তৃতীয় শ্রেণীর বাংশা আরাম কবিতা অনুশীলন প্রশ্নের উত্তর - Online story

Sunday 4 August 2024

তৃতীয় শ্রেণীর বাংশা আরাম কবিতা অনুশীলন প্রশ্নের উত্তর

 তৃতীয় শ্রেণীর বাংলা
আরাম (কবিতা)
কবি-শঙ্খ ঘোষ
হাতে-কলমে অনুশীলনীর প্রশ্ন ও উত্তর



১. এককথায় উত্তর দাও :


১.১ কুজন কাকে বলা হয়?

উঃ। পাখির ডাককে কুজন বলা হয়।
১.২ কীভাবে ঘুম ভাঙল?
উঃ। পাখির কুজনে ঘুম ভাঙল।
১.৩ ঘুম ভেঙে কী দেখা গেল ?
উঃ। বাবা-মা দুপাশে আছে।
১.৪ জিজি আর পুতুলেরা কী করছে?
উঃ। জিজি ঘুমোচ্ছে আর পুতুলেরা টুংটাং শব্দ করছে।
১.৫ 'কী আরাম'—কখন এমন মনে হলো?
উঃ। যখন মনের মতো সব কিছু পাওয়া গেল।
১.৬ সব কিছু ঠিকঠাক মনে হলো কখন?
উঃ। প্রতিদিনের কাজ ঠিক সময়ে হচ্ছে দেখে।


২. যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো
২.১ কবিতাটিতে (ভোরবেলার/রাত্রিবেলার কথা বলা হয়েছে।
উঃ। ভোরবেলার
২.২ পুতুলেরা (এঘরে/ওঘরে) নেচে উঠেছে।
উঃ। এঘরে
২.৩ (আজ/কাল) কী আরাম।
উঃ । আজ

৩. কবিতাটি পড়ে বাক্য সম্পূর্ণ করো ঃ
৩.১ আজ ঘুম ভেঙে দেখি---।
উঃ। আজ ঘুম ভেঙে দেখি বাবা আছে, মা-ও আছে, দুই পাশে দুই জনে
৩.২ পুতুলেরা--- নেচে ওঠে এঘরে
উঃ। পুতুলেরা টুংটাং শব্দে নেচে ওঠে এঘরে।
৩.৩ ওই দিকে শোনা যায়- ।
উঃ। ওই দিকে শোনা যায় সিয়ারাম।
৩.৪ ওই ঘরে জিজি —ঘুমায়।
উঃ। ওই ঘরে জিজি বেঘোরে ঘুমায়।


. শব্দগুলো দিয়ে বাক্যরচনা করো :
কৃজন—ভোরের বেলা পাখিদের কূজন শোনা যায়।
বেঘোরে— ভোরবেলা দাদু বেঘোরে ঘুমোচ্ছে।
টুংটাং— টুংটাং শব্দ শুনতে ভালো লাগে।।
আরাম—গরমকালে গাছতলায় আরাম পাওয়া যায়।


৫. বিপরীতার্থক শব্দ লেখো :
ঘুম—জাগা।
ভেঙে –গড়ে।
ঘরে-বাইরে।
আজ—কাল।
ওঠে—নামে।


৬. শব্দঝুড়ি থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও :আরাম, ভাঙে, ভালোবাসেন, নেচে
৬.১ রোজ সকালে আমাদের ঘুম ভাঙে।
৬.২ বাবা-মা আমাদের ভালোবাসেন।
৬.৩ আনন্দে মন নেচে ওঠে।
৬.৪ প্রচন্ড গরমে আরাম নেই।


৭. কোন্ কোন্ পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে?
উঃ। কাক, কোকিল, মোরগ, দোয়েল পাখির ডাকে আমাদের ঘুন ভাঙে।
৮. সকালে উঠে কীভাবে তুমি দিন শুরু করো, চার-পাঁচটি বাক্যে লেখো।
উঃ। সকালে উঠে প্রথমে আমি হাত-মুখ ধুই। তারপর দাঁত মেজে জলখাবার খাই। জলখাবার খেয়ে দাদু-দিদার সাথে কথা বলি। তারপর পড়তে বসি। পড়ে উঠে স্নান করে, ভাত খেয়ে স্কুলে যাই।


 সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :
১। কীসের শব্দে শিশুটির ঘুম ভাঙল?
উঃ। পাখিদের কূজনে শিশুটির ঘুম ভাঙল।
। খোকার দুই পাশে কারা কারা আছে।
উঃ। খোকার দুই পাশে বাবা ও মা আছে।
৩। জিজি কোন্ ঘরে আছে? জিজি বলতে কাকে বোঝানো হয়েছে?
উঃ। জিজি পাশের ঘরে আছে। জিজি বলতে দিদিকে বোঝানো হয়েছে।
৪। পুতুলেরা কোন্ ঘরে আছে?
উঃ। পুতুলেরা এ ঘরে অর্থাৎ শিশুটির ঘরে আছে।
৫। কে কীভাবে নেচে ওঠে?
উঃ। পুতুলেরা টুংটাং শব্দে নেচে ওঠে।
৬। একদিকে কী শোনা যায়?
উঃ। একদিকে আজানের ডাক শোনা যায়।
৭। অন্যদিকে কী শোনা যায়?
উঃ। অন্যদিকে সিয়ারামের গান শোনা যায়।
 সংক্ষিপ্ত প্রশ্ন ও
১. পাখিদের কৃজন বলতে কী বোঝে?
উঃ। ভোরবেলা সূর্যোদয়ের আগে পাখিরা কিচির মিচির শব্দ করে জেগে ওঠে। একেই বা
সবাই ঘুম থেকে জেগে ওঠে।
২। দুই পাশে দুজনে বলতে কী বোঝানো হয়েছে?
উঃ। সাধারণত বাচ্চা শিশুরা রাত্রিতে বাবা মায়ের মাঝে শুয়ে থাকে। ভোরবেলা ঘুম
তার দুই পাশে দুজন শুয়ে আছে। তাই এ কথাটি বলা হয়েছে।
৩। ওই ঘরে ঘুমভরে/জিজি আছে বেঘোরে—কথাটিতে কী বোঝানো হয়েছে।
উঃ। জিজি অর্থাৎ শিশুটির দিদিকে বোঝানো হয়েছে। দিদি ভাইয়ের চেয়ে বড়ো। তার
ঘুমিয়েছে। আর দিদি পাশের ঘরে শুয়েছে। সাধারণত শিশুরা যখন একটু বড়ো হয়, তখন ঘুম থেকে উঠতে চায় না। তারা বেঘোরে অর্থাৎ বেহুঁশ হয়ে ঘুমোতে থাকে।
৪। পুতুলেরা টুংটাং শব্দে কীভাবে নেচে ওঠে?
উঃ। ব্যাটারি কিংবা স্প্রিং ভরা পুতুলে দম দেওয়া থাকলে, সেটা একটা নির্দিষ্ট সময়ে  পুতুলেরা টুংটাং শব্দে  নেচে ওঠে।