তৃতীয় শ্রেণীর বাংলা দেশের মাটি কবিতায় হাতে কলমে অনুশীল প্রশ্নের উত্তর
তৃতীয় শ্রেণীর বাংলা
কবিতা-দেশের মাটি
কবি সত্যেন্দ্রনাথ দত্ত
হাতে কলমে অনুশীলনীর প্রশ্নের উত্তর
১. নীচের প্রশ্নগুলির দু-একটি বাক্যে উত্তর দাও
১.১ তোমার দেশ কোনটি?
উঃ আমার দেশ ভারতবর্ষ।
১.২ সেই দেশটি কেমন?
উঃ। সেই দেশটি রূপে ও গুণে অতুলনীয়। এর মতো প্রাকৃতিক।সৌন্দর্য আর কোনো দেশে দেখা যায় ।
১.৩ দেশে থাকতে কবির কেমন লাগে ?
উঃ এদেশের প্রাকৃতিক সৌন্দর্য কবিকে মুগ্ধ করে। কবির মতে এদেশের মাটি মধুর। আর এদেশের পথের ধূলা খাঁটি সোনার চেয়েত খাঁটি।
১.৪ এই কবিতায় এমন একটি ফলের কথা বলা হয়েছে, দুটোই থাকে। কোন ফল তা লেখ।
১.৫ ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন ?
উঃ। ধান পাকলে তাকে সোনালি রঙের মতো দেখায়। তাই ধানকে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে।
১.৬ কবিতায় কৰি কোন্ পাহাড়ের কথা বলতে চেয়েছেন, যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে?
উঃ। কবিতায় কবি হিমালয় পর্বতমালার কথা বলতে চেয়েছেন যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে।
২. কবিতাটি কার লেখা? এই কবির লেখা 'বাংলাদেশ' আর কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা 'সকল দেশে সেৱা' কবিতা দুটি শিক্ষকের থেকে শুনে নাও।
উঃ। কবিতাটি কবি তথা ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত-এর লেখা।
৩. ঠিক শব্দটির উপরে '/' চিহ্ন বসাও :
৩.১ মাথায় সূর্য এসে (সোনার/রূপোর/তামার) কাঠি ছোঁয়ায়।
উত্তর- সোনার
৩.২ (পাহাড়/বন/সাগর) সে তার ধোয়ায় পা'টি।
উত্তর- সাগর
৩.৩ দেশের কোল ভরে আছে (কনক/আমন/রঙিন) ধান।
উত্তর- কনক
৩.৪ গন্ধে মাতায় (লীলা/নীল/লাল) কমল।
উত্তর- লীলা
উঃ। এই শব্দগুলির উপর '/' চিহ্ন বসাও।
৪. নীচের কতকগুলি পত্তি দেওয়া হলো সেগুলি পদ্যে লেখা। এগুলোকে গদ্য ভাষায় লেখো :
৪.১ ‘পাহাড় তাৱে আড়াল করে, সাগর সে তার ধোয়ায় পাটি।'
উঃ। পাহাড় তাকে আড়াল করে, সাগর তার পা ধুয়ে দেয়।
৪.২ ‘আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি।'
উঃ। আমার দেশের পথের ধুলো যা খাঁটি সোনার থেকেও খাঁটি।
৪.৩ 'সে যে গো নীল পদ্ম আঁখি সেই তো রে নীলকণ্ঠ পাখি।'
উঃ। যার চোখটা নীল পদ্মের মতো সেটাই তো নীলকণ্ঠ পাখি।
৫. কবিতাটির প্রতিটি পত্তির শেষে যে শব্দগুলি কবি ব্যবহার করেছেন, তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই মিল
রয়েছে। এই মিলে যাওয়া শব্দগুলিকে খুঁজে বের করে লেখো : (যেমন : মাটি এবং খাঁটি, ভরা ও হরা।)
উঃ। এসে এবং হেসে। পাটি ও কাঠি। মাথায় ও মাতায়। দোপাটি ও আঁটি। আঁখি ও পাখি।
৬. নীচে দেওয়া শব্দগুলির সঙ্গে মিলিয়ে নতুন নতুন শব্দ তৈরি করো :
৭. শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও :
খাটি —পরিশ্রম
খাঁটি — বিশুদ্ধ, আসল।
ধোঁয়া-কোনো কিছু আগুন পোড়ানোর ফলে যে গ্যাস বের হয়।
ধোয়া -জলে পরিষ্কার করা।
পাটি -বসবার জায়গা।
পা'টি-পা
৮. যুক্তাক্ষর রয়েছে, এমন পাঁচটি শব্দ কবিতাটি থেকে খুঁজে নিয়ে লেখো।
উঃ ক্লান্তি, অা, জ্যোৎস্না, গন্ধে, লবঙ্গ।
৯. কে কোন্ কাজটি করে লেখো । সূর্য, পাহাড়, সাগর, নাগ, বাঘ, নীলকণ্ঠ পাখি।
উঃ। সূর্যসোনার কাঠি ছোঁয়ায়। পাহাড় আড়াল করে। সাগর পা ধুয়ে দেয়। নাগ পাহারা দেয়। বাঘ-পাহারা
দেয়। নীলকণ্ঠ পাখি-সুখের বার্তা বয়ে এনে মনের দুঃখ বেদনা দূর করে।
১০. নিজের ভাষায় নীচের প্রশ্নগুলির উত্তর লেখো।
১০.১ কবিতাটিতে দেশের রূপ বর্ণনায় কবি কোন্ কোন্ ফুলের নাম করেছেন?
উঃ। দেশের রূপ বর্ণনা করতে গিয়ে মউল (মহুয়া) ফুল, কমল (পদ্ম), লবঙ্গ ফুল, বকুল, দোপাটি প্রভৃতি ফুলের বর্ণনা করেছেন।
১০.২ সেইসব ফুল দেশকে কীভাবে সাজিয়েছে?
উঃ। মউল ও কমল দেশকে গন্ধে মাতিয়েছে। লবঙ্গ ফুল ভারতমাতার পায়ের নূপুর হয়েছে। বকুল ও দোপাটি ফুল দেশের অঙ্গকে সাজিয়েছে।
১০.৩ দেশের প্রতি তোমার অনুভূতির কথা চার-পাঁচটি বাক্যে লেখো।
উঃ। প্রাচীনকাল থেকেই আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর কাছে উন্নত সভ্যতার একটি উজ্জ্বলতম নিদর্শন। শস্য- শ্যামলা আমাদের এই দেশ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে এখানে বাস করেন। একাধিক সভ্যতা দেখা যায়। সর্বোপরি আমার দেশ একটি বৈচিত্র্যময় দেশ।
১.কবির কাছে মাটি কেমন মনে হয়?
উঃ। কবির মনে হয় সেখানটাতেই যেন শীতল পাটি অর্থাৎ বসার আসন বা মাদুর পাতা রয়েছে।
২। কে কোথায় রূপার কাঠি বুলায়?
উঃ। নিদ্-মহলের জ্যোৎস্না প্রতিদিন পায়ে রূপার কাঠি বুলায়।
৩। এদেশের কোল ভরা কী রয়েছে?
উঃ। এদেশের কোল ভরা রয়েছে আটটি শিষে আঁটি বাঁধা কনক ধানে।
৪। কে কীসের দ্বারা অন্নপানি জোগায় ?
উঃ। দেশের মাটি নারিকেলের গোপন কোলে অন্নপানি অর্থাৎ খাদ্য জোগায়।
৫। শিয়রে কে এসে কী ছোঁয়ায়?
উঃ। শিয়রে সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায়।
৬। পাহাড় ও সাগর কী করে?
উঃ। পাহাড় এদেশের মাটিকে বাইরের শত্রুদের থেকে আড়াল করে রাখে এবং সাগর এসেই দেশের মাটির পা ধুইয়ে দেয়।
৭। আমার দেশের পথের ধূলা কেমন?
উঃ। কবির কাছে দেশের পথের ধূলা খাঁটি সোনার চেয়েও খাঁটি। চন্দনেরয়গন্ধে ভরা আর শীতল ও ক্লান্তি হরণ করা।
৮। দেশের মাটি কবিতায় কোন্ কোন্ ফুলের নাম করেছেন?
উঃ বকুল ও দোপাটি।
৯। ছন্দের জাদুকর কোন্ কৰিকে বলা হয়?
উঃ। সত্যেন্দ্রনাথ দত্তকে।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ঃ
১। কবি কেন আমাদের দেশের মাটিকে মধুর চেয়ে মিষ্টি আর সোনার চেয়ে খাঁটি বলেছেন?
উঃ। এই অংশটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের রচিত 'দেশের মাটি' কবিতা থেকে নেওয়া হয়েছে। মধু হল পুজোর সামগ্রী অর্থাৎ পবিত্র এবং অতি মিষ্টি বস্তু আর সোনা হল মূল্যবান বস্তু। কবি বোঝাতে চেয়েছেন এদের চেয়ে আরও পবিত্র।