আমার বই দ্বিতীয় শ্রেণি ২৬ থেকে ৫০ প্রকার সমাধান ছাত্রবন্ধু - Online story

Sunday, 22 September 2024

আমার বই দ্বিতীয় শ্রেণি ২৬ থেকে ৫০ প্রকার সমাধান ছাত্রবন্ধু

 






দ্বিতীয় শ্রেণীর আমার বই ২৫ থেকে ৫০ পাতা সমাধান ছাত্রবন্ধু
          


                    ২৬ পাতা সমাধান

See and say:
CAPITAL LETTERS
A B C D
E F G H
I J K L M N
O P Q R S T
U V W X Y Z
এদের মধ্যে vowel গুলি হইল A E I O U
বাকি গুলি CONSONANT
small letter
a b c d
e f g h
i j k l m n
o p q r s t
u v w x y z
এদের মধ্যে vowel গুলি হইল a e i o u
বাকি গুলি consonant

এভাবে সাজিয়ে লেখার কারণ প্রতিটি সারির বাঁধ কে vowel গুলি রাখা হয়েছে।




Circle the capital letters:
capital টি গোল দাগ দাও।
This is my bat.ব‍্যাট টি আমার
ans. [T] his is my bat.


That is Debu's ball. ওটা দেবুর বল
Ans. [T]hat is [D]ebu's ball.

We play cricket every Sunday.
আমরা প্রতি রবিবার ক্রিকেট খেলি।
Ans. [W]e play cricket every [S]unday


The Taj Mahal is in India.
তাজমহল ভারতে।
Ans.(T)he (T)aj (M)ahal is in India

I love my school.
আমি আমার ইস্কলকে ভালোবাসি।
Ans. (I) love my school.

We live in India.
আমি ভারতে বাস করি।
ans.(W)e live in India.


                   ২৭ পাতা সমাধান

Read the sentence. Notice the capital letters:
বাক্যটি পড়ুন।  বড় অক্ষরগুলি লক্ষ্য করো।
She is Minu

 সে মিনু।
বড় অক্ষরগুলি হইল S, M
I have a pet cat
আমার একটা পোষা বিড়াল আছে।
বড় অক্ষরগুলি হইল I

Pinaki my brother
পিনাকী আমার ভাই।
বড় অক্ষরগুলি হইল P

Use of capital Lefters
কোথায় কোথায় বড়ো অক্ষর ব‍্যবহার হয়:
In case of I
যদি (I) আমি ব‍্যবহার হয়।
At the beginning ofa sentence
বাক্য শুরুর আগে ব‍্যবহার হয়।
In case ofnames of peuple, place, village, country,river, mountan, days of the weck etc
যদি কোনো লোকের নাম, জায়গা,গ্ৰাম, দেশ, নদী, পর্বত, দিন সপ্তাহ ইত্যাদি থাকে।

Rewrite the sentences using capital letters :
বাক‍্যটি বড়ো অক্ষর ব‍্যবহার করে লেখো।
am moulı. mita is my friend. we live in belna. belna is beside the river
damodar every sunday, we play together
আমি মৌলি।  মিতা আমার বন্ধু। সে বেলনায় থাকে। বেলনা নদীর ধারে দামোদর। প্রতিদিন আমরা একসাথে খেলি।
Ans. Am Moulı. Mita is my friend. We live in Belna. Belna is beside the river
Damodar every Sunday, We play together.


        ২৮ পাতা সমাধান


See and say:
দেখো এবং বলো
                                    Say: বলো
1 one.( একটি)                    bat (খেলার ব‍্যাট)
                one cat            mat ( মাদুর)
               একটি বিড়াল         hat (টুপি)
                                              rat (ইদুর)


2.two.( দুই)                    bog (বিল)
                  two dogs      hog (শূকর)
                    দুটি কুকুর       fog( কুয়াশা(
                                             log (গুঁড়ি)

3 three ( তিন)                    hug (আলিঙ্গন)
               three bugs           mug(মগ)
              তিনটি ছারপোকা      jug(জগ)
                                                rug (কম্বল)

4.four (চার)                   den (গর্ত)
          four hens              pen(কলম)
         চারটি মুরগি                men(মানুষ)
                                             ten(রেলগাড়ি)

5 five (পাঁচ)                   big (বড়ো)
          five pigs                   fig (ডুমুর)
         পাঁচটি শূকর                   dig( খোঁচা)
                                               wig (পরচুলা)

২৯ পাতা সমাধান
6. six (ছয়)                   cook(রাঁধুনি)
            six books          moon (চাঁদ)
            (ছয়টি বই)             hook(হুক)
                                               pool (পুকুর)

7. seven (সাত)                   call (ডাকা)
        seven balls                   hall( হলঘর)
          ( সাতটি বল)                   fall (পতন)
                                               tall(লম্বা)


8. eight (আট)                   free ( বিনামূল্য
          eight trees                   heel (গোঁড়ালি)
          (আটটি গাছ)                   jeep( খোলা মোটর গাড়ি
                                               peel(খোসা)

9.  nine (নয়)                    ship(জাহাজ)
          nine shops                    cash(টাকা)
          নয়টি দোকান                   shut(বন্ধ)
                                               fish(মাছ)


10.  ten (দশ)                    back (পিছনে)
     ten ducks                    clock (ঘড়ি)
     (দশটি হাঁস)                   pack (গাঁট)
                                               rock (শিলা)


     ৩০ পাতা সমাধান




Look at the pictures. Fill in the gaps
ছবিটি দেখো এবং শূন্যস্থান পূরণ কর
উত্তর
three green trees
তিনটি সবুজ গাছ
three red jeeps
তিনটি লাল রংয়ের খোলা গাড়ি
four small ducks
চারটি ছোট হাঁস

three big bags
তিনটি বড় থলি

one fat sheep
একটি মোটা ভেড়া

three huge ships
তিনটি বিশাল জাহাজ

four hopping frogs
চারটি বুকিং ব্যাঙ

one sailing boat
একটি পালতোলা নৌকা


tow tiny cars
দুটি ছোট গাড়ি

     ৩১ পাতা সমাধান

Match column A with column B
                 কলম Aএবং B মিল করো

1) sky.  a) green
2) milk.  b) black
3) leaf. c) yellow
4) crow. d) white
5) yolk.  e) blue
Ans.
1) sky. আকাশ.       (e) blue (নীল)
2) milk. দুধ             (d) white সাদা
3) leaf. গাছের পাতা (a) green (সবুজ)
4) crow. কাক.         (b) black (কালো)
5) yolk. ডিমের কুসুম (c) yellow (হলুদ)

Colour the picture. Write three sentences about the picture:
ছবিটি রং করো এবং ছবিটি দেখতে সম্পর্কে তিনটি বাক্য লেখো।
Answer - A river flows.  There are two trees on the bank of the river.  The sky looks beautiful from the bank of the river.

 উত্তর -একটি নদী বয়ে চলেছে। নদীর পাড়ে দুটি গাছ আছে। নদীর পাড় থেকে আকাশ কে সুন্দর দেখাচ্ছে।


         ৩২ পাতা সমাধান
See and Say:
দেখো এবং বলো

hair (চুল)
mouth-( মুখ)
neck-(গলা)
chest-(বুক)
abdomen (পেট)
knee (হাঁটু)
foot (পায়ের আঙ্গুল)
head (মাথা)
elbow (কুনই)
leg (পা)
ankle (গোঁড়ালি)
toe (পায়ের পাতা)

See the words in the help box. Fill in the gaps correctly:
Help box
1. I........ my hands.  nod
2. I.......  my head.   clap
3. I ........ on my legs. run
4. I .........on my feet. stand
Ans
1. I clap my hands.  
আমি আমার হাতের সাহায্যে হাততালি দিই
2. I nod my head.  
আমি আমার মাথা নারাই
3. I Stand on my legs.
আমি আমার পায়ের সাহায্যে দাঁড়াতে পারি
4. I run on my feet.
আমি আমার পায়ের পাতার সাহায্যে ছুটতে পারি



      ৩৩ পাতা সমাধান


আলো আমার আলো
আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা
আলো নয়ন-ধোওয়া আমার, আলো হৃদয়-হরা ।।
নাচে আলো নাচে, ও ভাই,
আমার প্রাণের কাছে-
বাজে আলো বাজে, ও ভাই,
হৃদয়বীণার মাঝে-
জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা ।।
আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি।
আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী।
মেঘে মেঘে সোনা, ও ভাই, যায় না মানিক গোনা—
পাতায় পাতায় হাসি, ও ভাই, পুলক রাশি রাশি—
সুরনদীর কূল ডুবেছে সুধা-নিঝর-বারা।।
4: শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপরের গানটি সুর ও ছন্দ মিলিয়ে গাইলে।
রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন -আলো কবিতাটি কার লেখা?
 উত্তর -রবীন্দ্রনাথ ঠাকুর
 প্রশ্ন -আলোর স্রোতে কারা পাল তুলে দিয়েছে?
উত্তর- হাজার প্রজাপতি

 প্রশ্ন- আলোর ঢেউয়ে কারা মেতে উঠলো?
 উত্তর- মল্লিকা মালতি।
 প্রশ্ন- পাতায় পাতায় কি দেখা যায় ?
উত্তর -পাতায় পাতায় হাসির পুলক রাশি রাশি দেখা যায়।
প্রশ্ন- কি গোনা যায় না ?.
উত্তর মানিক গুনা যায় না


          ৩৪ পাতা সমাধা
       প্রভাত বর্ণন
মদনমোহন তর্কালঙ্কার
পাখি সব করে রব, রাতি পোহাইল।
কাননে কুসুম কলি, সকলি ফুটিল ।
রাখাল গোরুর পাল, লয়ে যায় মাঠে।
শিশুগণ দেয় মন, নিজ নিজ পাঠে ।।
ফুটিল মালতী ফুল, সৌরভ ছুটিল।
পরিমল লোভে অলি, আসিরা জুটিল ॥
গগনে উঠিল রবি লোহিত বরণ।
আলোক পাইয়া লোক, পুলকিত মন ৷
শীতল বাতাস বয়, জুড়ায় শরীর।
পাতায় পাতায় পড়ে, নিশির শিশির।
উঠো শিশু, মুখ ধোও, পরো নিজ বেশ।
আপন পাঠেতে মন, করহ নিবেশ।।
: শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপরের কবিতাটি ছন্দ সহযোগে পাঠ করবে।


প্রশ্ন- প্রভাত বর্ণন কবিতাটি কার লেখা?
 উত্তর -মদনমোহন তর্কালঙ্কার

প্রশ্ন -পাখি কখন গান করে?
 উত্তর- রাত্রি পোহাইলে
 প্রশ্ন- কাননে কুসুম কলি কখন ফোটে?
 উত্তর -রাত্রি পোহালে
 প্রশ্ন- পরিমল কথার অর্থ কি?
 উত্তর- মধু
প্রশ্ন- অলি কথার অর্থ কি?
উত্তর- মৌমাছি বা ভোমরা
 প্রশ্ন- আলোক পাইয়া লোকের মন কেমন হইলো? উত্তর -পুলকিত হইল
 প্রশ্ন- গগনে রবির রং কেমন ছিল?
 উত্তর- লোহিত বরণ
 প্রশ্ন -শিশির কোথায় পড়ে ?
উত্তর- পাতায় পাতায়
প্রশ্ন- শিশুগণ কি করে?
 উত্তর নিজ নিজ পাঠে মন দেয়

৩৫ শুধু ছবি আছে, ওটা নিজেরা একে নেবে রং করে দেবে ভালো করে।

       ৩৬ পাতা সমাধান
See and say
দেখো এবং বলো
sense organs ইন্দ্রিয় অঙ্গ
eye - চোখ
tongue - জিভ
skin - চামড়া অথবা তক
nose - নাক

See the words in the help box. Fill in the gaps correctly
   Help bax [smell , taste,touch,see, hear] গন্ধ গ্রহণ করা, স্বাদ গ্রহণ করা স্পর্শ করা দেখা, শোনা।
1. I ......with my eyes.
Ans.I see with my eyes.
আমি আমার চোখের সাহায্যে দেখি
2. I.......with my nose.
Ans. I smell with my nose.
আমি আমার নাকের সাহায্যে গন্ধ
3. I....... with my ears.
Ans.I hear with my ears.
আমি আমার কানের সাহায্যে শুনি
4. I.........with my tongue.
Ans.I taste with my tongue.
আমি আমার জিভের সাহায্যে স্বাধ গ্রহণ করি
5. I.........with my skin.
Ans.I touch with my skin
আমি আমার চামড়া সাহায্যে স্পর্শ অনুভব করি


৩৭ পাতা সমাধান
I can see a ..........
Ans-  rose -গোলাপ
I can see a...........
Ans- lotas -পদ্ম
I can see a .........
Ans-  china rose -গাঁদা
I can see a.........
Ans- lily-লিলি
I can see a.........
Ans-  Dahlia -ডালিয়া


Match column A with column B:
          A.                             B
1. china rose -জবা।          1. white- সাদা
2. sunflower -সূর্যমুখী         2. pink-গোলাপী
3. lotus -পদ্ম।                     3. violet-বেগুনি
4. lily -লিলি।                        4. yellow-হলুদ
5. dahlia-ডালিয়া                  5. red-লাল

Ans-
1. china rose -গাঁদা            5. red-লাল
2. sunflower -সূর্যমুখী        3. violet-বেগুনি
3. lotus -পদ্ম।                     1. white- সাদা
4. lily -লিলি।                       4. yellow-হলুদ
5. dahlia-ডালিয়া                2. pink-গোলাপী



৩৮ পাতা সমাধান


See and write :
🥒 I can see a .............
Ans- Banana -কলা
🍍 I can see a............
Ans- Pineapple -আনারস
🍐 I can see a.... .....
Ans- papaya - পেঁপে
🍎 I can see an..........
Ans- apple - আপেল
🍏 can see an...........
Ans-  Lemon -লেবু

Make a list of fruits :
1. l  emon -লেবু
2. m.......
Ans- Mango-আম

3. j ........
Ans- Jackfruit- কাঁঠাল

4. b.........
Ans- Banana কলা

5. g.........
Ans- guava -পেয়ারা
6. W.........
Ans-Watermelon-তরমুজ


৩৯ পাতা সমাধান
Draw pictures of your favourite flowers and fruits
উপরে ফাঁকা জায়গা দিতে তোমার প্রিয় পছন্দের ফুল এবং ফলের ছবি আপু
Write the names of the flowers and fruits:
সাদা ফুল ও ফলের নাম লেখ

Fruits name
ফলের নাম
Banana-কলা
Pears-নাসপাতি
lychee-লিচু


Flowers name
ফুলের নাম
belly flower-বেলী
Frankincense flower-গন্ধরাজ
Chrysanthemum- চন্দ্রমল্লিকা

৪০ পাতা সমাধান

Listen and say
Watermelon, watermelon
Rolling down the street.
Watermelon, watermelon
Stopped at my feet.

I put him in my wagon
And took him home.
I hoped he liked it
And wouldn't try to roam.


শুনুন এবং বলুন
 তরমুজ, তরমুজ
 রাস্তায় গড়িয়ে পড়ছে।
 তরমুজ, তরমুজ
 আমার পায়ের কাছে থেমে গেল।


আমি তাকে আমার ওয়াগনে বসিয়েছি
 এবং তাকে বাড়িতে নিয়ে যায়।
 আমি আশা করি তিনি এটা পছন্দ করেছেন
 এবং ঘোরাঘুরি করার চেষ্টা করবে না।
 
৪১ পাতা সমাধান

See and say দেখো এবং বলো
What is this?
Ans-
What is that?
Ans-This is a book.
That is a book.


What is this?
Ans-This is a bat
এই একটি খেলার ব‍্যাট।

What is that?
Ans-That is a sun
ঐ একটি সূর্য।

What is this?
Ans-This is a umbrella
এই একটি ছাতা।

What is that?
Ans-That is a tree
ঐ একটি গাছ।

A telling sentence starts with
a capital letter and ends with
a full stop

একটি বলার বাক্য দিয়ে শুরু হয়
 একটি বড় অক্ষর এবং শেষ হয়
 একটি ফুল স্টপ।
An asking sentence starts with
a capital letter and ends with
a question mark?

 একটি জিজ্ঞাসা বাক্য দিয়ে শুরু হয়
 একটি বড় অক্ষর এবং শেষ হয়
 একটি প্রশ্ন চিহ্ন?

৪২ পাতা সমাধান

See and Say:

The signal was red.
The car did not stop at the signal.
The driver broke the rule.
Read the sentences:
There are six members in our family. They are my grandfather,
grandmother, father, mother, sister and me. My father is a teacher. He teaches English. My mother is a housewife. She takes good care of us. My sister reads in class three. I am in class two. We are a very happy family.
 

 

Fill in the gaps with words from the passage:
 

a) There are........members in our family.

Ans. Six
b) My father is a..........
Ans. teacher

c) My sister reads in class.......
 Ans.three

d) We are a very...family
Ans. happy
.

সিগন্যাল ছিল লাল।
 সিগন্যালে গাড়ি থামল না।
 চালক নিয়ম ভঙ্গ করেন।
 বাক্যগুলি পড়ুন:
 আমাদের পরিবারে সদস্য ছয়জন।  তারা আমার দাদা, দাদী, বাবা, মা, বোন এবং আমি।  আমার বাবা একজন শিক্ষক।  তিনি  ইংরেজি শেখায়।  আমার মা একজন গৃহিণী।  তিনি আমাদের ভাল যত্ন নেয়। আমাদের  আমার বোন ক্লাস থ্রিতে পড়ে।  আমি ক্লাস টুতে পড়ি।  আমরা একটি খুব সুখী পরিবার।
 

 উত্তরণ থেকে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করুন:
 a) আমাদের পরিবারের ছয়জন সদস্য পরিবার
আছে।
 b) আমার বাবা একজন শিক্ষক।
 c) আমার বোন ক্লাস সিক্সে পড়ে
 d) আমরা একটি খুব সুখী।
 

৪৩ পাতা সমাধান
Draw the pictures:
ছবি আঁকো

The sun
একটি সূর্যের ছবি আঁকো
a banana
একটি কলার ছবি আঁকো
a glass
একটি গ্লাসের ছবি আঁকো
a leaf
একটি পাতার ছবি আঁকো
an umbrella
একটি ছাতার ছবি আঁকো
a hut
একটি কুঁড়ে ঘরের ছবি আঁকো



৪৪ পাতা সমাধান
 ছবি দেখে ফাঁকা ঘরে ঠিকমতো লিখি

ছবিতে ২নং গাছ ১নং গাছের চেয়ে [ছোটো ] অথচ ৩নং গাছের চেয়ে লম্বা। এখানে ১নং গাছ
সবচেয়ে [লম্বা] ও ৩নং গাছ সবচেয়ে [ছোটো]।



এখানে বিড়াল, বাঘের থেকে [ছোটো], অথচ ইঁদুরের চেয়ে বড়ো। এখানে ইঁদুর সবার থেকে
[ছোটো], বাঘ সবার থেকে [বড়ো]।



ছবিতে
এই নৌকাটি সবচেয়ে [ বড়ো]

ওই নৌকাটি একটু [ছোটো]

সেই নৌকাটি সবচেয়ে [ছোটো]

সাবিনা নদীর পাড়ে দাঁড়িয়ে দেখছে তিনটি নৌকার কোনটি তার কাছাকাছি আর কোনটি সবচেয়ে দূরে।


৪৫ পাতা সমাধান

ছবি দেখে ফাঁকা ঘরে ঠিকমতো লিখি
২ নং শিশিতে ১ নং শিশির থেকে [কম ] মধু আছে, অথচ ৩ নং শিশির থেকে বেশি মধু আছে।
(১)মাঝের শিশিতে বাঁদিকের শিশির চেয়ে
[কম ] মধু আছে।
(২)মাঝের শিশিতে ডানদিকের শিশির চেয়ে [বেশি] মধু আছে।
(৩) এখানে সবচেয়ে বেশি মধু আছে [১] নং শিশিতে।
(৪) এখানে সবচেয়ে কম মধু আছে [ ৩] নং শিশিতে।
আমরা খাঁচার [বাইরে]অথচ হরিণ খাঁচার [ভিতরে]
হনুমানও, খাঁচার ভিতরে।




৪৬ পাতা সমাধান

ছবি দেখে ফাঁকা ঘরে ঠিকমতো লিখি

মীর।          রাজু।             রানা

রাজুর হাতের বল, রানার হাতের বলের থেকে
[বড়ো] অথচ মীরের হাতের বলের থেকে [ছোটো]
এখানে মীরের হাতের বল সবচেয়ে [ছোটো]ও রানার হাতের বল সবচেয়ে [বড়ো]


তরমুজ         কমলালেবু         লিচু
কমলালেবু, তরমুজের থেকে হালকা
লিচুর থেকে [ ভারী]
এখানে তরমুজ সবথেকে [ ভারী] লিচু সবথেকে [হালকা]।




২নং গাছের গুঁড়ি ১নং গাছের গুঁড়ির থেকে [সরু]অথচ বাঁশির থেকে [মোটা]।
এখানে ১নং গাছের গুঁড়ি সবচেয়ে [মোটা]বাঁশি সবচেয়ে [সরু]।


৪৭ পাতা সমাধান

ছবি দেখে ফাঁকা ঘরে ঠিকমতো লিখি
এই আমটা একটু [নীচু]-তে, তাই সৌমেন আঁকশি দিয়ে।

এই আমটা অনেক [উচু]-তে। তাই ডেভিড গাছে উঠে পাড়ছে।

এই আমটা বেশ নীচু-তে।- তাই আসিফ মাটিতে দাঁড়িয়ে পাড়ছে।


এখানে সবচেয়ে উঁচুতে আম পাড়ছে [ডেভিড]।
সবচেয়ে [নীচুতে] আম পাড়ছে আসিফ।


 দিদিমা মেঝেতে বসে বই পড়ছে। বইটা মোটা । বোন টেবিলে বসে বই পড়ছে। বইটা দিদিমার বইয়ের থেকে [পাতলা]


ববি।      সলমন।     জন।     সানি
ছেলেরা দৌড়াদৌড়ি করছে। ববি সবার [আগে] আছে। সবার পেছনে আছে [সানি]
সলমন জনের সামনে আছে অথচ ববির [পিছনে]
আছে।

জন সানির [সামনে]আছে।
আছে অথচ [সলমন]-এর পিছনে আছে।


৪৮ পাতা সমাধান
নিজেরাই ছবি দেখে খুজে নেবে।



৪৯ পাতা সমাধান

৪ < ৫ < ৬ < ৭< ৮ < ৯


১১ < ১৩ < ১৪ < ১৭ < ১৯



২০ < ২১ < ২৩  < ২৬ < ২৮ < ২৯



২৩ < ৪০ < ৫৯ < ৮৬ < ৯৮


৩৮ > ৩৮ > ৩৯ > ৪১ > ৪২


২২ > ২৭ > ৩১ > ৩৯ > ৪২


৫০ পাতা সমাধান
😁😂          😂😂          😁😁
😁               😂😂          😂
৩          +        ৪     +         ৩ = [১০]



🦆🦆          🦆         🦆🦆
🦆🦆          🦆         🦆🦆
🦆🦆                          🦆
  ৬       +        ২     +      ৫ = [১৩]



🍬🍬        🍬           🍬🍬
🍬🍬         🍬          🍬
                    🍬       🍬🍬
৪     +       ৩       +      ৫   = [ ১২]

পরের পর্ব ৫১ থেকে৭৫ পাতা দেখুন

আগের পর্ব ১ থেকে২৫ পাতা দেখুন