একাদশ শ্রেণি বাংলা প্রজেক্ট ২০২৪ এক হাজার শব্দের মধ্যে - Online story

Monday 12 August 2024

একাদশ শ্রেণি বাংলা প্রজেক্ট ২০২৪ এক হাজার শব্দের মধ্যে

 
একাদশ শ্রেণির 

বাংলা প্রজেক্ট ২০২৪
নূতন সিলেবাস

বিগত ছয় মাসে খেলার পেপার কাটিং নিয়ে নিজের মতামত প্রকাশ কর

একাদশ শ্রেণির বাংলা প্রজেক্ট ২০২৪



★খেলা সফল মানুষের প্রিয়। ছোট থেকেই আমরা খেলা ভালোবাসি বিশেষ করে আমি ক্রিকেট ফুটবল খেলা দেখি এবং আনন্দ উপভোগ করি তার সঙ্গে পড়াশোনা চালিয়ে যাই। খেলা গুলোর মধ্যে আইপিএল খেলা , মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা, অলিম্পিক গেম ,খেলা ক্রিকেট খেলা, ফুটবল খেলা,  ব্যাডমিন্টন খেলা । সকল খেলাই আমি ভালোবাসি খেলার খবর বিস্তারিত জানতে আমি আনন্দবাজার পত্রিকা বর্তমান পত্রিকা প্রত্যহ পড়াশোনা করি ।একেক দিন এক একটা কাগজে ভালো খবর বের হয়। যে খবরগুলো আমাদের অনেক অজানা থাকে। আবার অন্যান্য দিন কিছু এডভান্স খবর বের হয় ।খুব ভালো লাগে পড়তে।  দেশের মাটিতে খেলার জয় লাভ করার চেয়ে বিদেশের মাটিতে খেলার জয় আমার খুব পছন্দ। কাগজে খেলার মুহূর্তের ছবি গুলো আমার কাছে খুব প্রিয়। সাংবাদিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ছবিগুলো তুলে তারা ঝাপায়। সে খুব ছবিগুলো আমাদের খুব ভালো লাগে ।সেগুলোকে কাটিং সংগ্রহ করে রেখে দিই। অবসর সময়ে আমি সেগুলো দেখি  এবং নিজে আনন্দ উপভোগ করি। এবং খুব আনন্দ পাই। তাই কোন টিম কখন বিদেশ যাচ্ছে, সেই টিমের মধ্যে কোন কোন খেলোয়াড় খেলবে, অলিম্পিকে কতগুলো সোনা কোন দেশ পেয়েছে এই খবরগুলো আমার কাছে খুব প্রিয়। সেগুলো থেকে কাটিং সংগ্রহ করে যত্নসহকারী রেখে দিই। কোন কোনটা লিপিবদ্ধ করি যাতে আমার অল্প সময়ের মধ্যে সেই ঘটনাটা জেনে নিতে পারি।এরকম কিছু কাটিং আমি এখানে উল্লেখ করব প্রথম প্রথম আমি বর্তমান কাগজের কিছু কারেন্ট ঘটনার কথা লিখছি খবরটি ২২ ৭২৪ তারিখে বর্তমানে ১০ নম্বর পৃষ্ঠায় বাঁ দিকের মাঝখানে ছাপা হয়েছে। এই ঘটনাটি প্রথমে আমাকে ভীষণ মন খারাপ করে দিয়েছিল খবরটি হল -
বিস্তারিত-




"অলিম্পিক শুরুর আগে অস্বস্তিতে  তীরন্দাজি দল '
অস্বস্তিতে "
বিস্তারিত-
প্যারিস: ওলিম্পিকস শুরু আগেই ঘটনার ঘনঘটা ভারতীয় পুরুষ তিরন্দাজি দলকে ঘিরে। যথাযথ
পরিচয়পত্র না থাকায় গেমস ভিলেজে জায়গা হয়নি ভারতের কোচ বিক উং কি এবং দলের ডিরেক্টর সঞ্জীব সিংয়ের। রবিবার সেই তালিকায় নাম
উঠল দলের ফিজিও অরবিন্দ যাদবের। তবে তাঁর ক্ষেত্রে অভিযোগ ভিন্ন। জানা গিয়েছে, গত নভেম্বরে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের সময় প্রতিপক্ষ দলের এক তিরন্দাজের সঙ্গে অশালীন আচরণ করেছিলেন তিনি। তাই গেমস ভিলেজে তাঁর থাকার উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।আয়ারল্যান্ডে আয়োজিত ওই আসরে ভারতীয় পুরুষ তিরন্দাজদের সঙ্গে ছিলেন অরবিন্দ। প্রতিযোগিতায় দারুণ সাফল্য পেয়েছিল দল। ছ'টি সোনা, একটি রুপো ও চারটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন দেশের তিরন্দাজরা। কিন্তু আনন্দ অনেকটাই ফিকে হয়ে যায় অরবিন্দ যাদবকে ঘিরে বিতর্কের জেরে। কানাডার একপ্রতিযোগীর সঙ্গে তিনি অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ তুলে বিশ্ব সংস্থার দ্বারস্থ হয়েছিলেন কানাডার কোচ। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। তবে বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন অরবিন্দ। তিনি বলেন, 'গোটা ঘটনা ভিত্তিহীন। আমায় ফাঁসানোর চক্রান্ত চলছে।' এই প্রসঙ্গে ভারতীয় তিরন্দাজ অ্যাসোসিয়েশনের এক কর্তা বলেন, ‘অভিযোগে সত্যতা যাচাই করার জন্য তদন্ত কমিটি গঠিত হয়েছিল। জানা যায়, অভিযোগ ভিত্তিহীন। কানাডার প্রতিযোগীর সঙ্গে সাধারণ কথাই বলেছিলেন অরবিন্দ।' সামান্য থেমে সেই কর্তার সংযোজন,
‘অরবিন্দের সঙ্গে দলের প্রত্যেকের সুসম্পর্ক রয়েছে। তাই রিও ওলিম্পিকসেও তাঁকে দলের সঙ্গে
যুক্ত করা হয়েছিল।' কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কেন তাঁকে হাংঝউ এশিয়ান গেমসে দলে নেওয়া হয়নি? এই প্রসঙ্গে কোনও উত্তর দিতে পারেননি ভারতীয় তিরন্দাজি সংস্থার সভাপতি। অর্জুন মুন্ডা। তিনি বলেন, ‘এটা : বিতর্কের সময় নয়। দল বড় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবে। তার আগে ফোকাস নষ্ট করার কোনও মানে হয় না।' এদিকে, প্যারিস গেমসের আগে দেশের ওলিম্পিক সংস্থার (আইওএ) দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন গেমসের জন্য আইওএকে সাড়ে আট কোটি টাকা অনুদান দিচ্ছে বিসিসিআই। রবিবার এক্স হ্যান্ডলে এই ঘোষণা করেছেন বিসিসিআই-সচিব জয় শাহ।


★বর্তমান পত্রিকা ২৫/৬/২০২৪ তারিখের একটা খবর আমার খুব ভালো লাগলো তার তার কাটিং ও আমি সংগ্রহ করে রেখেছি  খবরটি বর্তমান পত্রিকায় ১০ পাতায় একদম নিচে ছাপা হয়েছে খবরটা ছিল -

বিস্তারিত-
 



"রিচার দাপটে রেকর্ড গড়ে জয়ী ভারত"-
ডাম্বুলা: বিধ্বংসী রিচা ঘোষ। রবিবার এশিয়া কাপে গ্রুপ এ'র ম্যাচে বঙ্গ কন্যার দাপটেই রেকর্ড গড়ে এল জয়। সংযুক্ত আরব আমিরশাহিকে ৭৮ রানে হারিয়ে সেমি-ফাইনালে ওঠা কার্যত নিশ্চিত করল টিম ইন্ডিয়া। এদিনই কুড়ি ওভারের ফরম্যাটে প্রথমবার
দুশোর গণ্ডি পেরল ভারতের মহিলা ক্রিকেট দল। এতে বড় ভূমিকা থাকল বাংলার রিচার। ২২০ স্ট্রাইক রেটে ২৯ বলে এক ডজন বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ৬৪ রানে অপরাজিত থাকলেন
তিনি। এছাড়া ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর করেন ৬৬। ভারতের পাঁচ উইকেটে ২০১ রানের জবাবে আমিরশাহি সাত উইকেটে তোলে ১২৩। বল হাতে নজর কাড়লেন দীপ্তি শর্মা (২-২৩)। এদিন স্মৃতি মান্ধানা (১৪), দয়ালান হেমলতা (২), জেমাইমা রডরিগেজ (১৪) প্রত্যাশাপূরণে ব্যর্থ। তবে শুরুতে শেফালি ভার্মা করেন ৩৭। পঞ্চম উইকেটে রিচার সঙ্গে হরমনপ্রীত ৪৫ বলে তোলেন ৭৫। তার মধ্যে রিচারই সংগ্রহ ৪৪। তাঁর পঞ্চাশ আসে ২৬ বলে। ভারতের সর্বকনিষ্ঠ কিপার হিসেবে এই ফরম্যাটে হাফ- সেঞ্চুরি পূর্ণ করলেন রিচা (২০ বছর ২৯৭ দিনে)। তিনি টপকে গেলেন ঋষভ পন্থকে (২১ বছর ৩০৬ দিন)। ১৭ ওভারের শেষে ভারতের স্কোর ছিল ১৫৬-২। তখনও দুশোর সম্ভাবনা ফিকে। কিন্তু শেষ ওভারে বাঁ-হাতি স্পিনার হিনা হোটচন্দানিকে পাঁচটি চার মারেন রিচা। ফলে এই ফরম্যাটে সর্বাধিক রানে পৌঁছয় ভারত। তাৎপর্যের হল, ৬৪ রানের মধ্যে রিচার ৫৪ আসে বাউন্ডারিতে। দলের সর্বাধিক রান সংগ্রহকারী অবশ্য হরমনপ্রীত কাউর। ৪৭ বলের ইনিংসে সাতটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি।


রাজ্যের খেলা

★মোহনবাগান ইস্টবেঙ্গলে খেলায় আমি খুব আনন্দ উপভোগ করি। ইস্টবেঙ্গল অনেকদিন ধরেই ভালো খেলছিল না। তাদের সঠিক খেলোয়াড়ের অভাব ছিল শালা  পারফরমেন্স ভালো না থাকায় আমার মনটা খারাপ ছিল যখন খবরটা পেলাম তাই ডুরান্ড কাপে পাঁচজন বিদেশি নিয়ে ইস্টবেঙ্গল অনুশীলনের নেমেছে। খবরটা বর্তমান কাগজে ২৩/৭/২০২৪ এ প্রকাশিত হয়েছে ১০ পাতার ।একদম উপর ডানদিকে খবরটি ছাপা হয়েছিল-

বিস্তারিত -






 "আজ পাঁচ বিদেশি নিয়ে নিয়ে অনুশীলনে ইস্ট বেঙ্গল"-

আজ বিদেশি নিয়ে অনুশীলনে ইস্টবেঙ্গল খবরটির নিম্নরূপ ছিল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৯ জুলাই ডুরাল্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে নামবে খেলবে ইস্ট বেঙ্গল। তারকাখচিত দল নিয়ে লাল-হলুদ সমর্থকদের প্রত্যাশা তুঙ্গে। উন্মাদনা টের পেয়ে এবার দিমিত্রি, তালালদের নিয়ে নতুন পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। ঠিক হয়েছে, সোমবার ঝলমলে অনুষ্ঠানে কোচ কুয়াদ্ৰাত সহ সিনিয়র স্কোয়াডের ফুটবলাররা হাজির থাকবেন। একসঙ্গে গোটা দলকে নিয়ে পরিচয়পর্বের পরিকল্পনায় বেশ
অভিনবত্ব রয়েছে। টিম ম্যানেজমেন্টের কর্তারাও থাকবেন। সবমিলিয়ে নতুন উৎসাহে টগবগিয়ে ফুটছে থিঙ্কট্যাঙ্ক। এদিকে শনিবার ভোররাতে
কলকাতায় পা রাখেন দিমিত্রিয়াস দিয়ামানতাকোস। গ্রিসের স্ট্রাইকারকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন কয়েকশো লাল-হলুদ অনুরাগী। ঢাউস পতাকা, ফুলের মালা আর আকাশছোঁয়া জয়ধ্বনিতে তাঁকে বরণ করে নেওয়া হয়। অত রাতেও আবেগের বিস্ফোরণ দেখে বিস্মিত
গ্রিসের স্ট্রাইকার। সোমবার রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সে অনুশীলনে নামবেন তিনি। ভিসা সমস্যায় দলের সঙ্গে দেরিতে যোগ দিয়েছেন দিমিত্রিয়াস। তবে আইএসএলের সোনার বুটের মালিক ফিটনেস ট্রেনারের সূচি মেনেই ট্রেনিং
করেছেন। ফলে কর্তাদের ধারণা, ম্যাচ ফিট হতে তাঁর বেশি সময় লাগবে না। এর আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন হিজাজি, ক্লেটন, তালাল ও ক্রেসপো। ফলে পাঁচ বিদেশি নিয়েই আজ অনুশীলনে নামবে কুয়াদ্ৰাত ব্রিগেড। সূত্রের খবর কোচের পরামর্শে দ্রুত ষষ্ঠ বিদেশি সই করানো হবে। আসলে ডুরান্ডের মাঝেই এএফসি কাপের ম্যাচ রয়েছে। তাই দ্রুত বিদেশি স্লট পূরণ করতে মরিয়া কর্তারা। পিঠের ব্যথা কাটিয়ে আগের চেয়ে অনেকটাই সুস্থ ক্লেটন সিলভা। তাকে ফিট করার পাশাপাশি গত মরশুমে ঘরোয়া লিগের সর্বাধিক গোলদাতা ডেভিডকে তৈরি
রাখার ভাবনা কোর টিমের। প্রাক মরশুম প্রস্তুতি শুরু হওয়ার পর দু'টি প্রস্তুতি ম্যাচ খেলেছে কুয়াদ্ৰাত ব্রিগেড। আগামী কয়েকদিনে কম্বিনেশন গড়ার কাজ চলবে পুরোদমে। ২০২৫ সালের যে আইপিএল খেলা হবে তার কিছু অ্যাডভান্স খবর আমার কাছে খুব ভালো লেগেছে আমি লোকেশ রাহুলকে খুব ভালোবাসি। তার খেলাও আমি খুব পছন্দ করি তার একটা খবর আমাকে খুব উদ্ভিদ করেছে। খুব আনন্দ দিয়েছে। এটি বর্তমান কাগজে ৩৩ ২০২৪ এ প্রকাশ করা হয়েছে খবরটি 10 পাতা নিচের দিকে পাওয়া যাবে খবরটি হেডিং ছিল-



 

" আরসিবি তে যোগ দিতে পারেন লোকেশ রাহুল"। 

খবরটি নিম্নরূপ ছিল তার কাটিংটা আমি সংগ্রহ করে রেখেছি।
রোহিত। শোনা যাচ্ছে, ভারতীয় অধিনায়ককে পেতে আগ্রহী কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ সহ একাধিক ফ্র্যাঞ্চাইজি। অন্যদিকে,
গত মরশুমে দলের পারফরম্যান্সের জন্য মাঠেই ক্যাপ্টেন লোকেশ রাহুলকে ভর্ৎসনা করেছিলেন
লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার। তাঁদের মধ্যে কী কথা হয়েছিল, তা প্রকাশ্যে আসেনি। তবে দল মালিকের বডি ল্যাঙ্গোয়েজে আক্রোশ ঝরে
পড়েছিল। বিষয়টি নিয়ে যথেষ্ট জলঘোলা হয়। সূত্রের খবর, দুই পক্ষের তিক্ততা এখনও মেটেনি। তাই আগামী মরশুমে লখনউ ছেড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে নাম লেখাতে চলেছেন লোকেশ। ফাফ ডু'প্লেসিকে সরিয়ে তিনি নাকি নেতৃত্বের ব্যাটন ধরবেন। উল্লেখ্য, কোহলি সরে দাঁড়ানোর পর প্রোটিয়া তারকাকে অধিনায়ক করেছিল আরসিবি ম্যানেজমেন্ট। কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থয়ডু'প্লেসি। তাই অধরা আইপিএল ট্রফির
স্বাদ পেতে ঘরের ছেলেকে ঘরে ফেরাতে চাইছে বেঙ্গালুরু। তাছাড়া কোহলির সঙ্গে লোকেশের সম্পর্কও খুব ভালো। চলতি মাসের শেষদিকে ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে আলোচনায় বসতে পারে আইপিএলের গভর্নিং কাউন্সিল। সেখানে বাজেট, ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম এবং কতজন ক্রিকেটারকে ধরে রাখা যাবে ইত্যাদি বিষয়ে
আলোচনা হবে।
শেষ;-
এটি ১০০০ শব্দের মধ্যে লেখা হয়েছে।