আমার বই দ্বিতীয় শ্রেণি সকল প্রশ্নের সমাধান ১ থেকে ২৫ পাতা - Online story

Tuesday 17 September 2024

আমার বই দ্বিতীয় শ্রেণি সকল প্রশ্নের সমাধান ১ থেকে ২৫ পাতা

 




   
আমার বই সমাধান  

     ছাত্রবন্ধু

  দ্বিতীয় শ্রেণী
          
         ৩ পাতা সমাধান


বনের পথে
আলিবাবা ক্বচিৎ এ পথে আসে। ঘন বনে এগোনো শক্ত। ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে
চলে। শুক্লাতিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ। ভয় হয়, বনের পথ না জানলে বিপদ। তবে
মাথায় সবসময় ঘোরে সেই ‘চিচিং-ফাক'।

চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি :
ক্ক= ক + ক       ক্ত   = ক +ত
ক্ব = ক + ব।    ক্ল   = ক + ল


এসো একইরকমের নতুন কথা শিখি:
 এক্কা, মুক্তি, ক্লাস, পক্ব ।
ঘর পূরণ করি :
শ + ক্ত = শক্ত
ধা + ক্কা =ধাক্কা

শিখন পরামর্শ : শিক্ষার্থীদের যুক্তব্যঞ্জনের ব্যবহার ও তৈরির ধারণা গঠন হবে। শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে যুক্তব্যঞ্জন প্রয়োগ করতে শিখবে।

               
৪ পাতা সমাধান

ঘুড়ি ওড়াবার দিনে
ক্রবার এলে বিক্রমের ভারি মজা। সামনেই শনি-রবির ছুটি। ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ। ঘুড়ি
ওড়ানোয় ওদের সমকক্ষ কেউ নেই।

চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি।

ক্র = ক+ র             ক্ষ =ক+ ষ


এসো একই রকমের নতুন কথা শিখি।
বক্র , চক্র , পক্ষ , অক্ষর

ঘর পূরণ করি :
ক্র + ম + শ  =  ক্রমশ   

ক্র +মি+ক = ক্রমিক
স +ক্ষ + ম = সক্ষম      শি+ক্ষ+ক =শিক্ষক


                
৫ পাতা সমাধান

 আকাশে কত তারা

 রাতের আকাশে অসংখ্য তারা মগ্ন হয়ে গুণি, দিনের আকাশে থাকে রবি তার আলো থাকে জাগ্রত চারপাশ। রবির কিরণে মুছে যায় সব গ্লানি, মুগ্ হয়ে দেখি ।


চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি

খ‍্য= খ+য।      গ্ন =গ+ন        

 গ্ধ = গ+ধ
গ্ৰ= গ+র          গ্ল = গ+ল


এসো এইরকমই নতুন কথা শিখি।
 মুখ্য ,ভগ্ন, অগ্র ,গ্রাম ,গ্লাস ,দগ্ধ ।

ঘর পূরণ করি একটি করে দেয়া হলো।
খ্যাতি =খ্যা+তি।        গ্রাম= গ্ৰা"+ম
 সখ‍্য = স+খ‍্য            দুগ্ধ= দুগ্ধ
রুগ্ন =   রু+গ্ন  



          
৬ পাতা সমাধান  

খেলার মাঠে
আজ ছিল ফাইনাল খেলা। গ্যালারিতে খুব ভিড়। দিগ্বিদিক থেকে লোক এসেছে। কোনো দলই
গোল করতে পারল না। খেলা শেষে দু-দলকেই যুগ্মবিজয়ী ঘোষণা করা হলো। একজন আহত
হওয়ায় খেলায় বিঘ্ন ঘটেছিল। মাঠে চিকিৎসক থাকায় সে শীঘ্র সেরে ওঠে।


চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি :

গ্ব = গ +ব    গ্ম= গ +ম
ঘ্ন =ঘ+ন     ঘ্র =ঘ+র     গ‍্য =গ+য



এসো একইরকমের নতুন কথা শিখি :
যোগ্য, বাগ্মী, প্রাণ, তমোঘ্ন।

বামদিকের সাথে ডানদিক মেলাই :
দিগ্বিদিক  > তাড়াতাড়ি
গ্যালারি > বাধা
যুগ্ম > চারদিক
বিঘ্ন > মাঠে বসার জায়গা
শীঘ্র > দুজন একসাথে
উত্তর-
বামদিকের সাথে ডানদিক মেলাই :
দিগ্বিদিক  > চারদিক  
গ্যালারি >মাঠে বসার জায়গা   
যুগ্ম > দুজন একসাথে
বিঘ্ন > বাধা
শীঘ্র > তাড়াতাড়ি


             
৭ পাতা সমাধান

নাও চলেছে
ওই ভাসে ময়ূরপঙ্খী নাও। কঙ্কা ওতে চলছে।আকাশে শঙ্খ চিল। ওরা যাবে মঙ্গলপুর ।নবীন সঙ্ঘের মাঠে হবে চড়ুইভাতি।

চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি;
 ঙ্ক = ঙ+ক        ঙ্গ=  ঙ+গ
ঙ্খ =ঙ+খ।        ঙ্ঘ=ঙ +ঘ


এসো একই রকমের নতুন শব্দ শিখি:
অঙ্ক ,শঙ্খ, বঙ্গ, জঙ্ঘ।
অ+ঙ্ক+ন =  অঙ্কন
জ+ঙ্গ+[ল] =  জঙ্গল
ল+ব+[ঙ্গ] =  লবঙ্গ
ল+[ঙ্ঘ]+ন =  লঙ্ঘন



           
   ৮ পাতা সমাধান
মা বিড়াল আর ছানা বিড়াল
মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে। বাইরে খুব রোদ। মা খুঁজে বের করল ছায়ার আচ্ছাদন। খুশি
হয়ে ছানারা চ্যাটাল নাক ঘষছে মায়ের গায়ে।


চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি :

চ্চ= চ+ চ           চ্ছ= চ+ ছ
চ‍্য =চ+ য


এসো একইরকমের নতুন কথা শিখি :
 চচ্চড়ি, আচ্ছা, পাচ্য ।


ঝুড়ি থেকে নিয়ে মিলিয়ে লিখি :[চ‍্যা,চ্ছ,চ‍্যা]
মো [চ্ছ] ব                       =মো চ্ছ ব
সা [চ্চা]                          =  সাচ্চা
[চ‍্যা] লা।                          = চ‍্যালা


              
৯ পাতা সমাধান


মেলার মাঠে
জ্রপুরের মেলার সাজসজ্জা দেখে তাক লাগে। শীতের কুজ্ঝটিকা সরিয়ে চারদিকে জ্বলে ওঠে
জ্জ্বল আলো। ছ্যাঁক-ছ্যাঁক করে ভাজা হয় জিলিপি। চারিদিক থেকে আসা জ্ঞাত-অজ্ঞাত নানা
মানুষের ভিড়ে জমে যায় মেলা।

চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি

ছ‍্য= ছ+ য                জ্জ= জ+ জ
জ্জ্ব =জ+ জ+ ব        জ্ব =জ +ব
জ্ঞ +জ +ঞ             জ্ঝ =জ+ ঝ
                    জ্র= জ+ র


এসো একইরকমের নতুন কথা শিখি :
ছ্যাঁদা, বিজ্ঞান, লজ্জা, জ্বালানি ।

ঝুড়ি থেকে নিয়ে মিলিয়ে লিখি : [ অ, ম,র]
[অ] জ্ঞান                      অজ্ঞান
[ল] জ্জা                        লজ্জা
জ্ব [র]                             জ্বর

শিখন পরামর্শ : শিক্ষার্থীরা প্রয়োগ করতে শিখবে। শিক্ষিকা/শিক্ষকেরা এই ধরনের আরো তিন বর্ণ বিশিষ্ট তুলে থাকেন।



          
১০ পাতা সমাধান


ঘাসের নকশা
গাঁ-গঞ্জে গাছপালা বেশি। মাঠে শতরঞ্চির মতো ঘাসের নকশা। আকাশে মেঘের আনাগোনা।
গাছগুলি ঝড়ঝঞ্ঝার লাঞ্ছনা সয়েও ভারি খুশি।



চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি

ঞ্চ= ঞ + চ           ঞ্ছ= ঞ+ ছ
ঞ্জ =ঞ+ জ            ঞ্ঝ =ঞ+ ঝ



এসো একইরকমের নতুন কথা শিখি :
 বাঞ্ছা, মঞ্চ, গুঞ্জন, ঝঞ্ঝাট ।

ঘর পূরণ করি :

     
চ                           গু                      ঝ
ব     ঞ্চ   না             র    ঞ্জ   ন          ঝ   ঞ্ঝা           ল                           ন                        ট



    ১১ পাতা সমাধান

হাসির নাটক
নাট্য অভিনেতা মঞ্চে।। অট্টহাসি হাসছেন। শুনে ছোটোদের মুখে ্যা-ফো নেই। সেরা অভিনেতা
পাবে ট্রপি। এ নাটক পাঠ্য বইয়ে নেই।



চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি :
ট্ট = ট+ ট                    ঠ্য= ঠ + য
ট্য =ট+ য                     ট্র =ট+ র


এসো একইরকমের নতুন কথা শিখি:
ট্যাংরা ট্রাম, অট্টালিকা, ঠ্যাং ।

ঝুড়ি থেকে নিয়ে ফাঁকা জায়গা পুরণ করি:[ ট্ট,ট্রে ,ঠ‍্যা ,ট্টু]
(১) দড়ি দিয়ে ঘোরাই ল‍্যা [ট্টু]
(২) যিনি নাটক লেখেন, তিনি না[ট্ট]কার।
(৩) দূরপাল্লার [ট্রে]নে করে যান মধুপুর।
(৪) [ঠ‍্যা]লা গাড়িতে ডেগচি, হাঁড়ি চাপিয়ে চলেছি বনভোজনে।





           
১২ পাতা সমাধান

বাজনার তালে তালে
আজ খেলার মাঠে বড্ ভিড়। ড্রাম বাজছে। তালে তালে ড্রিল করছে ছেলে-মেয়েরা। আকাশে উড্ডীন বেলুনের সারি।

চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি :
ড্ড = ড +ড
ড্র=  ড+ র


ঘর পূরণ করি :
 ড্ড +আ =ড্ডা >  আড্ডা
ড্ড +ঈ =ড্ডী >  উড্ডীন
ড্ড+ উ= ড্ডু > লাড্ডু
ড্র +আ= ড্রা  > ড্রাম
ড্র+ ই = ড্রি  > ড্রিম
এসো একইরকমের নতুন কথা শিখি:
 আড্ডা, ড্রেস।


                       
১৩ পাতা
গুপির বিপদ
রাজা ছিলেন খুবই অহংকারী। তিনি ঢ্যাঁড়া পিটিয়ে গুপিকে গ্রাম ছাড়া করলেন। বিষণ্ণ গুপি গেল
অরণ্যে। রাজার আদেশ খন্ডন করবে কে?

চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি :
ঢ‍্য= ঢ +য।               ণ্ণ= ণ+ ণ
ণ্ড= ণ +ড।               ণ‍্য= ণ+ য


এসো একইরকমের নতুন কথা শিখি :
 ধণাঢ্য, ভাণ্ড‍্য, হিরণ্য।

পাশের ঝুড়ি থেকে কথা নিয়ে বসাই :
[ট্যাড়শ, ঢ্যাঙা,কাণ্ড, অগণ্য]
মাঠের ধারে বসেছে রবিবারের হাট। পেছনে [অগণ্য] তাল গাছের সারি। আলু, পটল, বেগুন,[ট্যাড়শ] পেঁপে রকমারি আনাজের কেনাবেচা চলছে। ঘটছে কতরকমে [কাণ্ড] । [ঢ্যাঙা] ভিড়ে বাজার ঠাসা।


                       
        
১৪ পাতা সমাধান
হাওয়ায় ছুটি
ত্বরিত গতিতে ছুটছে ট্রেন। পেরিয়ে যাচ্ছে তালপদ্মের মাঠ। ট্রেনে অনেক যাত্রী। উত্থানবাবু তাঁর
জিনিসপত্তর যত্ন করে গুছিয়ে রাখছেন। ছোটার মজায় তিনিও আত্মহারা । মুখ বাড়িয়ে দেখছেন
হাওয়ার সঙ্গে চাকার দ্বৈরথ। দ্রিমি দ্রিমি আওয়াজে কাঁপে চারপাশ। সত্যিই অদ্ভুত এ পৃথ্বী

চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি :
ত্ত= ত+ ত                       ত্থ= ত+ থ    
ত্ত্ব =ত+ ব                        ত্ন =ত +ন
ত্ম= ত+ ম                       থ্ব= থ+ ব
ত‍্য =ত +য                       ত্র= ত+ র
দ্ব =দ+ ব    দ্ভ= দ +ভ        দ্র= দ +র





    
১৫ পাতা সমাধান
এসো একই রকমের নতুন কথা শিখি :
ত্বক, গাত্র, মহাত্মা, নিত্য, রত্ন, দ্বিতীয়, ভাদ্র, উদ্ভব।

এসো ছক পুরণ করি।

পাশাপাশি
৩.মহান মানুষ > মহাত্মা
৪. নিশা > রাত্রি
৬. ২৯-এর থেকে১ বেশি > ত্রিশ
৮. ঘ্রাণ > গন্ধ

উপর নীচ
১. তাড়াতাড়ি > ত্বরা
৩. মাতোয়ারা > মত্ত
৫.ছেড়ে দেওয়া > ত‍্যাগ
৭. মিত্রের বিপরীত > শত্রু



বাক‍্য রচনা করি :-

পৃথ্বী : এই পৃথ্বী সবুজে ভরা।
অদ্ভুত : জাদুকর অদ্ভুত খেলা দেখায়।
রৌদ্র: শীতকালে রৌদ্র মিষ্টি লাগে।




            
১৬ পাতা সমাধান

ভোরের আকাশে
ভোর হলে আকাশের ধ্যান ভাঙে। ছিন্ন হয় অন্ধকার। জন্ম নেয় নতুন দিন। কানে আসে পাখির
কলকাকলির ধ্বনি। এ যেন এক অন্য পৃথিবী। অন্তরে জাগে আনন্দের শিহরণ।
চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি :
ধ‍্য =ধ +য               ন্ত= ন+ ত
ধ্ব= ধ+ ব              ন্দ= ন দ       

 ন্ম =ন +ম
ধ্ম= ধ+ ন              ন্ন =ন+ ন।       ন‍্য= ন+ য

                               
এসো একইরকমের নতুন কথা শিখি :
বাধ্য, ধ্বজা, অন্ন, কন্যা, বন্ধু ।

ঘর পূরণ করি :
অ  \                  ম -ধ‍্য                  ক্র
        ন্ন                |                আ ন ন্দ
ভি /                   ন্দ                        ন

অন্ন                 মধ্য               আনন্দ
ভিন্ন                 মন্দ               ক্রন্দন



               ত                               ব
         মৃ   ন্ম   য়           আ   ন   ন‍্য
               য়

           মৃন্ময়                       বন‍্য
          তন্ময়                    অনন্য





            
১৭ পাতা সমাধান

ঝুরি নামে মাটিতে
ফ্রিকা জুড়ে জঙ্গল। প্রকাণ্ড সব গাছ। এদের দৃপ্ত শিকড় মাটির গভীরে, প্লাবনও একে না
পারে না। ফ্যাকাসে আকাশে পাখির মেলা।


চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি
প্র=প+র  প্ত=প+ত   ফ্র= প+র

প্ল= প+ল      ফ্য = ফ+য

 

এসো একইরকমের নতুন কথা শিখি :
 প্রচুর, ফ্রক, ফ্যান, আপ্লুত, সপ্তাহ।



দাগ দিয়ে শব্দ খুঁজে বার করি ও লিখি :


= ফ্যান
= আফ্রিকা
= আপ্লুত
= সপ্তাহ
 =প্রভু






              
১৮ পাতা সমাধান

হাটে বাজারে
বাজার বসেছে ব্রজপুরে। ব্যবসায়ীরা পশরা আনেন গ্রামগঞ্জ থেকে। এখানে সবই সহজলভ্য।
ভ্রমর এসেছে বাবার সঙ্গে। লোকজনের হাঁকডাকের শব্দে বাজার মশগুল। মাছের দোকানে বিকোচ্ছে জব্বর একটা কাতলা মাছ। দেখেতো ও তাজ্জব হয়ে গেছে।


চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি :
ব্দ =ব+ দ   ব‍্য= ব+ য    ভ‍্য, =ভ+ র
ব্ব =ব+ ব   ব্র =ব+ র      ভ্র =ভ +র



এসো একইরকমের নতুন কথা শিখি:
জব্দ, আব্বা, ব্যয়, তীব্রতা, সভ্য, ভ্রমণ।


নতুন নতুন কথা বানাই :
ব‍্যা [গ]
অ [ধ‍্যা] য়
[ব‍্যা] কুল
স[ভ‍্য]তা
ব্র[জ]

উপরের পাঠ থেকে কথা নিয়ে ছকটি পূরণ করি :

পাশাপাশি
২. ভুল >ভ্রম
৪. সাজা পেয়েছে এমন > জব্দ
৬. যেখানে বেচাকেনা চলে > বাজার
উপর-নীচ
১. বেড়াতে যাওয়া > ভ্রমণ
৩. আওয়াজ > শব্দ
৪. খুব বড়ো, বিরাট > জব্বর
৫. আব্বা >  বাবা




         
১৯ পাতা সমাধান

পাহাড়ের হাতছানি
লাম্বা পাহাড়ি পথ। নিন্মে নদী।
লম্ফ-ঝম্ফ করলে চলবে না। আলো ম্লান হয়ে এসেছে। আর ওঠা অসম্ভব। সবার সম্মতি নিয়ে এখানেই তাবু ফেলো। দেখো ঐ সুরম‍্য পাহাড়ের চূড়ার হাতছানি।

চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি :
ম্ল =ম+ ল                   
ম্ব= ম+ ব    ম্ম =ম+ ম     ম্ভ =ম+ ভ
ম্ফ =ম+ ফ    ম্ল =ম +ল    ম‍্য =ম+ য


এসো একই রকমের নতুন কথা শিখি:
 সম্বল, আম্ম, আরম্ভ, কম্পন, গুম্ফ,আম্র।



সাজিয়ে নিয়ে শব্দ বানাই এবং বাক্য রচনা করি:-


ল ম্ব অ=অম্বল> অম্বল একটি পেটের রোগ
ন ক ম্প= কম্পন > খুব শীতে কম্পন হয়
স অ ব ম্ভ= অসম্ভব > ছেলেটি অসম্ভব সাহস
তি ম্ম স= সম্মতি > সে মায়ের সম্মতি নিয়ে মেলায় গেল
ম্ম ত য় = তন্ময় > ছেলেটি ঘুমে তন্ময় হয়ে গেছে



            
২০ পাতা সমাধান
   অজানা ইতিহাস
রোদ্দুরে কুয়াশার পর্দা কর্পূরের মতো উবে গেল। সামনেই পুরানো দুর্গ। বয়সের ভারে জীর্ণ। তবু
নির্বিকার দাঁড়িয়ে। আমরা ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখি। এই দুর্গে লুকিয়ে আছে অজানা ইতিহাসের
বর্ণময় কথা। এ নিয়ে কারও মনে কোনো তর্ক নেই।

চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি :



                             র্প =র +প     র্ণ =র+ ণ        র্ব =র ব
র্গ = র+ গ      র্য =র+ র   র্ক =র+ ক
র +


এসো একইরকমের নতুন কথা শিখি :
অৰ্চনা, চর্ম, দর্শন, অর্ধ, ফর্দ, চর্চা, বার্ষিক

ডানদিক ও বামদিক মেলাই :
উত্তর-

র+গ >র্গ
র+ক>র্ক
দ+র>দ্র
ক+র>ক্র
র+য>র্য
একই অর্থযুক্ত শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি :

যবনিকা =পর্দা
কেল্লা =দুর্গ
ভগ্নপ্রায় =জীর্ণ
উদাসীন= নির্বিকার


         
২১ পাতা সমাধান

মজার চিড়িয়াখানা
গিয়েছিলাম চিড়িয়াখানায়। বল্গা হরিণ, ভাল্লুক দেখলাম। আর দেখলাম উল্টে-পাল্টে লাফ দিচ্ছে
হনুমান। পাশেই বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা। উটপাখির গা যেন কল্কাদার শাল! এসব
একেবারেই কল্পনা নয়। সত্যিই মজার অভিজ্ঞতা !

চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি :
ল্গ =ল+গ        ল্ক=ল+ক       ল্ট=ল+ট
ল্ড=ল+ড      ল্ল=ল+ল            ল্প=ল+প

এসো একইরকমের নতুন কথা শিখি :
শিল্প, কল্য, পল্টন, বিল্ব, উল্লাস, ল্যাংচা, গুল্ম

পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি
১. চিড়িয়াখানায় হনুমান কীভাবে লাফ দিচ্ছে?
উত্তর-উল্টে-পাল্টে
২. গন্ডারের খাঁচা কী দিয়ে ঘেরা ?
উত্তর-বোল্ডার দিয়ে ঘেরা
৩. উট পাখির গা-কেমন?
উত্তর-উটপাখির গা যেন কল্কাদার শাল।




           
২২ পাতা সমাধান

মেঘের ঘনঘটা
এখন শ্রাবণ মাস। পশ্চিমে ঘন কালো মেঘ জমে। গোটা বিশ্ব নিথর নিশ্চুপ। অবশ্যই ঝড় আসছে। শ্লথ পায়ে গোরু হাঁটছে মাঠে। আজ আর আলোর দর্শন মিলবে না। বিকেলে বেড়াতে যাবার প্রশ্নই নেই।


চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি :
শ্র= শ+র       শ্ব=শ+ব      শ্ন=শ+ন
শ্ল=শ+ল       শ্চ=শ+চ       

এসো একইরকমের নতুন কথা শিখি :
বর্ণা, দৃশ্য, নিশ্চয়, প্রশ্ন, শ্লাঘা, রশ্মি
শ্র/ শ্রা/অ/ন্ন/মা/ শ্য/শ্চি/ শ্ব/শ্ন বসিয়ে

পাশাপাশি শব্দ তৈরি করি :

দৃশ্য, শ্লাঘা, প্রশ্ন, পশ্চিম, শ্রাবণ, শ্রুতি, বিশ্ব, শ্রান্ত, শ্লথ, বিশ্রাম।

পাঠ পড়ে একটি বাক্যে উত্তর লিখি :
১.কোথায় ঘন কালো মেঘ জমে ?
উত্তর-পশ্চিম আকাশে ঘন কালো জমে।

২. গোরু কেমন করে হাঁটে?
উত্তর-শ্লথ পায়ে গোরু হাঁটে‌

৩.আজ আর কী মিলবে না ?
উত্তর-আজ আর আলোর দর্শন মিলবে না।



           
২৩ পাতা সমাধান
জল থইথই
সকাল থেকে বৃষ্টি। কিছুই শুষ্ক নেই। বর্ষাতি গায়ে লোক চলেছে পথে। কোনোক্রমে গা-বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ। একমাত্র কৃষ্নকাকুর দোকান খোলা। যাই, সর্ষে আনতে হবে।

চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি :
ষ্ক =ষ+ক             ষ্ট =ষ+ট
ষ্ঠ=ষ+ঠ              ষ্ন= ষ+ণ

এসো একইরকমের নতুন কথা শিখি :
নষ্ট, সৃষ্টি, পুষ্করিণী, পৃষ্ঠা, কাষ্ঠ, বিষ্ণু, বৈষ্নব ।

নতুন একটা শব্দ বানাই :

ষ্ট >  সৃষ্টি, বৃষ্টি
ষ্ঠ > কাষ্ঠ, সৃষ্ট
ষ্কা > আবিষ্কার,পুরষ্কার
ষ্ন > জিষ্ণু , বিষ্ণু

পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি :
১. পথে লোক কী গায়ে দিয়ে চলেছে?
উত্তর-বর্ষাতি গায়ে লোক চলেছে পথে।
২. কার দোকান খোলা ?
উত্তর-কৃষ্নকাকুর দোকান খোলা।
৩. কী আনতে যেতে হবে?
উত্তর-সর্ষে আনতে হবে।





২৪ পাতা সমাধান

নাইতে নামি
নদীতে খুব স্রোত। আস্তে নামি। অস্থির হলে চলবে না। ইস্পাতের মতো শক্ত পাথরে পা রেখে
স্নান সারতে হবে। চলো স্পর্শ করি ঠান্ডা নির্মল জল। এত স্বচ্ছ আর স্পষ্ট যে নীচ অব্দি দেখা যায়।


চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি :

স্র =স+র        স্প=স+প      স্ব =স+ব
স্ত=স+ত         স্থ=স+থ         স্ন=স+ন



এসো একইরকমের নতুন কথা শিখি :
অজস্র, স্থাপন, অস্পষ্ট, স্নাত, স্বপ্না, রহস্য ।

নীচের যুক্তব্য গুনগুলিকে শব্দের প্রথমে, মাঝে এবং শেষে ব্যবহার করে অর্থপূর্ণ শব্দ বানাই:

নতুন শব্দগুলিকে বাক্যে ব্যবহার করি :
স্পষ্টত , নিস্পাপ , স্রষ্টা,  প্রস্তাব।




২৫ পাতা সমাধান

বিকেলের নানা রং
এখন আপনার বেলা। ওদের জলে সূর্য অস্ত যায়। সারা আকাশ জুড়ে লাল বহ্নির রকমারি ছটা। দেখে
আাদে মন ভরে যায়। এমন সন্ধ্যার আহ্বান মনোমুগ্ধকর।

চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি :
হ্ল=হ+ল      হ্ব=হ+ব
হ্ণ=হ+ন      হ্র=হ+র     হ্ন =+হণ


এসো একইরকমের নতুন কথা শিখি :
 পূর্বাহ্ণ, সায়াহ্ন, চিহ্ন, দাহা, প্রহ্লাদ।

ঠিক জায়গায় যুক্তব্যঞ্জন বসাই :

পূর্বা [হ্ণ]
মধ‍্যা [হ্ন]
সায়া [হ্ন]
অপরা [হ্ন]

পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি :
১. বিকেলের আরেক নাম কী ?
উত্তর-বিকেলের আরেক নাম অপরাহ্ন।
২. কার জলে সূর্য অস্ত যায় ?
উত্তর-হ্রদের জলে সূর্য অস্ত যায়।
৩. আকাশ জুড়ে কীসের রকমারি ছটা ?
উত্তর-আকাশ জুড়ে লাল বহ্নির রকমারি ছটা।



পরের পর্ব ২৬ থাকে ৫০ পাতা দেখুন