তৃতীয় শ্রেণীর বাংলা কিসের থেকে কি যে হয় হাতে কলমে অনুশীলন - Online story

Thursday, 1 August 2024

তৃতীয় শ্রেণীর বাংলা কিসের থেকে কি যে হয় হাতে কলমে অনুশীলন

 

 

 তৃতীয় শ্রেণীর বাংলা
কীসের থেকে কী যে হয়
লেখক অজানা
হাতে-কলমে
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর


১. একটি বাক্যে উত্তর দাও :


১.১ কিশোরী মেয়ে বনে কী করতে যায় ?

উঃ। কিশোরী মেয়ে বনে কাঠ কাটতে যায়।
১.২ কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল?
উঃ। কাটারির আঘাতে কাঠবেড়ালির লেজ কেটে গিয়েছিল।
১.৩ কিশোরী মেয়ে কোন্ হাতে কাটারি ধরেছিল?
উঃ। কিশোরী মেয়েটি বাম হাতে কাটারি ধরেছিল।
১.৪ ছোটো পাখি কার কানে ঢুকে পড়েছিল ?
উঃ। ছোটো পাখি হাতির কানে ঢুকে পড়েছিল।

২. তিন-চারটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ কিশোরী মেয়েরা কীসের জন্য বনে যেত?
উঃ। কিশোরী মেয়েরা বনের ধারের গ্রামে থাকত। তারা বনের মধু, ফলমূল খেত। তাই তারা মধু, ফলমূল আর উনুন জ্বালাবার জন্য শুকনো কাঠ সংগ্রহ করার জন্য বনে যেত।

২.২ কাঠবেড়ালি রেগে গিয়েছিল কেন? রেগে গিয়ে সে কী করেছিল?
উঃ। কাঠবেড়ালি রেগে গিয়েছিল কারণ, বনে কাঠ কাটতে আসা মেয়েটির হাত থেকে কাটারি পড়ে গিয়ে তার ছোট্ট লেজটা কেটে গিয়েছিল।
রেগে গিয়ে সে একটি গাছের উঁচু ডালে উঠে গিয়ে একটি বড়ো ফলে কামড় দিয়েছিল। আর সেই ফলটি বোঁটা থেকে ছিঁড়ে নীচে একটি হরিণের মাথায় পড়েছিল।
২.৩ হরিণ ভয় পেয়েছিল কেন? ভয় পেয়ে সে পাখির কী ক্ষতি করেছিল?
উঃ। হরিণ ভয় পেয়েছিল কারণ সে যে গাছের নীচে শুয়েছিল, তার মাথার উপর গাছ থেকে কাঠবেড়ালির কামড় দেওয়া বড়ো একটি ফল পড়েছিল। অনেক উঁচু থেকে ফলটি পড়ায় হরিণের মাথায় লেগেও ছিল। আবার যদি মাথায় কোনো কিছু পড়ে তাই সে ভয় পেয়েছিল।
সে ভয় পেয়ে দৌড়ে পালিয়েছিল। যাওয়ার সময় ঝুরো মাটিতে বাসা বাঁধা ছোটো পাখিদের বাসা ও ডিমগুলো ভেঙে গিয়েছিল।

২.৪। হাতি কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল?
উঃ। হাতিটি যখন জালে তার শুঁড় দিয়ে গাছের ডালপালা খাচ্ছিল তখন হঠাৎ করে একটি ছোটো পাখি। তার কানে ঢুকে পড়েছিল। তাই সে যন্ত্রণায় ও ভয়ে দৌড়োদৌড়ি করে চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল।

৩. কোন প্রাণী কী খাবার খায় তা মিলিয়ে লেখো :
 উত্তর-

কাঠবেড়ালি > বাদাম
পিঁপড়ে > চিনির দানা
হাতি > কলাগাছ
পাখি > পোকামাকড়
হরিণ > ঘাস

৪. কাদের সম্পর্কে কী বলা হয়েছে মিলিয়ে লেখো :

৪.১ কাঠপিঁপড়ে কিশোরী মেয়েটির (বাঁ হাতে/ডান হাতে) কামড়ে দিয়েছিল।
উঃ। ডান হাতে।
৪.২ হাতি (ধানের ক্ষেত/আখের ক্ষেত) নষ্ট করে দিয়েছিল।
উঃ। ধানের ক্ষেত।
৪.৩ হরিণের (পায়ের চাপে শিঙের চাপে) পাখির বাসা ভেঙে গিয়েছিল।
 উঃ। পায়ের চাপে।
৪.৪ কিশোরী মেয়েটি কাঠপিঁপড়ের (কোমরে/পায়ে) সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিল।
উঃ। কোমরে।
৫. বাঁদিকের সঙ্গে ডানদিকের তালিকা মেলাও :
উত্তর-

পাখির > বাসা
গাছের > ডাল
ফসলের > ক্ষেত
হাতির  > শুঁড়
হাতের > তালু

৬. নীচে গল্পের ঘটনাগুলো এলোমেলো করে দেয়ো হলো। তোমরা ঘটনা অনুযায়ী পরপর সাজিয়ে লেখো।

৬.১ কাঠবেড়ালি রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল।
৬.২ কাটারির আঘাতে কাঠবেড়ালির লেজ কেটে গেল।
৬.৩ হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গেল।
৬.৪ ছোটো পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়ল।
৬.৫ কাঠপিঁপড়ের কামড় খেয়ে কিশোরী মেয়ের হাত থেকে কাটারি পড়ে গেল।
৬.৬ হাতির পায়ের চাপে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল। ৬.৭ হরিণ ভয় পেয়ে ছুটে পালাল।
৬.৮ হাতি কানের ব্যথায় পাগল হয়ে চাষির ফসলের ক্ষেতে ঢুকে পড়ল।

উঃ ৬.৫ কাঠপিঁপড়ের কামড় খেয়ে কিশোরী মেয়ের হাত থেকে কাটারি পড়ে গেল।
৬.২ কাটারির আঘাতে কাঠবেড়ালির লেজ কেটে গেল।
৬.১ কাঠবেড়ালি রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল।
৬.৭ হরিণ ভয় পেয়ে ছুটে পালাল। ৬.৩ হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গেল।
৬.৪ ছোটো পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়ল।
৬.৮ হাতি কানের ব্যথায় পাগল হয়ে চাষির ফসলের ক্ষেতে ঢুকে পড়ল।
৬.৬ হাতির পায়ের চাপে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল।