমলাকান্ত কে চিনতো
C.বিড়ালটি খুব সাহসই ছিল।
D.বিড়ালটি খুব ভয় পেয়েছিল
উত্তর। বিড়ালটি কমলাকান্ত কে চিনতো

(২৩) বিড়ালের ভাষায় ধর্ম হলো-
 A.মানুষকে সেবা করা
B. মানুষকে দান করা
C.পরোপকার করা
D.মানুষের সঙ্গে বিবাদ না করা
 উত্তর :-পরোপকার করা

'(২৪) আমি তোমার ধর্মের সহায়' এখানে উক্তিটি হল-
A.প্রসন্নের
B.বিড়ালের
C.চোরের
D.ধার্মিকের
উত্তর বিড়ালের

(২৫) বিড়ালের ভাষায় চোরের শতগুণে দোষী হল-
 A.ধনী কৃপণ
 B.কৃপণ ধনী
 C.বড়লোক
D.ছিঁচকে চোর
উত্তর কৃপণ ধনী

'(২৬) তাহার দণ্ড হয় না কেন 'এখানে কার দন্ডের কথা বলা হয়েছে?
 A. শয়তানের
B.কৃপণের
C.ধনির
D.বড় লোকের
 উত্তর কৃপণের

(২৭) তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির ----।
A. স্বভাব
B. অভ্যাস
C.রোগ
D.মায়া
উত্তর :-রোগ

 (২৮) বিড়ালের ভাষায় একটা বড় রাজা ফাঁপড়ে পড়িলে সে-
 A. রাত্তিরে সে জেগে থাকে
B.কোন কথা বলে না
 C.ঘুমায় না
 D. পাহারা দেয়
 উত্তর- ঘুমায় না

(২৯) বিড়াল যাদের জন্য ব্যথিত হওয়ার কথা বলেছে-
A. দারিদ্রের জন্য
B. অভাবীর জন্য
C.ক্ষুধিত মানুষের জন্য
D. গরিবের জন্য  
উত্তর দারিদ্র্যের জন্য

(৩০) বিড়ালের ভাষায় যারা বড় সাধু তারা যার নামে শিহরিয়া  ওঠেন তারা হলেন-
 A.ডাকাত
 B. ঈশ্বর
 C.চোর
D. মস্তান
 উত্তর চোর

(৩১)বিড়ালের ভাষায় দরিদ্রের চোরের সৃষ্টি কাদের দোষে হয়ে থাকে?
 A.পুলিশের
 B.নেতার
C.মন্ত্রীর
 D.ধনী লোকের
উত্তর ধনী লোকের

(৩২)  বিড়ালের ভাষায় মনুষ্য সমাজে কাদের দন্ড থাকা উচিত ?
A.মস্তানের
B.বড়লোকের
C. কৃপণের
D.নির্দয়তার
 উত্তর-নির্দয়তার

(৩৩) বিড়ালের ভাষায় সমাজের ধনবৃদ্ধির অর্থ  হলো-
A অনেক ধনসম্পত্তি বৃদ্ধি পাওয়া
B. ধনসম্পত্তির যোগান বন্ধ হওয়া
C. ধনীর ধনবৃদ্ধি হওয়া
D. বড় লোকের সমাজ তৈরি হওয়া
উত্তর ধনীর ধনবৃদ্ধি হওয়া


(৩৪) কমলাকান্তের  মতে সমাজে উন্নতির জন্য যা দরকার তা হলো -
A.সামাজিক ধনবৃদ্ধি
B.সামাজিক খাদ্য সংকট মোচন
C. বড়লোকের আবির্ভাব
D.মহাজনের আবির্ভাব
 উত্তর সামাজিক ঘনবৃদ্ধি



(৩৫) বিড়াল গল্পে কমলাকান্ত বিড়ালকে যে পরামর্শ দান করেছিল তা হল -
A.দুশ্চিন্তা পরিত্যাগ করে  ধর্মচরণে মন দাও
B.পরের খাবার না বলে খেওনা
C.  নিজের কর্ম নিয়ে থাকো
D.পরের ক্ষতি করো না
উত্তর:- দুশ্চিন্তা পরিত্যাগ করে ধর্মচরণে মন দাও


(৩৬) প্রশ্ন গল্পে কমলাকান্তের সঙ্গে বিড়ালের যে দন্ড নিয়ে বিবাদ শুরু হয়েছে,তা হল -
A.চোরকে দন্ড দেওয়া
B. চুরি আটকানো বন্ধ করা
C.ধনীর ধনবৃদ্ধি আটকানো
D.পরের জিনিস না বলে নেওয়া
উত্তর :- চোরের কে দন্ড দেওয়া

একাদশ শ্রেণি বাংলা প্রজেক্ট দেখুন
পুঁইমাচা গল্পের MCQ দেখুন
বিদ‍্যাসাগর গল্পের প্রশ্নের উত্তর