দশম শ্রেণী জীবন বিজ্ঞান অনুশীলন প্রশ্নের উত্তর - Online story

Friday 9 August 2024

দশম শ্রেণী জীবন বিজ্ঞান অনুশীলন প্রশ্নের উত্তর

 

 দশম শ্রেণীর (জীবন বিঞ্জান ) 

 দুই অধ‍্যয় অনুশীলন প্রশ্নের উত্তর
প্রশ্নমান 1 (বহুবিকল্পভিত্তিক প্রশ্ন :)
প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার
ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :


1. যে কোশ বিভাজনের সময় কোনো বেমতত্ত্ব তৈরি হয় না সেই কোশ বিভাজনকে বলা হয় –

(A) অ্যামাইটোসিস বিভাজন
(B) প্রথম মিয়োটিক বিভাজন
(C) দ্বিতীয় মিয়োটিক বিভাজন
 (D) মাইটোসিস বিভাজন
উঃ- (A) অ্যামাইটোসিস বিভাজন
 

2. বীজের অঙ্কুরোদগমে সাহায্যকারী হরমোনটি হল—
(A) অক্সিন
(B) জিব্বেরেলিন
(C) কাইনিন
(D) অ্যাড্রিনালিন

উঃ-(B) জিব্বেরেলিন


3. মানব পরিস্ফুরণের কোন্ দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে?
 (A) শৈশব (B) বয়ঃসন্ধি (C) বার্ধক্য (D) সদ্যোজাত
উঃ-(C) বার্ধক্য


4. হিস্টোন একপ্রকার –

 (A) আম্লিক প্রোটিন (B) ক্ষারীয় প্রোটিন
(C) উভধর্মী প্রোটিন (D) স্ক্লেরোপ্রোটিন

উঃ-(B) ক্ষারীয় প্রোটিন


৫. নিউক্লিয়াসের কোন্ অংশ থেকে ক্রোমোজোম গঠিত হয়?
(A) নিউক্লিওলাস (B) ক্রোমাটিন জালিকা (C) নিউক্লিওলাস (D) নিউক্লীয় পর্দা
ঃ-(B) ক্রোমাটিন জালিকা


6. ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশে গঠিত হয়—
(A) টেলোমিয়ার (B) সেন্ট্রোমিয়ার (C) ক্রোমোমিয়ার
(D) স্যাটেলাইট
উঃ-(B) সেন্ট্রোমিয়ার

7. কোশচক্রের কোন্ দশায় DNA সংশ্লেষিত হয়?
(A) G1 দশায় (B) Sদশায় (C) G2 দশায় (D) Go দশায়

উঃ-B) Sদশায়
8. যে ক্ষারমূলকটি DNA-তে থাকে না, কিন্তু RNA- তে থাকে তা হল—(A) অ্যাডিনিন (B) ইউরাসিল (C) থাইমিন (D) সাইটোসিন
উঃ-
ইউরাসিল

9. প্রোটিন সংশ্লেষণে সাহায্যকারী কোশ-অঙ্গাণুটি হল-
(A) লাইসোজোম (B) রাইবোজোম (C) পার-অক্সিজোম (D) গ্লাইঅক্সিজোম
উঃ-রাইবোজোম

10. মিয়োসিস ঘটে—(A) জনন মাতৃকোশে (B) রেণুমাতৃকোশে (C) জাইগোটে (D) সবকটিতে
উঃ-A) জনন মাতৃকোশে


11. কোশ বিভাজনের কোন্ দশায় ক্রোমোজোমের আকার স্পষ্ট হয়? (A) প্রোফেজ (B) মেটাফেজ (C) অ্যানাফেজ (D) টেলোফেজ
উঃ-A) প্রোফেজ


12. খন্ডীভবন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে—(A) ঈস্ট (B) স্পাইরোগাইরা (C) প্লাসমোডিয়াম (D) অ্যামিবা
উঃ-(B) স্পাইরোগাইরা


13. পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে–(A) পাথরকুচি (B) রাঙা আলু (C) শাঁকালু (D) শুশনি
উঃ-(A) পাথরকুচি


14. বায়ু দ্বারা পরাগযোগ ঘটে— (A) ধান ও ভুট্টায়
(B) আমে (C) শিমুল গাছে (D) সবকটিতে
উঃ-(A) ধান ও ভুট্টায়


15.দ্বিনিষেক ঘটে—(A) আম, জাম-উদ্ভিদে (B) শ্যাওলায় ছত্রাকে (D) ফার্নে
উঃ-A) আম, জাম-উদ্ভিদে

16. পুরুষ ও স্ত্রীর গৌণ যৌন লক্ষণগুলি প্রকাশিত হয়— (A) বার্ধক্যে (B) বয়ঃসন্ধিকালে (C) পরিণত বয়সে (D) শৈশবে
উঃ-B) বয়ঃসন্ধিকালে


17. সবচেয়ে উন্নত ধরনের কলম হল – (A) শাখাকলম (B) দাবাকলম (C) গুটিকলম (D) জোড়কলম
উঃ-– (A) শাখাকলম



18. যে প্রকার কোশ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে সেটি হল – (A) মাইটোসিস (B) মিয়োসিস (C) অ্যামাইটোসিস (D) সাইটোকাইনেসিস
উঃ- (B)
মাইটোসিস


19. মাইটোসিস কোশ বিভাজনের কোন্ দশায় ক্রোমোজোম গুলি সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে?
(A) প্রোফেজ (B) মেটাফেজ (C) অ্যানোফেজ (D) টেলোফেজ
উঃ-C) অ্যানোফেজ

20. প্রাণীকোশবিভাজনে বেমতত্ত্ব গঠনে সাহায্যকারী কোশ-অঙ্গাণু হল—(A) মাইটোকনড্রিয়া (B) সেন্ট্রোজোম (C) সেন্ট্রোমিয়ার (D) লাইসোজোম
উঃ-B) সেন্ট্রোজোম